জুন ২৬, ২০২৩ ১৭:৪৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২৬ জুন সোমাবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দ্রব্যমূল্য নিয়ে সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী- প্রথম আলো 
  • সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ক্রাইসিস তৈরি হবে: বাণিজ্যমন্ত্রী-যুগান্তর
  • ঈদের আগেই বাজারে ৫ কোটি টাকার জাল নোট !-ইত্তেফাক
  • ‘আলোচনা করে নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি’-মানবজমিন
  • সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিংহের নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে -আনন্দবাজার পত্রিকা
  • নিশানায় বিএসএফ, ‘গুলি করলে গ্রেপ্তার করুন’, কোচবিহারে পুলিশকে নির্দেশ মমতার -সংবাদ প্রতিদিন
  • আরও ৪৮৫ কোম্পানি কেন? কমিশনকে প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রকের- গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

দ্রব্যমূল্য নিয়ে সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দ্রব্যমূল্য ও বাজার সিন্ডিকেট নিয়ে জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কোনো কোনো সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, বাণিজ্যমন্ত্রী নিজে ব্যবসায়ী হওয়ার কারণেই কি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বাণিজ্য মন্ত্রণালয়কে সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় আখ্যা দিয়ে মন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে সংসদে।বিরোধীদের সমালোচনার জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিরোধী দলের সংসদ সদস্য (মোকাব্বির খান) যদি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে রাজি হন, তাহলে তিনি দায়িত্ব ছেড়ে দিতে রাজি আছেন। সবাই তাঁকে ব্যবসায়ী বলেন, কিন্তু তিনি রাজনীতি করেন ৫৬ বছর ধরে। আর ব্যবসা করেন ৪০ বছর ধরে। বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ক্রাইসিস তৈরি হবে।

সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস-কালের কণ্ঠ

বৈশ্বিক মহামারি করোনা পরবর্তী পরিস্থিতি এবং চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করে বর্তমান সরকারের চলমান উন্নয়ন বজায় রাখা এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাস হলো জাতীয় সংসদে। আজ সোমবার (২৬ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চলতি অর্থবছরের বাজেট পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এবারের বাজেটে সাধারণ মানুষের স্বার্থের চেয়ে আইএমএফ-এর শর্তকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ দেখা হয়নি।

ঈদের আগেই বাজারে ৫ কোটি টাকার জাল নোট !-ইত্তেফাক

ঈদুল আজহাকে কেন্দ্র করে দুই মাসে প্রায় ৫ কোটি টাকার জাল টাকার নোট বাজারে ছেড়েছে একটি চক্র। চক্রটি আরও ২ থেকে ৩ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে এর আগেই তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। রোববার রাজধানীর লালবাগের কাশ্মীর লেন থেকে চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।সোমবার (২৬ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। এদিকে  জালনোটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

‘আলোচনা করে নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি’-মানবজমিন

সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে আজ অর্থনৈতিক দুরাবস্থা। ব্যাংক খাতে লুটতরাজ চলছে।সোমবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিংহের নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে-আনন্দবাজার পত্রিকা

রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিংহের নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাই কোর্টে। সোমবার মামলাটি দায়ের করেছেন আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিংহের নিয়োগ ঘিরে প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে বিজেপি। গত বুধবার রাজীবের যোগদান রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

‘আপনার আমলে ক’টা মুসলিম দেশে হামলা হয়েছে?’ ওবামাকে খোঁচা দিয়ে প্রশ্ন রাজনাথের-সংবাদ প্রতিদিন

ভারতীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barak Obama)। এবার তাঁর মন্তব্যের পালটা দিলেন রাজনাথ সিং (Rajnath Singh)। প্রতিরক্ষামন্ত্রীর সাফ বক্তব্য়, ভারতই বিশ্বের একমাত্র দেশ যারা মনে করে সব মানুষ আসলে একই পরিবারের সদস্য। প্রসঙ্গত, রবিবারই ওবামাকে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।প্রতিরক্ষা বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দিতে জম্মু গিয়েছেন রাজনাথ। সেখানেই বক্তব্য রাখার সময়ে ওবামার মন্তব্যের প্রসঙ্গে তুলে ধরেন। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “ওবামাজির মনে রাখা উচিত, বিশ্বে সমস্ত মানুষকে ভারত একই পরিবারের সদস্য বলে মনে করে। বরং নিজের কার্যকালে কতগুলো মুসলিম দেশের উপর হামলা চালিয়েছেন, সেটা নিয়ে ভাবা উচিত ওবামার।”

নিশানায় বিএসএফ, ‘গুলি করলে গ্রেপ্তার করুন’, কোচবিহারে পুলিশকে নির্দেশ মমতার-সংবাদ প্রতিদিন

পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) প্রচারপর্বের শুরুতে কোচবিহারকে বেছে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমবার কোচবিহার (Cooch Behar) ১ নং ব্লকে চান্দামারি এলাকা থেকে প্রচারের শুরুতেই তিনি নিশানা করলেন বিএসএফ-কে (BSF)। এই জেলাতেই একাধিকবার বিএসএফের গুলিতে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। সেসব ঘটনার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আক্রমণ, ”গুলি করা যেন অধিকার হয়ে উঠেছে। আমার কাছে খবর আছে, সীমান্ত পাহারা দেওয়ার নামে লোকজনকে ভয় দেখাচ্ছে, অত্যাচার করছে। কিন্তু আমি বলছি, কেউ ভয় পাবেন না। পুলিশে খবর দিন।” এদিন তাঁর সভামঞ্চে হাজির ছিলেন বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার। তাঁদের সঙ্গে নিয়েই বিএসএফকে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী।

 

দৈনিক গণশক্তির খবরে লেখা হয়েছে, আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন? এই প্রশ্ন তুলে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রক চিঠি পাঠিয়েছে রাজ নির্বাচন কমিশনে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কাছে জানতে চাওয়া হয়েছে এর আগে পাঠানো কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কোথায় মোতায়েন করা হয়েছে।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৬

 

ট্যাগ