মার্চ ০৮, ২০২৩ ১৭:২৮ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ৮ মার্চ (বুধবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে রাজনীতি ও অর্থনৈতিক অঙ্গনের খবর বিশেষ গুরুত্ব পেয়েছে।  প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা ঘটিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে: কাদের-দৈনিক প্রথম আলো

  • সরকারের ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড ঘটছে: মোশাররফ: মানবজমিন
  • সরকারের ব্যর্থতায় রাজধানী বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল- নয়াদিগন্ত
  • আইন মেনে ভবন করলে এত ক্ষতি হতো না: স্বরাষ্ট্রমন্ত্রী: যুগান্তর
  • ২৪ ঘণ্টা পর বিস্ফোরিত ভবনে মিলল আরো ২ লাশ: কালেরকণ্ঠ
  • বিস্ফোরণ অন্তর্ঘাতমূলক কি না তদন্তের প্রয়োজন: মানবাধিকার কমিশন: দৈনিক ইত্তেফাক

কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম

  • রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চেয়ে ইউনেস্কোর ইচ্ছাপ্রকাশ: দৈনিক আজকাল
  • আমার বাবা RSS কর্মী, কিন্তু এই ভারত আমার নয়’, রাহুলের সভায় বললেন মহিলা, ভাইরাল ভিডিও-দৈনিক সংবাদ  প্রতিদিন
  • মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রচারের জন্য টিভি চ্যানেলকে ২৫ হাজার টাকা জরিমানা নিয়ন্ত্রক সংস্থার: পূবের কলম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা ঘটিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে: কাদের-দৈনিক প্রথম আলো

আন্দোলনে ব্যর্থ হয়ে গুলিস্তান, চট্টগ্রামের সীতাকুণ্ড ও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিসংযোগের ঘটনা বিএনপি ঘটিয়েছে কি না, সরকার তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের এক যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সেই সময় দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটা স্বাভাবিক দুর্ঘটনা, নাকি নাশকতা, সেটা প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারও মাথাব্যথার প্রয়োজন নেই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল হুট করে একটা বিবৃতি দিয়েছেন। তাঁর বিবৃতিতে এ ধরনের একের পর এক ঘটনা রহস্যজনক বলা হয়েছে। আমরাও তাঁর সঙ্গে একমত। এই সময়ে দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক। এই রহস্যের ভেতরের বিষয়টি কী , সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।’

২৪ ঘণ্টা পর বিস্ফোরিত ভবনে মিলল আরো ২ লাশ: কালেরকণ্ঠ

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চলমান অভিযানে ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বুধবার সাড়ে ৪টার দিকে ভবন থেকে প্রথম লাশটি বের করা হয়। পাঁচ মিনিটের ব্যবধানে আরো একটি লাশ বের করে ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে এখনো দুজন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ভবনটি থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আইন মেনে ভবন করলে এত ক্ষতি হতো না: স্বরাষ্ট্রমন্ত্রী: যুগান্তর

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে যে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ইমারত আইন মেনে নির্মাণ করলে এতটা ক্ষতি হতো না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বেজমেন্ট ও নিচতলার যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। ভবনের ওপর চাপ পড়লে সেটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য স্টেবল অবস্থা তৈরি করে অভিযান শুরু করা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কী কারণে ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। কেউ যেন ইমারতের অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ না করে। যারা অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  এই বিস্ফোরণের মূল কারণটা কী, পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে বলে জানান মন্ত্রী।

বিস্ফোরণ অন্তর্ঘাতমূলক কি না তদন্তের প্রয়োজন: মানবাধিকার কমিশন: দৈনিক ইত্তেফাক

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা ধ্বংসস্তূপ পর্যবেক্ষণ করেছি। কি কারণে এমন ঘটনা ঘটল, এটা তদন্ত করা দরকার। এটি স্বাভাবিক কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা না কি অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সেটা তদন্তের প্রয়োজন আছে।’

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে বুধবার (৮ মার্চ) সাংবাদিকদের ব্রিফিংকালে ড. কামাল উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন বাহিনীর যারা বিশেষজ্ঞ আছে, তারা তদন্ত করে সঠিক ঘটনাটি বের করবে। আমি মনে করি, তারা যথেষ্ট যোগ্য। এগুলো তারা বোঝেন, জানেন এবং সে অনুযায়ী চেষ্টা করবেন।’

সরকারের ব্যর্থতায় বারবার অগ্নিকাণ্ড ঘটছে: মোশাররফ: মানবজমিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন, রাজধানীর সিদ্দিক বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা শুধু গতকালকেই নয়, আরো অনেকবার এরকম ঘটনা ঘটেছে। এসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই, কারণ জনগণ তারা প্রতিনিধি নয়। এ সরকারের অবহেলা এবং ব্যর্থতার কারণে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের ব্যর্থতার কারণে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়। তাদের উস্কানিতে তাদের গুন্ডাপান্ডা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কিনা, সেটি আমরা খতিয়ে দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  

সরকারের ব্যর্থতায় রাজধানী বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে : মির্জা ফখরুল- নয়াদিগন্ত

সাম্প্রতিক বিস্ফোরণের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দুর্ভাগ্য আমাদের। এই সরকারের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী একটি বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে। বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে শুধু বিস্ফোরণ হচ্ছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক র‌্যালির আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এই র‌্যালির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, যে ভবনে বিস্ফোরণ হচ্ছে সেই ভবনের নির্মাণ কাজ, রক্ষণাবেক্ষণ তদারকি করা হয়নি। গ্যাস জমে থেকে সাইন্স ল্যাবে বিস্ফোরণের তিনজন লোক মারা গেলেন। গতকাল ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ফলে ১৭ জন মানুষ মারা গেছেন। যাদের মধ্যে দু’জন নারী রয়েছেন। এর আগে চট্টগ্রামে বিস্ফোরণ হলো সেখানে সাতজন মারা গেলেন। কেন হচ্ছে এসব?

আমার বাবা RSS কর্মী, কিন্তু এই ভারত আমার নয়’, রাহুলের সভায় বললেন মহিলা, ভাইরাল ভিডিও-দৈনিক সংবাদ  প্রতিদিন

রাহুল গান্ধী ঠিক যা যা বলেন, তাঁর সভায় এসে ঠিক তাই তাই বললেন এক প্রবাসী ভারতীয় মহিলা। রাহুল যেমন বলেন, ভারতের মূল ভাবনাকেই বদলে দিয়েছে RSS, বিজেপির আমলে ভারতের গণতন্ত্র বিপদে। মালিনী মেহেরা নামের এই প্রবাসী মহিলাও ঠিক তেমনটাই বললেন। বললেন আজকের ভারতকে তিনি চিনতে পারেন না। বললেন, তাঁর বাবা একজন আরএসএস (RSS) কর্মী, তিনিও আজকের ভারতের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন না। নিমেষে ওই প্রবাসী মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিও-তে ওই মহিলাকে বলতে শোনা গিয়েছে, “আমার দেশের পরিস্থিতি দেখে আমি মুষড়ে পড়ছি। আমার বাবা গর্বিত আরএসএস কর্মী। তিনিও আজ নিজেদের দেশকে চিনতে পারেন না। বাবার কথা বাদ দিন। আমরা কীভাবে আমাদের গণতন্ত্রকে ফের শক্তিশালী করতে পারি?” মালিনীর (Malini Mehra) বক্তব্য, “আমার দেশ বদলে গিয়েছে। আমার মতো লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, যারা ভারতে জন্মেছে অথচ আজকের ভারতকে চিনতে পারেন না।” নিমেষে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চেয়ে ইউনেস্কোর ইচ্ছাপ্রকাশ: দৈনিক আজকাল

রাজ্যের মুকুটে নতুন পালক জুড়তে চলেছে।

এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো। চিঠি দিয়ে ইউনেস্কো জানিয়েছে তাদের ইনস্টিটিউট ফর লাইফ টাইম লার্নিং শিক্ষার সঙ্গে যুক্ত হতে চায়। উৎসাহী রাজ্যও। সূত্র অনুযায়ী জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবিষয়ে পদস্থ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। খুব তাড়াতাড়ি এই নিয়ে দু'পক্ষের মধ্যে বৈঠক হবে বলে জানা গেছে। শিক্ষার প্রসারের জন্য ইনস্টিটিউট ফর লাইফ টাইম লার্নিং গোটা বিশ্ব জুড়ে কাজ করে। প্রাথমিক থেকে বুনিয়াদি, শিক্ষার নানা ক্ষেত্রে পড়ুয়াদের কী প্রয়োজন সে বিষয়ে দরকারি পরামর্শ দিয়ে থাকে তারা।‌ প্রসঙ্গত, ইতিমধ্যেই শিক্ষার প্রসারে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। পড়ুয়াদের ইউনিফর্ম, সাইকেলের মতো সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

মুসলিমদের প্রতি বিদ্বেষ প্রচারের জন্য টিভি চ্যানেলকে ২৫ হাজার টাকা জরিমানা নিয়ন্ত্রক সংস্থার: পূবের কলম

মুসলিমদের বেছে বেছে আক্রমণের নিশানা করার জন্য জি নিউজ ১৮, ইন্ডিয়া এবং টাইমস নাউ-এর মতো বেসরকারি চ্যানেলগুলি ভর্ৎসনার মুখে পড়লো এমবিডিএস-এর (নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিট্যাল স্টান্ডার্ডস অথরিটি)। টিভি চ্যানেলগুলির এই নিয়ন্ত্রক সংস্থা উক্ত চ্যানেলগুলির বিরুদ্ধে মুসলিম বিরোধী বিষয়ে প্রোগ্রাম সম্প্রচার করার জন্য সোমবার সাতটি নির্দেশ দিয়েছে। পিউরিপোর্টে বলা হয়েছিল ভারতে মুসলিমদের জনসংখ্যা ২০৫০ সাল পর্যন্ত ৩১০ মিলিয়নে দাঁড়াবে। কিন্তু এটার উল্লেখ করে জি নিউজ খবরের অন্য অংশ চেপে দিল যেখানে বলা হয়েছিল ২০৫০ সাল পর্যন্ত হিন্দুদের জনসংখ্যা দাঁড়াবে ১.৩ বিলিয়ন। এভাবেই মুসলিমদের জনসংখ্যা দেখিয়ে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টির চেষ্টা  করেছিল জিটিভি। এমবিভিএস-এর চেয়ারম্যান বিচারপতি এ কে সিকরি নিউজ ১৮-এর সঞ্চালক আমান চোপড়ার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষ ছড়ানোর অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। আমান চোপড়াকে ভবিষ্যতের জন্য সতর্কও করেছেন বিচারপতি সিকরি। এই নিউজ চ্যানেলের ‘দেশ নেহি ঝুকনে দেঙ্গে’ শীর্ষক এক অনুষ্ঠানে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে ঘৃণা ছড়ানো হয়। এই অনুষ্ঠানে ফুটেজে দেখানো হয় গুজরাতে কীভাবে কতিপয় মুসলিমকে প্রকাশ্যে ল্যাম্পপোস্টে বেধে পুলিশ ডান্ডা দিয়ে মারছে। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরা ডান্ডিয়া অনুষ্ঠানে পাথর ছুঁড়েছিল। এই পাথর ছোড়ার ঘটনাকেও জেহাদ বলে চালানো হলো। অনুষ্ঠানে বলা হল মুসলিমদের ডান্ডিয়া অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে এরা অনুষ্ঠানে পাথর ছুড়েছে। অনুষ্ঠানে এক মুসলিম প্যানেলিস্টকে সঞ্চালক প্রশ্ন করে হিন্দুদের গরবা অনুষ্ঠান নিয়ে মুসলিমরা এত উৎসাহী   কেন? হিন্দু মেয়েদের জন্য, মুসলিমরা নিজেদের মেয়েদের হিজাব পরিয়ে রাখে আর হিন্দু মেয়েদের দিকে কুনজর। এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন টিভি অনুষ্ঠানের সঞ্চালক।

পার্সটুডে/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ