আগস্ট ১৪, ২০২৩ ১৯:২৮ Asia/Dhaka

শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান 'সোনালী সময়'-এর পঞ্চম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

চল্ চল‌্ এগিয়ে চল্ হে দুরন্ত পথিকের দল!

গেয়ে মুহাম্মাদ আলআরাবির সুমিষ্ট গজল

দৃপ্ত পায়ে মুক্তির নেশায় এগিয়ে চল! এগিয়ে চল্‌!

এসো মোহমুক্ত মহামুক্তির উচ্ছল সেনাদল!

মাহদির হাত হতে পতাকা নিতে এগিয়ে চল্!

এসো ঈসা, মুসা ও মুহাম্মাদের স্বপ্ন করি সফল!

আর দূরে নয় মহাউদয় নতুন দিনের শুভ-পূর্বাচল!

শহিদি কাফেলায় আমরা সব তরুণরা রইব চির-প্রাণচঞ্চল।

সত্যের অন্বেষণ ও জ্ঞানের নানা রহস্য উদঘাটন এবং জীবন ও  জগত সম্পর্কে নানা কৌতূহল বা প্রশ্নের জবাব পাওয়ার চেষ্টা তারুণ্য ও যৌবনের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের আশপাশ ও প্রকৃতির নানা দিকের বহু রহস্য সম্পর্কে জানতে হলে অনুসন্ধিৎসা ও গবেষণার কোনো বিকল্প নেই। আমিরুল মুমিনিন হযরত আলী (আ) বলেছেন, কেউ যদি কোনো কিছু বোঝার জন্য সক্রিয় হয় বা সচেষ্ট হয় তাহলে সে বিষয়টি বুঝতে পারবে

ইসলামের আসল তথা খাঁটি উৎসগুলো থেকে ইসলাম সম্পর্কে জানতে হবে: বিশ্বের যুব সমাজের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা

প্রশ্ন করা ও বিশ্লেষণ করা হচ্ছে যে কোনো রহস্য বা জ্ঞানগত তথ্যকে ভালোভাবে জানা ও বোঝার চাবিকাঠি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন, কেনো সৃষ্টি করেছেন, কেনো মহান আল্লাহ এত বিপুল সংখ্যক নবী ও রাসুল পাঠিয়েছেন- এইসব প্রশ্নের যৌক্তিক উত্তর জানার মাধ্যমে আমরা প্রত্যেকেই নিজ নিজ জীবনের লক্ষ্য ও কর্মসূচি নির্ধারণ করে নিতে পারি। এমন হাজারো প্রশ্ন হচ্ছে জ্ঞান ও জীবনের পথ চলার অমূল্য বাতি। তাই ইমাম জাফর আস সাদিক আ. বলেছেন, মানুষ যখন প্রশ্ন করবে না তখনই তার ধ্বংস অনিবার্য।

প্রশ্ন করা যৌবন ও তারুণ্যের বৈশিষ্ট্য। যথাসময়ে যুব সমাজের মধ্যে জেগে-ওঠা নানা প্রশ্নের জবাব দেয়া না হলে তারা এক ধরনের শূন্যতা ও অস্পষ্টতার অস্বস্তিতে ভুগবে। তীব্র কৌতূহলী মন শারীরিক ও মানসিক সুস্থতা বয়ে আনে।  ইতিবাচক কৌতূহল সমস্যার সমাধানেও সাহায্য করে এবং সমাধানকে করে তোলে বেশি প্রজ্ঞাময় ও বিচক্ষণতাপূর্ণ। কৌতূহলী মানুষ অন্যদের তুলনায় সহজেই নিজের ব্যক্তিত্বকে আবিষ্কার করতে সক্ষম হয়। বলা হয় জ্ঞান চর্চা বৃদ্ধ ব্যক্তির হৃদয়কেও যুবক বানিয়ে দেয়। কৌতূহলী মানুষ জগত জীবন কাল ও নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে অন্যদের তুলনায় বেশি বুঝতে বা আয়ত্ত করতে সক্ষম হন। কৌতূহল অব্যাহত রাখার মাধ্যমে অতীতের জানা অনেক তথ্য সম্পর্কে ভুল অনুধাবন এবং খোদ তথ্যের সর্বসাম্প্রতিক অবস্থা বা হাল-নাগাদ সম্পর্কে জানা যায়।

কৌতূহল ও অনুসন্ধান অনেক সময় মানুষের জীবনে বড় ধরনের উন্নতি বা পরিবর্তন বয়ে আনে। কৌতূহল অব্যাহত রাখতে গিয়েই অনেক অমুসলিম যুবক ও যুবতি ইসলামের মহাসৌন্দর্যে আকৃষ্ট হচ্ছেন। কেউ মুসলমানদের নামাজ দেখে নামাজের ওপর গবেষণা করতে গিয়ে মুসলমান হচ্ছেন। আবার কেউ মুসলিম নারীদের হিজাব দেখে কিংবা মুসলমানদের রোজাব্রত বা হজব্রত পালনের বিষয়ে কৌতূহলী হয়ে এ বিষয়ে গবেষণা বা অনুসন্ধান চালিয়ে মুসলমান হচ্ছেন। 

ভারতের রাউল নামের এক হিন্দু যুবক চাকরির সুবাদে ওমানে এসে ইসলাম ধর্মের সৌন্দর্যে আকৃষ্ট হন। মুসলমানদের সঙ্গে তিন বছর থাকার ফলে ইসলাম সম্পর্কে তার মধ্যে অনেক কৌতূহল জাগে এবং মনের নানা প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই পুরোপুরি বদলে গেছেন তিনি। রাউলের কাছে জীবন এখন অর্থপূর্ণ। মুসলমানদের রোজা তাকে খুব আকৃষ্ট করলে প্রথমদিকে তিনি অমুসলিম হিসেবেই রোজা রাখা শুরু করেন। পরে মুসলমান হিসেবে রোজা রাখতে গিয়ে তিনি আল্লাহর দাসত্ব ও ইমানের মিষ্টতা অনুভব করছেন। দোয়া, কুরআন তিলাওয়াত ও রাত জেগে ইবাদত করার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার অনাবিল অপার আনন্দ।

তরুণ ও যুবকরা চায় নতুন কিছু.... প্রশ্ন হচ্ছে জ্ঞান ও জীবনের পথ চলার অমূল্য বাতি

মানুষ অজ্ঞতার কারণে অনেক পাপে লিপ্ত হয়। অবশ্য জেনেশুনেও অনেকে আল্লাহর বিধান অমান্য করে। এ জন্যই ইসলাম ধর্ম জ্ঞান চর্চা করাকে ফরজ বলে ঘোষণা করেছে। কিয়ামতের দিন বা বিচার দিবসে এ প্রশ্ন করা হবে যে তুমি কি জানতে না? আর যদি না-ই জেনে থাকো তবে কেনো জানার চেষ্টা করোনি? যুব সমাজের অনেকেই ধর্মীয় বিষয়ে জ্ঞান চর্চা করতে লজ্জা বোধ করেন। কিন্তু এ ধরনের লজ্জাবোধ খুবই ক্ষতিকর বা ধ্বংসাত্মক। আমিরুল মু'মিনিন হযরত আলী (আ) লোকদেরকে জানার জন্য উৎসাহ যুগিয়ে বলতেন: আমাকে হারানোর আগেই আমার কাছে প্রশ্ন কর! আমার কাছে প্রশ্ন কর আকাশমণ্ডলের পথগুলো (তথা খোদায়ি দিক-নির্দেশনা) সম্পর্কে। জমিনের পথগুলোর চেয়ে আমি সেসব সম্পর্কে বেশি জানি।

তরুণ ও যুবকরা চায় নতুন কিছু। তারা পূর্ববর্তীদের অভিজ্ঞতার বাইরে নিজস্ব অভিজ্ঞতা ও প্রচেষ্টার আলোকে নতুন কিছু করে দেখাতে চায়। আর তাদের এই মানসিকতাকে শর্ত-সাপেক্ষে উৎসাহ দিয়েছেন হযরত আলী।  তাঁর ওই দুই শর্ত হল: গবেষণা শুরুর আগে বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে এবং সাহায্যের হাত কেবল আল্লাহর দিকেই বাড়তে হবে। তিনি বলতেন: গবেষণা শুরুর আগেই আল্লাহর কাছে সাহায্য চাও। -অন্য কথায় গবেষণা ও অনুসন্ধান খুব সহজ কাজ নয়। তাই আল্লাহর সাহায্য চাওয়া অবশ্যই জরুরি।

ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও যুব সমাজের অনুসন্ধানী ও কৌতূহল প্রবণতার গুরুত্ব উপলব্ধি করে তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে আসছেন। বিশেষ করে পাশ্চাত্যে ইসলামের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণার প্রেক্ষাপটে তিনি আধ্যাত্মিক উন্নতির যে কোনো সুযোগ কাজে লাগাতে ও ইসলামের আসল তথা খাঁটি উৎসগুলো থেকে ইসলাম সম্পর্কে জানতে এবং ঘৃণা ও ভক্তিমূলক আবেগ পরিহার করে সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে মহানবী (সা) ও ইসলাম সম্পর্কে গবেষণা চালাতে পশ্চিমা যুব ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রতি তাঁর খোলা চিঠি বা আহ্বান এবং প্রত্যক্ষ দাওয়াতের এই পদ্ধতি বেশ কার্যকর বলে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ