এবার আখিঁও মারা গেলেন! ভুল চিকিৎসার শিকার!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১৮ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আমরা কারও হস্তক্ষেপের কাছে মাথা নত করব না: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- বিএনপির নেতারা ঘুম থেকে উঠেই বিদেশি দূতাবাসে নালিশ করতে যান: ওবায়দুল কাদের-ফখরুল বলেন বিদেশিরা তাদের ডাকেন তাই যান-প্রথম আলো
- নাদিম হত্যায় দায়ীদের বিচার দাবি মার্কিন দূতাবাসের-মানবজমিন
- সন্তানের পর এবার চলে গেলেন ভুল চিকিৎসার শিকার আঁখিও-যুগান্তর
- ভুল চিকিৎসায় না ফেরার দেশে সেই আঁখিকালের কণ্ঠ
কোলকাতার শিরোনাম:
- উত্তর প্রদেশ- বিহারে তাপপ্রবাহে ৭২ ঘন্টায় ৯৮ জনের মৃত্যু-গণশক্তি
- ৬০৩ শিক্ষকের বদলির নির্দেশ স্থগিত! নেপথ্যে আদালতের চাপ? না কি পঞ্চায়েতের প্রয়োজন?-আনন্দবাজার পত্রিকা
- ভোটের আগে জেলায় জেলায় অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল,-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না। এটা আমাদের সিদ্ধান্ত।’ বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা একটি স্বাধীন জাতি। আমরা যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ অর্জন করেছি।’
রাজনীতির চাপানউতোর-পাল্টাপাল্টি খবরে প্রথম আলোর দুটি শিরোনাম এরকম- বিএনপির নেতারা ঘুম থেকে উঠেই বিদেশি দূতাবাসে নালিশ করতে যান: ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠেই আমেরিকার দূতাবাসে যায় নালিশ করতে। জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকেদের সঙ্গে কথা বলে এসেছেন মির্জা ফখরুল। অন্যদিকে আওয়ামী লীগ দাওয়াত পেয়েই দূতাবাসে যায়। দেশের বিরুদ্ধে নালিশ করব, এ রাজনীতি আমরা করি না।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁরা বিদেশিদের কাছে যান না। মাঝে মাঝে বিদেশিরা তাঁদের ডাকেন। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বলে, আমরা খালি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না, মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। জানতে চান যে দেশের কী অবস্থা, তোমরা কী করতে চাও, কী করবে?’
সাংবাদিক নাদিম হত্যা ইউপি চেয়ারম্যান বাবুর ৫ দিনের রিমান্ড- খবরটি ইত্তেফাক, যুগান্তর, ডেইলি স্টারসহ প্রায় সব দৈনিকে পরিবেশিত হয়েছে। এতে লেখা হয়েছে, জামালাপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মানজমিন লিখেছে, নাদিম হত্যায় দায়ীদের বিচার দাবি মার্কিন দূতাবাসের। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুতবিচার আদালতে হবে। এদিকে মানবজমিন পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর নির্যাতন নিয়ে জাতিসংঘকে উদ্বেগ জানানোর আহ্বান এইচআরডব্লিউর।
সন্তানের পর এবার চলে গেলেন ভুল চিকিৎসার শিকার আঁখিও-যুগান্তর পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় সন্তানের মৃত্যুর পর এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মা মাহবুবা রহমান আঁখি।
মানবজমিন এ সম্পর্কে লিখেছে, গত শুক্রবার (৯ জুন) প্রসব বেদনা শুরু হয় আঁখির। সেই রাতেই ডেলিভারির জন্য ডা. সংযুক্তা সাহার অধীনে প্রসূতি আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করালে ডা. সংযুক্তা সাহার বদলে ডেলিভারি করতে যান ডা. মিলি।
ডা. মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করার পর বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে। এ ঘটনায় বুধবার ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি থানায় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। বুধবার এজাহার নামীয় দুই আসামি ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ। কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, ভুল চিকিৎসায় সেন্ট্রাল হসপিটালে মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় হাসপাতালটি বন্ধের দাবি জানিয়েছেন তার সহপাঠীরা।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
ভোটের আগে জেলায় জেলায় অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল-সংবাদ প্রতিদিন
ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। প্রাণহানিও ঘটেছে। তাতেই উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে অশান্তির বিরোধিতায় কড়া বার্তাও দিয়েছেন তিনি। ভাঙড়, ক্যানিংয়ের অশান্ত এলাকাও পরিদর্শন করেছেন। আর এবার রাজভবনে ‘পিস রুম’ খোলা হল।
গরমে বেঁকেছে রেললাইন! অল্পের জন্য রক্ষা নীলাচল এক্সপ্রেসের যাত্রীরা-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের মতো আরও একটা ভয়াবহ দুর্ঘটনা হয়তো অপেক্ষা করে ছিল! অল্পের জন্য সেই বিভীষিকা থেকে রক্ষা পেল পুরী-আনন্দবিহার নীলাচল এক্সপ্রেস। চালকের সতর্কতায় বেঁচে গেলেন নীলাচল এক্সপ্রেসের কয়েক’শো যাত্রী। শনিবার সন্ধায় উত্তরপ্রদেশের রায়বরেলির কাছে নিগোহা স্টেশনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে পুরী-আনন্দবিহার নীলাচল এক্সপ্রেস।
৬০৩ শিক্ষকের বদলির নির্দেশ স্থগিত! নেপথ্যে আদালতের চাপ? না কি পঞ্চায়েতের প্রয়োজন? -আনন্দবাজার পত্রিকা
শিক্ষক বদলির নির্দেশ জারি করেও আপাতত পিছিয়ে এসেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। গোটা প্রক্রিয়া স্থগিত রাখতে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রথম দফায় ৬০৩ জন শিক্ষকের প্রশাসনিক বদলির নির্দেশ গিয়েছিল পর্ষদের কাছে। আপাতত তা কার্যকর হচ্ছে না। এই বদলির নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। বিভিন্ন শিক্ষক সংগঠন অভিযোগ করে, প্রতিহিংসাবশতই রাজ্য সরকার শিক্ষকদের বদলির সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও তোলে তারা। যদিও রাজ্য সরকারের বক্তব্য ছিল, পদ্ধতি মেনেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকদের বিশেষ কোনও অংশকে বেছে এই নির্দেশ দেওয়া হয়নি।
উত্তর প্রদেশ- বিহারে তাপপ্রবাহে ৭২ ঘন্টায় ৯৮ জনের মৃত্যু-গণশক্তি
তাপপ্রবাহের দাপট চলছে দেশের প্রায় সর্বত্রই। অস্বস্তিকর গরমে প্রাণ ওষ্ঠাগত। উত্তর প্রদেশ-বিহার সহ গোটা উত্তর ভারত গরমের কবলে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে উত্তরপ্রদেশ ও বিহারে গত তিন দিনে হিট স্ট্রোকে প্রাণ হারানো মানুষের সংখ্যা ৯৮। আগামী ১৯ জুন পর্যন্ত একই রকম তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা ব্যক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরপ্রদেশ ও বিহারের বেশ কয়েকটি জেলায় তাপ সতর্কতা জারি করেছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৮