মার্চ ২৬, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ২৬ মার্চ রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চাকরির অপেক্ষায় লাখো তরুণ, জট লেগেছে বিসিএসে-মানবজমিন
  • বাজারে জিনিসপত্রের দাম বাড়েনি : বাণিজ্যমন্ত্রী- বাংলাদেশ প্রতিদিন
  • র‍্যাবের হেফাজতে নারীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের -প্রথম আলো
  • বাংলাদেশ ‘দ্রুত আঞ্চলিক নেতৃত্বে উঠে আসছে’: ব্লিংকেন-ইত্তেফাক
  • ফখরুল সাহেবরা আবোল-তাবোল বকা শুরু করেছে: মন্ত্রী-যুগান্তর
  • জুতা পায়ে শহীদদের গণকবরে ইউএনও! মুক্তিযোদ্ধাদের ক্ষোভ-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • ‘মহার্ঘ অলঙ্কার বাকস্বাধীনতা, রাহুল নিয়ে উত্তাপের মাঝে সওয়াল বাংলার রাজ্যপালের -সংবাদ প্রতিদিন
  • টলিউডের ‘৯৯ শতাংশই চোরেদের সঙ্গে জড়িত! - আনন্দবাজার
  • টুইটারে ‘বাতিল সাংসদ’ আপডেট রাহুলের -গণশক্তি
  • শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. নির্বাচন কমিশন সংলাপের জন্য বিএনপিকে চিঠি দিয়েছে। কিন্তু বিএনপি তাতে সাড়া দেবে না বলে জানিয়েছে। আপনার কী মনে হয়- এই সংলাপে বিএনপি সাড়া দিলে চলমান সঙ্কটের একটা সমাধান আসতে পারতো?

২. সিরিয়ার কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে এবং এই প্রথম এ ধরনের হামলায় মার্কিন সেনা হতাহত হয়েছে। বিষয়টিকে কীভাবে দেখছেন?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

র‍্যাবের হেফাজতে নারীর মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের-প্রথম আলো

নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তির মোড় থেকে তাঁকে আটক করা হয়। গত শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দৈনিকটির অপর দুটি খবরের শিরোনাম এরকম, হেফাজতে মৃত্যু বেআইনি, কিন্তু বিচার হয় না কেন? পুলিশ হেফাজতে আর কত মৃত্যু দেখতে হবে!

বাংলাদেশ ‘দ্রুত আঞ্চলিক নেতৃত্বে উঠে আসছে’: ব্লিংকেন-ইত্তেফাক

বাংলাদেশ দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত জনশক্তি এবং একটি গতিশীল যুব জনসংখ্যার সঙ্গে 'দ্রুত আঞ্চলিক নেতৃত্বে উঠে আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে জনগণকে শুভেচ্ছা জানিয়ে এক প্রেস বিবৃতিতে এ কথা বলেন তিনি।আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী উল্লেখ করে তিনি। ব্লিংকেন বলেন, ‘এই যুগের সংজ্ঞায়িত ইস্যুতে আমাদের সহযোগিতার কারণে আমেরিকান ও বাংলাদেশিরা একসঙ্গে আরও শক্তিশালী।’

‘স্যার’ না বলে ‘ভাই’ বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা-প্রথম আলো

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারি এক কর্মকর্তাকে ‘স্যার’ না বলে ‘ভাই’ বলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ওপর খেপে গিয়েছেন তিনি। আজ রোববার সকালে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহীদ সেলিম স্মৃতি ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

সরকারি ওই কর্মকর্তার নাম মুহাম্মদ মুশফিকুর রহমান। তিনি কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার। অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন তিনি। যে শিক্ষকের ওপর তিনি খেপে যান তাঁর নাম লুৎফুল আজাদ। লুৎফুল উপজেলার ছয়সূতি ইউনিয়নের উত্তরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্বাধীনতা দিবসের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তুফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছাসহ উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। অনুষ্ঠান চলাকালে লুৎফুল আজাদ সরকারি কর্মকর্তা মুশফিকুর রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। এতে মুশফিকুর খেপে যান এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘কে আপনার ভাই? নিজেকে কত বড় নেতা দাবি করেন? স্যার বলেন নাই কেন?’ মাইক্রোফোনের সামনেই এসব কথা বলা তা উপস্থিত সবাই শুনতে পান।

শিক্ষক লুৎফুল আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমি এসেছি আমার সংগঠনের পক্ষ থেকে ফুল দিতে। অনেকক্ষণ অপেক্ষার পরও সংগঠনের নাম বলা হচ্ছিল না। আমি গিয়ে ভাই সম্বোধন করে বিষয়টির খবর নিতে চাইলে তিনি সবার সামনে খেপে যান। মূলত স্যার না বলায় আমার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। তখন আমি খুব অপমান বোধ করছিলাম।’

চাকরির অপেক্ষায় লাখো তরুণ, জট লেগেছে বিসিএসে-মানবজমিন

সরকারি চাকরিতে বিসিএস যেন সোনার হরিণ। কিন্তু এর নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় চাকরিপ্রত্যাশীদের। যেটিকে এক ধরনের ধৈর্যের পরীক্ষাও বলা হয়। কারণ একটি বিসিএসের বিজ্ঞপ্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় সাড়ে তিন থেকে চার বছর সময় লেগে যায়। যার কারণে সরকারি চাকরিতে পদ থাকলেও নিয়োগ হচ্ছে ধীরগতিতে। আর চাকরির জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে লাখো তরুণকে। বর্তমানে সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪টি বিসিএসের কার্যক্রম পরিচালনা করছে। সেগুলো হলো- ৪১, ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএস। এর মধ্যে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। ৪৩ ও ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে।আর ৪৫তম বিসিএসের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯শে মে। সব মিলিয়ে বিসিএসে জট লেগেছে। একাধিক বিসিএস এক সঙ্গে সম্পন্ন করতে হিমশিম খাচ্ছে পিএসসি। এর জন্য জনবল সংকটকে দায়ী     

ফখরুল সাহেবরা আবোল-তাবোল বকা শুরু করেছে: মন্ত্রী-যুগান্তর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির তারা ২১ বছর ধরে ইতিহাসবিকৃতি করেছে। সেই বিকৃতি যখন ঠেকে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং সেই কারণে মির্জা ফখরুল সাহেবরা আবোল-তাবোল বকা শুরু করেছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে দলীয় নেতাদের সঙ্গে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানকে নিয়ে বিএনপির নানা বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রথম সরকার, যে সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল এবং বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করেছিল, সেই সরকারের অধীনে জিয়াউর রহমান একজন চাকুরে ছিলেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

হার্ভার্ড, কেমব্রিজ ফেরত ভাইয়াকে ‘পাপ্পু’ বলেছেন!-আনন্দবাজার পত্রিকা

যে ব্যক্তি দেশের মানুষের জন্য লড়াই চালাচ্ছেন, গরিব, মহিলা এবং তরুণদের অধিকারের জন্য আওয়াজ তুলছেন, তাঁকেই ‘পাপ্পু’ বলে কটাক্ষ করা হচ্ছে। যে ব্যক্তি হার্ভার্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, অর্থনীতিতে স্নাতকোত্তর, এমফিল করেছেন, তাঁর সম্পর্কে সত্যিটা না জেনে ‘পাপ্পু’ বানিয়ে দেওয়া হচ্ছে। রবিবার দিল্লির রাজঘাটে কংগ্রেসের ‘সঙ্কল্প সত্যাগ্রহ’-এর জনসভায় ভাই রাহুলের পাশে দাঁড়িয়েই ‘পাপ্পু’ কটাক্ষের জবাব দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। প্রিয়ঙ্কার কথায়, “আজ যখন রাহুল সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন, যখন সাধারণ মানুষ রাহুলের পাশে দাঁড়িয়েছেন, ওঁদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। সর্বশক্তি দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে।”

টুইটারে ‘বাতিল সাংসদ’ আপডেট রাহুলের-গণশক্তি

‘মহার্ঘ অলঙ্কার বাকস্বাধীনতা’, রাহুল নিয়ে উত্তাপের মাঝে সওয়াল বাংলার রাজ্যপালের-সংবাদ প্রতিদিন

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আপাতত সংসদীয় রাজনীতি থেকে নির্বাসিত রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে। তা নিয়ে জোরদার আন্দোলনে নেমেছে কংগ্রেস। রবিবার থেকে ‘সত্যাগ্রহ’ শুরু হয়েছে। রাহুল নিজেও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় তিনি না থাকতে পারেন, তবে লড়াইয়ের ময়দান থেকে সরবেন না। তাঁর পাশে দাঁড়িয়েছে অধিকাংশ বিরোধী দল। এই ইস্যুতে যখন উত্তপ্ত জাতীয় রাজনীতি, সেসময়ই বাকস্বাধীনতার (Freedom of Speech) পক্ষে সওয়াল করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। তাঁর মতে, বাকস্বাধীনতা ভারতের মহার্ঘ অলঙ্কার। তার সঙ্গে আপোস করা উচিত নয়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬

ট্যাগ