মার্চ ১৬, ২০২৩ ১৮:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৬ মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • প্রয়োজনে পদ ছাড়বে, আপস করবে না ইসি: আলমগীর-প্রথম আলো
  • পাকিস্তান ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দুনিয়ার কোথাও নেই: কাদের-ইত্তেফাক
  • রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • শেষ হলো সুপ্রিম কোর্ট বারের নজিরবিহীন ‘একতরফা’ ভোট-মানবজমিন
  • ডিবি প্রধান -জিজ্ঞাসাবাদে ডাকা হবে সাকিব-হিরো আলমকে-কালের কণ্ঠ
  • সরকারের অহমিকা বিপজ্জনক হয়ে উঠেছে : রব-বাংলাদেশ প্রতিদিন
  • ৩ জনের দ্বন্দ্বে ২ শতাধিক হাসপাতালে, ৩ মামলায় আসামি ১১০০- নয়াদিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • শুধু মুসলিম না, গ্রেপ্তার হচ্ছে ‘আমাদের লোকেরাও’, অসমের মুখ্যমন্ত্রীর মুখে ‘আমরা-ওরা’ তত্ত্ব-সংবাদ প্রতিদিন
  • শান্তির নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদী-আনন্দবাজার পত্রিকা
  • বাংলার বিক্রি রুখতে লড়ছে-বামপন্থীরাই: নন্দীগ্রামে চক্রবর্তী-গণশক্তি

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্রয়োজনে পদ ছাড়বে, আপস করবে না ইসি: আলমগীর-প্রথম আলো

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন কোনো আপস করবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে তাঁরা দায়িত্ব থেকে সরে যাবেন। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন। মো. আলমগীর বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা যতক্ষণ আছি এই চেয়ারে, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব।’নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন কোনো আপস করবে না। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে তাঁরা দায়িত্ব থেকে সরে যাবেন। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর এসব কথা বলেন। মো. আলমগীর বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা যতক্ষণ আছি এই চেয়ারে, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাব।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী-যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্যে ভেজাল, মজুদদারি, কালোবাজারি এবং নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টাকে অত্যন্ত ‘গর্হিত কাজ’ বলে উল্লেখ করেছেন। তিনি এসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল দেওয়া, মজুদদারি বা কালোবাজারি এবং নিত্যপণ্যের সংকট সৃষ্টি এটা যেন কেউ করতে না পারে সেজন্য সবাইকে আমি সতর্ক থাকার জন্য আহবান জানাচ্ছি।

শেষ হলো সুপ্রিম কোর্ট বারের নজিরবিহীন ‘একতরফা’ ভোট-মানবজমিন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

আওয়ামী লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশি ঝামেলার মধ্যে দিয়ে শেষ হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আজ বৃহস্পতিবারও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নারী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পাঁচ শতাধিক পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন ছিলো। সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ১০টা ২০ মিনিটে ভোটগ্রহণ  শুরু হয়।তারপর হাতাহাতি আওয়ামী লীগ-বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে।সুপ্রিমকোর্ট বার নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের হট্টগোল ও পুলিশের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের আইন বিশেষজ্ঞরা। নির্বাচনকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে তা বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন বলে তারা মনে করেন।

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দেশে যে গণতন্ত্রের অভাব এর প্রতিফলন হলো সুপ্রিম কোর্টে সাম্প্রতিককালের নির্বাচন। সুপ্রিম কোর্ট বারের গত দুই নির্বাচন দেখে মনে হচ্ছে, বারের নির্বাচনের জন্য দুই-তিন সপ্তাহের জন্য একটা তত্ত্বাবধায়ক নির্বাচনী ব্যবস্থা দরকার। বিদ্যমান অবস্থায় আর সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তিনি বলেন, বিগত দিনে বারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল বলে মনে হয় না। সব সময় সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে। এখন দেশে গণতন্ত্রহীনতার প্রভাব বিরাজ করছে। সুপ্রিমকোর্টও সেই প্রভাব থেকে মুক্ত নয়। এটা এখন স্পষ্ট।

ডিবি প্রধান-জিজ্ঞাসাবাদে ডাকা হবে সাকিব-হিরো আলমকে-কালের কণ্ঠ

দুবাইয়ের ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি! এই জুয়েলার্সের  উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্রিকেট আইকন সাকিব আল হাসান, চিত্রনায়িকা দীঘি, হিরো আলমসহ আরো কয়েকজন সংগীতশিল্পী। পুলিশ খুনের মামলার আসামির দোকান উদ্বোধন করতে যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

পাকিস্তান ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দুনিয়ার কোথাও নেই: কাদের-ইত্তেফাক

একমাত্র পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তত্ত্বাবধায়ক দুনিয়ার কোথাও নেই, আমরা কেন গ্রহণ করব?’ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খাবার বিতরণ ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার যখন এ দেশে প্রয়োজন ছিল তখন আমরা দাবি তুলেছিলাম। এখন সারা বিশ্বে এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। আমাদের দেশের সর্বোচ্চ আদালত এই ব্যবস্থা চির দিনের জন্য নাকচ করে দিয়েছেন। আদালত রায় দিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন।'

'সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে বিএনপি মাতামাতি করছে, কাজেই লজ্জাটা তাদেরই পাওয়া উচিত,' এক প্রশ্নের জবাবে বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) জোর করে ক্ষমতা দখল করে আছেন।’

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

শান্তির নোবেল পেতে পারেন নরেন্দ্র মোদী-দৈনিক আনন্দবাজার

নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের নোবেল পুরস্কার কমিটির এক প্রতিনিধিদল ভারত সফরে এসে বৃহস্পতিবার এই বার্তা দিয়েছে।ভারত সফরকারী ওই প্রতিনিধিদলের প্রধান তথা নোবেল প্রাইজ় কমিটির ‘ডেপুটি চিফ’ অ্যাসলে তোজো রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন সঙ্কটের নিরসনে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করেছেন। রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন।’’

দেশবিরোধী কোনও মন্তব্য করিনি, লোকসভায় সুযোগ পেলে তা বলব’! সংসদে পৌঁছে বললেন রাহুল-আনন্দবাজার পত্রিকা

ব্রিটেন সফরে গিয়ে তিনি ‘দেশকে অপমান’ করেছেন বলে বিজেপি শিবিরের অভিযোগ। তাঁর ‘নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা’র দাবিতে ৪ দিন ধরে ধারাবাহিক ভাবে লোকসভা এবং রাজ্যসভায় নজিরবিহীন বিক্ষোভ দেখাচ্ছেন সরকারপক্ষের সাংসদেরা। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রথম বারের জন্য সংসদে এসে রাহুল গান্ধী জানালেন, তিনি দেশবিরোধী কোনও মন্তব্য করেননি।বৃহস্পতিবার সংসদ ভবনে ঢোকার আগে ওয়েনাড়ের কংগেস সাংসদ রাহুল বলেন, ‘‘আমি (লন্ডনের আলোচনা সভায়) ভারতবিরোধী কিছুই বলিনি। যদি তাঁরা সুযোগ দেন, তবে আমি সংসদের ভিতরেও সে কথা বলব।’’প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় লন্ডনে গিয়ে ব্রিটিশ সাংসদ বীরেন্দ্র শর্মার আমন্ত্রণে সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সাংসদের একাংশের সঙ্গে আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল। কথা বলতে গিয়ে তিনি দেখেন মাইক খারাপ। রাহুল তখন বলেছিলেন, ‘‘ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে।’’ বিদেশের মাটিতে তাঁর এই বক্তব্যকে ‘দেশের অপমান’ বলে চিহ্নিত করেছে বিজেপি।

শুধু মুসলিম না, গ্রেপ্তার হচ্ছে ‘আমাদের লোকেরাও’, অসমের মুখ্যমন্ত্রীর মুখে ‘আমরা-ওরা’ তত্ত্ব-সংবাদ প্রতিদিন

বাল্যবিবাহ রুখতে কড়া অসম (Assam) সরকার। রাজ্যজুড়ে চলছে গ্রেপ্তারি অভিযান। বাল্যবিবাহের অভিযোগ এখনও অবধি ৩,৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। এই ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ এনেছে বিরোধী দলগুলি। যদিও বুধবার বিধানসভায় নিজের ভাষণে হিমন্ত দাবি করলেন, ধরপাকড়ে অযথা সাম্প্রদায়িক রং লাগানো হচ্ছে। তিনি জানান, প্রায় সম সংখ্যক হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর হুঁশিয়ারি, প্রতি ছয় মাস অন্তর এই অভিযান চলবে। ২০২৬ সালের মধ্যে অসমকে বাল্যবিবাহ মুক্ত করা হবে। এত বলেও ভরা বিধানসভায় ‘আমরা-ওরা’ তত্ত্ব আওড়ালেন অসমের মুখ্যমন্ত্রী।

বাংলার বিক্রি রুখতে লড়ছে-বামপন্থীরাই: নন্দীগ্রামে চক্রবর্তী-গণশক্তি

রাজ্যের সর্বত্র জমি কেলেঙ্কারি চলছে। গোটা রাজ্যটাকে বেচে দেওয়ার তাল করেছে তৃণমূল কংগ্রেস সরকার। বামপন্থীরাই লড়ছে। লড়াই চলবে, আইনি পথে এবং রাস্তায়। বৃহস্পতিবার নন্দীগ্রামে এ কথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন নন্দীগ্রামে পার্টির সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন তিনি। চক্রবর্তী বলেছেন, ‘‘নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এখন জমি দুর্নীতির কথা বলছেন। আলিপুর সেন্ট্রাল জেলের জমি প্রোমোটারকে দেওয়ার অভিযোগ তুলছেন। কিন্তু তিনি যখন তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন তখনও এ কাজ হয়েছে।’’#

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬

ট্যাগ