শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন
'পার্সটুডে ভিজিট করলে সব তথ্য পাওয়া যায় হাতের নাগালে'
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবারের আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন, "যখন জ্ঞানী লোকের কথা সঠিক হয়, তখন তা একটি ঔষধ হয়ে যায়; আর যখন সেটি ভুল হয়- তখন তা একটি রোগের মতো হয়ে যায়।"
নাসির মাহমুদ: আমরা সবাই ভেবেচিন্তে কথা বলার চেষ্টা করব- এই আহ্বান জানিয়ে নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।
আসরের প্রথম ইমেইলটি এসেছে বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার মিয়াপাড়া থেকে। আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগের সহ-সভাপতি মোঃ আজিনুর রহমান (লিমন)।
রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে সালাম ও ফুটন্ত গোলাপের শুভেচ্ছো জানিয়ে চিঠিটি শুরু করেছেন তিনি।
আশরাফুর রহমান: আমরাও লিমন ভাইকে ইরানে বিখ্যাত মোহাম্মদি গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তো কী লিখেছেন তিনি?
নাসির মাহমুদ: রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে লিমন ভাই লিখেছেন, "রেডিও তেহরান সংঘাত থেকে মুক্ত থাকার কথা বলে, শান্তি প্রতিষ্ঠার কথা বলে। রেডিও তেহরান মানবজাতির স্বাস্থ্যের কথা বলে, সুস্থ থাকার কথা বলে। এসব উত্তম কথার চেয়ে আর কোন্ কথা উত্তম হতে পারে? এসব উত্তম বাণী প্রচার করায় রেডিও তেহরান আমাদের হৃদয়ের গহীনে জায়গা করে নিয়েছে।
চিঠির শেষাংশে তিনি লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস নিয়ে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তারের আলোচনা শুনতে চেয়েছেন।
আশরাফুর রহমান: ভাই আজিনুর রহমান লিমন, আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকল। আর রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল।
তিনি লিখেছেন, "সম্প্রতি ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার করেছে। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা অত্যাধুনিক ক্রুজ মিসাইলের ডিজাইন এবং উৎপাদন করার প্রযুক্তি অর্জন করেছে যা উচ্চ সুপারসনিক গতিতে ভ্রমণ করতে সক্ষম। মূলত জ্ঞান-বিজ্ঞান ও বুদ্ধিচর্চায় চিরকালই ইরান অগ্রগামী। দৃপ্ত কণ্ঠে বিজ্ঞানের পথে ঘোষিত হয়েছে ইরানিদের জয়যাত্রা। ইরান পেরিয়ে গোটা বিশ্বে বিশেষ মর্যাদার আসল লাভ করেছে।"
নাসির মাহমুদ: ভাই বিধান চন্দ্র সান্যাল, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অগ্রযাত্রা সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগল। আশাকরি পরবর্তী চিঠিতে অন্যকোনো বিষয়েও লিখবেন।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন
তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৯ আগস্ট প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে সেরা অনুষ্ঠান ছিল রংধনু আসর। গাজী আবদুর রশিদ ও আকতার জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল শিক্ষণীয় ও উপভোগ্য। শুরুতেই পরশ্রীকাতরতা সম্পর্কে ইমাম আলী (আ.) এর একটি বাণী বলা হয়। এরপর পরশ্রীকাতর ও হিংসা সম্পর্কে একটি ঐতিহাসিক ঘটনা শোনানো হয়। বরাবরের মত রংধনুর এ আসরটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাঁর গল্প নির্বাচন আমাদের মুগ্ধ করে, জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। গল্পের আকারে প্রচারিত ঐতিহাসিক ঘটনাটি শুনতে আমাদের খুব ভালো লেগেছে।"
আশরাফুর রহমান: ভাই শাহাদত হোসেন, রংধনু আসর সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে মতামত জানানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আশরাফুর রহমান: ভারতের অসমের কোকরাঝাড় জেলার কাজিগাঁও থানার দলগাঁও থেকে ওসমান গনি সেখ পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, "অনেকদিন যাবত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে আসছি। সব অনুষ্ঠানই আমার ভীষণ ভালো লাগে। 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানে ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা শুনে নানান বিষয় জানতে পারলাম। এরকম সময়োপযোগী অনুষ্ঠান প্রচার করার জন্য কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা।"
নাসির মাহমুদ: ভাই ওসমান গনি সেখ, অনেকদিন ধরে অনুষ্ঠান শুনছেন জেনে ভালো লাগল। আশা করি মাঝেমধ্যে চিঠি লিখে মতামত জানাবেন।
বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদী থানার চরঝাকালিয়া থেকে মিয়া মোহাম্মদ ছিদ্দিক পাঠিয়েছেন এবারের মেইলটি।
আশরাফুর রহমান: এ শ্রোতাবন্ধু ইদানীং নিয়মিত ইমেইল পাঠাচ্ছেন আর তিনি লিখেনও ভালো।
নাসির মাহমুদ: হ্যাঁ, আমিও বিষয়টি লক্ষ্য করেছি। রেডিও তেহরানের কলাকুশলীদেরকে ‘বুক ভরা ভালোবাসা’ জানিয়ে তিনি লিখেছেন, “গত ৭ আগস্ট সোমবার বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা ছিল খুবই চমৎকার ও তথ্যবহুল। তবে চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠান আমার বেশি ভালো লেগেছে। ওইদিন প্রিয়জন অনুষ্ঠানে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেনের সাক্ষাৎকারটি আমার মন কেড়ে নিয়েছে। এজন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রেডিও তেহরানকে।
আশরাফুর রহমান: এরপর তিনি লিখেছেন, “রেডিও তেহরান আমার হৃদয়ের বন্ধন ও ঘনিষ্ঠ বন্ধু। আর রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে একটি খোলা বইয়ের মতো। যা ভিজিট করলে সব তথ্য পাওয়া যায় হাতের নাগালে।”
সবশেষে তিনি খেলাধুলা বিষয়ক একটি অনুষ্ঠান চালু করার প্রস্তাব দিয়েছেন।
নাসির মাহমুদ: ভাই মিয়া মোহাম্মদ ছিদ্দিক, খেলাধুলাবিষয়ক আলাদা অনুষ্ঠান প্রচার করা আপাতত সম্ভব হবে বলে মনে হয় না। তবে খেলার খবর যাতে বেশি করে ওয়েবসাইটে আপলোড করা হয় সেজন্য আমরা আমাদের সংবাদ বিভাগের সঙ্গে কথা বলব। তো মতামত ও প্রস্তাবের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রংপুরের পূর্ব শালবন থেকে শবনম মোস্তারি কুইন পাঠিয়েছেন আসরের পরের মেইলটি।
তিনি লিখেছেন, "আমি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের একজন সদস্য। রেডিও তেহরানের প্রতিদিনের অনুষ্ঠানগুলো আমি শুনি। অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে। রেডিও তেহরানে সম্প্রতি 'অমর মনীষী আল ফারাবী' নামে যে ধারাবাহিকটি শুরু হয়েছে তা নতুন মাত্রা যোগ করেছে। এই জন্য রেডিও তেহরানকে অনেক ধন্যবাদ।"
আশরাফুর রহমান: বোন শবনম মোস্তারি কুইন, রেডিও তেহরানের অনুষ্ঠানমালা আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আবারো লিখবেন।
শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, ভারতের ত্রিপুরার ডি-এক্সার প্রদীপ চন্দ্র কুন্ডু গত ২৬ জুলাই বাংলাদেশ সফরে গিয়েছিলেন। সেখানে তিনি বিভিন্ন শ্রোতাক্লাবের অনুষ্ঠানের অংশ নিয়েছিলেন। তাঁর বাংলাদেশ সফর কেমন ছিল জানতে চাইলে তিনি বললেন-
নাসির মাহমুদ: বাংলাদেশ থেকে মধুর স্মৃতি নিয়ে ভারতে ফিরে গেছেন জেনে ভালো লাগল। আমরা আশা করি রেডিও তেহরানের শ্রোতাবৃদ্ধি এবং বাংলাদেশ-ভারতের শ্রোতাদের মধ্যে সম্পর্ক উন্নয়নে আপনি সেতুবন্ধন হিসেবে কাজ করবেন। তো আজকের এই সাক্ষাৎকারপর্বে অংশ নেওয়ায় প্রদীপ চন্দ্র কুণ্ডু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশরাফুর রহমান: রংপুর সদরের পশ্চিম পীরজাবাদ থেকে মোঃ আলিফ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুরের সহকারি প্রচার সম্পাদক।
আলিফ ভাই লিখেছেন, গত ১৫ জুলাই শনিবারের অনুষ্ঠানসূচিতে ছিল জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান ও ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। অনুষ্ঠান দুটি আমার নিকট ভীষণ রকম ভালো লাগে।
এরপর তিনি ফেসবুকে নিরবচ্ছিন্নভাবে লাইভ অনুষ্ঠান প্রচারের অনুরোধ করেছেন।
নাসির মাহমুদ: ভাই মোঃ আলিফ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, বর্তমানে কোনো সমস্যা ছাড়াই ফেসবুকে লাইভ অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। আশা করি ফেসবুককেন্দ্রীক প্রতিযোগিতাগুলোতে অংশ নেবেন। ইমেইলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে অজয় কুমার সরকার পাঠিয়েছেন এবারের মেইলটি।
আশরাফুর রহমান: এ শ্রোতাবন্ধু তো গত জুলাই মাসে রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন।
নাসির মাহমুদ: হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। ওই শিরোপা জয়ের পর তাঁর বন্ধুমহলের অনেকেই জানতে চেয়েছিলেন কী উদ্দেশ্যে এই পুরস্কার! মূলত তাদের জবাব দিতেই এই চিঠিটি লিখেছেন অজয় কুমার সরকার। তিনি উল্লেখ করেছেন,
"নিয়মিত পত্র লেখার পাশাপাশি আমি মাঝে মাঝেই আমি তেহরান বেতারের অনুষ্ঠান ফেসবুকে শেয়ার করে থাকি। বন্ধুদেরকে জানিয়েছি যে, ধর্মীয় ও জ্ঞান-বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, ইরানের প্রাচীন সাহিত্য নিয়ে গল্পের অনুষ্ঠান, শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠান, নারীদের সম্মান জানানোর জন্য অনুষ্ঠান ছাড়াও নিরপেক্ষ বিশ্বসংবাদ, দৃষ্টিপাত এবং দুই বাংলার দৈনিকগুলোতে প্রকাশিত খবরাখবর প্রচার করা হয় রেডিও তেহরানে। এসব শোনার জন্যই আমি রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনি, চিঠি লিখি এবং সামাজিক মাধ্যমে তেহরান বেতারের লিংক শেয়ার করি। যে কারণে আমি শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কার পেয়েছি।"
আশরাফুর রহমান: মাসিক শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কার জেতায় ভাই অজয় চন্দ্র সরকার আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
এবারের মেইলটি এসেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সেক্রেটারি সোহেল রানা হৃদয়।
তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে ১৫ আগস্ট মঙ্গলবার প্রচারিত 'গল্প ও প্রবাদের গল্প' বেশ ভালো লাগলো। সাবলীল উপস্থাপনা আর সাময়িক বিরতির সূরের মূর্ছনায় দারুণ উপভোগ্য ছিল মাছ ও হাঁসের গল্পটি। তরুণ হাঁস তার অজ্ঞতার জন্য ঠিকই বারবার ঠকেছে এবং নিজেকে শুধরে নেয়ার জন্য প্রবীণ হাঁসের কাছে ছুটে গেছে। চাঁদের প্রতিচ্ছবিকে মাছ ভেবে তরুণ হাঁসটি যে ভুল করেছে, সে সম্পর্কে প্রবীণ হাঁসের কাছ থেকে শিক্ষা পেলেও মাছে ব্যাপারে তার আর জানা হলো না। মাছ তার কাছে আজও অপরিচিতই রয়ে গেল। শিক্ষণীয় গল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ রেডিও তেহরান কর্তৃপক্ষকে।"
নাসির মাহমুদ: 'গল্প ও প্রবাদের গল্প' অনুষ্ঠানটি শুনে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানানোয় সোহেল রানা হৃদয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন হিরামন সেখ।
তিনি লিখেছেন, "গত ৭ আগস্ট সোমবার রেডিও তেহরান বাংলা থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনলাম। এসব অনুষ্ঠান থেকে অনেক অজানা তথ্য জানতে পারলাম। চিঠিপত্রের আসর প্রিয়জনে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতায় নয়াদিল্লির জয়ন্ত চক্রবর্তীর লেখাটি খুবই ভালো লেগেছে।"
আশরাফুর রহমান: প্রিয়জন অনুষ্ঠানে জয়ন্তী চক্রবর্তীর লেখাটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। তো নিয়মিত চিঠি লিখার জন্য হিরামন সেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো শ্রোতাবন্ধুরা, আমাদের হাতে আজ আর তেমন সময় নেই। আসার গোটানোর আগে আপনাকে জন্য রয়েছে একটি দেহতাত্ত্বিক গান। 'শেষ বিচারের কাঠগড়াতে জবাব দেবে কী' শিরোনামের গানটি লিখেছেন শাকিল মাহমুদ, সুর করেছেন রাসেল কবির আর গেয়েছেন রাজু মন্ডল।
নাসির মাহমুদ: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদাই নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।