জুন ১৭, ২০২৩ ১৯:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৭ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন-মানবজমিন
  • প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগান, বিএনপি নেতা গ্রেফতার-যুগান্তর
  • প্রধানমন্ত্রীর মমতা দেখে অভিভূত বিমানের যাত্রীরা-প্রথম আলো
  • বিশ্ববাজারে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি, কমেছে যুক্তরাষ্ট্রে-ইত্তেফাক
  • চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে নারীকে ফেলে দেয় সড়কে!-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • কেন্দ্রীয় বাহিনীর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন-গণশক্তি
  • বাঁকুড়া-পুরুলিয়া জ্বলছে!-আনন্দবাজার পত্রিকা
  • মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে জড়ানোর ‘টোপ’! মিলবে মোটা টাকা, ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

ওবায়দুল কাদের

ভিসা নীতি আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন: ওবায়দুল কাদের-প্রথম আলো পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বিএনপি নির্বাচন করতে না দেওয়ার ঘোষণার পর মার্কিন ভিসা নীতি কী করে, সেটাই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ভিসা নীতি আমরাও করতে পারি, অপেক্ষায় থাকুন।’ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে তারা বলেছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যাঁরা বাধা দেবেন, তাঁদের ক্ষেত্রে এ ভিসা নীতি প্রয়োগ করা হবে। এ নীতি এখন অন্ধ-বধির হয়ে থাকবে, না বাস্তববাদী হবে—আমরা দেখব।’

বিশ্ববাজারে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি, কমেছে যুক্তরাষ্ট্রে-ইত্তেফাক

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের তুলনায় এবছর বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-মে সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৪২ হাজার ৬৩০ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলারের।ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ০৭ শতাংশ।

সাংবাদিক নাদিম হত্যা: গ্রেফতার বাবু চেয়ারম্যানকে-মানজমিন/যুগান্তর

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র‌্যাব।তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।এদিকে ইউপি চেয়ারম্যান বাবুর নির্দেশে সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। রব্বানি হত্যার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ১০ জনকে আটক করেছে পুলিশ।ওদিকে ইউপি চেয়ারম্যান বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, র‍্যাবের হেলিকপ্টারে করে বাবু চেয়ারম্যানকে ঢাকায় আনা হয়েছে।

যুগান্তরের শিরোনাম- কে এই বাবু চেয়ারম্যান। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে তিনি পর পর দুবার নৌকার মনোনয়ন নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।একজন ‘নির্মাণ শ্রমিক’ থেকে বাবু ধাপে ধাপে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করেছেন। হয়েছেন অঢেল সম্পদের মালিক।

একজন প্রভাবশালী নিকটাত্মীয়ের নাম ভাঙিয়ে তিনি এলাকায় নিজের এমন অবস্থান তৈরি করেন। ফলে তার অন্যায়ের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে সাহস পান না। নাদিমের পরিবারের অভিযোগ, চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন নাদিম। এর পর থেকেই হুমকি পাচ্ছিলেন এই সাংবাদিক। তিনিসহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যান; যদিও সেই মামলা খারিজ করে দেয় আদালত।

মামলা খারিজের পরই হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয় সাংবাদিক আল মোজাহিদ বাবু। নাদিমের বিরুদ্ধে করা মামলায় মোজাহিদকে ৩ নম্বর আসামি করা হয়েছিল। মোজাহিদ বলেন, চেয়ারম্যান বাবুর ছেলে রিফাত ছিল, রিফাত ইট দিয়ে নাদিম মামার মাথায় আঘাত করে। বাবু চেয়ারম্যান পাশে দাঁড়িয়ে ছিল।

বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা ও আদালতে দুটি মামলা রয়েছে। এ দুটি মামলার বাদী সাবিনা ইয়াসমীন নামে এক নারী। মামলায় তিনি নিজেকে বাবু চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন; যদিও সেই স্বীকৃতি তিনি পাননি বলে জানান। সাবিনার দাবি, বাবু তাকে দুইবার বিয়ে করেন। দ্বিতীয়বার বিয়ের পর তাদের একটি সন্তান হয়। কিন্তু তিনি বিয়ে ও সন্তানকে অস্বীকার করেছেন।

বাবুর ক্ষমতার উৎস নিয়ে সাবিনা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক এক বড় কর্মকর্তা তার আত্মীয়। সেটাকে ব্যবহার করে সব জায়গায় নিজের ক্ষমতা দেখাতে থাকে। সাধুরপাড়া ইউনিয়নে অঘোষিত সম্রাট বনে যায়।সাধুরপাড়া ইউনিয়নের কয়েকজন জানান, বাবুর নানা ধরনের বৈধ-অবৈধ ব্যবসা আছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, চাকরির দালালি সবই তিনি করেন। তবে ক্ষমতার দাপটে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করে না।  

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে নারীকে ফেলে দেয় সড়কে!-কালের কণ্ঠ

Image Caption

ময়মনসিংহের ভালুকায় বাসে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে এক পোশাককর্মীকে  চলন্ত বাস থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর ওই নারীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ওই ‘হাইওয়ে মিনি’ বাসচালক, হেলপার ও সুপাভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে হয়নি’, বাম-বিজেপিকে তোপ দেগে দাবি মমতার-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব মুখ্যমন্ত্রী। ‘এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি।’ বাম-বিজেপিকে একযোগে বিঁধে দাবি মমতার।শুধু বাম-বিজেপিই নয়, এদিন কংগ্রেসকেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় সিপিএম-কংগ্রেস এবং বিজেপি আঁতাঁত করে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছেন সাভারকর! পাটনার বৈঠকের আগে কংগ্রেসকে নিশানা উদ্ধবের-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, পাটনার বৈঠকের আগে বিরোধী শিবিরে অস্বস্তি বাড়ছেই। শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তুলেছিলেন কংগ্রেসের ভূমিকা নিয়ে। শনিবার ঘুরিয়ে কংগ্রেসকে নিশানা করল বিরোধী শিবিরের আরেক গুরুত্বপূর্ণ সদস্য শিব সেনার উদ্ধব ঠাকরে শিবির। কংগ্রেসের বিরুদ্ধে শিব সেনার খড়গহস্ত হওয়ার কারণ, বিনায়ক দামোদর সভারকর।সদ্যই কর্ণাটকের সিলেবাস থেকে বাদ পড়েছে সাভারকরের জীবনী।যা নিয়ে বিরোধী বিজেপি তো বটেই মহারাষ্ট্রের জোটসঙ্গী শিব সেনাও (Shiv Sena) (বালাসাহেব) রীতিমতো আক্রমণ করছে কংগ্রেসকে।

মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে জড়ানোর ‘টোপ’! মিলবে মোটা টাকা, ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের-সংবাদ প্রতিদিন

লাভ জিহাদ

বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রেমের ফাঁদে জড়াতে হবে মুসলিম মেয়েদের। আর তারপরেই পালাতে হবে তাকে নিয়ে। হিন্দু পুরুষদের উদ্দেশে এমনই ফরমান জারি করলেন হিন্দু ধরম সেনার সভাপতি যোগেশ আগরওয়াল । শুধু তাই নয়, এ কাজে সফল হলে মিলবে পুরস্কারও। কোনও মুসলিম মেয়েকে নিয়ে ইলোপ করলেই সেই হিন্দু ব্যক্তিকে ১১ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশের ওই হিন্দুত্ববাদী সংগঠন। এহেন মন্তব্যে আরও একবার লাভ জিহাদ ইস্যুতে উসকে উঠল বিতর্ক।

জানা গিয়েছে, পরিবারের অমতে এক মুসলিম ব্যক্তিকে বিয়ে করেছেন এক হিন্দু তরুণী। সেই কারণে ওই তরুণীর পিণ্ডদানের আয়োজন করে তাঁর পরিবার। আর সেই আসর থেকেই এহেন ঘোষণা করেছেন ওই হিন্দুত্ববাদী নেতা। তাঁর দাবি, এমনিতেই হিন্দু ধর্মে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা কম হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে লাভ জিহাদের মাধ্যমে হিন্দু নারীদের ধর্মান্তর করার মতো ঘটনা ঘটছে। সুতরাং একদিকে হিন্দু মেয়েদের যেমন রক্ষা করতে হবে, তেমনই মুসলিম মেয়েদেরও এখানে নিয়ে আসতে হবে, এমনটাই নিদান ওই নেতার।

মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে জড়ানোর ‘টোপ’

লাভ জিহাদের অভিযোগে মাঝে মাঝেই উত্তাল হয়ে ওঠে দেশ। আসলে হিন্দু এবং মুসলিমের মধ্যে বিয়ের ঘটনা ঘটলে প্রায়শই তাকে ‘লাভ জিহাদ’ বলে দাগিয়ে দিয়ে থাকেন উগ্র হিন্দুত্ববাদীরা। তাঁদের দাবি, কোনও প্রেম ভালবাসার টানে নয়, এই বিয়ে নিছকই এক ধর্মীয় চাল। আসলে হিন্দু মেয়েদের ভুলিয়েভালিয়ে বিয়ে করতে চায় মুসলিম ধর্মাবলম্বী পুরুষেরা। তারপর জোর করে মেয়েটির ধর্মান্তর করে এবং তার গর্ভে একাধিক সন্তানের জন্ম দিয়ে মুসলিম জনসংখ্যা বাড়ানোই তাদের লক্ষ্য, এমনটাই দাবি হিন্দুত্ববাদীদের। তাই হিন্দু তরুণীদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি হিন্দু যুবকদেরও লাভ জিহাদ রোখার জন্য বারে বারে সতর্ক করেছে হিন্দুত্ববাদীরা। এর আগে শ্রীরাম সেনা দলের প্রধান প্রমোদ মুতালিক নিদান দিয়েছিলেন, একজন হিন্দু মহিলাকে যদি কোনও মুসলিম পুরুষ বিয়ে করে, তবে তার বদলে দশজন মুসলিম মহিলাকে প্রেমের ফাঁদে ফেলতে হবে। আর এবার সেই সুরেই সুর মেলালেন হিন্দু ধরম সেনার প্রধানও। আগের থেকে এক ধাপ এগিয়ে এই কাজের জন্য আর্থিক পুরস্কার পর্যন্ত ঘোষণা করে বসেছেন তিনি। যদিও এই ঘোষণা আদতে সে রাজ্যের আইন মোতাবেক অবৈধ। ২০২১ সালেই ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট পাশ করেছে মধ্যপ্রদেশ। এমনকি বম্বে হাই কোর্টও সম্প্রতি এই ইস্যুতে স্পষ্টই জানিয়েছিল, সম্পর্কে থাকা দুই ব্যক্তি দুই ধর্মের হলেই সেই ঘটনাকে লাভ জিহাদ বলা যায় না। তারপরেও সেই লাভ জিহাদ নিয়ে উসকানিমূলক মন্তব্যই করে বসল হিন্দুত্ববাদী সংগঠনটি।

তীব্র দাবদাহ নিয়ে আনন্দবাজার পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ার খবরে লেখা হয়েছে, বাঁকুড়া-পুরুলিয়া জ্বলছে! ‘বর্ষা’ ঢুকলেও উত্তরবঙ্গের তিন জেলা এখনও বৃষ্টিহীন। গরম সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এদিকে, ভারতের উত্তর প্রদেশে তীব্র দাবদাহে গত দুই দিনে অন্তত ৩৪ জনে মৃত্যু হয়েছে। শনিবার এ তথ্য দিয়েছে রাজ্য প্রশাসন। এই অবস্থায় ৬০ বছরের বেশি বয়স্ক মানুষদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বাহিনীর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং কমিশন-গণশক্তি

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট নিয়ে দায়ের হওয়া মামলায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডি শিবঞ্জামের ডিভিসন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট হবে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৭

ট্যাগ