মে ২০, ২০২৩ ১৯:০৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২০ মে শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • পটুয়াখালীতে বিএনপি-যুবলীগ সংঘর্ষ, আহত শতাধিক -প্রথম আলো
  • ‘রাজধানীতে ধারণক্ষমতার ছয় গুণ যানবাহন’ -ইত্তেফাক
  • দুর্নীতি করলে যত বড় কর্মকর্তাই হোক ছাড় নয়: প্রধান বিচারপতি -যুগান্তর
  • এবার ডিবি কার্যালয়ে নোবেলের সাবেক স্ত্রী, করলেন অভিযোগ -কালের কণ্ঠ
  • নির্বাচন করবেন না আরিফ -মানবজমিন
  • বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়ার পথে’ -বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • ফের কর্ণাটকের কুরসিতে সিদ্দারামাইয়া, ডেপুটি শিবকুমার, বেঙ্গালুরুর স্টেডিয়ামে নিলেন শপথ -‘সংবাদ প্রতিদিন
  • তুঘলকি সিদ্ধান্ত! আরবিআইয়ের ২ হাজার টাকার নোট বাতিলের ঘোষণাকে কটাক্ষ মমতার -আনন্দবাজার পত্রিকা
  • যে কোন সময় তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত : সুজন চক্রবর্তী -গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

শুরুতে রাজনীতির খবর: সিলেটে নাগরিক সভায় ঘোষণা নির্বাচন করবেন না আরিফ-মানবজমিন,

প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।আজ নাগরিক সভায় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকের উপস্থিতিতে মেয়র আরিফ বলেন, বেগম খালেদা, তারেক রহমান, নগরবাসীসহ সবার মতামতের ভিত্তিতে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে না, এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে, প্রথম আলোসহ বেশ কয়েকটি পত্রিকার খবরে লেখা হয়েছে, পটুয়াখালীতে জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে আহত হয়েছে প্রায় শতাধিক নেতাকর্মী। 

যুগান্তরের খবরে লেখা হয়েছে, বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন না ঠাকুরগাঁও থেকে, জানতে চান কাদের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে আসবে তার দিনক্ষণ প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সরকার পতনের দিনক্ষণ জানা থাকলে প্রস্তুতি নিয়ে রাখা যেত।  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের সময় কখন শেষ হবে- তা নির্ধারণ করবে এদেশের জনগণ। এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ তারা নিজেরাই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার (১৯ মে) রাতে প্রায় ৩৫ মিনিটের এক লাইভে এ মন্তব্য করেন তিনি।

দুর্নীতি করলে যত বড় কর্মকর্তাই হোক ছাড় নয়: প্রধান বিচারপতি-যুগান্তর

বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি কারো বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপেক্ষা করব না। সে যত উচ্চপদস্থ বিচার বিভাগীয় কর্মকর্তা হোক বা সুপ্রিমকোর্টের কর্মচারীই হোক। প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি যে করবে তার বিরুদ্ধে প্রসিডিং শুরু করতে এক মুহূর্ত অপেক্ষা করব না। কিন্তু যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না আসে তাহলে কিসের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ফের কর্ণাটকের কুরসিতে সিদ্দারামাইয়া-সংবাদ প্রতিদিন

দ্বিতীয় বারের জন্য কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। শনিবার তিনি শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। সাতদিন আগে নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে কংগ্রেস ক্ষমতায় এসেছিলো। কর্ণাটকে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। কার্যতই মুখ থুবড়ে পড়েছে বিজেপি।  এই সাতদিন ধরে কর্ণাটক দেখেছে সিদ্ধারামাইয়া এবং শিবকুমারের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার জন্য তীব্র লড়াই যা বেঙ্গালুরু থেকে দিল্লি পর্যন্ত গড়িয়েছিল। শেষ পর্যন্ত তা সোনিয়া গান্ধীর মধ্যস্ততায় শেষ হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনিয়া গান্ধী, মমতা বন্দোপাধ্যায় শুধু তাই নয়  শপথ গ্রহণের মঞ্চ হয়ে যায় বিজেপি বিরোধী মঞ্চ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তাঁর ডেপুটি তেজস্বি যাদব, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সি পি আই এর সাধারণ সম্পাদক ডি রাজা, এন সি পি নেতা শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লা শপথ গ্রহণের মঞ্চটিকে কার্যত বিজেপি বিরোধী মঞ্চে পরিণত করেন।  রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন বিজেপি বিরোধী জোটের তোড়ার গোলাপ হয়ে।

 ‘তুঘলকি সিদ্ধান্তে আমজনতার যন্ত্রণা’, ২০০০ টাকার ‘নোটবাতিল’ নিয়ে ফের তোপ মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, আর মাত্র চার মাস। তারপরই বাজারে আর পাওয়া যাবে না ২০০০ টাকার নোট। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক । এ নিয়ে বিরোধী শিবির ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। ২০০০ টাকার নোট আর ছাপা হবে না, এই খবরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার  এক টুইটে নিজের বক্তব্য জানিয়েছিলেন। শনিবার ফের তিনি টুইটে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তকে কেন্দ্রের খামখেয়ালি ও তুঘলকি সিদ্ধান্ত বলে মনে করেন তিনি। আর এতে আমজনতাকে ফের যন্ত্রণায় ফেলা হল বলে মত তাঁর।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ