জুলাই ১৬, ২০২৩ ১৫:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৬ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চান ব্যবসায়ীরা-প্রথম আলো
  • আরপিও নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে চায় ইসি-ইত্তেফাক
  • ব্যক্তিগত তথ্যফাঁসের ঘটনায় বিএনপির ১০ প্রস্তাবনা -যুগান্তর
  • ফেসবুকে বন্ধুত্ব করে ৫ কোটি টাকা হাতিয়ে নেয় চক্র -কালের কণ্ঠ
  • ডেঙ্গু কেড়ে নিলো আইডিয়াল ছাত্রের প্রাণ-মানবজমিন
  • রাজনৈতিক দলের নিবন্ধন পেতে যাচ্ছে বিএনএম এবং বিএসপি-ডেইলি স্টার বাংলা

কোলকাতার শিরোনাম:

  • নবান্ন-রাজভবন নতুন দ্বন্দ্ব? -আনন্দবাজার পত্রিকা
  • ‘নো ভোট টু মমতা’ বলুন নওশাদ, ভাঙড়ে যাওয়ার বার্তা শুভেন্দুর -সংবাদ প্রতিদিন
  • শাসকের ভোট সন্ত্রাসের সাক্ষী রাজ্যের ২০০ বিধ্বস্ত বিদ্যালয় -গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

সংকট মধ্যস্থতাকারীর, আছে শর্তের জাল-সংলাপ চায় আওয়ামী লীগ-বিএনপি-যুগান্তরের শিরোনাম এটি।

সংক্ষেপে মূল বিষয় বস্তু এমন-দুই দল অনড় অবস্থান থেকে সরে এলে খুলতে পারে সংলাপের দরজা * উদ্যোগ নিতে হবে ক্ষমতাসীনদের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস বাকি। কিন্তু ভোট কোন সরকারের অধীনে হবে, তা এখনো সুরাহা হয়নি।সংকট নিরসনে পর্দার ভেতরে ও বাইরে দেশি-বিদেশি নানা মহলের তাগিদ ও তৎপরতায় সংলাপের ক্ষেত্র ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, বড় দুই দল-আওয়ামী লীগ ও বিএনপির শর্তের বেড়াজালে তা আটকে আছে। সংলাপ আয়োজনে আস্থার অভাব রয়েছে মধ্যস্থতাকারী নিয়েও। আওয়ামী লীগ ও বিএনপি এই অনড় অবস্থান থেকে সরে এলে শিগগিরই খুলতে পারে সংলাপের দরজা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংকট নিরসনে আলোচনার বিকল্প নেই। অনড় অবস্থান থেকে সরে এসে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসতে হবে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকেই এগিয়ে আসতে হবে। তাদেরই সংলাপে বসার উদ্যোগ নিতে হবে।

ডেইলি স্টার বাংলাসহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, প্রাথমিক বাছাই শেষে ১২টি দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় চান ব্যবসায়ীরা-প্রথম আলো

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই ভবিষ্যতেও শেখ হাসিনার সরকার দরকার।  শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক সম্মেলনে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা ও শিল্পোদ্যোক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে সব মিলিয়ে ৩১ জন ব্যবসায়ী বক্তব্য দেন। তাঁদের বেশির ভাগ সরাসরি বলেছেন, আগামী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে চান তাঁরা। কেউ কেউ পরোক্ষভাবে তা বলেছেন। কয়েকজন স্লোগানে স্লোগানে একই দাবি জানান।

চিকিৎসক নুসরাত জীবিত না মৃত-প্রথম আলো

২০০৭ সালের ৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসার উদ্দেশে বের হন নুসরাত। এরপর আর তাঁকে পাওয়া যায়নি।

ঘটনাটি সাড়ে ১৫ বছর আগের। হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন চট্টগ্রামের এক নারী চিকিৎসক। এরপর মামলা, তদন্ত—কত কিছুই হলো। কিন্তু সেই চিকিৎসকের আর খোঁজ মেলেনি। থানা-পুলিশ, আদালতে ঘুরতে ঘুরতে ক্লান্ত বাবা। তবু আশা, যদি কোনো খোঁজ পাওয়া যায়।

ওই চিকিৎসকের নাম নুসরাত আলম। নিখোঁজ হওয়ার সময় তাঁর বয়স ছিল ২৬ বছর। তাঁর বাবা নুরুল আলম ভূঁইয়ার ভাষ্যে, ‘জলজ্যান্ত মেয়েটিকে পাওয়াই গেল না। পুলিশ কিছুই করতে পারেনি। জীবিত না মৃত, সেটাও জানি না। মারা গেলে অন্তত কবরটা দেখিয়ে দেন।’তবু আশা

থানা, ডিবি ও সিআইডি পুলিশ কূলকিনারা করতে না পারায় গত বছরের সেপ্টেম্বরে পিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেন নুসরাতের বাবা। তাঁর আশা, পিবিআই যেহেতু অনেক পুরোনো ও সূত্রহীন মামলার রহস্য উদ্‌ঘাটন করছে, তাই তাঁর মেয়ে নিখোঁজের রহস্য তারা বের করতে পারবে। পিবিআইয়ের কয়েকজন কর্মকর্তা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন।

আরপিও নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে চায় ইসি-ইত্তেফাক

গণপ্রতিনিধি আদেশের (আরপিও) সংশোধনী নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এর মাধ্যমে নিজেদের ক্ষমতা খর্বের কথা বলা হলেও তা মানতে নারাজ হাবিবুল আউয়াল কমিশন। এমন পরিস্থিতিতে নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।জানা গেছে, আগামী ২০ জুলাই মতবিনিময় সভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অংশীজনদের।

অভিমত কাঁচাবাজারে কাঁচা লঙ্কা নিয়ে লঙ্কাকাণ্ড-প্রথম আলোর এ শিরোনামের অভিমত কলামে লেখা হয়েছে, কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনো ‘ট্রিপল সেঞ্চুরিতে’ অপরাজিত। উঠেছিল ৭০০ টাকায়। ক্রিকেটে টি–টোয়েন্টির তেড়েফুঁড়ে ব্যাটিং বললেও কম বলা হবে। দামের ওঠা–নামার বয়ান দিতে গিয়ে অনেকে বলছেন, এ যেন রোলার কোস্টার।দামের তেজ কমাতে সরকার গত ২৫ জুন প্রাথমিকভাবে ১৭ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেয়। আমদানিও হচ্ছে। তাতেও দামের পারদ নামছে না।

মরিচ নিয়ে তেলেসমাতি দেখে নাগরিকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তার অধিকাংশই মরিচের স্বাদের মতোই ঝাঁজালো। সেখানে একটি কবিতাও চোখে পড়ল। তার দুটি চরণ এ রকম—‘ঘরের কোণে মরিচগাছ, লাল মরিচ ধরে/তোমার কথা মনে হলে চোখের পানি পড়ে।’ প্রিয় বিরহে অশ্রুপাত প্রসিদ্ধ। তবে মরিচের যে দুর্মূল্য চলছে, তাতে শুকনা ভাতের সঙ্গে মরিচ জোটাতে না পেরে কারও চোখ যদি অশ্রুসিক্ত হয়ে ওঠে, তাতে অবাক হওয়ার কিছু নেই।

ব্যক্তিগত তথ্যফাঁসের ঘটনায় বিএনপির ১০ প্রস্তাবনা-যুগান্তর

ব্যক্তিগত তথ্যফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বিএনপি। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত করে অবিলম্বে জনগণের সামনে সত্য উন্মোচন, উপাত্ত সুরক্ষায় ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১০ দফা প্রস্তাবনা দিয়েছে দলটি।রোববার গণমাধ্যমে পাঠানো বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে একেএম ওয়াহিদুজ্জামান বলেন, 'জনসাধারণের গোপনীয়তার অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিশ্বাস করে যে, ব্যক্তিগত সংবেদনশীল তথ্যফাঁস হলে নাগরিকগণ নানান ধরনের অনলাইন ও অফলাইন ঝুঁকির সম্মুখীন হতে পারেন। এই ঝুঁকিসমূহের মধ্যে রয়েছে— অনলাইন ব্ল্যাকমেইল, ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি, ভুয়া এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্মসনদ তৈরি, ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিটকার্ড থেকে অর্থ সরিয়ে নেওয়া, ব্যক্তিগত ডিভাইসে সাইবার হামলা ইত্যাদি। 

এ কারণে জনগণের গোপনীয়তার অধিকার সুরক্ষায় এবং রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা নিশ্চিতে বিএনপি ১০টি প্রস্তাবনাসমূহ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে।

ফেসবুকে বন্ধুত্ব করে ৫ কোটি টাকা হাতিয়ে নেয় চক্র-কালের কণ্ঠ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাঁচ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। বাংলাদেশি অপরাধীচক্রের সঙ্গে দুই বিদেশি মিলে গত কয়েক বছরে এই টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার অভিযোগে রাজধানী ঢাকার রামপুরা থানায় করা মামলা তদন্ত করে এমন তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডির উপপুলিশ পরিদর্শক (ফিন্যানশিয়াল ক্রাইম) রাশেদুর রহমান বাদী হয়ে চক্রের সদস্যদের আসামি করে মানি লন্ডারিং আইনে মামলাটি করেন।

দীর্ঘ তদন্তের পর এই মামলায় গ্রেপ্তার হওয়া দুই নাইজেরিয়ানসহ ১৩ জনকে আসামি করে সম্প্রতি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান। অভিযোগপত্রে তিনি প্রতারণার এসব তথ্য তুলে ধরেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন কায়েস হোসেন, শরিফুল ইসলাম, আরমান হোসেন, বিপ্লব লস্কর, এস এম রবিউল ইসলাম ওরফে মান্না, লতা আক্তার, আয়শা আক্তার, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম, আল আমিন ও মিজান লস্কর এবং নাইজেরিয়ার দুই নাগরিক জন জোসেফ ওরফে আসুজু ইম্মা দিলচুয়ু ও ইমেকা ইউরিক। এর মধ্যে কায়েস কারাগারে আটক রয়েছেন।

পলাতক রয়েছেন শরিফুল, আরমান ও মিজান। বাকিরা উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিনে রয়েছেন। অভিযোগপত্রে আসামিদের ২০১২ সালের মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় অভিযুক্ত করা হয়েছে। মামলায় আটজনকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ফেসবুক প্রতারণার মাধ্যমে আসামি কায়েস হোসেন ভিন্ন চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে এক কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নেন। আসামি শরিফুল ইসলাম ভিন্ন আটটি ব্যাংক হিসাবের মাধ্যমে তিন কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। আর আসামি আরমান হোসেন একটি ব্যাংক হিসাবের মাধ্যমে নেন ২১ লাখ টাকা। এভাবে সংঘবদ্ধ আসামিরা পাঁচ কোটি ১৬ লাখ টাকা হাতিয়ে নেন। তদন্তে দেখা গেছে, আসামিরা তাঁদের যেসব প্রতিষ্ঠানের নাম দেখিয়ে ভিন্ন ভিন্ন ব্যাংকে হিসাব খোলেন, সেসব প্রতিষ্ঠানের কোনো হদিস নেই।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে ঈদের আগে আদালতে অভিযোগপত্র দিয়েছি। আদালত তা আমলে নিয়েছেন।

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

এবার আরবেও কাজ করবে ভারতের UPI, দেশীয় মুদ্রার পরিসর বাড়াতে চুক্তি দুই দেশের-সংবাদ প্রতিদিন

ভারতীয় রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) সঙ্গে ঐতিহাসিক চুক্তি করল সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) সেন্ট্রাল ব্যাংক। সীমান্ত পেরিয়েও ভারত ও আরবের মুদ্রা ব্যবহার করে ডিজিটাল লেনদেন করার জন্য মউ চুক্তি করেন দুই দেশের ব্যাংকের প্রধান। শনিবারেই আরবে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সামনেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফ্রান্সেও ভারতের ইউপিআই ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।

আগামী ৫ মাসের মধ্যে সরকার পড়ে যাবে’, বিস্ফোরক দাবি শান্তনুর-সংবাদ প্রতিদিন

 তৃণমূল সরকারকে ডেডলাইন দিয়ে কার্যত হাসির খোরাক হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদতে কিছুই হয়নি। বরং পঞ্চায়েত ভোটে (West Bengal Panchayat Election 2023) রাজ্যজুড়ে অব্যাহত সবুজ ঝড়। তারই মাঝে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, “পঞ্চায়েত নির্বাচনের আমরা যা ভোট পেয়েছি, তার থেকে দশগুণ ভোট বেশি পাওয়ার কথা ছিল। যদি এরা রাহাজানি না করত। তৃণমূল ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কখনই এরা চিরস্থায়ী নয়।”  তাঁর ভবিষ্যদ্বাণী, “আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।”দৈনিকটির অপর একটি খবরের শিরোনাম এরকম- ‘নো ভোট টু মমতা’ বলুন নওশাদ, ভাঙড়ে যাওয়ার বার্তা শুভেন্দুর। নওশাদের সঙ্গে হাত মেলাতেও রাজি। ভাঙড় ইস্যুতে মুখ খুলে বার্তা শুভেন্দুর। ‘নো ভোট টু মমতা’ বলুন আইএসএফ বিধায়ক, আহবান বিরোধী দলনেতার।

আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, নিজের প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে সংবাদ প্রকাশ্যে আসা মাত্রই প্রশ্ন উঠছে, নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব কি আরও বাড়তে চলেছে? সম্প্রতি রাজভবনের তরফে নেওয়া ওই পদক্ষেপের পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে। একই কায়দায় গত ফেব্রুয়ারি মাসে রাজ্যপাল তাঁর প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা নিয়েও টানাপড়েন চলেছিল নবান্ন-রাজভবনের মধ্যে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৬

ট্যাগ