ভারতে প্রধানমন্ত্রীর পদ খালি নেই-বিজেপি
বাংলাকে ভাতে মারার চেষ্টা -বিজেপিকে তোপ মমতার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৬ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- গুলশানে অস্ত্র উঁচিয়ে গুলি: স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা-যুগান্তর
- শান্তি সমাবেশ থেকে বিএনপিকে প্রতিহতের ডাক হানিফের-প্রথম আলো
- আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- সরকার পক্ষের কেউ রক্ষা পাবে না: গয়েশ্বর-মানবজমিন
- মদপানে আওয়ামী লীগ বিএনপির নেতাসহ ৪ জনের মৃত্যু-কালের কণ্ঠ
- মুফতি ইব্রাহিমের কারাদণ্ড-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা' বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার-সংবাদ প্রতিদিন
- বিচারপতি নিয়োগে অংশ নিতে চায় কেন্দ্রও!-আনন্দবাজার
- নেপালে ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, এবার সামনে আসবে দুর্ঘটনার আসল কারণ?-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
বিএনপি অসুস্থ হয়ে গেছে, তাদের হাসপাতালে যেতে হবে: কাদের-ইত্তেফাক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকে হাসপাতালে যেতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।সোমবার (১৬ জানুয়ারি) সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতোই যদি সক্ষমতা তাহলে নির্বাচনে আসুন। আমরা রেডি আছি। ষড়যন্ত্র করে লাভ হবে না। ঠান্ডা মাথায় আসুন, বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। তিনি ডোনাল্ড লুকে বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে। প্রথম আলোর খবর- শান্তির সমাবেশ থেকে বিএনপি ও জামায়াতকে প্রতিহত করতে যুবলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এদিকে যুগান্তরের খবরে বলা হয়েছে, যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। আর বাংলাদেশ প্রতিদিনের খবর-২৫ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিল গণতন্ত্র মঞ্চ। মানবজমিনের একটি খবরের শিরোনামে লেখা হয়েছে, সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে: এলডিপি
বিস্তারিত খবরে লেখা হয়েছে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার দুপুরে রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।মিছিল পূর্ব সমাবেশে এলডিপি নেতারা বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান সরকার ভেঙে খানখান করে দিয়েছে। বাঙালি জাতির সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ আজ একটা গণতন্ত্রবিহীন। আমরা অধিকারবিহীন অবস্থার মধ্যে বিরাজ করছি। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। নিজেরা বাঁচুন এবং দেশ ও জনগণকে রক্ষা করুন।
প্রথম আলোর অপর এক খবরে লেখা হয়েছে, সরকারের দাম কমছে বলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সরকারের ভুল নীতির কারণে পানি, জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বাড়ছে। সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছেন জনগণ। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, মাত্র তিন সপ্তাহের মাথায় কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগেই বাজেট নিয়ে মতামত প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার ফলে তাদের আর্থিক সমস্যার কথা বোঝেন বলে দাবি করেছেন নির্মলা। সেই সঙ্গে তাঁর মত, মধ্যবিত্তদের উপর করের বোঝা চাপায়নি বিজেপি সরকার। আগামী বাজেটগুলিতেও মধ্যবিত্তদের কথা ভেবেই কাজ করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, “মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি গণপরিবহন ব্যবহার করেন। সেই জন্যই দেশের মোট ২৭টি শহরে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। ১০০টি স্মার্ট সিটি বানানো হচ্ছে তাঁদের বসবাসের সুবিধার জন্য।
আনন্দবাজার পত্রিকা ও আজকাল ও সংবাদ প্রতিদিন পত্রিকায় গতকালের খবরে লেখা হয়েছিল-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। এ মন্তব্য করেছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। ভারতের ক্ষমতাসীন দলটির নেতা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ গতকাল পশ্চিমবঙ্গের সোনারপুরে দলীয় এক সমাবেশে,বলেছেন, প্রধানমন্ত্রীর পদ খালি নেই। তৃতীয়বারের জন্য মোদি ভারতের প্রধানমন্ত্রী হবেন।’
‘বাংলাকে ভাতে মারার চেষ্টা’, বঞ্চনা নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার-সংবাদ প্রতিদিন
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মুর্শিদাবাদের সাগরদিঘিতে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আরও একবার সরব হলেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারকে ‘দিল্লির লাড্ডু’ বলে কটাক্ষ করে হুঙ্কার মমতার।একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র। এই অভিযোগ তুলে মমতা আরও একবার সরব হন। রাজ্যের শাসকদল তৃণমূল প্রতিবাদ করে বলেই টাকা আটকে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তাঁর।মমতা (WB CM Mamata Banerjee) বলেন, “কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার টাকাও দিচ্ছে না। আমাদের এখান থেকে কর তুলে নিয়ে যায়। কেউ যদি মনে করে থাকে এটা বিজেপির জমিদারি, নিজস্ব তহবিল তাহলে ভুল করছেন। মানুষের টাকা মেরে, বাংলাকে ভাতে মেরে, এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না। রাম, বাম, শ্যাম এক হয়েছো। আমাকে ভাতে মারতে গিয়ে শ্রমিক, কৃষকদের ভাতে মারছো। লজ্জা করে না। ক্ষমতা দেখাচ্ছো? আজ ক্ষমতা আছে বলে হিরো। কাল ক্ষমতা থাকবে না বিগ জিরো।”
বিচারপতি নিয়োগে অংশ নিতে চায় কেন্দ্রও! কলেজিয়াম নিয়ে চন্দ্রচূড়কে চিঠি আইনমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
কেন্দ্রের সঙ্গে বিচারবিভাগের টানাপড়েনের মধ্যেই আরও এক বার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। চন্দ্রচূড়কে লেখা চিঠিতে আইনমন্ত্রী জানান, কলেজিয়াম ব্যবস্থায় কেন্দ্রের প্রতিনিধিকেও যুক্ত করা উচিত। শীর্ষ এবং উচ্চ আদালতগুলির বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সব সিদ্ধান্ত নেয় কলেজিয়াম। কিছু দিন আগেই কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। বিচারপতি নিয়োগে সরকারের ভূমিকা বাড়ানোর জন্য জোরদার সওয়াল করেছিলেন তিনি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬