নয়া দিল্লিতে বিতর্ক শুরু
রমজানে বুলডোজার দিয়ে ভাঙা হলো ২৫০ বছরের পুরনো মসজিদ-সংলগ্ন মাদ্রাসা!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৯ এপ্রিল বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- রাজধানীর নবাব ইউসুফ মার্কেটের পলেস্তারা খসে পড়ছে, ঝুঁকিতেই চলছে বিক্রিবাট্টা-প্রথম আলো
- বিএনপি অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের–ইত্তেফাক
- জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখার হীন চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
- সারাদেশের ঈদের জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে : আইজিপি- বাংলাদেশ প্রতিদিন
- স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে : পলক-কালের কণ্ঠ
- ইউক্রেন-রাশিয়া নয়, ২০২২ সালের সবথেকে রক্তক্ষয়ী সংঘাতের নাম প্রকাশ করলো ইকোনোমিস্ট-মানবজমিন
- তীব্র গরমেও নাড়ির টানে ছুটছে মানুষ-যুগান্তর
কোলকাতার শিরোনাম:
- রমজান মাসেই ভাঙা পড়ল ২৫০ বছরের পুরনো মসজিদ-সংলগ্ন মাদ্রাসা, শুরু বিতর্ক-সংবাদ প্রতিদিন
- দাবদাহ থেকে এখনই মুক্তি নেই! তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, বাড়তি সতর্কতা পাঁচ জেলায়-আনন্দবাজার
- আতিক হত্যা কান্ডে সাসপেন্ড পাঁচ পুলিশ আধিকারিক-গণশক্তি
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
বিএনপি অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের-ইত্তেফাক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও অগ্নিসন্ত্রাসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে। পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নিসন্ত্রাসের মতোই। মার্কেটে কী আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দেশের মার্কেট গুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাহারায় থাকবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র, সংবিধান ও দেশের স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা আপসহীন। নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাসের কালো ছায়ার আশঙ্কা আছে। ১৩-১৪-১৫ সালের মতো পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। দেশব্যাপী বিক্ষোভ, পদযাত্রা, মানববন্ধনে জনসমর্থন আদায় করতে পারেনি বিএনপি। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি।
আমেরিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কেও কোনো সমস্যা নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কারো ফরমায়েশি গণতন্ত্র বাংলাদেশে চলবে না। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইইউ, মার্কিন রাষ্ট্রদূতসহ সবাইকে জানানো হয়েছে। নির্বাচন হবে সংবিধান মাফিক, পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না।
জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখার হীন চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
সরকার জিয়া পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রহসনমূলক বিচার ও ফরমায়েসী রায় দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার হীন চক্রান্ত করে আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা মামলার বিচার কাজ শুরু করার লক্ষ্য হচ্ছে তারেক রহমান ও ডা: জোবাইদা রহমানকে রাজনীতির বাইরে রাখা।
আজ বুধবার গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দলটির জাতীয় স্থায়ী কমিটির ১৭ এপ্রিল এ অনুষ্ঠিত ভার্চুয়াল সভার সিদ্ধান্ত সমূহ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইউক্রেন-রাশিয়া নয়, ২০২২ সালের সবথেকে রক্তক্ষয়ী সংঘাতের নাম প্রকাশ করলো ইকোনোমিস্ট-মানবজমিন
২০২২ সালের সবথেকে রক্তক্ষয়ী সংঘাত কোনটি? প্রথমেই সবার মাথায় আসবে ডনবাস অঞ্চল নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কথা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দ্য ইকোনোমিস্টের এক রিপোর্টে জানানো হয়েছে, ইথিওপিয়ার সংঘাতই গত বছর সবথেকে বেশি রক্ত ঝরিয়েছে।
২০২০ সাল থেকে ইথিওপিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছে। এতে ৬ লাখেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সেই তুলনায় ইউক্রেনের বেসামরিক মৃত্যুর সংখ্যা একেবারেই কম বলা চলে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইউক্রেনে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ৮ হাজারের বেশি হতে পারে। অথচ ইথিওপিয়ায় এর কয়েক গুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে তা নিয়ে কোনো রিপোর্টও নেই।
ইথিওপিয়ার টাইগ্রে সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো মাথা ব্যাথা না থাকা নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বারবার এ নিয়ে পশ্চিমা দেশগুলর সমালোচনা করেছে। সেখানে যে গণহত্যা চলছে তার দোষীদের শাস্তির মুখোমুখি করতে আগ্রহ নেই কোনো দেশেরই। এমনকি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁও একাধিক বার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।
দুই বছর ধরে চলা সশস্ত্র সংঘাতটিকে বলা হয় ইথিওপিয়ার ইতিহাসের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক ও জাতিগত সংঘাত।
সরকারি অফিস ছুটি, ঈদযাত্রা শুরু। তীব্র গরমেও নাড়ির টানে ছুটছে মানুষ। যুগান্তর পত্রিকার এ খবরে লেখা হয়েছে অফিস ছুটি হতে না হতেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। ঢাকার ভেতরে তীব্র যানজটে তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষদের। ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট ছিল।তীব্র গরম এবং যানজটে মানুষের হাঁসফাঁস অবস্থা। এমন অবস্থার মধ্যেও নাড়ির টানে গ্রামে ছুটে যাচ্ছেন নগরবাসী।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
রমজান মাসেই ভাঙা পড়ল ২৫০ বছরের পুরনো মসজিদ-সংলগ্ন মাদ্রাসা, শুরু বিতর্ক-সংবাদ প্রতিদিন
রমজান মাসেই ভেঙে ফেলা হল ২৫০ বছরের পুরনো একটি মাদ্রাসা। অন্তত ১২০ জন মুসলিম ছাত্রের পঠনপাঠন চলত ওই মাদ্রাসায়। তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে থাকত ওই মাদ্রাসাতেই। অভিযোগ, বিনা নোটিশে সেই মাদ্রাসা কার্যত গুঁড়িয়ে ফেলা হয়েছে। প্রশাসনের সাফাই সত্ত্বেও ঘটনায় উসকে উঠেছে বিতর্ক।ঘটনাটি নয়া দিল্লির। সেখনকার বাঙালি বাজার এলাকার জনপ্রিয় এক মসজিদে এমনই কাণ্ড ঘটেছে। সম্প্রতি মসজিদ সংলগ্ন এক বহু পুরনো মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। দিল্লির ভূমি ও উন্নয়ন দপ্তরের মতে, ওই মাদ্রাসার কিছু অংশ অবৈধ ভাবে তৈরি করা হয়েছিল, আর সেই কারণেই তা ভেঙে ফেলা হয়েছে। তবে এ কথা মানতে নারাজ মসজিদ কর্তৃপক্ষ।
তাঁদের দাবি, কোনোরকম নোটিস ছাড়াই এমন কাজ করেছে প্রশাসন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তাঁরা জানিয়েছেন, একেবারে সাতসকালেই কয়েকটি বুলডোজার-সহ মসজিদের সামনে হাজির হয় প্রচুর পুলিশ। মিনিট দশেকের মধ্যেই সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয় মাদ্রাসার একাধিক দেওয়াল ও বেশ কিছু ঘর। কর্তৃপক্ষের দাবি, ওই মাদ্রাসায় ১২০ জন ছাত্রের পড়াশোনা চলত। এরা প্রত্যেকেই নিম্নবিত্ত পরিবারের সদস্য। তাই তাদের নিয়মিত খাবার দেওয়া হত মাদ্রাসা থেকেই। তা ছাড়া মাদ্রাসাতেই বাস করত একাধিক পড়ুয়া। হঠাৎ করে মাদ্রাসা ভেঙে দেওয়ায় ওই পড়ুয়াদের কী হবে? সেই প্রশ্নই তুলেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
যদিও এই দাবি নাকচ করে দিয়েছেন ভূমি ও উন্নয়ন দপ্তরের আধিকারিকরা।তাঁদের মতে, মাদ্রাসার অভ্যন্তরে কোনও ক্ষতি হয়নি। আর যে অংশ ভাঙা হয়েছে তা অবৈধভাবে নির্মাণ করা বলেই দাবি প্রশাসনের।
যদিও এর আগেও অবৈধ নির্মাণের অজুহাতে বহু মসজিদ ভেঙে ফেলার খবর প্রকাশ্যে এসেছে। সেই তালিকাতেই নতুন সংযোজন এই শতাব্দীপ্রাচীন মাদ্রাসা, এমনটাই মনে করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
আতিক হত্যা কান্ডে সাসপেন্ড পাঁচ পুলিশ আধিকারিক-গণশক্তি
গত ১৫ এপ্রিল পুলিশের সামনে উত্তর প্রদেশের প্রয়াগরাজে গ্যাংস্টার থেকে রাজনীতিক আতিক আহমেদ এবং তার ভাই আশরাফের হত্যার ঘটনায় পাঁচ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো প্রশাসন। যাদের সাসপেন্ড করা হয়েছে তারা হলেন শাহগঞ্জ পুলিশের সিনিয়র অফিসার অশ্বনী কুমার সিং এছাড়া দুই ইন্সপেক্টর এবং দুই কনস্টেবল রয়েছেন। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের জন্য যেই সিট তৈরি হয়েছে তারা ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের জিঞ্জাসাবাদ করেছেন।
প্রাক্তন সাংসদ এবং তার ভাইকে তিনজন লোক গুলি করে হত্যা করে। তিনজন হলেন লাভলেশ তিওয়ারি, সানি সিং এবং অরুণ মৌর্য। প্রয়াগরাজে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তারা সাংবাদিক পরিচয় দিয়ে এসে আহমেদ ও তার ভাইকে গুলি করে। বুধবার প্রয়াগরাজ আদালত তিন আততায়ীকে চার দিনের পুলিশ হেপাজত দিয়েছে। আগামী ২৩ এপ্রিল তিনজনকে আবার আদালতে পেশ করা হবে।
বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে তিনজনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তদন্তের অংশ হিসাবে অপরাধের দৃশ্যটি পুনরায় তৈরি করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
সংবাদমাধ্যমে বিভিন্ন ফুটেজে আতিক এবং তাঁর ভাইকে মারার সময় ওই তিন যুবকের মুখে জয় শ্রীরাম স্লোগান শোনা যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আহমেদ ও তাঁর ভাইয়ের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে একটি আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পিটিশনের শুনানি হবে ২৪ এপ্রিল।
আতিক আহমেদের স্ত্রী শায়িস্তা পারভীনকে খুঁজছে পুলিশ
ভারতের উত্তর প্রদেশে বন্দুকধারীর গুলিতে নিহত সাবেক সংসদ সদস্য ও মাফিয়া রাজনীতিবিদ আতিক আহমেদের স্ত্রী শায়িস্তা পারভীনকে খুঁজছে পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় তাঁর নাম আছে। শায়িস্তার সন্ধান পেতে ৫০ হাজার রুপি পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
যোগী আদিত্যনাথকে শায়িস্তা পারভীনের লেখা একটি চিঠি আতিকের মৃত্যুর পর ছড়িয়ে পড়েছে। চিঠিটি গত ২৭ ফেব্রুয়ারি লেখা হয়। সেখানে শায়িস্তা লিখেছিলেন, আতিক ও আশরাফকে উমেশ পাল হত্যাকাণ্ডে ফাঁসানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রী নন্দ গোপাল গুপ্তই উমেশ পাল হত্যার মূল ষড়যন্ত্রকারী। চিঠিতে শায়িস্তা লিখেছেন, ‘আপনি (আদিত্যনাথ) হস্তক্ষেপ না করলে আমার স্বামী, দেবর ও ছেলেকে মেরে ফেলা হতে পারে।’
পুলিশ এখন শায়িস্তাকে খুঁজছে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, কাজটি পুলিশের জন্য কঠিন হতে পারে। কারণ, স্বামীর মৃত্যুতে তিনি এখন হয়তো ইদ্দতকাল পালন করছেন। আর এ সময়ে তাঁর সঙ্গে কারও দেখা করার সুযোগ নেই।
আজ বিলকিস বানু, কাল?, ধর্ষকদের মুক্তি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন-এনডিটিভি
ভারতের গুজরাট রাজ্যের বিলকিস বানুর ধর্ষকদের সাজা মওকুফ ও মুক্তি দেওয়ার বিষয়ে নথিপত্র চেয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার ও গুজরাট রাজ্য সরকারের আবেদন করার সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা ১১ জনের সাজা মওকুফের বিষয়ে নথি উপস্থাপন করতে আগ্রহী না।
এর আগে গত বছরের নভেম্বরে ভুক্তভোগী বিলকিস বানু সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। আবেদনে তিনি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১১ জনের সাজা মওকুফ ও মুক্তি দেওয়ার বিরোধিতা করেন। বিলকিস বানু বলেন, এ ঘটনা বিবেককে নাড়া দিয়েছে।
২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ বিলকিস বানু। সে সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ধর্ষকেরা বিলকিসের তিন বছর বয়সী কন্যাসহ পরিবারের সাত সদস্যকে খুন করেছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ১১ অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হয়।
স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৪ বছর কারাবাসের পর সেই অপরাধীদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। রাজ্য সরকার জানায়, অপরাধীরা ১৪ বছর জেল খেটেছেন। কারাগারে তাঁদের আচরণ, বয়স ও অপরাধের প্রকৃতি বিবেচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ধর্ষণ ও খুনের আসামিদের শাস্তি না কমানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত নীতি।
এরপর বিলকিস বানুর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ সুপ্রিম কোর্ট গুজরাটের রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে সাজা মওকুফের ক্ষেত্রে ব্যবহৃত ফাইল আদালতে জমা দিতে বলেন। বিচারপতি কে এম জোসেফ ও বিভি নাগারাথনার সমন্বয়ে গঠিত বেঞ্চ ১১ জনের সাজা মওকুফ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের মতে, অপরাধের গুরুত্ব রাষ্ট্রকে বিবেচনা করতে হবে।
সুপ্রিম কোর্ট বলেন, একজন সন্তানসম্ভবা নারীকে ধর্ষণ করা হয়েছে। কয়েকজনকে হত্যা করা হয়েছে। এটিকে অন্যান্য হত্যা মামলার সঙ্গে তুলনা করা যাবে না। কমলার সঙ্গে যেমন আপেলের তুলনা করা যায় না, তেমনি গণহত্যাকে একক হত্যার সঙ্গে তুলনা করা যাবে না। এ ধরনের অপরাধ সাধারণত সমাজ ও সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটে থাকে। তাই একই রকম ভাবার অবকাশ নেই। সাজা মওকুফের বিষয়ে প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালত বলেছেন, ‘এ ঘটনায় সরকার কি মানবিক আচরণ করেছে? কোন বিষয়গুলো সাজা মওকুফের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে? আজ বিলকিস বানু, কাল এমনটা যে কারও সঙ্গে ঘটতে পারে। আপনি, আমি যে কেউ ভুক্তভোগী হতে পারি।’
সরকারের উদ্দেশে সুপ্রিম কোর্টের সুস্পষ্ট বার্তা, ‘আপনারা যদি সাজা মওকুফের যথার্থ কারণ না দেখান, তাহলে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা আমাদের মতো করেই উপসংহার টানব।’ এ বিষয়ে আগামী ২ মে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। সাজা মওকুফ হওয়া ধর্ষক শৈলেশ চিমানলাল ভাটকে নিয়ে গত মাসে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।
তাঁকে গুজরাট রাজ্যের দাহোদের বিজেপি দলীয় সংসদ সদস্য যশোবন্ত সিং ভাভোর ও তাঁর ভাই লিমখেদার বিজেপি বিধায়ক শৈলেশ ভাভোরের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। ওই দুই রাজনীতিকের সঙ্গে শৈলেনকে ছবির জন্য পোজ দিতে এবং পূজায় অংশ নিতে দেখা যায়।
দাবদাহ থেকে এখনই মুক্তি নেই! তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, বাড়তি সতর্কতা পাঁচ জেলায়-আনন্দবাজার পত্রিকা
তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যের। বিগত কয়েক দিন ধরে তাপপ্রবাহের জেরে কার্যত পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। সেই ধারা অব্যাহত থাকছে। বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস। যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— এই পাঁচ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে তাপমাত্রা খুব বেশি থাকবে বলেই পূর্বাভাস। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি হওয়ায় এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে বৃষ্টিতে ভিজবে দার্জিলিং এবং কালিম্পং
পড়াশোনায় পিএইচডি, অথচ চালাচ্ছেন অটো, যুবকের জীবনের গল্প শুনে হতবাক যাত্রীরা-সংবাদ প্রতিদিন
রুজিরোজগারের প্রয়োজনে অটো চালাতে হয় তাঁকে। পথচলতি যাত্রীরা অটোর চালকের যেমন কথা বলেন, সেভাবেই কথাবার্তা হচ্ছিল তাঁর সঙ্গে। স্টিয়ারিং-এ হাত রেখে যাঁর দিন কাটে, তাঁর ঝুলিতে আছে কিনা ডক্টরেট ডিগ্রি! যাত্রীদের যাঁরা এ গল্প শোনেন, তাঁরাই স্তম্ভিত হয়ে যান।
আসলে ডক্টরেট ডিগ্রিধারী কেউ অটো চালাচ্ছেন, এমনটা ভাবা সহজ নয়। কিন্তু বাস্তবেই রয়েছে এমন একজন, যিনি এক লহমায় এই ধারণা বদলাতে দিতে পারেন। কথা বলছি, দীপক কুমার দুবে সম্পর্কে। ছাপোষা চেহারা। নম্র আচরণ। উচ্চশিক্ষিত বলেই শিক্ষার অহং তাঁকে আচ্ছন্ন করেনি। আর তাই এক ঝলক তাঁকে দেখে কেউ বুঝতেই পারে না, যে, একজন অটোচালক হয়েও তিনি আসলে পিএইচডি। অন্যান্য অটোচালকদের মতোই সারাদিন অটো নিয়ে শহরের এদিক ওদিক ঘুরে বেড়ান। আর তাঁর গল্প শুনে সকলেই অবাক হয়ে যান। কেননা দীপকের জীবনের গল্প অনেকটা বিস্ময়ের, অবাক করোর মতোই।
তবে তাঁর এই অবস্থা ঠিক বেকারত্বের পরিহাস নয়। মানে উচ্চশিক্ষিত হয়েও তিনি আর কোনও চাকরি পাননি, তাই অটো চালাচ্ছেন, এমনটা ঠিক নয়। বরং তাঁর ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। এই পেশায় যোগ দেওয়ার পরই তিনি পিএইচডি করেছেন। যদিও বরাবরই অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। শুধু সংসারের চাপে সে সুযোগ হয়নি। পড়াশোনা সম্পূর্ণ শেষ করার আগেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। কিন্তু স্বপ্ন দেখা থামাননি দীপক। নিজের পেশা বজায় রেখেই মুম্বই ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। যদিও কাজ বন্ধ রেখে নিয়মিত কলেজ যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই ডিস্ট্যান্ড এডুকেশনের দ্বারস্থ হয়েছিলেন। এরপরেও তাঁর লড়াই থামেনি। অধ্যাপক হতে গেলে ডক্টরেট ডিগ্রি থাকা আবশ্যক। তাই দীপক ঠিক করেন তিনিও পিএইচডি করবেন। সেইমতো যাবতীয় পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে পিএইচডি আরম্ভও করেন তিনি। তাঁর বিষয় ছিল হিন্দি। নির্দিষ্ট সময়ে তাঁর পড়াশোনা শেষ হয়। গবেষণাপত্র জমা দিয়ে ঝুলিতে ভরেন ডক্টরেট উপাধি। এতদসত্ত্বেও অটো চালানো বন্ধ করেননি তিনি। বলা বাহুল্য অন্য কোনও বিকল্প পেশায় যাওয়ার ইচ্ছাও ছিল না তাঁর। কেবলমাত্র অধ্যাপনার সুযোগ পেলেই সে পথে হাঁটবেন বলে ঠিক করেছিলেন দীপক।
এখনও পর্যন্ত সেই সুযোগ তিনি পাননি। মাঝে কোনও এক কলেজে অতিথি হিসেবে অধ্যাপনার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা স্থায়ী ছিল না। তাই ঝুলিতে ডক্টরেট উপাধি আর চোখে এক আকাশ স্বপ্ন নিয়ে রাজপথে অটো নিয়ে ছোটেন তিনি। এখনও মনে প্রাণে বিশ্বাস করেন একদিন তাঁর অধ্যাপনার স্বপ্নও ঠিক পূরণ হবে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯