জুলাই ০১, ২০২৩ ১৭:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ১ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মতামত রপ্তানিমুখী দেশ কেন আমদানিনির্ভর হয়- প্রথম আলো 
  • কাঁচা মরিচের কেজি ১০০০ টাকা!-যুগান্তর
  • উন্নয়ন যারা দেখে না তাদের প্রতি করুণা হয় : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ
  • জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এর সুপ্ত বীজ রয়ে গেছে: ডিএমপি কমিশনার-ইত্তেফাক
  • পুতিনকে হত্যাচেষ্টা!-মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • হিংসা থামাতে ফ্রান্সে চাই যোগী আদিত্যনাথকে! প্রচার নেটমাধ্যমে, সায় দিল উত্তরপ্রদেশ সরকারও -আনন্দবাজার পত্রিকা
  • রাজ্যপালের কর্মকাণ্ডে তিতিবিরক্ত বিধানসভা স্পিকার-সংবাদ প্রতিদিন
  • বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী- গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

উন্নয়ন যারা দেখে না তাদের প্রতি করুণা হয় : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, ‘সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে, তবু কিছু মানুষ সরকারের উন্নয়ন দেখে না।’ তাদেরকে চোখ থাকতে অন্ধ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তাদের প্রতি করুণা ছাড়া আর কিছু করার নেই।’আজ শনিবার (১ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবই। যারা চায়নি দেশের উন্নয়ন হোক এটা তাদের প্রতি আমার চ্যালেঞ্জ।

মতামত রপ্তানিমুখী দেশ কেন আমদানিনির্ভর হয়-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়ায় বিদ্যুৎ–সংকটের শিগগিরই কোনো সমাধানের সম্ভাবনা নেই। ফলে ‘শতভাগ বিদ্যুতায়িত দেশে’ হাতপাখা, মোমবাতি, হারিকেন, কুপি ইত্যাদির প্রত্যাবর্তন ঘটেছে। 

এখন কাঁচা মরিচ আমদানিনির্ভর হওয়ায় খাদ্যতালিকায় কী বদলাবে, তা অবশ্য বলা যাচ্ছে না। তবে আমদানির খবরেও যেহেতু বাজারে দাম কমেনি, সেহেতু ধারণা করা যায়, অনেকের খাদ্যতালিকা থেকে কাঁচা মরিচ বাদ পড়বে।খাদ্যপণ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দাবিও আমরা বহুদিন ধরে শুনে আসছি। কিন্তু তারপরও চাল, গম, ডাল থেকে শুরু করে প্রায় সব ধরনের খাদ্যপণ্য আমদানির ওপর এখন বাজারে এগুলোর প্রাপ্যতা নির্ভর করে।

সত্তর ও আশির দশকে আমরা শুনতাম বাংলাদেশ স্বনির্ভর হবে এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে। তবে সামরিক শাসনামলের সে স্লোগান বর্জন করে নতুন যে বার্তা দেওয়া হয়েছে, তা হলো আমরা শুধু স্বয়ংসম্পূর্ণ হব, তা-ই নয়, দেশের অর্থনীতি হবে রপ্তানিমুখী। রপ্তানি হবে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। রপ্তানি বেড়েছে ঠিকই, কিন্তু আমদানি বেড়েছে আরও বেশি। যুগান্তর পত্রিকায় কাঁচা মরিচ সম্পর্কে লেখা হয়েছে, কাঁচা মরিচের কেজি ১০০০ টাকা!

পুতিনকে হত্যাচেষ্টা!-মানবজমিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু দেশটির সিক্রেট সার্ভিস তা ভণ্ডুল করে দিয়েছে। তাকে নিরাপত্তা দিয়ে থাকে ফেডারেল প্রটেকশন সার্ভিস (এফএসও)। রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এই বাহিনী। তারা বলেছে, পুতিন একটি সেতুর ওপর দিয়ে যাবেন। ঠিক সেই সেতুর নিচে নদীর তলদেশে বিস্ফোরক পোঁতা হয়েছিল। যখনই পুতিন ওই সেতুতে উঠবেন, তখনই এর বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যার পরিকল্পনা ছিল।  এ খবর দিয়েছে লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।

জামায়াত বিএনপির ‘বি’ টিম: ওবায়দুল কাদের-যুগান্তর পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। জামায়াত বিএনপির ‘বি’ টিম বলেও মন্তব্য করেন তিনি।শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যগতভাবেই জামায়াতে ইসলামী বিএনপির ঘনিষ্ঠ মিত্র।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ভারতের রিজার্ভ কমেছে ২৯০ কোটি ডলার-বিভিন্ন দৈনিকে পরিবেশিত এ খবরে বলা হয়েছে, আবারও কমেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) বিদেশি মুদ্রার রিজার্ভ। গত ২৩ জুন শেষ হওয়া সপ্তাহে আরবিআইয়ের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৯০ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ৫৯৩ দশমিক ১৯ বিলিয়ন বা ৫৯ হাজার ৩১৯ কোটি ডলারে।ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ২০২১ সালের অক্টোবর মাসে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বকালের উচ্চতায় ওঠে।কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের মুদ্রা রুপিরও দরপতন হয়। তখন আরবিআই রুপির দরপতন ঠেকাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে।

এ ছাড়া গত ২৩ জুন শেষ হওয়া সপ্তাহে রিজার্ভের অন্যতম অনুষঙ্গ বিদেশি মুদ্রায় রক্ষিত সম্পদের মূল্য ২১২ কোটি ডলার কমে দাঁড়ায় ৫২৫ বিলিয়ন ডলারে। আরবিআইয়ের সাপ্তাহিক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

‘একনায়কতন্ত্রের বিরুদ্ধে এভাবেই লড়তে হবে’, ইডি’র দ্বিতীয়বার তলবেও আত্মবিশ্বাসী সায়নী-সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ১১ ঘণ্টা থেকেছি, প্রয়োজনে ২৪ ঘণ্টা থাকব। শুক্রবার ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে একথাই শোনা গিয়েছিল তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের গলায়। ৫ জুলাই তাঁকে ফের তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তাতেও বিন্দুমাত্র দমে যাননি সায়নী।শিক্ষা দুর্নীতি থেকে কয়লা, গরু পাচার-সহ বিভিন্ন ইস্যুতে বারবার তৃণমূল নেতা-মন্ত্রীদের তলব করেছে ইডি-সিবিআই। নিজেদের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি সরকার। এমন অভিযোগ প্রতিনিয়ত তুলছে রাজ্যের শাসকদল। একই সুর শোনা গেল সায়নীর (Sayoni Ghosh) গলাতেও। বলে দিলেন, “দেশে একনায়কতন্ত্র চলছে। আর এর বিরুদ্ধে লড়াই তো করতেই হবে। নানারকম পরিস্থিতির মধ্য়েও পড়তে হবে। তবে এভাবেই লড়ব। এই লড়াইয়ে দল আমার পাশে আছে।” কুন্তলের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়নি’, ম্যারাথন জিজ্ঞাসাবাদে ইডি’র কাছে দাবি সায়নীর।

সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন’, রাজ্যপালের কর্মকাণ্ডে তিতিবিরক্ত বিধানসভা স্পিকার-সংবাদ প্রতিদিন

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ‘গ্রাউন্ড জিরো’ গভর্নর হয়ে উঠেছে সিভি আনন্দ বোস। ক্যানিং থেকে কালিম্পং, সর্বত্র ঘুরে কখনও স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তো কখনও আক্রান্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন। আর রাজ্যপালের এহেন কর্মকাণ্ডকে এবার একহাত নিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ‘সংবিধানের বাইরে বেরিয়ে কাজ করছেন রাজ্যপাল’, দাবি তাঁর।

হিংসা থামাতে ফ্রান্সে চাই যোগী আদিত্যনাথকে! প্রচার নেটমাধ্যমে, সায় দিল উত্তরপ্রদেশ সরকারও-আনন্দবাজার পত্রিকা

যোগী আদিত্যনাথের ‘মডেল’ অনুসরণ করেই হিংসা থামানো যেতে পারে ফ্রান্সে! শুক্রবার থেকেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল প্রচার। এ বার তাতে সায় দিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরও! শনিবার যোগীর সরকারের টুইটারে লেখা হয়েছে, ‘‘যখনই চরমপন্থা ইন্ধন দেয় দাঙ্গায়, সৃষ্টি হয় বিশৃঙ্খলা, বিশ্বের যে কোনও অংশে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্কট তৈরি হয়, তখনই বিশ্ব ‘যোগী মডেলের’ শরণাপন্ন হয়। উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার প্রতিষ্ঠার উদ্দেশ্যে মহারাজ সেটি তৈরি করেছেন।’’উত্তরপ্রদেশে গোষ্ঠীহিংসা থামাতে ‘বুলডোজার নীতি’ নির্বিচারে প্রয়োগ করছে যোগী সরকার। বিচারের আগেই অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার চালিয়ে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১

ট্যাগ