আবার তিন তালাক বাতিলের প্রসঙ্গ
মোদির লক্ষ্য লোকসভায় মুসলিম মহিলা ভোট
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- টিএসসিতে নুরুল হককে বেধড়ক মারধর-প্রথম আলো
- তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ড, জোবায়দার ৩-ইত্তেফাক
- বাংলাদেশে সংঘাতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-যুগান্তর
- একমাত্র নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী-মানবজমিন
- জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১৫.২৬ শতাংশ-ডেইলি স্টার বাংলা
কোলকাতার শিরোনাম:
- ‘সাংবিধানিক নয় ৩৭০ বাতিল, কেন্দ্রের রাজনৈতিক পদক্ষেপ’, সুপ্রিম কোর্টকে বললেন সিব্বল-আনন্দবাজার পত্রিকা
- রাজ্যের ঋণের পরিমাণ ৭ লক্ষ কোটি? ‘মিথ্যাচার’ উড়িয়ে সঠিক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
- দিল্লি নিয়ন্ত্রণের বিল পেশ লোকসভায়, তুমুল প্রতিবাদ-গণশক্তি
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
টিএসসিতে নুরুল হককে বেধড়ক মারধর-প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং তাঁর সহযোগীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। নুরুল হককে কয়েক দফায় বেধড়ক মারধর করা হয়েছে। হামলায় নুরুল ছাড়াও গণ অধিকারের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে চারটার দিকে টিএসসির সামনের সড়কে হামলার এই ঘটনা ঘটে।বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, মানুষের জানমালের ক্ষতি ও হয়রানি এবং মাদ্রাসাছাত্র রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ক্যাম্পাসে গিয়েছিলেন নুরুল হক।
তারেকের ৯ বছর কারাদণ্ড, জুবাইদার ৩ বছর-প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত তারেকের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এ ছাড়া তারেককে তিন কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান আজ বুধবার এই রায় দেন। তবে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, তারেক-জোবায়দার আইনজীবী বলেছেন, এটি একটি রাজনৈতিক সাজা, সরকারের ফরমায়েশি রায়।
উত্তরের দুঃখ মোচনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, উত্তরের মানুষের দুঃখ মোচনে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। রংপুরের মহাসমাবেশে এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।বুধবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে রংপুরের জিলা স্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সেটা আমরা প্রমাণ করেছি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারে যখনই এসেছে এই রংপুরে কখনো মঙ্গা হয়নি। রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।
ওবায়দুল কাদের বলেছেন,আজকে খেলা শুরু করে শেষ করতে পারবো না।খেলা হবে। খেলা হবে। মজাদার খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা।তিনি আরও বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। আমরা পালাবো না। পালিয়েছে তাদের (বিএনপির) নেতা।যুগান্তরে খবরটি পরিবেশিত হয়েছে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
‘সাংবিধানিক নয় ৩৭০ বাতিল, কেন্দ্রের রাজনৈতিক পদক্ষেপ’, সুপ্রিম কোর্টকে বললেন সিব্বল-সংবাদ প্রতিদিন
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বা অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের বিরুদ্ধে দায়ের করা সবক’টি মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বুধবার এই মামলাগুলির শুনানি শুরু হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, সোম এবং শুক্রবার বাদে প্রতি দিনই ধারাবাহিক ভাবে চলবে এই মামলার শুনানি।
২০১৯ সালের ৫ অগস্ট রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছিলেন, এ সংক্রান্ত নির্দেশনামায় সই করেছেন রাষ্ট্রপতি। এর পরে সংসদের দুই কক্ষে ৩৭০ বাতিলের বিল পাশের ফলে বিশেষ মর্যাদা হারায় কাশ্মীর। এমনকি, হারায় রাজ্যের মর্যাদাও। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ— দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়।
সেই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ দাবি করে শীর্ষ আদালতে মোট ২০টি আবেদন জমা পড়েছিল। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সাংবিধানিক যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আবেদনগুলিতে।
লক্ষ্য মুসলিম মহিলা ভোট-আনন্দবাজার পত্রিকা
লোকসভা ভোটের আগে আবার তিন তালাক বাতিলের প্রসঙ্গটি মুসলিম মহিলা সমাজের সামনে তুলে ধরতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার এনডিএ সাংসদদের বৈঠকে তিনি এমনই পরামর্শ দিয়েছেন বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে।
লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’র মোকাবিলায় জোট রাজনীতিকেই ‘পাখির চোখ’ করছে বিজেপি। সেই লক্ষ্যেই ৩১ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত এনডিএর ১১ দলের মোট ৪৩০ জন লোকসভা এবং রাজ্যসভা সাংসদের সঙ্গে দফায় দফায় বৈঠকের কর্মসূচি প্রধানমন্ত্রী মোদীর। বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদদের এই ধারাবাহিক বৈঠকের প্রথম দিন, অর্থাৎ মঙ্গলবার (৩১ জুলাই) যোগ দিয়েছিলেন বাংলা-সহ পূর্ব ভারতের তিন রাজ্যের সাংসদেরা। সেখানেই মোদীর মুখে তিন তালাক বাতিলের প্রসঙ্গে প্রচারের পরামর্শ শোনা গিয়েছে বলে বিজেপির ওই সূত্র জানিয়েছে।
গণশক্তির খবরে লেখা হয়েছে, দিল্লির রাজ্য সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার বিল লোকসভায় পেশ করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই মঙ্গলবার লোকসভায় বিল পেশ করেছেন তুমুল বিরোধিতার মধ্যে। দিল্লির নির্বাচিত রাজ্য সরকারের হাত থেকে আধিকারিকদের নিয়ন্ত্রণের ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২