ডিসেম্বর ১২, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী-প্রথম আলো
  • ‘খেলা শেষ হয়েছে, কোয়ার্টার ফাইনালে বিজয়ী আওয়ামী লীগ’ওবায়দুল কাদের-ইত্তেফাক
  • রাজপথ দখলে সংঘাতের আশঙ্কা- যুগান্তর 
  • বিএনপির অফিসে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে: গণতন্ত্র মঞ্চ- মানবজমিন
  • শূন্য ৬ আসন নিয়ে ইসির সিদ্ধান্ত বৃহস্পতিবার-কালের কণ্ঠ
  • মির্জা ফখরুল-আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • ডিসেম্বরে কী হবে? আদালত চত্বরে পার্থের জবাব -আনন্দবাজার পত্রিকা
  • ‘সংবিধান বাঁচাতে মোদিকে খুন করতে হবে’ কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক -সংবাদ প্রতিদিন
  • কড়া নিরাপত্তায় শেষ হল প্রাথমিকের টেট-আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

প্রথম আলোর প্রধান খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আজ ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী ৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।শেখ হাসিনা বলেন, ‘আমরা এখানেই থেমে থাকিনি, ২১০০ সালের বদ্বীপ কেমন হবে, সে পরিকল্পনাও নিয়েছি।’তবে তিনি বলেন, শেখ হাসিনা বলেন, ‘এখন সব নির্ভর করছে আমাদের ইয়াং জেনারেশন ও যুব সমাজের ওপর।

প্রথম আলোর অপর এক খবরে লেখা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যে নগ্ন চিত্র দেখলাম, এটা বাংলাদেশে নজিরবিহীন। পৃথিবীতে এ রকম নজির নাই। এই ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধেও হয়নি।’আজ সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন কার্যালয়ে চেয়ারপারসনের অফিসের দরজা ভেঙে ভেতরে সবকিছু তছনছ করা হয়েছে। হিসাব শাখা লুটপাট করা হয়েছে। কাল মঙ্গলবার দুপুর ২ টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, গণতন্ত্র মঞ্চ ১৪ দফা ঘোষণা করেছে।বিএনপির ঘোষিত ১০ দফার সঙ্গে একত্বা প্রকাশ করে ১৪ দফা কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। সোমবার (১২ ডিসেম্বর) নারী ও শিশুকল্যাণ পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ১৪ দফা ঘোষণা করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরীক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর বাংলাদেশ প্রতিদিনের আইন-আদালত বিষয়ক খবরে লেখা হয়েছে, মির্জা ফখরুল-আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির পদত্যাগকারী সংসদ সদস্যরা অচিরেই পস্তাবে। তাদের পদত্যাগের কারণে সংসদ অচল হবে না।’

দেশ বিদেশ-বিএনপি’র র‌্যালি নিয়ে বিদেশি মিডিয়া যা বলেছে-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধাক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিতে শানিবার ঢাকায় বিরোধী দল বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এমন খবর দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে বিদেশি মিডিয়া। এর মধ্যে ভারতের হিন্দুস্তান টাইমস, বার্তা সংস্থা এএফপি, স্ট্রেইটস টাইমস, এনডিটিভি প্রভৃতি। হিন্দুস্তান টাইমসের শিরোনাম- ‘‘বাংলাদেশ অপোজিশন মাউন্টস হিউজ প্রটেস্ট ইন ঢাকা: ‘শেখ হাসিনা ভোট থিফ’। এনডিটিভির শিরোনাম- ‘ম্যাসিভ প্রটেস্ট ইন বাংলাদেশ ক্যাপিটাল এগেইনস্ট শেখ হাসিনা’জ গভর্নমেন্ট’। এএফপি’র শিরোনাম- ‘বাংলাদেশ অপোজিশন মাউন্টস হিউজ প্রটেস্ট ইন ক্যাপিটাল’। হিন্দুস্তান টাইমস তার প্রতিবেদনে লিখেছে, নতুন নির্বাচন দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে বাংলাদেশের প্রধান বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় সমবেত হন। শনিবার রাজধানী ঢাকায় উত্তেজনা ছিল তুঙ্গে। এরই মধ্যে বিক্ষোভকারীরা আগের নির্বাচনে ‘ভোট চুরি’ নিয়ে স্লোগান দেন। সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে বিরোধী দলের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিরোধী দল দেশজুড়ে যখন প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিক্ষোভ করছে, তখন তাদের র‌্যালি থেকে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক আবহে এরই মধ্যে জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। 

১০ দিনে কারাগারে ১৩ হাজার নতুন বন্দি-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ডিসেম্বরের শুরুতে পুলিশের বিশেষ অভিযান শুরুর পর কারাগারে বেড়েছে বন্দির সংখ্যা। গত ১০ দিনে ১৩ হাজার নতুন বন্দি কারাগারে গেছেন। কারাগারে এখন ঠাঁই নাই, ঠাঁই নাই অবস্থা। সাড়ে ৪২ হাজারের কিছু বেশি বন্দি ধারণক্ষমতার কারাগারগুলোতে এখন প্রায় দ্বিগুণ বন্দি রয়েছে। গত ১০ দিনে ঢাকাসহ সারা দেশের কারাগারে নতুন বন্দি এসেছে প্রায় ১৩ হাজার। দেশের ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগারে এখন বন্দিতে ঠাসা। ধারণক্ষমতা ৪২ হাজার ৬২৬ জন। কিন্তু, গতকাল পর্যন্ত কারাগারে বন্দি আছে ৮৩ হাজার ৬০৭ জন। গতকাল পুলিশের বিশেষ অভিযানে ১১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সদর দপ্তর জানায়, গ্রেপ্তারকৃতরা অধিকাংশ দাগি আসামি। কেউ দীর্ঘদিন ধরে পলাতক ছিল।এ ছাড়াও গত ১০ দিনে যে ১৩ হাজার নতুন বন্দি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলের নেতাকর্মী।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত: 

ডিসেম্বরে কী হবে? আদালত চত্বরে পার্থের জবাব-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, তিনি দলের কোনও পদে নেই আর, কিন্তু তৃণমূল নিয়ে প্রশ্ন উঠতেই সপাট জবাব দিলেন প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন, ‘‘তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না।’’

সোমবার এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সেখানেই হাজির করানো হয় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে। পার্থ আদালত চত্বরে গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ডিসেম্বর ডেডলাইন’ প্রসঙ্গে। তারই জবাবে পার্থ বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ওই জবাব দেন। ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে কিছুটা বিরক্ত হয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘‘তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না।’’

উল্লেখ্য, শুভেন্দুর ‘ডিসেম্বর ডেডলাইন’ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, ‘‘ডিসেম্বর মাসের ১২, ১৪ এবং ২১ তারিখ রাজ্যে ধামাকা হবে।’’ যার পাল্টা তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘ডিসেম্বরে কোনও বিশেষ দিন নেই। শুধু কয়েকটা বিয়ের তারিখ আছে।’’ পরে রবিবার আবার শুভেন্দু বলেন, ‘‘আগামিদিনে আর্থিক ভাবে দেউলিয়া হয়ে যাবে সরকার। দুর্নীতিতে জড়িত শাসকদলের নেতা-মন্ত্রীরা সবাই জেলে যাবেন।’’ এর পাল্টা আক্রমণ করে কুণাল আবার বলেন, ‘‘কারা জেলে যাবেন, বোঝাই যাচ্ছে। শুভেন্দু-ঘনিষ্ঠ শ্যামল আদকের গ্রেফতারিই তার প্রমাণ।’

‘সংবিধান বাঁচাতে মোদিকে খুন করতে হবে’ কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক,-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ‘সংবিধান রক্ষা করতে হলে মোদিকে মেরে ফেলতে হবে’- বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের এক কংগ্রেস নেতা। তাঁর মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তবে সঙ্গে সঙ্গে সাফাইও দিয়েছেন তিনি। তবে তাতে বিশেষ লাভ হয়নি। ওই নেতার গ্রেপ্তারি দাবি করেছে বিজেপি। ইতিমধ্যেই কংগ্রেস নেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট জনসভায় কথা বলছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাটেরিয়া। তিনি বলেন, দেশের গণতন্ত্রকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতি, ধর্ম, ভাষা-সমস্ত কিছুর ভিত্তিতে ভেদাভেদ করছেন তিনি। এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন রাজা। “দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন বিপন্ন। তাই সংবিধানকে বাঁচাতে গেলে মোদিকে হত্যা করতে হবে”-এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে।  

ভারত ‘প্রভাবশালী' নিরাপত্তা পরিষদে ‘স্থায়ী আসন' চেয়ে দরবার ‘বন্ধু’রাশিয়ার-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের জন্য ‘স্থায়ী আসন’ চেয়ে দরবার করল ‘বন্ধু’ রাশিয়া। মিত্র দেশটির যুক্তি, আন্তর্জাতিক স্তরে ভারত একটি প্রভাবশালী দেশ। অর্থনৈতিক শক্তি হিসেবে যথেষ্ট প্রতিপত্তিও রয়েছে। তাই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে নয়াদিল্লিকে অন্তর্ভুক্ত করা উচিত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২

ট্যাগ