ডিসেম্বর ২৩, ২০২২ ২৩:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৩ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সম্মেলনে বিএনপির তিন নেতাকে আ.লীগের আমন্ত্রণ- দৈনিক প্রথমআলো
  • বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে সরকার: প্রিন্স- মানবজমিন
  • জঙ্গি পলায়ন ও ধরতে না পারাকে ‘ব্যর্থতা’ হিসেবে দেখছে র‍্যাব- দৈনিক সমকাল
  • দায়িত্ব বদলালেও দলের জন্যই কাজ করব: কাদের- ইত্তেফাক
  • আমাদের প্রধানমন্ত্রীর জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে:  ডিএমপি কমিশনার- কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • উত্তর সিকিমের লাচেনে গভীর খাদে পড়ল বাস! ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু, আহত ৪-আনন্দবাজার পত্রিকা
  • মিলল স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন, বুস্টার ডোজ হিসেবে আসছে ন্যাজাল ভ্যাকসিন-সংবাদ প্রতিদিন

 

সম্মেলনে বিএনপির তিন নেতাকে আ.লীগের আমন্ত্রণ- দৈনিক প্রথমআলো

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই আমন্ত্রণ জানায়। বিএনপি কার্যালয়ের সামনে সায়েম খান বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান—বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছি।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তর দ্বায়িত্বে) সৈয়দ এমরান সালেহের কাছে এই আমন্ত্রণপত্র দেওয়া হয়। সায়েম খান বলেন, ‘যাঁরা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’ আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানালেন কেন, এর জবাবে তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা।

দায়িত্ব বদলালেও দলের জন্যই কাজ করব: কাদের- ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আই এম নট এ পারফেক্ট লিডার। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভুলত্রুটি হতে পারে। বড় দলে সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু থাকবে। দায়িত্ব বদলালেও এই দলেই আছি, দলের জন্যই কাজ করব।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাজনৈতিক দলগুলোর মধ্য একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে অন্য কোনো দল আছে কি-না জানা নেই।’

আমাদের প্রধানমন্ত্রীর জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে:  ডিএমপি কমিশনার- কালের কণ্ঠ

অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের তুলনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বলে মন্তব্য করেছেন  ঢাকার পুলিশপ্রধান খন্দকার গোলাম ফারুক।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের আগের দিন শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকি বিবেচনায় সম্মেলন ঘিরে সব ধরনের নিরাপত্তাব্যবস্থাই নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জীবন সবসময়ই ঝুঁকির মধ্যে থাকে, ইতিপূর্বে অনেকবার জীবননাশের চেষ্টা করা হয়েছে, আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। এ জন্য আমরা তার নিরাপত্তাটাকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে থাকি।

জঙ্গি পলায়ন ও ধরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছে র‍্যাব- দৈনিক সমকাল

সম্প্রতি আদালতের ফটক থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে নিজেদের ব্যর্থতা বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। আজ শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্থান সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। কাল শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এম খুরশীদ হোসেন বলেন, ‘২ জঙ্গি পালিয়ে গেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা অবশ্যই আত্মসমালোচনায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আমার দুর্বলতা থাকলে স্বীকার করব। এটা আমাদের ব্যর্থতা। ২ জঙ্গি পালিয়ে গেছে এবং তারা দীর্ঘ দিন ধরে পরিকল্পনা করেছে এবং আমরা এখনো তাদের ধরতে পারিনি। কিন্তু, আমাদের অভিযান অব্যাহত রেখেছি।’

বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে সরকার: প্রিন্স- মানবজমিন

সরকার দেশজুড়ে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শুক্রবার নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

প্রিন্স বলেন, হাজার হাজার নেতা-কর্মীকে কারাবন্দি করায় বর্তমানে কারাগারে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। কারাবিধি অনুয়ায়ী অনেক নেতা ডিভিশন পাওয়ার অধিকারী হলেও অনেককে এখনও ডিভিশন দেয়া হয়নি। কারাবন্দি নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তাদের ২৪ ঘণ্টা লক-আপে রাখা হচ্ছে। তারা গুরুতর অসুস্থ ও বয়োজ্যেষ্ঠ হলেও সরকারের নির্দেশেই তাদের জামিন দেয়া হচ্ছে না। আমি আবারও বিএনপি মহাসচিবসহ আটক সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি। তিনি বলেন, জনগণ কোন চক্রান্ত করছে না। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে, বাক-স্বাধীনতা ফিরে পেতে, ন্যায় বিচার পেতে, ফ্যাসিবাদ থেকে বাঁচতে প্রকাশ্য রাজপথে লড়াই করছে।

উত্তর সিকিমের লাচেনে গভীর খাদে পড়ল বাস! ১৬ জন সেনা জওয়ানের মৃত্যু, আহত ৪-আনন্দবাজার পত্রিকা

উত্তর সিকিমের লাচেনে পিছলে খাদে পড়ে গেল বাস। এই ঘটনায় ওই বাসে থাকা ১৬ জন জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৪ জন।

সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে এগোচ্ছিল সেনার এই বাসটি। সে সময়ই একটি পাহাড়ি বাঁকে বাসটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। গভীর খাদে পড়ে যায় বাসটি।

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। সেনার তরফে ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। গুরুতর আহত ৪ জনকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মিলল স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন, বুস্টার ডোজ হিসেবে আসছে ন্যাজাল ভ্যাকসিন-সংবাদ প্রতিদিন

নুমান সত্যি হল। নতুন করে করোনার বাড়বাড়ন্ত রুখতে ন্যাজাল ভ্যাকসিনে (Nasal vaccine) অনুমোদন দিতে পারে ভারত। ২৪ ঘণ্টা না কাটতেই ন্যাজাল ভ্যাকসিনকে অনুমোদন দিল স্বাস্থ্যমন্ত্রক। জানানো হয়েছে, মিশ্র বুস্টার ডোজ (Booster Dose) হিসেবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল স্প্রে প্রয়োগ করা যাবে। শুক্রবার থেকেই টিকাকরণ (Corona vaccine) কর্মসূচিতে যুক্ত হচ্ছে এই ন্যাজাল ভ্যাকসিন। প্রথমে এই ভ্যাকসিন মিলবে শুধুমাত্র বেসরকারি হাসপাতালগুলিতে। শুক্রবার সকালে এই সংক্রান্ত বড় ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক।

দেশে নয়া কোভিড ভ্যারিয়েন্ট BF.7 নিয়ে বৃহস্পতিবারই জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ন্যাজাল ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যদিও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি তখনও। শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ন্যাজাল ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসেবে অনুমোদন দেওয়া হল। #

পার্সটুডে/এমবিএ/এমএএইচ/২৩

 

 

ট্যাগ