কথাবার্তা
‘চূড়ান্ত আন্দোলন’ এবং খালেদা জিয়ার ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন মির্জা
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৯মে শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম:
- রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মিয়ানমার ও বাংলাদেশের পরিকল্পনায় অসন্তুষ্ট হিউম্যান রাইটস ওয়াচ: মানবজমিন
- ঢাকার ‘ফুসফুস’ বন্ধ সাড়ে পাঁচ বছর-দৈনিক প্রথম আলো
- পুরো আসন বাতিলের ক্ষমতা হারাল ইসি–যুগান্তর।
- দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার : বাণিজ্যমন্ত্রী-কালের কণ্ঠ
- ‘চূড়ান্ত আন্দোলন’ এবং খালেদা জিয়ার ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন মির্জা ফখরুল : হাইকোর্ট-নয়াদিগন্ত
- ভারতের শিরোনাম:
- নতুন দুই বিচারপতি পেল শীর্ষ আদালত -- দৈনিক পুবের কলম
- ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, মহিলাদের ভাতা! কর্ণাটকের ছকে মধ্যপ্রদেশে প্রচার শুরু কংগ্রেসের - সংবাদ প্রতিদিন
- ‘আমাদের বিচার্য বিষয়ে নেই’! পুরসভার নিয়োগ মামলায় রাজ্যের আর্জি শুনল না ডিভিশন বেঞ্চ -আনন্দবাজার পত্রিকা
এবারে গুরুত্বপুর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মিয়ানমার ও বাংলাদেশের পরিকল্পনায় অসন্তুষ্ট হিউম্যান রাইটস ওয়াচ - শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনার তীব্র সমালোচনা করলো হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানিয়েছে এই পদক্ষেপের ফলে রোহিঙ্গাদের জীবন ও স্বাধীনতা গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। বাংলাদেশে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গার আবাসস্থল, যাদের অধিকাংশই মিয়ানমারে ২০১৭ সালের সামরিক দমন অভিযান থেকে পালিয়েছিল। বিষয়টি এখন জাতিসংঘের তদন্তের বিষয়। দুই দেশ আগামী সপ্তাহে একটি পাইলট প্রকল্পে প্রায় ১১০০ জনকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যদিও জাতিসংঘ বারবার বলেছে পরিস্থিতি এখনো অনুকূল নয়।
ঢাকার ‘ফুসফুস’ বন্ধ সাড়ে পাঁচ বছর – শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংবাদ সংগ্রহের জন্য নগর ভবনে যাতায়াত করছি ২০১৮ সালের জুন থেকে। তখন থেকেই শুনছি রাজধানীর ওসমানী উদ্যান হবে ‘গোস্সা নিবারণী পার্ক’, যেখানে গেলে মানুষের রাগ কমবে, খিটখিটে মেজাজ ঠান্ডা হবে। দক্ষিণ সিটির তখনকার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গোস্সা নিবারণী পার্ক নামটি দিয়েছিলেন। এসব কথা বলে ২০১৭ সালের ডিসেম্বরে ওসমানী উদ্যান ঘিরে প্রায় ৯০ কোটি টাকার উন্নয়নকাজ হাতে নিয়েছিলেন। কথা ছিল, ১০ মাসে প্রকল্পের কাজ শেষ হবে। ১০ মাস নয়, ৪ বছর ১০ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর ওসমানী উদ্যানে গিয়েছিলাম। দেখেছিলাম, উদ্যানটির উন্নয়নকাজ কংক্রিটের অসমাপ্ত অবকাঠামোর ভিড়ে মুখ থুবড়ে পড়ে আছে। ভেতরটা জঙ্গলে রূপ নিয়েছে। মানুষ সেখানে ঢুকতেই পারছে না, বরং বসছে মাদকের আড্ডা।

পুরো আসন বাতিলের ক্ষমতা হারাল ইসি - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, নির্বাচন চলাকালে অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে না নির্বাচন কমিশন। এর বদলে এক বা একাধিক কেন্দ্রের নির্বাচন স্থগিত বা বাতিল করতে পারবে ইসি। এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যমান আইনের ৯১ ধারা অনুযায়ী পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ইসি’র হাতে আছে। এই ক্ষমতা বলেই গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে পুরো ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন।
দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার –শীর্ষক খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দু-একদিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার। একইসঙ্গে চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার প্রভাব এখনো পড়েনি। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে বলে জানান তিনি। আজ শুক্রবার (১৯ মে) সকালে দুই দিনের সফরে রংপুর এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কাঁচা বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, এটি আমার দায়িত্বে নেই।
‘চূড়ান্ত আন্দোলন’ এবং খালেদা জিয়ার ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন মির্জা ফখরুল -শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ১০ দফা দাবিতে যে আন্দোলন করছে সেটি আগামী দিনে কোন দিকে গড়ায় তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা। বর্তমানে সভা সমাবেশ, পদযাত্রার মতো কর্মসূচী দিয়ে মাঠে থাকা বিএনপি নির্বাচনের আগে যে ‘গণ-আন্দোলন’ সৃষ্টি করতে চায়। কিন্তু সেটি কিভাবে হবে? এ নিয়ে রাজনীতিতে আলোচনা আছে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান পুরোপুরি বিপরীত মেরুতে। পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ভবিষ্যৎ আন্দোলনকে কিভাবে এগিয়ে নিতে চায় বিএনপি? আন্দোলনে দলীয় চেয়ারপারসন নেতা খালেদা জিয়া দৃশ্যমান হবেন কিনা - এ প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কাছে আন্দোলনকে ‘চূড়ান্ত পর্যায়ে’ নেয়ার জন্য দলের নির্দেশনা দেয়া আছে।
‘যেকোনো মূল্যে আমরা আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এবং সেই নির্বাচনের মাধ্যমে ‘জনগণের একটা সরকারকে প্রতিষ্ঠা’ করা-এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই নির্দেশনাই আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মী সকলের কাছে যাচ্ছে।’
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারসহ যে দাবিগুলো নিয়ে আন্দোলনের করছে সে ব্যাপারে সরকারের অবস্থান এখনো কঠোর। নির্বাচনের আগে সরকারকে ‘বাধ্য করার’ মতো আন্দোলন গড়ে তোলাই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় আন্দোলন কিভাবে এগিয়ে নেয়া হবে? সে প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এ পরিবর্তন সম্ভব হবে।
সবশেষ বিভাগীয় সমাবেশেরে মাধ্যমে রাজপথের আন্দোলনে একটা আলোড়ন সৃষ্টি করেছিল বিএনপি। এরপর নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবি নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করলেও প্রায় ছয় মাসে রাজপথে বড় কোনো চাপ সৃষ্টি করতে পারেনি দলটি। এখন সারাদেশে জেলা পর্যায়ে নতুন কর্মসূচীর ডাক দিয়েছে বিএনপি।
শুক্রবার ও শনিবার অর্থাৎ ১৯ ও ২০ মে ১৮টি জেলায় এ কর্মসূচী পালিত হবে। এছাড়া ২৬ শে মে ১৭টি জেলায় ও ২৭শে মে বিএনপির ১৫টি জেলায় জনসমাবেশ করবে।
খালেদা জিয়ার ভূমিকা
বিএনপির সরকার বিরোধী আন্দোলনে রাজপথে শীর্ষ নেতৃত্বের এক ধরনের সংকট দৃশ্যমান। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সক্রিয়তা বা উপস্থিতির প্রত্যাশা আছে দলের তৃণমূলের একটা বড় অংশের।
তৃণমূলের নেতারা মনে করেন, দলীয় চেয়ারপারসনকে যদি আন্দোলনে কিছুটা হলেও ভূমিকা রাখেন সেটি সারাদেশের নেতাকর্মীদের জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে।
আগামী দিনের আন্দোলনের রাজনীতিতে খালেদা জিয়া কি দৃশ্যমান হবার সম্ভাবনা আছে? এ প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রশ্নই ওঠে না। এখনতো প্রশ্নই ওঠে না।’
‘নি:সন্দেহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো বন্দী অবস্থায় আছেন। তিনি অত্যন্ত অসুস্থ্য অবস্থায় আছেন। সুতরাং তার ব্যাপারে সঙ্গতভাবেই আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই দল পরিচালিত হচ্ছে। এবং সেভাবেই আমরা কাজ করছি।’
এবারে চলুন কোলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক।
নতুন দুই বিচারপতি পেল শীর্ষ আদালত -শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, শুক্রবার নতুন দুই বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান শীর্ষ কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দুই বিচারপতির একজন হলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বর্ষীয়ান আইনজীবী কালপাথি ভেঙ্কটরামন বিশ্বনাথন। প্রধান বিচারপতিকে নিয়ে শীর্ষ আদালতে ৩৪ জন বিচারপতির থাকার কথা। কিন্তু দীনেশ মহেশ্বরী ও এম আর শাহের অবসরের পর সংখ্যাটা ৩২ এ নেমে গিয়েছিল।
১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, মহিলাদের ভাতা! কর্ণাটকের ছকে মধ্যপ্রদেশে প্রচার শুরু কংগ্রেসের -শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, কর্ণাটকে জয়ের পরেই এবার মধ্যপ্রদেশের নির্বাচনী লড়াইয়ে নেমে পড়ল কংগ্রেস। বিধানসভা ভোটের এখনও সাত মাস বাকি থাকলেও পুরোদমে প্রচারে নেমে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। ইতিমধ্যেই প্রত্যেকটি বাড়িতে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি প্রকল্পের পরিকল্পনাও রয়েছে দলের তরফে।
‘আমাদের বিচার্য বিষয়ে নেই’! পুরসভার নিয়োগ মামলায় রাজ্যের আর্জি শুনল না ডিভিশন বেঞ্চ –শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। শুক্রবার এই সংক্রান্ত মামলা শুনল না বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চ। হাই কোর্ট জানায়, মামলাটি এই বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকায় নেই। তাই এই মামলার শুনানি সম্ভব নয়। ডিভিশন বেঞ্চ এই মামলাটি ছেড়ে দেওয়ায়, তা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়েছে।
পুরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন্হা। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।
কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।