সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১৩:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আজরা জেয়া-মাসুদ বৈঠক: অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আবারও জোর যুক্তরাষ্ট্রের-প্রথম আলো
  • এডিসি হারুন-সানজিদাসহ ফেঁসে যাচ্ছেন ৫ জন-ইত্তেফাক
  • বাংলাদেশে গুমের ৭০টি ঘটনার এখনো নিষ্পত্তি হয়নি: জাতিসংঘ -যুগান্তর
  • ভুয়া ভোটের পসিবিলিটি আমরা কমিয়ে দিয়েছি: নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী -মানবজমিন
  • সরকার অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর : পররাষ্ট্রমন্ত্রী -কালের কণ্ঠ
  • বিএনপির লাগাতার কর্মসূচির প্রথম দিন আজ -নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • লোকসভা ভোটে ছড়াতে চায় না সিপিএম! জোটের শক্তির হিসাব কষে হাতে গোনা কিছু আসনে নজর-আনন্দবাজার পত্রিকা
  • কূটনীতিবিদ বহিষ্কার কানাডার, পালটা ভারতেরও -গণশক্তি
  • কয়লা পাচার কাণ্ডে অনুপ মাজিকে এবার দিল্লিতে তলব করল ইডি-আজকাল
  • কাশ্মীরে জঙ্গি দমনে শহিদ আরও ১ জওয়ান, ফের শ্রীনগরে সন্ত্রাসবাদী হামলা আধাসেনার গাড়িতে-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

এডিসি হারুন, এডিসি সানজিদা আফরিন ও রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক

অপরাধ বিষয়ক খবরে প্রথম আলোর শিরোনাম এডিসি হারুন, সানজিদা, এপিএস আজিজুল ও ছাত্রলীগ নেতাদের দায় পেয়েছে তদন্ত কমিটি- আর ইত্তেফাকের শিরোনাম এরকম- এডিসি হারুন-সানজিদাসহ ফেঁসে যাচ্ছেন ৫ জন। এ খবরে বলা হয়েছে, শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তদন্তে সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদের দায় পেয়েছে তদন্ত কমিটি। পাশাপাশি পুলিশের এডিসি সানজিদা আফরিন, তাঁর স্বামী রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক এবং ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদেরও দায় পাওয়া গেছে। তদন্ত কমিটি সূত্র বলছে, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের সুনাম ক্ষুণ্ন হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনার তদন্ত শেষ হয়েছে। মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

বাংলাদেশে গুমের ৭০টি ঘটনার এখনো নিষ্পত্তি হয়নি: জাতিসংঘ-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে ৭০টি গুমের ঘটনা এখনো নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। মোট ৮৮টি গুমের বিষয়ে সরকারের কাছে প্রকৃত অবস্থা জানতে চাওয়া হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে। এর মধ্যে পাঁচজন আটক এবং ১০ জন মুক্ত অবস্থায় আছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। বাংলাদেশে জোরপূর্বক গুম নিয়ে ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভলেন্টারি ডিসাপিয়ারেন্স সর্বশেষ এ তথ্য দিয়েছে। সার্বিক বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬টি দেশের তিন হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা পর্যালোচনা করছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।

আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল ‘ এই সরকার না থাকলে এসপিদের চাকরি থাকবে না, ডিসিদের বদলি হবে’-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় না থাকলে পুলিশ সুপারদের (এসপি) চাকরি থাকবে না, জেলা প্রশাসকদের (ডিসি) অন্য কোনো জায়গায় বদলি করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ইফতেখার আলম ওরফে খোকন। ‘দলের ডিসি-এসপিরাও’ বিষয়টি জানেন বলে মনে করেন এই আওয়ামী লীগ নেতা। ইফতেখার আলম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক পদেও আছেন। ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইফতেখার ওই মন্তব্য করেন। তাঁর সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা আলোচনাও চলছে।দৈনিকটির অপর এক খবরের শিরোনাম এরকম- এক মন্ত্রী বাদে কারও কথা শুনতে এখানে আসি নাই’, ফাঁস হওয়া অডিওতে চারঘাটের সেই ওসি। এক নারীর কাছে সাত লাখ টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হওয়ার পর রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমকে প্রত্যাহার করা হয়

ভুয়া ভোটের পসিবিলিটি আমরা কমিয়ে দিয়েছি: নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী-মানবজমিনের শিরোনাম এটি। এ খবরে বলা হয়েছে,  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব চেষ্টা করে যাচ্ছে। ভুয়া ভোটের পসিবিলিটি আমরা কমিয়ে দিয়েছি। তবে দৈনিকটির অপর এক খবরের শিরোনাম এরকম যে, এশিয়া সেন্টিনেলে নাভা ঠাকুরিয়ার লেখা

ফের বিশৃঙ্খল নির্বাচনের পথে বাংলাদেশ, নানা জল্পনা। এতে লেখা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগ প্রায় ১১ কোটি ভোটারের কাছে নতুন করে ভোট চাইবে। বরাবরের মতোই বাংলাদেশের আসন্ন নির্বাচন বিশৃঙ্খল হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আওয়ামী লীগ সরকার এবং তার নেতারা ক্ষমতা না ছাড়ার বিষয়ে অনড়। ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কট এবং ১৩ বছরের নিরবচ্ছিন্ন শাসন- সবমিলিয়ে আওয়ামী লীগ খুব বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে এমন ধারণা সত্ত্বেও, প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭৮ বছর বয়সী নেত্রীর অসুস্থতা এবং ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন ব্লগ 'এশিয়া সেন্টিনেল' এ ভারতের সিনিয়র সাংবাদিক নাভা ঠাকুরিয়া এমন মন্তব্য করে

 এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

লোকসভা ভোটে ছড়াতে চায় না সিপিএম! জোটের শক্তির হিসাব কষে হাতে গোনা কিছু আসনে নজর-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, সব আসনে লড়াই মানে পণ্ডশ্রম। তাই কিছু আসনকে চিহ্নিত করে ভোটে লড়ার কৌশল নিয়েই ২০২৪-এর লোকসভার দিকে এগোতে চাইছে বাংলার সিপিএম। সূত্রের খবর, রাজ্য সম্পাদকমণ্ডলী এ ব্যাপারে প্রাথমিক ভাবে সেই আসন চিহ্নিত করার কাজও সেরে ফেলেছে। সিপিএম সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস ও আইএসএফের সমীকরণ মাথায় রেখেই আসন চিহ্নিত করার বিষয়টি প্রাথমিক ভাবে ভেবেছেন দলীয় নেতৃত্ব। সিপিএম নেতৃত্ব ঘরোয়া আলোচনায় স্পষ্টই বলছেন, গোটা রাজ্যে ছড়িয়ে লড়াই করার মতো সাংগঠনিক মাজার জোর এখন নেই। তাই যেখানে সামান্য হলেও সম্ভাবনা রয়েছে, সেই সব আসন নিয়েই যা পরিকল্পনা করার করতে হবে।

কূটনীতিবিদ বহিষ্কার কানাডার, পালটা ভারতেরও-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কানাডার সঙ্গে বৈদেশিক সম্পর্কে তিক্ততা বাড়ল ভারতের। ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করল কানাডা।  মঙ্গলবারই পালটা ব্যবস্থা নিয়ে কানাডার এক কূটনীতিককে পাঁচদিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দিল ভারত। কানাডায় নিযুক্ত ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানকে বহিষ্কারের কয়েক ঘণ্টা পরেই এলো নয়াদিল্লির এই ঘোষণা।

গত জুনে কানাডায় খুন হন নির্বাসিত শিখ নেতা হরদীপ সিং নিজ্জর। এ হত্যার সঙ্গে ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ এনেছে কানাডা। এ ঘটনার জেরে অটোয়ায় ভারতের গোয়েন্দা বাহিনী র'র প্রধানকে বহিষ্কার করেছে কানাডা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'নয়াদিল্লির এই  সিদ্ধান্তে "আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপ ও ভারত-বিরোধী কার্যক্রমে তাদের সম্পৃক্তনা ক্রমবর্ধমান উদ্বেগের" প্রতিফলন ঘটেছে'।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৯

ট্যাগ