মার্চ ০৯, ২০২৩ ১৯:১১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৯ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • 'সরকার কর্তৃক ড. ইউনূসকে হয়রানি', বাইডেনের দলের প্রভাবশালী সিনেটরের উদ্বেগ-মানবজমিন
  • চলতি মাসেই চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুই স্টেশন- বাংলাদেশ প্রতিদিন
  • গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ ৩ জন গ্রেফতার-ইত্তেফাক
  • দেশের রিজার্ভ এখন ৬ বছরের মধ্যে সবচেয়ে কম-প্রথম আলো
  • অবিলম্বে আদানির সঙ্গে চুক্তি বাতিল করুন: মির্জা ফখরুল-যুগান্তর
  • বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টাইগারদের নতুন ইতিহাস-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • ঔদ্ধত্য ছাড়ুন, আপনারা আর জাতীয় দল নন’, ইডির জেরার আগে কংগ্রেসকে তোপ KCR কন্যার-সংবাদ প্রতিদিন
  • ডিএ নিয়ে ধর্মঘটে কঠোর রাজ্য, শুক্রবার গরহাজির হলেই কড়া পদক্ষেপ-আনন্দবাজার
  • গ্রাহকদের পকেট কেটে বিজেপির অর্থ জোগাচ্ছে আদানি: কংগ্রেস-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী বক্তা শরীফুল ইসলাম ভূইয়ার জিহ্বা কেটে নেয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনাটিকে কীভাবে দেখছেন আপনি?

২. সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। তবে, বিলের পক্ষে ভোট দিয়েছেন দুই দলের ১০৩ জন সদস্য। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

দেশের রিজার্ভ এখন ৬ বছরের মধ্যে সবচেয়ে কম-প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩১ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে। গত মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর রিজার্ভ কমে হয় ৩ হাজার ১১৪ কোটি ডলার। ওইদিন আকুর ১০৫ কোটি ডলারের বিল পরিশোধ করা হয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩ হাজার ২৩৩ কোটি ডলার।

রিজার্ভ সর্বনিম্ন

২০১৭ সালের জানুয়ারিতে প্রথম ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সে হিসাবে বর্তমানে গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে দেশের বৈদেশিক মুদ্রার মজুত।বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সবচেয়ে বেশি হয় ২০২১ সালের আগস্টে। সেই সময়ে বৈদেশিক মুদ্রার মজুত ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল।

তবে ডলারের চাহিদা বেড়ে যাওয়ার পর রিজার্ভ কমতে শুরু করে। এ সময় সরকারের ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি দায় মেটাতে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। এদিকে মার্কিন এই মুদ্রার দামও বাড়তে শুরু করে। দীর্ঘদিন ৮৫ টাকায় ডলার স্থিতিশীল থাকে, তারপর এখন তা ১০৮ টাকায় উঠেছে। অবশ্য আমদানিতে প্রতি ডলারের জন্য দিতে হচ্ছে গড়ে ১০৫ টাকা।ডলারের ওপর চাপ কমাতে ঋণপত্র খোলায় কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। আর শতাধিক পণ্যে বাড়তি শুল্ক বসায় জাতীয় রাজস্ব বোর্ড। এতে ঋণপত্র খোলা কমেছে। তবে আমদানি দায় পরিশোধ কমেনি। কারণ, আগের ঋণপত্র এখন নিষ্পত্তি হচ্ছে। আবার বিদেশি ঋণ পরিশোধের চাপও আছে।তবে বাংলাদেশ ব্যাংক মোট রিজার্ভ হিসাবে ৩১ বিলিয়ন ডলার দেখালেও প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ আরও কম—২৩ বিলিয়ন ডলার। কারণ, রিজার্ভ থেকে এরই মধ্যে আট বিলিয়ন ডলার খরচ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গাড়িতে বহনের সময় ডাচ্‌-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি-প্রথম আলো

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে আজ বৃহস্পতিবার সকালে বেসরকারি ডাচ্‌–বাংলা ব্যাংকের একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। সকাল ৭টার দিকে আড়াআড়ি করে মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ–সংলগ্ন ডাচ্‌–বাংলা ব্যাংকের টাকা বহন করা গাড়িটির গতি রোধ করে। মাইক্রোবাস থেকে ১০–১২ জন সশস্ত্র ডাকাত নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।শরিফুল ইসলাম বলেন, ‘সশস্ত্র অবস্থায় ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। এ ঘটনায় এখন পর্যন্ত তুরাগ থানায় কোনো মামলা হয়নি।’

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, মানিকগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ১৫ লাখ টাকা ছিনতাই।

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ ৩ জন গ্রেফতার-ইত্তেফাক

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের অতিরিক্ত কমিশনার ড. খ মহিউদ্দিন এ তথ্য জানান।গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান, ব্যবসায়ী আ. মোতালেব মিন্টু। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

'সরকার কর্তৃক ড. ইউনূসকে হয়রানি', বাইডেনের দলের প্রভাবশালী সিনেটরের উদ্বেগ-মানবজমিন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে 'হয়রানির' বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ৪০ জন বিশ্বনেতা খোলা চিঠি লেখার পরপরই তার সমর্থনে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি। ইলিনয় অঙ্গরাজ্য থেকে বারবার সিনেটর নির্বাচিত ডিক ডারবিন সিনেটের মেজরিটি হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।৪০ জন বিশ্বনেতার উক্ত খোলা চিঠির খবর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করে ওয়াশিংটন ভিত্তিক স্বনামধন্য দারিদ্র বিমোচন সংস্থা 'রেজাল্টস' লিখেছিলঃ চল্লিশ জন বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক খোলা চিঠিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের "সুস্থতার বিষয়ে গভীর উদ্বেগ" প্রকাশ করেছেন, যা গতকাল ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে।রেজাল্টস এর উক্ত টুইট শেয়ার করে সিনেটর ডিক ডারবিন নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে লিখেছেনঃ নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের জন্য কংগ্রেসনাল গোল্ড মেডেলের 'লিড সিনেট স্পনসর' হিসেবে, আমি বাংলাদেশ সরকার কর্তৃক তাকে চলমান হয়রানির বিষয়ে এসব উদ্বেগগুলোর সাথে একাত্মতা ঘোষণা করছি।

অবিলম্বে আদানির সঙ্গে চুক্তি বাতিল করুন: মির্জা ফখরুল-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদানির সঙ্গে যে চুক্তি করা হয়েছে তা দেশবিরোধী ও জনগণবিরোধী। অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। 'মহাবিপর্যয়ে বিদ্যুৎ খাত: গভীর খাদে অর্থনীতি' শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা ঠিক করে নিয়েছে বিদ্যুৎ খাত থেকে সবচেয়ে বেশি চুরি করবে। তারা যা করে সেটা পরিকল্পিতভাবেই করে। তারা ক্ষমতায় এসে বলতে শুরু করল বিদ্যুৎ খাতে বিএনপি সরকার কিছুই করেনি, শুধু খাম্বা তৈরি করেছে; কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। এসব বলে জায়েজ করল তারা বিদ্যুৎ উৎপাদন করবে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট জায়েজ করার জন্য তারা এসব প্রপাগান্ডা শুরু করল।তিনি বলেন, লুট আর লুট, এখানে আর কিছু নেই। এটিকে (লুট) ঠেকানোর জন্য, বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। সিভিল সোসাইটিকে এগিয়ে আসতে হবে, ব্যক্তিকে এগিয়ে আসতে হবে।  এ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই।  বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম এবং দুর্নীতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ডিএ নিয়ে ধর্মঘটে কঠোর রাজ্য, আন্দোলনকারীরাও অনড়-আনন্দবাজার পত্রিকা

বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার দাবিতে শুক্রবার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। কিন্তু ওই দিন রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম অন্য দিনের মতোই স্বাভাবিক রাখতে ধর্মঘটীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল নবান্ন। বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট কারণ না দেখিয়ে শুক্রবার কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ওই দিন পূর্ণ সময় খোলা থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের অন্যতম বৃহৎ সংগঠন কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, রাজ্য সরকার যতই কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিক, বকেয়া ডিএ-র দাবিতে তাদের ধর্মঘট হবেই।

ঔদ্ধত্য ছাড়ুন, আপনারা আর জাতীয় দল নন’, ইডির জেরার আগে কংগ্রেসকে তোপ KCR কন্যার-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কংগ্রেস আর তথাকথিত জাতীয় দল নয়। ঔদ্ধত্য ভুলে ‘টিম প্লেয়ার’ হিসাবে কাজ করা উচিত রাহুল গান্ধীদের (Rahul Gandhi)। ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার ঠিক আগে এই সুরেই কংগ্রেসকে বিঁধলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা।আসলে দিল্লি মদ কাণ্ডে কবিতা এখন ইডির র‍্যাডারে। ইতিমধ্যেই তাঁকে সমন পাঠিয়েছে ইডি। আগামী ১১ মার্চ তিনি ইডি দপ্তরে হাজিরা দেবেন। তাঁর আগে শুক্রবার দিল্লির যন্তরমন্তরে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার দাবিতে প্রতীকী অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই অনশন কর্মসূচিতে মোট ১৮টি বিরোধী দল অংশ নেবে বলে দাবি কেসিআর কন্যার। কিন্তু তাতে কংগ্রেসের অংশগ্রহণ করা নিয়ে এখনও সন্দিহান বিআরএস নেত্রী।বিআরএস নেত্রীর সাফ বক্তব্য, কংগ্রেস (Congress) এই প্রতীকী অনশনে যোগ দেবে কিনা সেটা তাঁদেরই জিজ্ঞাসা করতে হবে।

গ্রাহকদের পকেট কেটে বিজেপির অর্থ জোগাচ্ছে আদানি: কংগ্রেস-গণশক্তি

বিদ্যুৎ ক্ষেত্রে ‘‘অসদুপায়’’ ব্যবসা করতে সহায়তা করায়, বিনিময় সাধারণ ভারতীয় গ্রাহকদের ওপর বোঝা চাপিয়ে বিজেপিকে নির্বাচনী খাতে ব্যয় জোগাচ্ছে আদানি গ্রুপ, এমনই অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেস আরও প্রশ্ন করেছে যে কোনো তদন্তকারী সংস্থা যা "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অতি সক্রিয়" আদানি গ্রুপের "অস্বচ্ছ লেনদেন" খতিয়ে দেখবে কিনা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯

ট্যাগ