জুলাই ১৪, ২০২৩ ১৫:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৪ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সমঝোতা নিয়ে সংশয় কাটেনি -প্রথম আলো
  • পর্নো সিনেমা বানাতে স্বামীসহ ৫ বন্ধু মিলে গৃহবধূকে ধর্ষণ!-ইত্তেফাক
  • যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না: আইনমন্ত্রী-যুগান্তর
  • বন্যা আতঙ্কে নির্ঘুম তিস্তাপারের মানুষ-কালের কণ্ঠ
  • বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ ৯৫ হাজার টাকা-মানবজমিন
  • যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কমেছে –দ্যা ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • চাঁদের দেশে পাড়ি দিল ভারতের চন্দ্রযান-৩ -আনন্দবাজার পত্রিকা
  • ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্যকে আক্রমণ শুভেন্দুর, ‘সাজানো চিত্রনাট্য’, বলছেন কুণাল -সংবাদ প্রতিদিন
  • পুলিশের বাধা বিধায়ক নওসাদ, বসে ভাঙড়ের রাস্তায় -গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

অনড় অবস্থানে দুই দল-সমঝোতা নিয়ে সংশয় কাটেনি-প্রথম আলো

কোন সরকারের অধীনে নির্বাচন হবে—এই প্রশ্নে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলের নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত নেই; বরং দল দুটি গত বুধবার ঢাকায় সমাবেশ করে তাদের চূড়ান্ত অবস্থান ঘোষণা করেছে। নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিরোধে তারা এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন। এই অবস্থায় সমঝোতা নিয়ে বিশ্লেষকদের সংশয় রয়ে গেছে।

সরকার পতনের এক দফার আন্দোলনে গেছে বিএনপি। তারা শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার অবস্থানে অনড় থাকার কথা বলেছে। অপরদিকে আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনেই নির্বাচন করার ব্যাপারে অনড় আছে। দুই পক্ষ ‘পয়েন্ট অব নো রিটার্নে’ অথবা পিছু না হটার অবস্থানে চলে গেছে কি না, এই প্রশ্নও সামনে এসেছে।দুই দলই অবশ্য পিছু না হটার অবস্থানে চলে যাওয়ার বিষয়টি মানতে রাজি নয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে পয়েন্ট অব নো রিটার্নে চলে যাওয়ার কথা বলা যাবে না। রাজনীতিতে এ কথা বলার সুযোগ নেই।কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও প্রায় একইভাবে পরিস্থিতিটাকে দেখছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পয়েন্ট অব নো রিটার্নে কেউ চলে গেছে বলে আমি মনে করি না।’

এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে,  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড়েন নিয়ে বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছৈন  ভুল বোঝাবুঝি হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমেছে।কূটনীতিকদের এত আসা যাওয়া এটাই প্রমাণ করে।

পর্নো সিনেমা বানাতে স্বামীসহ ৫ বন্ধু মিলে গৃহবধূকে ধর্ষণ!-ইত্তেফাক

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় এক গৃহবধূকে স্বামীর সহযোগিতায় পাঁচ বন্ধু মিলে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। পর্নো সিনেমা তৈরি করতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন ওই গৃহবধূ।এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা থানায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না: আইনমন্ত্রী-যুগান্তর

সরকার পতনে বিএনপির একদফা ঘোষণার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না, নাগরিক পরিচয় দেওয়াটা তাদের জন্য সঠিক নয়।আনিসুল হক বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন। তবে তারা যাই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে চলছি

বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ ৯৫ হাজার টাকা-মানবজমিন

বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১৬ দশমিক ১৪ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ হাজার ১৯ টাকা। কিন্তু আয় এখনো মাথাপিছু ঋণের চেয়ে বেশি। দেশের জনগণের বর্তমান বার্ষিক মাথাপিছু আয় ২ হাজার ৭৯৩ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় ঋণ ও জিডিপি অনুপাতের দিক থেকে বাংলাদেশ এখনও ভালো অবস্থানে।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

চাঁদের দেশে পাড়ি দিল ভারতের চন্দ্রযান-৩-আনন্দবাজার পত্রিকা

পূর্ব ঘোষণা মোতাবেক, শুক্রবার ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। কাউন্টডাউন শুরু হয়েছিল আগে থেকেই। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। এই মুহূর্তের জন্য আগে থেকেই প্রহর গুনছিলেন দেশবাসী। এই অভিযান সফল হলে, আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের বুকে নামবে।

প্রাথমিকে ঘুষ দিয়ে চাকরি পাওয়াদের তালিকা দ্রুত জমা দিন, সিবিআই-ইডিকে নির্দেশ বিচারপতি সিংহের -আনন্দবাজার পত্রিকা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় চাকরি পাওয়া ৪২৯৪৯ জন শিক্ষকের একাংশের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই চাকরিপ্রার্থীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি সিংহের

ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্যকে আক্রমণ শুভেন্দুর, ‘সাজানো চিত্রনাট্য’, বলছেন কুণাল-সংবাদ প্রতিদিন

একদিন আগেই তিনি বলেছিলেন, রাজ্যে ৩৫৫ ধারা জারির পরিস্থিতি তৈরির হুঁশিয়ারি দিয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হলেন। দাবি করলেন, রাজ্যজুড়ে ফের ভোট পরবর্তী হিংসার বর্বরতা শুরু হয়েছে। পালটা বিরোধী দলনেতাকে তীব্র আক্রমন করেছে শাসকদলই। এ সবটাই পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, বলছে তৃণমূল। শুক্রবার সকালে এক টুইটে রাজ্যকে নিশানা করে বিরোধী দলনেতার বক্তব্য,”ফের বাংলাজুড়ে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে। রাজ্যজুড়ে হাজার হাজার বিরোধী প্রার্থী, কর্মী এবং বিরোধী দলের সমর্থক এখন আশ্রয়হীন। অনেকেই প্রাণভয়ে বাড়িছাড়া।#” 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৪

ট্যাগ