আগস্ট ১৮, ২০২৩ ১৭:৫১ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । ১৮ আগস্ট (শুক্রবার) ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • বিএনপির বিরুদ্ধে কেন ভিসানীতি দেওয়া হচ্ছে না, প্রশ্ন সেতুমন্ত্রীর- দৈনিক কালেরকণ্ঠ
  • সাঈদী ইস্যুতে সারাদেশে ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী বহিষ্কার-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা- প্রথম আলো
  • ওয়াশিংটনকে দিল্লির বার্তা: শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার: ইত্তেফাক
  • জিয়াউর রহমানকে আওয়ামী লীগ খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়: মির্জা ফখরুল: দৈনিক মানবজমিন

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • পাকিস্তানে কুরআন অবমাননার পর পাঁচ চার্চে হামলা, গ্রেফতার শতাধিক: দৈনিক পুবের কলম
  • আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে’, যাদবপুরে অতি বাম ছাত্রদের বিরুদ্ধে FIR শুভেন্দু অধিকারীর: দৈনিক সংবাদ প্রতিদিন
  • দেশে হিন্দু-মুসলিম ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাস করতেন নেতাজি: সুগত বসু: পূবের কলম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা- প্রথম আলো

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে সরকার নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না বলে মনে করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা।

১৫ আগস্ট কমিশনের এক ব্রিফিংয়ে প্যানেল বক্তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকারকর্মীসহ বিরোধীদের ওপর দমন–পীড়নের অভিযোগ এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলেন। এসব বিষয়ে তাঁরা যুক্তরাষ্ট্রের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।

গত মঙ্গলবার ‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ: অ্যান আপডেট’ শীর্ষক ভার্চ্যুয়াল এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রতিনিধি পরিষদের এই সংস্থা আন্তর্জাতিক মানবাধিকারের প্রচার, সুরক্ষা ও সমর্থনে কাজ করে। ব্রিফিংয়ের আয়োজক কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য জেমস পি ম্যাকগভর্ন ও রিপাবলিকান সদস্য ক্রিস্টোফার এইচ স্মিথ। তাঁরা এই কমিশনের কো-চেয়ারম্যান। ব্রিফিংয়ের সঞ্চালনায় ছিলেন লাইব্রেরি অব কংগ্রেসের বিদেশি আইনবিশেষজ্ঞ তারিক আহমেদ।

বিএনপির বিরুদ্ধে কেন ভিসানীতি দেওয়া হচ্ছে না, প্রশ্ন সেতুমন্ত্রীর- দৈনিক কালেরকণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র কায়েম করেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন তৈরি করেছে, ভোট চুরি করেছে, ভুয়া ভোটার তালিকা করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে এই বিএনপি। তারা এখন বলে এটা নাকি ফ্যাসিবাদী রাষ্ট্র। ফ্যাসিবাদ কাকে বলে তা বিএনপির শাসন আমলকে ফুটিয়ে তোলে, ফ্যাসিবাদের জ্বলন্ত উদাহরণ বিএনপি। তারা ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করেছে আর শেখ হাসিনা গণতন্ত্র কায়েম করেছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে গণতন্ত্র কায়েম করেছেন। গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে তারা এখন গণতন্ত্রের কথা বলে।

ওয়াশিংটনকে দিল্লির বার্তা: শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার: ইত্তেফাক

বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত ও আমেরিকা কারও পক্ষেই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয়, ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তাও। একাধিক স্তরের বৈঠকে বাইডেন প্রশাসনকে এ কথা জানিয়েছে নয়াদিল্লি। সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। নয়াদিল্লির নানা কূটনৈতিক সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক এটা ওয়াশিংটনের মতো ভারতও চায়। কিন্তু যেভাবে হাসিনা সরকারকে অস্থির করার জন্য আমেরিকার তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে, তা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। প্রতিবেদনে বলা হয়েছে, আর তিন সপ্তাহ পরেই নয়াদিল্লিতে এক মঞ্চে বসবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জিয়াউর রহমানকে আওয়ামী লীগ খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়: মির্জা ফখরুল: দৈনিক মানবজমিন

মিথ্যাচারের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার শুধু তার নাম মুছে ফেলতে চায় না, তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আজকে কত বছর হয়ে গেলো, জিয়াউর রহমানের নাম কি মুছে ফেলতে পেরেছে? পারে নাই। যারা ইতিহাস তৈরি করে, যারা একটা রাষ্ট্রের জন্মের জন্য যুদ্ধ ঘোষণা করে, যারা জনগণের কল্যাণের জন্য একটি রাষ্ট্র নির্মাণের সমস্ত ভিত্তি তৈরি করে; তাদের এভাবে মুছে ফেলা যায় না। ভুলিয়ে দেয়া যায় না। 

তিনি আরও বলেন, দেশ গভীর সংকটে আছে। এই সংকট থেকে মুক্তির পথ আমাদেরকে দেখান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ, ১৯৭১ সালে যখন রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, এমনকি তখন যারা পাকিস্তান সরকার ইয়াহিয়া খানের সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন যে কিভাবে একটা আপোষ করা যায়। সেই সময়ে জিয়াউর রহমান বুকে সাহস নিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। এটা একটা বিরল ব্যাপার, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। 

সাঈদী ইস্যুতে সারাদেশে ছাত্রলীগের ৬৮ নেতাকর্মী বহিষ্কার-দৈনিক যুগান্ত

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় সারাদেশে ছাত্রলীগের ৬৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থী কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ নেতাকর্মীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাকর্মীর মধ্যে কসবা উপজেলার সাতজন, আখাউড়ার চারজন, সরাইলের চারজন এবং আশুগঞ্জ ও নবীনগর উপজেলার একজন করে রয়েছেন।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সই করা পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন মেহেদী ও সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের ৯ নেতাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সাত নেতাসহ এ পর্যন্ত ১১ জন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে’, যাদবপুরে অতি বাম ছাত্রদের বিরুদ্ধে FIR শুভেন্দু অধিকারীর: দৈনিক সংবাদ প্রতিদিন

যাদবপুরে অশান্তির ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ, যাদবপুরে তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। টুইটে এফআইআরের কথা জানিয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রমৃত্যুতে প্রতিবাদ সভায় বৃহস্পতিবার বিকেলে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দেখানো হয় অতি-বাম ছাত্র সংগঠনের তরফে। এরপরই বাঁধে ধুন্ধমার। আক্রমণ পালটা আক্রমণ চলে।

শুক্রবার সকালে এ বিষয়ে টুইট করেন শুভেন্দু অধিকারী। লেখেন, “বৃহস্পতিবার রিভলিউশনারি স্টুডেন্টস ফেডারেশনের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায়। এরাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত করেছে।” সেখানেই এফআইআর করার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে যাদবপুরের ঘটনায় এবার রিপোর্ট তলব করল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।

দেশে হিন্দু-মুসলিম ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাস করতেন নেতাজি: সুগত বসু: পূবের কলম

দেশের এখন খুব দুঃসময় যাচ্ছে। স্বাধীনতার সংগ্রামীরা যে স্বপ্ন দেখেছিলেন আর আজকের দিনের যে পরিস্থিতি, তার মধ্যে বিস্তর ফারাক। হরিয়ানা নুহ্-এর সংখ্যালঘু মুসলিমরা পাকিস্তানে থাকতে পারতেন, কিন্তু গান্ধিজীর আশ্বাসে তারা সেখানে যাননি। থেকে গিয়েছিলেন ভারতে। অন্যদিকে একসময় মেইতি ও কুকী জনজাতির লোকজন নেতাজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। আর আজ হিংসার আগুনে পুড়ছে মণিপুর। এটা দেখতে চাননি নেতাজি। তবে এই পরিস্থিতি চিরদিন থাকবে না। সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসে এই ভেদ-রেখা দূর হবে। বৃহস্পতিবার বিকালে নেতাজি সুভাষচন্দ্রের সাম্য ও ঐক্যের আদর্শ’ শীর্ষক এক বিশেষ বক্তৃতায় এভাবেই নিজের বক্তব্য পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ অধ্যাপক সুগত বসু।

পাকিস্তানে কুরআন অবমাননার পর পাঁচ চার্চে হামলা, গ্রেফতার শতাধিক: দৈনিক পুবের কলম

পবিত্র কুরআন অবমাননার ঘটনায় উত্তাল পাকিস্তান। বুধবার পাকিস্তানের ফয়সলাবাদে জারানওয়ালা টাউনের একটি খ্রিস্টান এলাকায় ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি চার্চ ও ঘর-বাড়িতে। হামলাকারীদের অভিযোগ, ওই এলাকায় বসবাসকারী একটি পরিবার পবিত্র কুরআন অবমাননা করেছে। সে কারণেই এই আক্রমণ। উন্মত্ত জনতা অন্তত পাঁচটি চার্চে আগুন ধরিয়েছে। চার্চের সঙ্গে যুক্ত অন্তত ১২টি ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। খালি বাড়িগুলোতে ভাঙচুর চালানো হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এলাকা ঘিরে রাখা হয়েছে। আক্রমণকারীদের সঙ্গে আলোচনা চলছে। তাদের এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। পবিত্র কুরআন অবমাননার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তাদের নামে মামলা দায়ের হয়েছে। পাকিস্তানের বিশপ আজাদ মারশাল লাহোর থেকে জানিয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের রক্ষা করা সরকারের দায়িত্ব। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার জানিয়েছেন, ঘটনার ছবি দেখে তিনি শিউরে উঠেছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ