জুলাই ০৫, ২০২৩ ১২:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৫ জুলাই বুধাবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • অধিগ্রহণের আগেই সরকারি প্রকল্পের জমি কিনে নেন মন্ত্রী ও তাঁর ছেলেমেয়ে-প্রথম আলো
  • বাইডেনের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
  • ভোটের আগে নির্বাচন স্থগিতের ক্ষমতা হারাল ইসি-কালের কণ্ঠ
  • রাতের ঢাকায় বেপরোয়া ৬ হাজার ছিনতাইকারী -ইত্তেফাক
  • ফের কাঁচামরিচের কেজি ৫০০ টাকা!-মানবজমিন
  • নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: কাদের-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার শিরোনাম:

  • ডলারে আপত্তি, রাশিয়া থেকে তেল কিনতে ভারতের ভরসা চিনের ইউয়ান!-আনন্দবাজার পত্রিকা
  • ‘ইডির ক্ষমতায় লাগাম না পরালে এদেশে কেউই নিরাপদ নন’, সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীর-সংবাদ প্রতিদিন
  • আদিবাসী যুবকের মুখে বিজেপি নেতার প্রস্রাব–গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

অধিগ্রহণের আগেই সরকারি প্রকল্পের জমি কিনে নেন মন্ত্রী ও তাঁর ছেলেমেয়ে-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মানিকগঞ্জে সরকারি ওষুধ কারখানার জন্য যে সাড়ে ৩১ একর জমি প্রস্তাব করা হয়েছে, সেখানকার ১১ একর ১৪ শতক জমি কেনেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মেয়ে সিনথিয়া মালেক। তিনি এ জমি ভরাট করে ভিটি শ্রেণিতে পরিবর্তন করেন। মাস সাতেক পর ওষুধ কারখানা স্থাপনের প্রকল্প পাস হয়। তার ২০ দিন আগে কেনা মূল্যের প্রায় দ্বিগুণ দেখিয়ে এসব জমি স্বামী আলতাফ আকমলকে দান করেন সিনথিয়া। এখন সরকার এ জমি অধিগ্রহণ করতে গেলে সর্বশেষ মূল্যের তিন গুণ বেশি টাকা দিতে হবে। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর মেয়ে সাড়ে ৭ কোটি টাকায় যে জমি কিনেছেন, সেটা সরকার অধিগ্রহণ করলে ৪০ কোটি টাকা পাবেন তিনি বা তাঁর স্বামী।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রকল্প কোথায় হবে, সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রকল্প পাসের সময় প্রস্তাব করে থাকে। তাই প্রকল্প পাসের আগেই ওই এলাকার জমি কিনে নিয়ে শ্রেণি পরিবর্তন এবং তারপর সে জমি অন্যের নামে হস্তান্তর ও মূল্যবৃদ্ধির এই কার্যক্রমকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ইত্তেফাকের তিনটি ভিন্ন ভিন্ন খবর তুলে ধরছি। রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি অফিসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দ্বিতীয় ঘটনাটি এরকম-কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আর শেষ খবরটি এরকম যে, রাতের ঢাকায় বেপরোয়া হয়ে পড়েছে ছিনতাইকারীরা। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরা মানুষ তাদের টার্গেট। অনেকেই ছিনতাইকারীদের শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন। কেউ বাধা দিতে গেলে আহত-নিহত হচ্ছেন। ছিনতাইকারীদের হাতে খোদ পুলিশ সদস্যই মারা গেছেন। ঈদের রাতে হাতিরঝিলে রাকিবুল হাসান রানা নামে একজন সংবাদকর্মীকে ছুরি মেরে জিনিসপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা। বিপদের ভয়ে অনেকেই ছিনতাইকারীদের হাতে সর্বস্ব তুলে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে রাতের ঢাকা শহর ছিনতাইকারীমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। গত কয়েক দিনে ১৫০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ফখরুল-যুগান্তর

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৈঠক শেষে ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এর আগেও ইইউ বারবার বলেছে যে, এখানে (বাংলাদেশে) তারা অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চায়। সেই ধারাবাহিকতায় তাদের একটি টিম বাংলাদেশে আসছে। আসলে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কিনা- এটা দেখার জন্য তারা আসবে। আর বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে।

বাইডেনের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, মিডিয়ায় বাহবা পাওয়া জন্য কেউ হয়তো জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে মূল উদ্দেশ্য কী আমি জানি না, আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই।যারা ভিসানীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন, তারা তো সামাজিক পরিচয়ে আওয়ামী লীগ— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সত্যি আওয়ামী লীগের সমর্থক না কি নিজে নিজে আওয়ামী লীগ দাবি করে? প্রসঙ্গত, ২৬ জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক কোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দেশটির আদালতে মামলা করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং বঙ্গবন্ধু কমিশনের চেয়ারম্যান ড. রাব্বী আলম।

বাজার পরিস্থিতি-মানবজমিনের খবর-ফের কাঁচামরিচের কেজি ৫০০ টাকা! ঈদের পর ভারত থেকে আমদানির প্রভাবে কিছুটা স্বস্তি ফিরেছিল কাঁচামরিচের বাজারে। কিন্তু দুদিন না যেতেই ফের কাঁচামরিচের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এক রাতের ব্যবধানে কাঁচামরিচ কেজিপ্রতি বাড়লো ২৫০-২৮০ টাকা। আর প্রথম আলোর খবর-সংকট নেই, তারপরও আলুর দাম বাড়ছে।আড়াই মাসে হিমাগার থেকে বের হওয়া আলুর দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ডলারে আপত্তি, রাশিয়া থেকে তেল কিনতে ভারতের ভরসা চিনের ইউয়ান!-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, যে প্রতিবেশীর সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক, যাদের সঙ্গে সীমান্তে প্রায়ই গোলমাল বাঁধে, সেই পড়শি দেশের মুদ্রার উপরেই ভরসা করতে হচ্ছে ভারতকে! পড়শিদের মুদ্রা না হলে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা।রাশিয়া থেকে অনেক তেল কেনে ভারত। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সেই রাশিয়ান তেলের আমদানিতেই ভারতের কয়েকটি সংস্থা চিনা মুদ্রা ইউয়ান ব্যবহার করেছে।

‘গরিবের থালায় আগুন লাগিয়েছেন’, মোদিকে ‘মেহেঙ্গাই ম্যান’ বলে খোঁচা কংগ্রেসের-সংবাদ প্রতিদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ‘মেহেঙ্গাই ম্যান’ অর্থাৎ ‘মূল্যবৃদ্ধি-মানুষ’ বলে খোঁচা দিল কংগ্রেস (Congress)। গরিবের থালায় তিনি আগুন লাগিয়েছেন বলেও কটাক্ষ হাত শিবিরের। দিল্লিতে মহিলা কংগ্রেসের তরফে বিজেপির সদর দপ্তরের সামনে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভও দেখানো হয়েছে। সেখানে মোদির কুশপুতুল পোড়ানোর চেষ্টা করায় প্রতিবাদীদের উপর চড়াও হয় পুলিশ।কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে মোদিকে আক্রমণ করে যে বিবৃতি দিয়েছেন তাতে বলা হয়েছে, ‘গরিবের থালায় আগুন লাগিয়েছেন মেহেঙ্গাই ম্যান। আটা-ময়দা, ভোজ্য তেল, সবজি, ফলমূলের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষ কষ্টে থাকলেও সম্রাট পরমানন্দে আছেন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে।

‘ইডির ক্ষমতায় লাগাম না পরালে এদেশে কেউই নিরাপদ নন’, সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীর-সংবাদ প্রতিদিন

আর্থিক দুর্নীতি মামলায় তদন্তের জন্য বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে ইডিকে। এই ক্ষমতায় লাগাম পরানো দরকার। মঙ্গলবার বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে এক মামলায় এমনই আরজি জানান সুপ্রিম কোর্টে।আইনজীবী হরিশ সালভে বলেন, ”ইডিকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। যদি আদালত তাতে লাগাম না পরায়, তাহলে এই দেশে কেউই নিরাপদ নয়। কীভাবে পরপর গ্রেপ্তারি চলছে দেখুন।

অভিন্ন দেওয়ানি বিধি: অভিন্ন হওয়ার প্রতিকূলতা -সংবাদ প্রতিদিন

বিভাজন প্রধানত হিন্দু-মুসলমানে আবদ্ধ রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ‘অভিন্ন দেওয়ানি বিধি’ আনার ভাবনায় মশগুল। তবে ইসলাম ছাড়াও রয়েছে ভিন্ন ধর্ম ও তাদের নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক আইনসমূহ। অসন্তোষ ও অশান্তির সলতেয় যে আগুন বিজেপি লাগাতে চলেছে, পারবে তো তা সামলাতে বিরোধ সর্বব‌্যাপী হলে? অভিন্ন দেওয়ানি বিধি কিন্তু একেবারেই বিজেপির (BJP) নিজস্ব। পেটেন্ট নেওয়া।

তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের ইডি দফতরে দ্বিতীয় বার হাজির হওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিল। বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা সায়নী হাজিরা দিচ্ছেন না বলে জানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল জানান, সায়নী এখন ভোটের কাজে ব্যস্ত। আনন্দবাজার পত্রিকার এ খবরে আরো লেখা হয়েছে, যেতে না পারার কারণ জানিয়ে সায়নী ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ইডিকে। যদিও ইডি সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত তারা এমন কোনও চিঠি হাতে পায়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৫

ট্যাগ