সেপ্টেম্বর ১১, ২০২৩ ১৪:৩৫ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ১১ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে জি২০ সম্মেলনের খবরবাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি।

ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:

  • ঢাকা-প্যারিসের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই- প্রথম আলো
  • জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় সন্তুষ্ট ফ্রান্স সরকার: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

  • বিজয় আমাদের সুনিশ্চিত : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত
  • স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে ফ্রান্স: ম্যাক্রোঁ- ইত্তেফাক
  • আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয়: ড. আসিফ নজরুল- মানবজমিন
  • এডিসি হারুনকে গ্রেফতারের দাবি সাবেক ছাত্রলীগ নেতাদের- সমকাল

কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম

  • জুনিয়র কর্মী’ ব্রাত্য বসুকে পাত্তাই দিতে নারাজ বোস! আলোচনা করব মুখ্যমন্ত্রীর সঙ্গেই, বললেন রাজ্যপাল: দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বিজেপি হল বিষাক্ত সাপ’, ‘সনাতন’ বিতর্কের মধ্যেই গেরুয়া শিবিরকে তোপ উদয়নিধির- সংবাদ প্রতিদিন
  • শান্তি ফেরাতে না চাইলে অন্য রাজ্যে যান’, কুকি বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মণিপুরের বিজেপি বিধায়ক- পূবের কলম
  • ভারতের আত্মাকে আক্রমণ, মূল্য চোকাতে হবে’, প্যারিস থেকেই নামবদল নিয়ে হুঙ্কার রাহুলের- সংবাদ প্রতিদিন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত

ঢাকা-প্যারিসের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই- প্রথম আলো

অবকাঠামো, স্যাটেলাইটসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ও প্যারিস। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারক দুটি হলো—

১. বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ফ্রান্সের ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির (এফডিএ) মধ্যে ‘ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম’ বিষয়ে একটি ক্রেডিট–সুবিধা চুক্তি।

২. বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএসের মধ্যে বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম–সম্পর্কিত সহযোগিতার বিষয়ে লেটার অব ইনটেন্ট (এলওআই)।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণে আলোচনা করেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ রোববার রাতে ঢাকার ইন্টারকন্টিনেটাল হোটেলে ভোজসভাস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান 

আলোচনার জন্য আজ সকাল ১০টা ২০ মিনিটে ফরাসি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় সন্তুষ্ট ফ্রান্স সরকার : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠকের পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার পাঁচ দশকের অধিক সময় চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ঐতিহাসিক দিন আজ। আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন আজ তা একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে আমার সার্বিক বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্স বাংলাদেশের নীতি প্রণয়নের স্বার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়েই আশাবাদী।  

বিজয় আমাদের সুনিশ্চিত : মির্জা ফখরুল-দৈনিক নয়াদিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।’

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে পরিষদের সাবেক চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এতে ডা: জাফরুল্লাহ চৌধুরীর জীবনের নানা দিক তুলে ধরেন মির্জা ফখরুল। তার মানবকল্যাণে নিয়োজিত জীবনের কথা শ্রদ্ধার সাথে বক্তব্যে তুলে ধরেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘জাফরুল্লাহ ভাই তার যোগ্যতার কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না, তবে তাকে জাতি আজীবন মনে রাখবে। তিনি মানবকল্যাণে শুধু কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের মানুষ সরকারকে বারবার চলে যেতে বলছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু এই সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এই প্রতিবাদগুলোই জাফরুল্লাহ ভাই করে গেছেন। তার উদ্দেশ্য ছিল এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে ফ্রান্স: ম্যাক্রোঁ- ইত্তেফাক

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রান্সের সহযোগিতা করার আশ্বাস দেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ১১ লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার পরিচয় দিয়েছে। এর জন্য আমি বাংলাদেশের প্রতি ধন্যবাদ জানাই। আগামী বছরগুলোতে ফ্রান্স বাংলাদেশের অন্যতম সহযোগী হিসেবে কাজ করবে। বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যকার সম্পর্ক নতুন দিগন্তের উন্মোচন করবে। এদিন বৈঠকে ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। এরপর দুই দেশের নেতা সংবাদ সম্মেলন করেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠকে বসেন।

আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয়: ড. আসিফ নজরুল- মানবজমিন

আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল।রোববার(১০ই সেপ্টেম্বর)নিউইয়র্কের কুইন্সে ভাসানী ফাউন্ডেশনের ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সংগঠনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে কুইন্স প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুদ্দিন নাসের। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইমরান আনসারি। 

এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয়। বিনাবিচারে মানুষ হত্যা মুক্তিযুদ্ধের চেতনা নয়। মাওলানা ভাসানী ছিলেন মুক্তিযুদ্ধের বিশুদ্ধ চেতনার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ভাসানীর লংমার্চ। আজকে ক্ষমতায় থাকার জন্য দেশকে বিকিয়ে দেয়া হচ্ছে। অন্য দেশকে স্বামী বলা হচ্ছে।  আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশে সেক্যুলারিজমের নামে ইসলামের বিরুদ্ধে কাজ করছে একদল মানুষ।

এডিসি হারুনকে গ্রেফতারের দাবি সাবেক ছাত্রলীগ নেতাদের- সমকাল

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় এনে মারধরের ঘটনায় ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদকে স্থায়ী বরখাস্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’–এর ব্যানারে এক মানববন্ধন ও সমাবেশে সংহতি প্রকাশ করে ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা এই দাবি জানান। 

ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহান খান বলেন, এডিসি হারুন পেটানোয় পটু। তিনি নিজের সহকর্মীকেও পিটিয়েছেন। তার কাজ পুরো পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর দায় তো পুলিশ প্রশাসন নিতে পারে না। হারুনকে কেন প্রশ্রয় দেওয়া হবে? তিনি যেভাবে ছাত্রলীগের নেতাদের অমানুষিক নির্যাতন করেছেন তাতে শুধু প্রত্যাহার কিংবা বদলিতে যথেষ্ট নয়। তাকে গ্রেফতার করে স্থায়ী বরখাস্ত করতে হবে। তাকে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। 

জুনিয়র কর্মী’ ব্রাত্য বসুকে পাত্তাই দিতে নারাজ বোস! আলোচনা করব মুখ্যমন্ত্রীর সঙ্গেই, বললেন রাজ্যপাল: দৈনিক আনন্দবাজার পত্রিকা

জুনিয়র কর্মী’ ব্রাত্য বসুর কোনও মন্তব্যের জবাব দিতে নারাজ রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি তাঁর মন্তব্যকে বিশেষ পাত্তা দিতেও তিনি রাজি নন। বরং যে কোনও সমস্যায় রাজ্যপাল সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোমবার রাজভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে শিক্ষামন্ত্রীর ‘ভ্যাম্পায়ার’ আক্রমণের কোনও জবাব দেননি বোস। অবশ্য কোনও ক্ষেত্রেই তাঁর নাম মুখে আনেননি তিনি।

রাজভবনের সঙ্গে শিক্ষা দফতর বা রাজ্য সরকারের এ হেন দূরত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে নাম না করে রাজ্যপাল বলেন, ‘‘আমার যদি কিছু বলার থাকে বা কোনও কিছুর প্রয়োজন হয়, তাহলে আমার সংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীকে বলব, তার অধস্তন সহকর্মীকে বলব না।’’ এমন মন্তব্য করে কার্যত তিনি শিক্ষামন্ত্রীকেই বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

শান্তি ফেরাতে না চাইলে অন্য রাজ্যে যান’, কুকি বিধায়কদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মণিপুরের বিজেপি বিধায়ক- পূবের কলম

‘শান্তি ফেরাতে না চাইলে অন্য রাজ্যে চলে যান’, জাতি দাঙ্গা বিধবস্ত মণিপুরে কুকি বিধায়কদের বিরুদ্ধে এমনভাবেই ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং। সহিংসতার পরিপ্রেক্ষিতে মণিপুর কার্যত জাতিগত ভিত্তিতে বিভক্ত হওয়ার পরে কুকি-জো আইনপ্রণেতারা পৃথক প্রশাসনের দাবি তোলেন।

এই অবস্থায় মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং রাজ্যের ১০ জন কুকি-জো বিধায়ককে পদত্যাগ সহ অন্য রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন। বিজেপি বিধায়ক ইমো সিং বলেন, যদি তারা শান্তি ফেরানোর কথা গুরুত্ব দিয়ে না ভেবে শুধুমাত্র “পৃথক প্রশাসন”নের দাবিতে মনোনিবেশ করেন, তাহলে তাঁরা অন্য রাজ্যে যেতে পারেন। বিজেপি বিধায়ক সিংয়ের প্রশ্ন, ‘এই নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সাতজন, কীভাবে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে কথা বলে মণিপুরে অশান্তির সমাধান খুঁজে পেতে পারেন। তারা কি সত্যিই আমাদের রাজ্যে শান্তিপূর্ণ সমাধান চাইছেন? এর জন্য ভিন্ন এজেন্ডা রয়েছে, এই অবস্থায় অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করে কিভাবে তা সম্ভব’।

বিজেপি হল বিষাক্ত সাপ’, ‘সনাতন’ বিতর্কের মধ্যেই গেরুয়া শিবিরকে তোপ উদয়নিধির- সংবাদ প্রতিদিন

তাঁর ‘সনাতন’ মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। প্রতিবাদে সরব হয়েছেন গেরুয়া শিবিরের পাড়ার নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) পর্যন্ত। এর মধ্যেই ফের বিজেপিকে (BJP) “বিষাক্ত সাপ” বলে তোপ দাগলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। স্বভাবতই উদয়নিধির কটাক্ষে বেজায় চটেছে দক্ষিণের রাজ্যের বিজেপি নেতারা।

রবিবার ছিল ডিএমকে (DMK) বিধায়ক সভা রাজেন্দ্রনের বিবাহ অনুষ্ঠান। সেখানেই বিজেপি এবং রাজ্যের বিরোধী দল এআইএডিএমকের (AIADMK) বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন উদয়নিধি। তাঁর মতে এআইডিএমকে হল সেই আবর্জনা, যা বিজেপির মতো বিষাক্ত সাপকে আশ্রয় দেয়। উল্লেখ্য, একদিন আগেই ডিএমকে সাংসদ এ রাজা মোদিকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন।

এদিন উদয়নিধি বলেন, “যদি আপনার বাড়িতে বিষাক্ত সাপ ঢুকে পড়ে, তবে সেটিকে বাইরে বের করে দিয়েই কাজ শেষ হয় না। কারণ সেটি বাড়ির কাছে আবর্জনায় লুকিয়ে থাকতে পারে। আশপাশের ঝোপঝাড় পরিস্কার না করলে সাপ ফের ঘরে ঢুকে পড়তে পারে।” এর পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তামিলনাড়ু হল বাড়ি। বিষাক্ত সাপ হল বিজেপি। বাড়ির কাছে নোংরা হল এআইডিএমকে। উদয়নিধির সাফ কথা, “বিজেপির থেকে পরিত্রাণ পেতে এআইএডিএমকে-কেও খতম করতে হবে।”

ভারতের আত্মাকে আক্রমণ, মূল্য চোকাতে হবে’, প্যারিস থেকেই নামবদল নিয়ে হুঙ্কার রাহুলের- সংবাদ প্রতিদিন

ভারতে যখন জি-২০ (G-20 Summit) সম্মেলনে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), তখনই বিদেশ সফরে প্রতিপক্ষ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ইতিমধ্যে হিন্দুত্ব প্রসঙ্গে প্যারিসে বসে শাসক শিবিরকে তোপ দেগেছেন কংগ্রেস নেতা। এবার দেশের নাম বদল নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন। এই প্রসঙ্গে রবিবার রাহুল বলেন, “ভারতের আত্মাকে আক্রমণ করা হচ্ছে। এর মূল্য চোকাতে হবে ওদের।”
রবিবার প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে অংশ নেন রাহুল। সেখানে বলেন, “যাঁরা দেশের নাম বদলাতে চাইছেন, তাঁরা আসলে ইতিহাসকে অস্বীকার করছেন। অসংখ্য মানুষের মূল্যবান অবদানের কথা তুলে ধরতে হবে আমাদের। কেউ যদি দেশের আত্মাকে আক্রমণ করে, তবে যেন উপযুক্ত মূল্য চোকাতে হয় তাঁদের।” পাশাপাশি নাম বিতর্কে রাহুলের বক্তব্য, “সংবিধান অনুযায়ী ভারত এবং ইন্ডিয়া দুটিই সঠিক। সম্ভবত আমরা জোটের নাম ইন্ডিয়া রেখে কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছি। সেই কারণেই দেশের নাম বদলাতে চাইছে ওরা। “
এদিন বিজেপির উগ্র হিন্দুত্ব নিয়েও তোপ দাগেন কংগ্রেস নেতা। প্যারিসে বসে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস (Congress) নেতা বলেন, ”বিজেপির সঙ্গে প্রকৃত হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। বিজেপি ক্ষমতা দখলের জন্যই সবকিছু করে। ওরা চায় জাতপাতের ভিত্তিতে সামান্য কিছু মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাক।” রাহুলের অভিযোগ, বিজেপি ক্ষমতা দখলের জন্য দুর্বলদের উপর সবরকম অত্যাচার করতে পারে।#

পার্সটুডে/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ