এপ্রিল ১৬, ২০২৩ ১৫:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৬ এপ্রিল রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার: জি এম কাদের-প্রথম আলো
  • আওয়ামী লীগ একপেশে নীতিতে দেশ শাসন করছে: ফখরুল–ইত্তেফাক
  • সামরিক শাসন নয়, রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধির চাবিকাঠি : প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত
  • মার্কেটগুলোতে রাতে নিজস্ব লোক নিয়োজিত করার পরামর্শ ফায়ার সার্ভিসের- বাংলাদেশ প্রতিদিন
  • রমজান আসলেই ব্যবসায়ীরা সুযোগ নেন : বাণিজ্যমন্ত্রী-কালের কণ্ঠ
  • মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ৩ নেতার বৈঠক-মানবজমিন
  • ঢাকায় ৫৮ বছরে সর্বোচ্চ তাপমাত্রা আজ-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • তীব্র তাপপ্রবাহে সোমবার থেকে রাজ্যে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
  • ‘গোটা উত্তরপ্রদেশ আমাদের ভয়ে কাঁপবে’!- আনন্দবাজার
  • আতিক-আশরাফকে গুলি ‘জনপ্রিয়তার’ জন্য, দাবি আততায়ীদের-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার: জি এম কাদের-প্রথম আলো

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, আগুনের ঘটনাকে নাশকতা বলে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার। যদি নাশকতাই হয়ে থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) আজ রোববার দুপুরের পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জি এম কাদের। গততাল ভোরে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় ভয়াবহ আগুন লেগে কমপক্ষে ২৫০টি দোকান পুড়ে গেছে। মার্কেটটি আগে থেকেই ফায়ার সার্ভিসের তালিকায় অগ্নিকাণ্ডের জন্য অতি ঝুঁকিপূর্ণ ছিল। মার্কেটটি পরিদর্শনে গিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই। সরকার জনগণের নিরাপত্তার বিষয়টি চিন্তা না করে নিজেদের রক্ষা করার জন্য বেশি ব্যস্ত।’

সবার মনে প্রশ্ন, শেষরাতে কেন আগুন লাগছে: স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঘন ঘন আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেকট্রিক সমস্যা, শর্টসার্কিট কিংবা নাশকতাও থাকে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি। এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘন ঘন ও শেষরাতে কেন আগুন লাগছে? তবে তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নজরদারিতে মির্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় ২৩ নেতা-যুগান্তরের রাজনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি মহাসচিবসহ ২৩ কেন্দ্রীয় নেতাকে গোয়েন্দা নজরদারির আওতায় আনার নির্দেশনা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন তরুণ গ্রুপকে নিয়েও অস্বস্তিতে আছে সরকার। এ পরিপ্রেক্ষিতে সারা দেশে এই গ্রুপের অন্তত দুই হাজার নেতাকর্মীর গতিবিধি গোয়েন্দা নজরদারিতে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকায় ৫৮ বছরে সর্বোচ্চ তাপমাত্রা আজ-যুগান্তর

বৈশাখের তৃতীয় দিনে আজ রোববারও তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী। শনিবারের মতো আজও ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৫ সালে রাজধানীবাসী সবচেয়ে উত্তপ্ত দিন পার করেছিল। তখন ঢাকার তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে।

ফারদিন হত্যা মামলার তদন্তে সিআইডি-নয়াদিগন্তের খবর

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: শান্ত ইসলাম মল্লিকের আদালত বাদির নারাজি গ্রহণ করে এ নির্দেশ দেন। একইসাথে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ২৪ মে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৫ জুন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

‘গোটা উত্তরপ্রদেশ আমাদের ভয়ে কাঁপবে’!-আনন্দবাজার পত্রিকা

আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফকে খুনের অভিযোগে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন, উত্তরপ্রদেশের হামিরপুরের বাসিন্দা সানি, কাসগঞ্জের বাসিন্দা অরুণ এবং বান্দার বাসিন্দা লবলেশ। আতিক এবং আশরফকে খুনের পরই তাঁরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে খুন, অপহরণ এবং ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে। গণশক্তি পত্রিকার খবরে এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, দুষ্কৃতি থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আতিক আহমেদ এবং তার ভাই আশরাফকে প্রয়াগরাজে পুলিশি হেপাজতেই গুলি করে হত্যা করার পর, আততায়ীরা উত্তরপ্রদেশ পুলিশকে বলেছে যে তারা "জনপ্রিয় হওয়ার জন্য" হত্যা করেছে, সংবাদ সংস্থা জানিয়েছে।  প্রয়াগরাজের এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের পুলিশের ভূমিকা।

ঘটনার পর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, ৬ বছরে ১০ হাজার এনকাউন্টার, মৃত ১৮৩, যোগীর শাসন যেন এনকাউন্টার রাজ।

বিস্তারিত খবরে লেখা হয়েছে, তীব্র তাপপ্রবাহে সোমবার থেকে রাজ্যে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন/আনন্দবাজার পত্রিকা

সোমবার থেকে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, শনিবার পর্যন্ত চলবে এই ছুটি। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার। রাজ্যে তাপপ্রবাহ চলছে। তা থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।রবিবার এপিবি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি।

৬ মাসের মধ্যে একশোয় নামবে তৃণমূলের বিধায়ক সংখ্যা’, নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক শুভেন্দু-সংবাদ প্রতিদিন

নিয়োগ দুর্নীতি নিয়ে এবার শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জেলায় জেলায় তৃণমূলের বিধায়করা সকলেই এজেন্টের কাজ করেছেন বলে দাবি তাঁর। রীতিমতো হিসেবনিকেশ দিয়ে শুভেন্দুর দাবি, ”যা পরিস্থিতি, তাতে আগামী ৬ মাসের মধ্যে বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা একশোয় নেমে যাবে।” তাঁর এই মন্তব্যে স্বভাবতই ফুঁসছে ঘাসফুল শিবির। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি, ”মানসিকভাবে অসুস্থ শুভেন্দু। উনি আগে নিজে আয়নার সামনে দাঁড়ান, তারপর কথা বলবেন।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬

ট্যাগ