জুলাই ২৯, ২০২৩ ১১:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৯ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • প্রবেশমুখে তল্লাশি ঢাকায় তিন দিনে গ্রেপ্তার ১২৪১-প্রথম আলো
  • কর্মসূচি-নিষেধাজ্ঞায় রাজধানীজুড়ে শঙ্কা
  • কঠোর অবস্থানে পুলিশ-ইত্তেফাক
  • পালটাপালটি সমাবেশে জনভোগান্তি চরমে-যুগান্তর
  • রাজধানীর সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ, কর্মসূচি পালনে অনড় বিএনপি-মানবজমিন
  • সমাবেশ শেষে গুলিস্তানে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪-ডেইলি স্টার বাংলা
  • ভূমধ্যসাগরে প্রতিবছর ৫০০ বাংলাদেশির মৃত্যু-কালের কণ্ঠ

কোলকাতার শিরোনাম:

  • মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে নিজেকে শেষ করেন বিমানসেবিকা, ছ’মাস পর মৃত্যু মায়ের-আনন্দবাজার পত্রিকা
  • ড্রোনের মাধ্যমেই ভারতে মাদক পাচার, কবুল পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার-সংবাদ প্রতিদিন
  • অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি? সুপ্রিম কোর্টে স্পষ্ট জানালো না ইডি-গণশক্তি

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

পল্টনে বিএনপির মহাসমাবেশ

কর্মসূচি-নিষেধাজ্ঞায় রাজধানীজুড়ে শঙ্কা কঠোর অবস্থানে পুলিশ-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, কোনো রকম অঘটন ছাড়াই আওয়ামী লীগ ও বিএনপির শুক্রবারের পাল্টাপাল্টি সমাবেশের সমাপ্তি সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হতে পারত। কিন্তু শান্তিপূর্ণ সে কর্মসূচি থেকেই শুরু হলো নতুন রাজনৈতিক উত্তেজনা। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। সেখান থেকেই পরের দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি। সে অনুযায়ী শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীর চারটি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের কথা তাদের। বিএনপির সাথে তাল মিলিয়ে তাদের যুগপৎ শরিকরাও একই কর্মসূচি দিয়েছে। এর মাধ্যমেই ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে চলমান আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চায় দলটি।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ

অন্যদিকে বিরোধীদের লাগাতার আন্দোলনের ঘোষণার পর একই স্থানে পাল্টা কর্মসূচি দেয় মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ। আর ডিএমপি কমিশনার বললেন,তদের কাছ থেকে এ-সংক্রান্ত কোনো অনুমতি নেয়নি কেউ। ফলে দু দলকে কোনো কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ।

পুলিশর সতর্ক অবস্থান

তবে মানবজমিন এ সম্পর্কিত খবরের শিরোনাম করেছে এমনটি- রাজধানীর সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ, কর্মসূচি পালনে অনড় বিএনপি। খবরটিতে আরো বলা হয়েছে,  বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর সব প্রবেশমুখে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই গাবতলী, আমিনবাজার, সাইনবোর্ড, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত, কেরানীগঞ্জসহ বিভিন্ন প্রবেশমুখে সাজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েক মাস ধরে দুপক্ষ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও হঠাৎ করেই পরিস্থিতি বদলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোনো রকম অঘটন ছাড়াই আওয়ামী লীগ ও বিএনপির শুক্রবারের বৃহৎ জনসমাবেশের সমাপ্তি সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হতে পারত। কিন্তু শান্তিপূর্ণ সেই সমাবেশ থেকেই রাজনীতিতে নতুন উত্তেজনা শুরু হলো।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার গণমাধ্যমকে জানান, ‘আওয়ামী লীগ-বিএনপি দুদলই নিজেদের অনস্থানে অনঢ়। এমন পরিস্থিতি তাদের আচরণকে প্রভাবিত করে। আগামী দিনে এরকম কী ঘটবে না ঘটবে, আমরা জানি না। বাস্তবতা কল্পনাকেও হার মানায়। যদি নিজেরা আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করতে পারি, তাহলে ভালো। তা না হলে নিয়তি এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

পালটাপালটি সমাবেশে জনভোগান্তি চরমে-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মিছিল-শোডাউনে শহরজুড়ে চাপা আতঙ্ক ছিল। তবে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া সবকিছু ঠিক ছিল। তবে ঠিক ছিলনা জনভোগান্তির বিষয়টিতে। শুক্রবার বড় দুদলের পালটাপালটি রাজনৈতিক কর্মসূচি ঘিরে ভোগান্তির নগরী হয়ে ওঠে ঢাকা। গণপরিবহণ সংকটে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান তাছাড়া ভাড়াও দ্বিগুণেরও বেশি আদায় করে। এছাড়া প্রবল বর্ষণে জলমগ্ন রাস্তা ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দেয়।

ভূমধ্যসাগরে প্রতিবছর ৫০০ বাংলাদেশির মৃত্যু-কালের কণ্ঠ

 এখবরে লেখা হয়েছে, দালালের মাধ্যমে ইউরোপ যাচ্ছিলেন আব্দুল নবি (৩০)। নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামে তাঁর বাড়ি। পরিবারের কাছে সর্বশেষ তথ্য ছিল, গত মার্চ মাসে তিনি ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন। এরপর আর কোনো খোঁজ নেই। এভাবে খোঁজ নেই আরও অনেকের। দুই মাস পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নবি মারা গেছে। খবরটিতে আরও লেখা হয়েছে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার ক্ষেত্রে বাংলাদেশে তৃতীয়।বাংলাদেশ থেকে ১৮ টি রুটে ইউরোপে মানবপাচারের চেস্টা চলে। আর মানবপাচারকারীরো  তাদের কাছ থেকে নেয় ৩ থেকে ১৫ লক্ষ টাকা। প্রতিবছর অবৈধভাবে এই সাগর পাড়ি দিতে গিয়ে গড়ে নৌকাডুবিতে ৫০০ বাংলাদেশির মৃত্যু ঘটে। অনিশ্চিত এই যাত্রার বিষয়ে সবাইকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছে তারা।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ড্রোনের মাধ্যমেই ভারতে মাদক পাচার, কবুল পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টার-সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, পাকিস্তান থেকে ভারতে ড্রোন পাঠানো হয়। আর সেই ড্রোনের মাধ্যমে মূলত মাদক পাচার হয়। পুরো কাজটাই করে চোরাকারবারিরা। এমনটাই স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী মালিক মুহাম্মদ আহমেদ খান।গত ১৭ জুলাই আহমেদ খানের এই স্বীকারোক্তির ভিডিও টুইট করেন হামিদ মির। সেখানে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা মালিক মুহম্মদ আহমেদ খানের বড় স্বীকারোক্তি। হেরোইন পাচারের জন্য পাকিস্তান-ভারত সীমান্তের কাছে কাসুরের বন্যাকবলিত এলাকায় ড্রোন ব্যবহার করে চোরাকারবারিরা।

নাগাল্যান্ডে আশ্রয় ৫ হাজার মণিপুরী শরণার্থীর -সংবাদ প্রতিদিন

মণিপুর থেকে ৫ হাজারের বেশি গৃহহীন আশ্রয় নিলেন নাগাল্যান্ডে। তিন মাস ধরে চলতে থাকা জাতি দাঙ্গার আঁচ এসে লাগছে পড়শি রাজ্যগুলোতেও। উত্তরপূর্বের রাজ্যগুলিতে বেড়ে চলেছে শরণার্থীর সংখ্যা।সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মণিপুর থেকে যাঁরা নাগাল্যান্ডে আশ্রয় নিয়েছেন তাঁরা প্রত্যেকেই কুকি সম্প্রদায়ের। কিন্তু সেখানে তাঁদের জন্য কোনও ত্রাণ শিবির নেই। শরণার্থীরা ডিমাপুরের কাছে একটি গ্রামে আশ্রয় নিয়েছেন।পড়শি রাজ্যে আশ্রয় নেওয়া এক শরণার্থী জানিয়েছেন, “মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য আমরা এখানে পালিয়ে এসেছি। ওখানে আমাদের উপর আক্রমণ করা হয়। এখনও পর্যন্ত জানি না ওখানে আমাদের বাড়ির কী অবস্থা। মনে হয় ওঁরা আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে।

 

সাবেক মন্ত্রী গোপাল কান্ডা ও বিমানসেবিকা গীতিকা শর্মা

মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে নিজেকে শেষ করেন বিমানসেবিকা, ছ’মাস পর মৃত্যু মায়ের-আনন্দবাজার পত্রিকা

বিমানসেবিকা গীতিকা শর্মার আত্মহত্যার ঘটনায় হরিয়ানার প্রাক্তন মন্ত্রী তথা প্রভাবশালী রাজনৈতিক নেতা গোপাল কান্ডাকে মঙ্গলবার বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই মামলায় খালাস করা হয়েছে গোপালের সঙ্গী অরুণা চাড্ডাকেও।

দিল্লির ওই আদালতের বিশেষ বিচারক বিকাশ ধুল জানিয়েছেন, এই মামলায় যুক্তিসঙ্গত সন্দেহ থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছেন আইনজীবী। এর পরই গোপাল এবং অরুণাকে বেকসুর খালাস করার নির্দেশ দেন বিচারক। তবে আদালত শর্ত দিয়েছে, গোপালকে ১ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ড হিসাবে জমা রাখতে হবে।বেকসুর খালাস পাওয়ার খবর পেতেই গোপাল বলেন, ‘‘আমার বিরুদ্ধে কোনও প্রমাণ ছিল না। এই মামলাটি আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছিল। আদালতের আজকের রায়ে তা পরিষ্কার।’’

বিমানসেবিকা গীতিকা শর্মার আত্মহত্যা

গীতিকার মৃত্যু থেকে শুরু করে গোপালের বেকসুর খালাস পাওয়া, কোন পথে এগিয়েছে মামলার গতি?প্রাক্তন মন্ত্রী গোপালের এমএলডিআর এয়ারলাইন্সে বিমানসেবিকা হিসাবে যোগ দিয়েছিলেন দিল্লির বাসিন্দা গীতিকা। সেখান থেকে পদোন্নতি হয় তাঁর। বিমানসেবিকা থেকে পরবর্তী কালে গোপালের একটি সংস্থার ডিরেক্টর পদে বসানো হয় তাঁকে।২০১২ সালের ৫ অগস্ট উত্তর-পশ্চিম দিল্লির অশোক বিহারের বাড়িতে গীতিকার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর নিথর দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছিল একটি ‘সুইসাইড নোট’-ও।২০১২ সালের ৪ অগস্ট লেখা সেই চিঠিতে গীতিকা লিখেছিলেন, গোপাল এবং অরুণার কাছে লাগাতার ‘হেনস্থা’র শিকার হতে হচ্ছে তাঁকে। এই কারণেই তিনি নিজেকে শেষ করে দিতে বাধ্য হচ্ছেন।গীতিকার আত্মহত্যার বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে পুলিশ। প্রভাবশালী ব্যবসায়ী হওয়ার পাশাপাশি গোপাল ছিলেন হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু বিতর্ক শুরু হওয়ার পরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয় গোপালকে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৯

 

ট্যাগ