মে ১৫, ২০২৩ ১১:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৫ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  •  ‘আমার হাত-পা কাইট্টা দেন, তবু আর মাইরেন না’-প্রথম আলো
  • আজীবনের জন্য বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর!–ইত্তেফাক
  • একদিনে রিজার্ভ কমেছে ৬১ কোটি ডলার-যুগান্তর
  • রাজধানীসহ সারা দেশে গ্যাস-বিদ্যুতে ভোগান্তি-কালের কণ্ঠ
  • চিত্রনায়ক ফারুক আর নেই, প্রেসিডেন্টের শোকপ্রকাশ-মানবজমিন
  • ১০ বছর কারাগারে রাখার ষড়যন্ত্র হয়েছে, অভিযোগ ইমরান খানের-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • ‘অভিষেকের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা’, বিস্ফোরক সুকান্ত, পালটা তৃণমূলের-সংবাদ প্রতিদিন-
  • খড়্গের কোর্টে বল! দিল্লি যেতে পারেন সিদ্দা, শিবকুমারও, সোমেই কি মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর?-আনন্দবাজার পত্রিকা
  • পথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

জাহাঙ্গীর

আজীবনের জন্য বহিষ্কার হচ্ছেন জাহাঙ্গীর!-ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করে দলে ফেরার চার মাস যেতে না যেতেই বিদ্রোহ করা গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে আর সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য লিখিত আকারে এই সুপারিশ পাঠানো হবে।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে ‘বিদ্রোহী’ প্রার্থী হন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতও তার আবেদন নাকচ করেছেন। জাহাঙ্গীর এখন তার গৃহিণী মা জায়েদা খাতুনের পক্ষে ভোটের প্রচারে ব্যস্ত। তার মায়ের দাবি, জাহাঙ্গীরের প্রতি ‘অবিচার’ হয়েছে। আর সেজন্য জনগণ তাকে ভোট দেবে। জানা গেছে, গতকালের বৈঠকে সম্পাদকমণ্ডলীর সদস্যরা বলেন, কেউ দলে থেকে দলীয় শৃঙ্খলা মানবেন না, তা হতে পারে না। তাই আমরা স্থায়ী বহিষ্কার চাচ্ছি। 

‘আমার হাত-পা কাইট্টা দেন, তবু আর মাইরেন না’-এ শিরোনামটি প্রথম আলোর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নরসিংদীর পলাশ উপজেলায় চোর সন্দেহে দুই কিশোরকে পিটুনির ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্য কিশোর। বেঁচে ফেরা কিশোরের ভাষ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারা উপজেলার একটি টেক্সটাইল মিলের পেছনে খোলা জায়গায় যায়। সেখানে ঘন্টাদেড়েক ঘোরাফেরার পর রাত দুটোর দিকে ছয়সাতজন লোক তাদেরকে ধরেন-জানতে চান এতরাতে এখানে কি করছিস? তারা অবশ্য সদুত্তর দিতে পারেনি কিন্তু এসব এলাকায় রাতে তরুণরা নেশা করতে আসে বলে জানান কেউ কেউ। তারপর সবাই মিলে দুজনকে যে যার মতো চড়-ঘুষিসহ উপর্যুপরি মারতে শুরু করেন। লোহা চুরি করতে সেখানে গিয়েছি, এটা স্বীকার করে নেওয়ার জন্য মারধর করেন বলে জানায় ভুক্তভোগী কিশোর। সে বলে, ‘ “যতক্ষণ চুরির কথা স্বীকার না করবি, ততক্ষণ মারব” এ কথা বলেই তাঁরা টেক্সটাইল মিলের একটি পিলারে দুজনকে বেঁধে মারতে থাকেন। এভাবে রাতভর পুরুষ নারী মিলে নির্যাতন চালায় দুই কিশোরের ওপর। বেঁচে যাওয়া কিশোর জানায়-তারা কোনো চুরি করেনি, দোষ করেনি।তারপরও তাদেরকে মারতে মারতে একজনকে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো! খবরটি সত্যিই মর্মান্তিক। আজকের সমাজের কেন এমন চিত্র ঐ ঘটনা থেকে এমন প্রশ্ন উঠতেই পারে..

অর্থনীতির খবর- যুগান্তরে লেখা হয়েছে, একদিনে রিজার্ভ কমেছে ৬১ কোটি ডলার।খবরটিতে লেখা হয়েছে, চলতি মে মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স কিছুটা নিুগতি থাকে। যে কারণে ওই সময়ে রেমিট্যান্স কমেছে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি মাসে মোট হিসাবে রেমিট্যান্স খুব একটা না বাড়লেও জুনে রেমিট্যান্স বাড়তে পারে। এদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবারে একদিনের ব্যবধানে রিজার্ভ কমেছে ৬১ কোটি ডলার।আমদানির দেনা পরিশোধ করায় রিজার্ভ কমেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স বিষয়ক হালনাগাদ এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, মে মাসের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১২ দিনে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ৩৯ লাখ ডলার। উল্লিখিত সময়ে ব্যাংকিং কার্য দিবস ছিল ৮ দিন। রোজা ও ঈদুল ফিতরের মাসে এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার। গত বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ডলার। সে তুলনায় রেমিট্যান্স গত মাসে কমেছে সাড়ে ১৬ শতাংশ। মার্চের তুলনায়ও রেমিট্যান্স কম এসেছে প্রায় ১৭ শতাংশ। চলতি মাসেও কমতে পারে। কারণ ঈদের পর রেমিট্যান্স প্রবাহে নিুগতি থাকে।

এদিকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে মে মাসের শুরুর দিকে ডলারের দাম ১০৭ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৮ টাকা করেছে। এর সঙ্গে প্রবাসীরা সরকার থেকে প্রণোদনা বাবদ আরও পাচ্ছে আড়াই শতাংশ। সব মিলে রেমিট্যান্সের প্রতি ডলারে প্রবাসীরা পাচ্ছেন ১১০ টাকা ৭০ পয়সা।

এদিকে হুন্ডিতে পাঠালে আরও বেশি দাম পাচ্ছেন। কার্ব মার্কেটে বা হুন্ডিতে প্রতি ডলারের দাম দেওয়া হচ্ছে ১১২ থেকে ১১৩ টাকা। বিদেশে প্রবাসীরা যেসব অঞ্চলে থাকেন ওইসব অঞ্চলে হুন্ডিবাজরা একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। একই সঙ্গে দেশেও তাদের নেটওয়ার্ক রয়েছে। ফলে হুন্ডিবাজরা দ্রুত দেশে প্রবাসীর আত্মীয়স্বজনের কাছে টাকা পাঠিয়ে দিচ্ছেন।

এদিকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমায় দেশে ডলারের ওপর চাপ বাড়ছে। আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ থেকে ডলারের জোগান বাড়াতে হচ্ছে। এতে রিজার্ভ কমে যাচ্ছে। মে মাসের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা বাবদ ১১৮ কোটি ডলার পরিশোধের পর সোমবার রিজার্ভ ২ হাজার ৯৭৭ কোটি ডলারে নেমে এসেছিল।

বুধবার বিশ্বব্যাংক থেকে বাজেট সহায়তা বাবদ আবার ৫০ কোটি ৭০ লাখ ডলার ছাড় হলে রিজার্ভ বেড়ে ৩ হাজার ৯৬ কোটি ডলারে ওঠে। বৃহস্পতিবার তা আবার কমে ৩ হাজার ৩৫ কোটি ডলারে নেমে যায়। এক দিনের ব্যবধানে রিজার্ভ কমে যায় ৬১ কোটি ডলার। আশঙ্কা করা হচ্ছে, রেমিট্যান্স প্রবাহ এভাবে কমতে থাকলে রিজার্ভ অচিরেই আবার ২৯ বিলিয়ন ডলারের ঘরে নেমে আসতে পারে।

মানবজমিনের শিরোনাম-ইউরোপে বাড়লেও যুক্তরাষ্ট্রে কমেছে পোশাক রপ্তানি। খবরটিতে লেখা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বাংলাদেশের তৈরি পোশাকপণ্য যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বাজারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রের বাজারে। হতাশাব্যঞ্জক প্রবণতা অনুসরণ করে ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানিতে ৭.১৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এবং ৬.৯৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রাজধানীসহ সারা দেশে গ্যাস-বিদ্যুতে ভোগান্তি-কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে গ্যাসসংকট ও ঘন ঘন লোডশেডিং চলছে। চট্টগ্রামে বাসাবাড়িতে চুলা জ্বলছে না। ঢাকায় গ্যাস থাকলেও চাপ অনেক কম। এক ঘণ্টার রান্না তিন-চার ঘণ্টায়ও হচ্ছে না। অনেকে হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন। কেউ কেউ বিকল্প জ্বালানি ব্যবহার করছেন। গ্যাসসংকটে শিল্পের পাশাপাশি পরিবহন খাতও ধুঁকছে। চট্টগ্রামে গণপরিবহনের সংকট চলছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে দুই হাজার ৫০০ মেগাওয়াটের মতো উৎপাদন কম হচ্ছে। গত শনিবার থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

খড়্গের কোর্টে বল! দিল্লি যেতে পারেন সিদ্দা, শিবকুমারও, সোমেই কি মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর?-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সিদ্দারামাইয়াই কি আরও এক বার কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন? না কি এ বার মুখ্যমন্ত্রিত্বে নতুন মুখ আনবে কংগ্রেস? কর্নাটকের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর, এ বার এই একটিই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সকলের মুখে মুখে। কাকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে দক্ষিণ ভারতের এই রাজ্য পরিচালনার জন্য? সিদ্দারামাইয়া ছাড়া কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে উঠে এসেছে ডিকে শিবকুমারের নামও। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা, বৈঠক চললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খড়্গেই। ফলে তাঁর কোর্টেই আপাতত বল রয়েছে।

‘অভিষেকের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা’, বিস্ফোরক সুকান্ত, পালটা তৃণমূলের-সংবাদ প্রতিদিন

অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হুগলির সভা থেকে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপিকে নকল করার চেষ্টা করছে তৃণমূল। এরপরই অভিষেক সম্পর্কে তাঁর বিস্ফোরক দাবি, “গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে ওঁর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গিয়েছে। মিডিয়া বলছে থাইল্যান্ডে, মালয়েশিয়ায় টাকা গিয়েছে। যদি টাকা গিয়ে থাকে সে তো গ্রেপ্তার হবেই।” তবে তাঁর এই মন্তব্যের পালটা দিয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেন। এই প্রসঙ্গে তিনি বলেন,”অভিষেককে নিয়ে সুকান্তর কথা বলা মানে তা বামনের চাঁদ ধরার চেষ্টার মত। তবে সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। অভিষেকের গ্রেপ্তারি নিয়ে কীভাবে এতটা নিশ্চিত হচ্ছেন সুকান্ত, সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫

ট্যাগ