মার্চ ২৪, ২০২৩ ১৬:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ২৪ মার্চ শুত্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • আরাভের ভারতীয় পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু--প্রথম আলো
  • 'পুতিন গ্রেফতার হলে যুদ্ধ লেগে যাবে'-ইত্তেফাক
  • ‘লন্ডন থেকে যে ‘ওহি’ আসে তা মুখ বুজে মানতে হয় ফখরুলদের’-যুগান্তর
  • ইসির সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি-মানবজমিন
  • রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় ৭৪ জনকে আটক-কালের কণ্ঠ
  • রমজানের প্রথম জুমায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল- নয়াদিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • এই মোদীর ‘নতুন ভারত’! গণতন্ত্র নতুন নীচতায় পৌঁছল, টুইট করে রাহুলের পাশে দাঁড়ালেন মমতা -আনন্দবাজার পত্রিকা
  • নিজের মুখেই প্রমাণের কথা স্বীকার, গ্রেপ্তার নয় কেন?’, নারদা ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন কুণাল-সংবাদ প্রতিদিন
  • এবার মোদীর বিরুদ্ধে পালটা মানহানির মামলার হুমকি কংগ্রেসের -গণশক্তি

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

Image Caption

পুলিশ কর্মকর্তাকে খুন আরাভের ভারতীয় পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছ, পুলিশ কর্মকর্তা মামুন খান খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ভারতীয় পাসপোর্ট বাতিল করতে দেশটির সঙ্গে কূটনৈতিক পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। শিগগিরই যাতে তাঁর পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া ভারত সরকার শুরু করে, সে চেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ঢাকার ভারতীয় হাইকমিশনকে চিঠি দেবে মন্ত্রণালয়। এই চিঠির ভাষা ও বিষয়বস্তু এর মধে৵ চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশের নাগরিক রবিউল পালিয়ে ভারতে গিয়ে নাম পাল্টে সে দেশের পাসপোর্ট কীভাবে পেল, সেটি ঢাকার ভারতীয় হাইকমিশনকে অনানুষ্ঠানিক আলোচনায় জানানো হয়েছে।

ভারতকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি দেওয়া না হলেও বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এদিকে ইত্তেফাক, মানবজমিনসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, অবশেষে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড  নোটিস জারি হয়েছে। আর সিআইডি আরাভের অর্থের সন্ধান শুরু করেছে।

ঠাট্টা-গরুর গোস্তের কাছে খোলা চিঠি! ইত্তেফাকে দ্রব্যমূল্য বিশেষ করে গোশতের আকাশ ছোঁয়া দাম নিয়ে ঠাট্টার ছলে নিষ্ঠুর কথাটা তুলে ধরে হয়েছে এই চিঠিতে। বলা হয়েছে, পত্রের শুরুতেই তোমার জন্য রইল  দেশবাসীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা! আশা করছি, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে আকাশসম উচ্চমূল্য নিয়ে তুমি বহাল তবিয়তেই সুখ-স্বপ্নে দিনাতিপাত করিতেছ!

পরসমাচার এই যে, আজ আমরা নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো ভালো নেই! মনে পড়ছে সেইসব দিনগুলোর কথা! এই তো কিছুকাল আগেও তোমার সাথে আমাদের সপ্তাহান্তে কিংবা এক পক্ষকাল পরে হলেও অন্তত একবার দেখা হতো! অথচ অশ্রুসিক্ত নয়নে বলতে হয়, মাস শেষে আজ বছর পেরিয়ে গেলেও এদেশের অধিকাংশ গরিবের ঘরগুলোতে যেন তোমার দেখা মেলা ভার! অনেকটা আকাশ-কুসুম কল্পনাও! তাই তো আজ আমরা (আমজনতারা) দিন গুনতে থাকি কবে আসবে কোরবানি ঈদ! কবে দেখা পাব এক টুকরো গরুর গোস্তের!

ডিসিকে ‘স্যার’ ডাকতে বাধ্য করার ঘটনায় বেরোবি শিক্ষক সমিতির নিন্দা-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহযোগী অধ্যাপক উমর ফারুককে জনসমক্ষে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ‘স্যার’ সম্বোধন করাতে বাধ্য করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সিইসির প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির-যুগান্তর

বিএনপিকে হঠাৎ করেই সংলাপের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে অংশ নিতে পারবে বিএনপির সমমনা দলগুলোও।  বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে ইসির সংলাপের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাতে যুগান্তরকে বলেন, সংলাপে যাওয়ার কোনো সুযোগ নেই। তার দল এ সংলাপে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে না। কারণ বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। এ বিষয়ে ইসির কিছু করার নেই। এটি সরকারের বিষয়। বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার সংলাপ ছাড়া অন্য কোনো আলোচনায় অংশ নেবে না। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তাদেরও সত্যিকার অর্থে কিছু করার মানসিকতা নেই। লোক দেখানোর জন্য সংলাপের চিঠি দিয়েছে।

এদিকে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বিএনপিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লন্ডন থেকে যে ‘ওহি’ নাযিল হয় সেটি মেনে নিতে বাধ্য হন ফখরুলরা। ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মর্মবেদনা আমরা বুঝি। প্রকৃতপক্ষে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই। সুদূর লন্ডন থেকে যে ওহি নাযিল হয় কিংবা যে সিদ্ধান্ত আসে তা মুখ বুজে মেনে নিতে বাধ্য হন ফখরুল সাহেবরা।  

কর্মীদের বেতন আটকিয়ে নারীদের ধর্ষণ করতো খায়ের-মানবজমিন

আবুল খায়ের। দীর্ঘদিন ধরে ব্যবসা করেন চিকিৎসাখাতে। কাগজে-কলমে কোনো চিকিৎসা বিদ্যা না থাকলেও দীর্ঘদিনের ফার্মেসি দোকান দিয়ে রাতারাতি করে ফেলেন কুমিল্লার পশ্চিম জোড়কানন ইউনিয়নের সুয়াগাজী বাজারে সুয়াগাজী ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানের নারী কর্মীদের বেতন মাসের পর মাস আটকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল খায়েরের বিরুদ্ধে। খায়ের সুয়াগাজী ডায়াগনস্টিক সেন্টারে এসব অপকর্ম চালান তিনি। তারই এসব অপকর্মের বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের কোনো কর্মী অথবা আশেপাশে ব্যবসায়ী প্রতিবাদ করলে হত্যার হুমকি আসতে থাকে অজ্ঞাত স্থান থেকে। খায়েরের বিরুদ্ধে একাধিক নারী রোগী ও তার কর্মীরা অভিযোগ করেন, তিনি ডাক্তার সেজে নিজেই প্রতিনিয়ত রোগী দেখেন। এতে অনেক নারী রোগী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এতে অনেক নারী রোগীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে চেকাপ করেন বলেও অনেক রোগী অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল খায়ের বলেন, আমার নামে যত অভিযোগ তার কোনো প্রমাণ নেই। আমার নামে সবাই মিথ্যা অভিযোগ করতেছে। থানার ওসি ও এস আই আমার কাছে এসে বসে থাকে। তারাও আমার সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রাখে। আমি অপরাধী নই।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

দু’বছরের কারাদণ্ডের জের, খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সাংসদ পদ-আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,

রাহুল গান্ধী

‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে এ কথা জানানো হল। সুরাটের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর থেকেই তাঁর উপর সাংসদ পদ বাতিলের খড়্গ ঝুলছিল। কংগ্রেসের (Congress) তরফেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল, রাহুলকে সংসদ থেকে দূরে রাখার উদ্দেশ্যেই বিচারবিভাগকে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। সেই আশঙ্কাই সত্যি হল। শুক্রবার সংসদের সচিবালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হল, বৃহস্পতিবার থেকেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছে। তাঁর ওয়ানড় (Wayanad) লোকসভা কেন্দ্রটি এখন সাংসদ শূন্য। আসলে, লোকসভার সচিবালয় নিয়ম মেনেই পদক্ষেপ করেছে।

ভারতের জনপ্রতিনিধি আইনের সেকশন ৮ (৩) অনুযায়ী, কোনও সাংসদ যদি যে কোনও অপরাধে দু’বছর বা তাঁর বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তাঁর সাংসদ পদ বাতিল হতে পারে। শুধু তাই নয়, ওই ব্যক্তি পরবর্তী ৮ বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না। অর্থাৎ উচ্চতর কোনও আদালতে এই রায় বাতিল না হলে ২০২৪ সালের লোকসভার (Lok Sabha) লড়াই থেকেও রাহুল ছিটকে যেতে পারেন। আর সেটা রাহুল তথা কংগ্রেসের জন্য আরও বড় ধাক্কা হতে পারে।

যদিও রাহুল গান্ধীর কাছে উচ্চতর আদালতে আবেদন করার সুযোগ রয়েছে। তবে কংগ্রেস (Congress) সূত্রের খবর, রাহুল এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও (Supreme Court) যেতে পারেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ইতিমধ্যেই টুইট করে বলে দিয়েছেন, তাঁরা রাজনৈতিকভাবে এবং সাংবিধানিকভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় দণ্ডবিধির যে ৪৯৯ নম্বর ধারায় কংগ্রেস সাংসদকে ২ বছরের সাজা দেওয়া হয়েছে, সেই ধারায় ২ বছরের শাস্তি হওয়াটা খুব বিরল।

রাহুলের পাশে দাঁড়ালেন মমতা

এই মোদীর ‘নতুন ভারত’! টুইট করে রাহুলের পাশে দাঁড়ালেন মমতা- আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, তিক্ততা ভুলে লোকসভা থেকে বরখাস্ত রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে মমতা বা অভিষেক, কেউই রাহুলের নাম নেননি। তবে জোড়া টুইটের সময় দেখে মনে করা হচ্ছে, নাম না করলেও রাহুলের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী এবং দলের সাধারণ সম্পাদক। মমতা টুইটে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারতে বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা হয়ে উঠেছেন। যখন ফৌজদারি মামলার অতীত থাকা বিজেপি নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, তখন বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে ভাষণ দেওয়ার জন্য! আজ, গণতন্ত্র নতুন নীচতায় পৌঁছল।’’

এবার মোদীর বিরুদ্ধে পালটা মানহানির মামলার হুমকি কংগ্রেসের-গণশক্তি

রাহুল গান্ধী বিতর্কের মধ্যেই এবার পালটা মোদীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীর। মোদীকে 'ক্লাসলেস মেগালোম্যানিয়াক' বলে অভিহিত করে কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেছেন যে তিনি এখন মোদীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন এবং দেখবেন আদালত এখন কত দ্রুত কাজ করে।

মোদীর পুরনো ক্লিপ টুইট করে চৌধুরী বলেন, "এই অসভ্য মেগালোম্যানিয়াক আমাকে সংসদে সুর্পনখা বলে উল্লেখ করেছেন"।

রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল যা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে যার আগে তাকে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে। তবে একই আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়েছে।

নিজের মুখেই প্রমাণের কথা স্বীকার, গ্রেপ্তার নয় কেন?’, নারদা ইস্যুতে শুভেন্দুকে বিঁধলেন কুণাল-সংবাদ প্রতিদিন

দুর্নীতিতে বিরোধী দলনেতার যোগ নিয়ে আগাগোড়া সরব শাসকদলের নেতানেত্রীরা। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু অধিকারীর যোগ নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তা নিয়ে রাজনৈতিক তরজাও কম হচ্ছে না। তারই মধ্যে নয়া জল্পনা। বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলের তিন নেতার নামে দুর্নীতিতে যোগ থাকার অভিযোগ করেন – সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। এর পালটা দিতে গিয়েই শুভেন্দু মুখ ফসকে বলেন, “নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।” আর তাতেই নিজের জালে জড়ালেন নিজেই। শুক্রবার টুইটে তাঁকে পালটা বিঁধলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেছিলেন, “নারদা (Narada Scam) ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।” এরপরই পালটা টুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ”প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেপ্তার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা? মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব।”# 

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪

ট্যাগ