মার্চ ১১, ২০২৩ ১৫:৫৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১১ মার্চ শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আ. লীগ সরকার ব্যবসার পরিবেশের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে'-প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • নোবেল জয়ী হলেই কেউ আইনের ঊর্ধ্বে নয়: ড. সেলিম মাহমুদ-ইত্তেফাক
  • ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসমাবেশে মানুষের ঢল- যুগান্তর 
  • রোজায় দিন চালানো নিয়ে শঙ্কিত জনগণ: মোশাররফ-প্রথম আলো
  • মৌলভীবাজারে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগের হামলা, নাসের রহমানসহ আহত ২৫-মানবজমিন
  • আমরা কোনো সংঘাতে যেতে চাই না: মির্জা ফখরুল-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • আপনার অজান্তেই কি খুদে পর্ন দেখছে? সমীক্ষায় ইঙ্গিত কিন্তু তেমনই! সতর্ক না হলেই বিপদ-আনন্দবাজার পত্রিকা
  • কপর্দকশূন্য নীরব মোদি, ধার করে জরিমানা মেটানোর আরজি জানালেন আদালতে -সংবাদ প্রতিদিন
  • সিম কার্ড বিক্রেতা থেকে রকেট উত্থান শান্তনুর-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

রাজনীতির খবরে দৈনিক প্রথম আলোতে লেখা হয়েছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসাবে, এমন দুঃস্বপ্নে লাভ নেই। বিএনপি আসুক অথবা না আসুক নির্বাচন নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে। এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতা থাকার খায়েশ জেগেছে। সেই নীলনকশা নিয়েই তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো একই কায়দায় ২০২৩ সালের নির্বাচন করতে চায়। কিন্তু মানুষ এবার তা হতে দেবে না। উত্তাল তরঙ্গ সৃষ্টি করে জনগণ এদের পরাজিত করবে। 

নোবেল জয়ী হলেই কেউ আইনের ঊর্ধ্বে নয় -ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, শান্তিতে কিংবা অন্য কোনো বিষয়ে নোবেল পুরস্কার পেলে কেউ দেশের আইন আদালতের ঊর্ধ্বে থাকবেন- এটি কোনো সভ্য দেশে হতে পারে না। আইনের শাসনের নীতি অনুযায়ী আইনের চোখে সবাই সমান।একজন নোবেল জয়ী বিপুল অংকের টাকা খরচ করে বিদেশি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে নিজের পক্ষে বিবৃতি ছাপিয়ে নিজেই এটি প্রমাণ করেছেন, এটি বিবৃতি হিসেবে কোনো পত্রিকা প্রকাশ করতে চায়নি। অর্থাৎ এর কোনো গুরুত্ব গণমাধ্যমে নেই। একটি বিজ্ঞাপনের ওপর আমাদের কিছু গণমাধ্যম যেভাবে রিপোর্ট প্রকাশ করলো সেটি অনাকাঙ্ক্ষিত।

নেগেটিভ’ রেটিং দিলো মুডিস, প্রবল চাপে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর-অর্থনীতি বিষয়ক –মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, বিশ্বের তিনটি বড় রেটিং এজেন্সির মধ্যে একটি হলো মুডিস। বৈশ্বিক রেটিং এজেন্সি বা ঋণমান নিরূপণকারী সংস্থা মুডিস বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ‘স্থিতিশীল’ থেকে ‘নেগেটিভ’ রেটিং দেয়ার জেরে এই সেক্টরের সামনে এখন কঠিন সময় উপস্থিত। অর্থনীতিবিদ এবং আর্থিক বিশ্লেষকরা বলছেন যে, বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধের প্রভাবের সঙ্গে সঙ্গে বাংলাদেশের দুর্বল মুদ্রা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং হ্রাসপ্রাপ্ত বৈদেশিক রিজার্ভের দ্বারা ধাক্কা খাওয়া অর্থনীতির সামনে এই অবনমন আরো একটি বড় আঘাত ছিলো। বিশেষজ্ঞরা মনে করেন যে, মুডিসের রেটিংয়ের জেরে আগামী দিনে আমদানিনির্ভর দক্ষিণ এশীয় দেশটির জন্য আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন আরও কঠিন এবং ব্যয়বহুল হয়ে উঠবে। কিছু বিদেশী প্রতিষ্ঠান ইতিমধ্যে বাংলাদেশী ব্যাংকের জন্য ঋণের সীমা কমিয়ে দিয়েছে।

দুর্নীতির আখড়া এসেনসিয়াল ড্রাগস -সরকারি অডিটে ৩২ অনিয়ম, ৪৭৭ কোটি টাকা লোপাট-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, এ এক সরকারি অর্থ লুটপাটের স্বর্গরাজ্য। ক্যান্টিন বন্ধ। কিন্তু বিল তোলা হয়েছে ভর্তুকির। কাঁচামালের তুলনায় ওষুধের উৎপাদন কম দেখিয়ে করা হয়েছে তছরুপ। বিধি লঙ্ঘন করে টেন্ডার প্রদান। বিনা বিজ্ঞপ্তির মাধ্যমে এডহক ভিত্তিতে নিয়োগ বাণিজ্য এমন কোনো অনিয়ম নেই যা হয়নি এখানে। এটি দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ্‌স কোম্পানি লিমিটডে (ইডিসিএল)। শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এটি। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটিতে সরকারি অডিটেই আর্থিক বড় দুর্নীতির চিত্র উঠে এসেছে। গত ২০২০-২০২১ অর্থবছরের অডিট প্রতিবেদনে ৩২টি গুরুতর অনিয়মে সরকারি ৪৭৭ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৩৭৮ টাকার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটিতে।

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

কপর্দকশূন্য নীরব মোদি, ধার করে জরিমানা মেটানোর আরজি জানালেন আদালতে-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই পুরনো পঙক্তিই যেন নতুন করে ফিরে এল। একসময়ের ধনকুবের হিরে ব্যবসায়ী নীরব মোদিকে এখন জরিমানার অর্থ মেটাতে ধার করতে হচ্ছে। দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থের কারাগারে জেলবন্দি মোদিকে ১ লক্ষ ৫০ হাজার পাউন্ডেরও বেশি পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। ভারতীয় মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা। কিন্তু সেই নির্দেশের পর মাস দুয়েক কেটে গেলেও এখনও তা দিয়ে উঠতে পারেননি মোদি।

শিশুদের বিষয়ে সতর্ক হোন

আপনার অজান্তেই কি খুদে পর্ন দেখছে? সমীক্ষায় ইঙ্গিত কিন্তু তেমনই! সতর্ক না হলেই বিপদ-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ১৪ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে বাড়ছে পর্ন ছবি দেখার প্রবণতা। সম্প্রতি ইংল্যান্ডের স্কুলপড়ুয়াদের নিয়ে হওয়া একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় দেখা গিয়েছে, নাবালক-নাবালিকার মধ্যে শুধু নীল ছবি দেখার আগ্রহই বাড়ছে না, তারা রীতিমতো আসক্ত হয়ে পড়ছে। ছাত্রছাত্রীদের মধ্যে এমন প্রবণতা ভাল চোখে দেখছেন না স্কুলের শিক্ষকরাও। তাঁরা আশঙ্কা করছেন যে, এই প্রবণতা কিশোর-কিশোরীদের মধ্যে যৌনতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আগ্রহও বাড়াচ্ছে। এর ফলে তাঁরা অজান্তেই নিজেদের শারীরিক ক্ষতি করে বসছে। কয়েকটি স্কুলের প্রধান শিক্ষকের মতে, হিংসাত্মক যৌন ভিডিয়োগুলির প্রভাবে যৌন নির্যাতনের ঝুঁকিও অনেক বাড়ছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। সরকারকে এই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, রাজ্যের মন্ত্রীকে হুমকি দেওয়ার জের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সেচমন্ত্রীর আনা নোটিস গ্রহণ করে তদন্তের নির্দেশও দিয়েছেন স্পিকার। আগামী অধিবেশনের আগে তদন্তের গোপন রিপোর্ট জমা করতে হবে বলে জানিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ। শুক্রবার বিধানসভায় বিধানসভায় নজিরবিহীন তরজায় জড়ান বিরোধী দলনেতা এবং রাজ্যের মন্ত্রী। দলবদল প্রসঙ্গে কটাক্ষ, পালটা কটাক্ষের মধ্যে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, ”এক মাসের মধ্যে ঢুকিয়ে দেব।” যা নিয়ে বিধানসভার অন্দরে তুমুল হইহট্টগোল শুরু হয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১

ট্যাগ