সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১৬:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মতামত শিশু নির্যাতনের সংবাদে আমরা কি অভ্যস্ত হয়ে উঠছি-প্রথম আলো
  • আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার চুরি করেছে: ফখরুল-ডেইলি স্টার বাংলা
  • নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • নির্বাচন করতে মন্ত্রী আমাকে এখানে এনেছেন: চারঘাটের ওসি-যুগান্তর
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-মানবজমিন
  • নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই : নানক-কালের কণ্ঠ
  • খাদ্য মূল্যস্ফীতির জটিল রোগে বাংলাদেশ-নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • ঘুষ দেওয়া-নেওয়ার সময় হাতেনাতে ধরল সিবিআই!-আনন্দবাজার পত্রিকা
  • রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের-আজকাল
  • চাঁদে না গেলে প্রধানমন্ত্রী হবেন না রাহুল! কংগ্রেস নেতাকে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার চুরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে বগুড়ায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।ফখরুল বলেন, 'আজকে স্বাধীনতার বায়ান্ন বছর পরে আমাদেরকে আবার সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে কেন? আমাদের অধিকারের জন্য। ভোটের অধিকার, ভাতের অধিকার; বেঁচে থাকার অধিকার।' আর মানবজমিনের খবরে এ সম্পর্কে শিরোনাম করা হয়েছে, নাটোরে বিএনপির তারুণ্যের রোডমার্চের গাড়িতে আগুন, হামলা, ভাঙচুর।

এদিকে, কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার উপায় নেই।

শিশু নির্যাতনের সংবাদে আমরা কি অভ্যস্ত হয়ে উঠছি-প্রথম আলো পত্রিকার মতামত কলামে লেখা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে ২৯২ শিশুকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে অমানুষিক শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ২০২৩-এর প্রথম সাত মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই খবর খুব উদ্বেগজনক। কিন্তু আমরা কি এত শিশুহত্যার ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি, নাকি শিশু নির্যাতনের সংবাদে আমরা এমনই অভ্যস্ত যে এই প্রতিবেদন আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি?

শিশুরা ভয়ংকর নির্মমতার শিকার হলে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু প্রতিদিন অসংখ্য শিশু ঘরে এবং বাইরে নানা ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন মুখ বুজে সহ্য করছে। নির্যাতন শিশু অধিকারের ভয়াবহ লঙ্ঘন, যা তাদের স্বাস্থ্য, শিক্ষা ও বিকাশকে ক্ষতিগ্রস্ত করে।‘শিশুরা জাতির ভবিষ্যৎ’—এ কথা আমরা অহরহ বলি। কিন্তু তাদের বর্তমানটাকে অর্থবহ করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি কি? এ প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে।

নির্বাচন করতে মন্ত্রী আমাকে এখানে এনেছেন: চারঘাটের ওসি-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে-কারাগারে থাকা এক ‘মাদক ব্যবসায়ীর’ স্ত্রীর সঙ্গে রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের মুখোমুখি আলাপের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে।সেখানে তিনি বলেছেন, নির্বাচন করতে মন্ত্রী (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে গাইবান্ধা থেকে চারঘাট থানায় নিয়ে এসেছেন। শুধু তাই নয়, ৫ লাখ টাকায় মাদক ব্যবসার অনুমতি এবং দুই লাখ টাকা দিলে জেলা ডিবির দুই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করবেন বলেও শোনা গেছে তাকে।ওসির অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় রাজশাহী জেলা পুলিশে তোলপাড় চলছে।

খাদ্য মূল্যস্ফীতির জটিল রোগে বাংলাদেশ-নয়া দিগন্ত পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে,কূটনীতি-রাজনীতির চারদিকে কেবল সরকারের সাফল্যের খবর। শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-চীন-রাশিয়া, এমনকি ফ্রান্সও সরকারের কৃতিত্বে মুগ্ধ। পাশে থাকার অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশকে এগিয়ে দেয়ার ওয়াদা। আর রাজনীতিতে কোনো প্রতিপক্ষই নেই। বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের চোখ-মুখ শুকিয়ে গেছে বলে দাবি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের। অর্থাৎ সরকার নির্ভার; একদম নো টেনশনে।সরকারের এ অবস্থার মাঝে ভয়াবহ খাদ্য মূল্যস্ফীতিতে ভুগছে বাংলাদেশ। অঙ্কটি ভয়ানক পর্যায়ে, ১২ দশমিক ৫৪ শতাংশ যা গত সাড়ে ১১ বছরে সর্বোচ্চ।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

ঘুষ দেওয়া-নেওয়ার সময় হাতেনাতে ধরল সিবিআই!-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ঘুষের বিনিময়ে দরপত্র বা টেন্ডার পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন রাষ্ট্রায়ত্ত সংস্থার এক কর্তা-সহ মোট সাত জন। দেশের নানা প্রান্তে ধৃতদের ডেরায় হানা দিয়ে প্রায় ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ঘুষ হিসাবে নেওয়া টাকাও উদ্ধার করেছে সিবিআই। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির দুর্নীতির মামলায় রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।পাশাপাশি সি.আই.ডির আর্জি খারিজ করে এই দুর্নীতির ঘটনায় সিবিআই এবং ইডির তদন্তের নির্দেশও বহাল রাখা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার এই নির্দেশ দেন।

চাঁদে না গেলে প্রধানমন্ত্রী হবেন না রাহুল! কংগ্রেস নেতাকে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, একদিকে ইন্ডিয়া জোট। অন্যদিকে খোদ নরেন্দ্র মোদি। ২০২৪ নির্বাচনে জোরদার রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে দেশবাসী। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলতে ছাড়ছে না বিরোধীরা। এদিকে ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ থামাচ্ছেন না বিজেপি নেতারাও। সম্প্রতি সেই আগুনে নতুন করে ঘি ঢাললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।২০২৪ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো মহাজোটের ডাক দিয়েছে। বিজেপির তরফেও এতদিন এই প্রসঙ্গে একাধিক মন্তব্য সামনে এসেছে। মূলত বিরোধীদের গড়া ‘ইন্ডিয়া’ জোট নিয়েই বারবার সরব হয়েছেন বিজেপি নেতারা। এমনকি খোদ প্রধানমন্ত্রীও এর সঙ্গে জঙ্গিগোষ্ঠির তুলনা টেনে বিতর্ক উসকে দিয়েছিলেন।দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকের কাছেই অনেকটা এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। কিন্তু বিজেপি নেতারা সেই যুক্তি মানতে নারাজ। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মুখেও শোনা গেল সেই একই কথা। তাঁর নিদান, চাঁদে না গেলে প্রধানমন্ত্রী হরে পারবেন না রাহুল।

শৈশব রুদ্ধ মোবাইলে, ভোকাট্টা ঘুড়িবাজার, মাছি তাড়াচ্ছে দোকানগুলো-সংবাদ প্রতিদিন পত্রিকার  এ খবরে লেখা হয়েছে, নীল আকাশে সাদা মেঘ আছে। দখিনা হাওয়াও রয়েছে। কিন্তু ঘুড়ির দেখা নেই। নেই ভো-কাট্টা চিৎকার, নেই এক ল‌্যাম্পপোস্ট থেকে অন‌্য ল‌্যাম্পপোস্ট ঘিরে মাঞ্জা দেওয়ার ব‌্যস্ততা। কোথাও কোথাও দু’একটা ঘুড়ির দেখা মিলছে, তবে তা নেহাতই চোখে না পড়ার মতো।রঙিন ঘুড়ি, আর লাটাই ভরা সুতো সাজিয়ে রাখলেও খদ্দেরের দেখা নেই।এখনকার কিশোররা তো মোবাইলেই আটকে। ঘুড়ি ওড়াতেও জানে না। শেখারও চেষ্টা করে না।

কলেজের মধ্যেই ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কলেজের মধ্যেই ডাক্তারি পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ। কাঠগড়ায় কলেজেরই ডিজিটাল এক্স-রে ইউনিটের টেকনিশিয়ান। ইতিমধ্যে ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তোলা হয়েছে আদালতেও। কল্যাণীর কলেজ অব মেডিসিন ও জওহরলাল নেহরু হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণী মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী বৃহস্পতিবার রাতে এক্স-রে করতে যান। সেই সময় তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করে পিপিপি মডেলে চলা এক্সরে বিভাগের টেকনিশিয়ান কল্যাণ জানা। ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে ওই টেকনিশিয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৭

ট্যাগ