সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১৬:৩২ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যকথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি সবাই ভালো আছেন। তবে ডেঙ্গু নিয়ে আতঙ্কে আছেন সে কথা মিডিয়ার বিভিন্ন খবর দেখে বুঝতে পারা যায়। উদ্বেগজনকহারে বাড়ছে ডেঙ্গু। মহামারিতে রুপ নেয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

তো আমরা আজ ভয়াবহ ডেঙ্গু জ্বর নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন-মেডিসিন বিশেষজ্ঞ ডা. খসরুজ্জামান রনি। বিশিষ্ট এই  চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  কর্মরত ছিলেন। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।

ডা.খসরুজ্জামান রনি, রেডিও তেহরানের স্বাস্থ্যকথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

রেডিও তেহরান: ডা.খসরুজ্জামান রনি, ডেঙ্গু জ্বর নিয়ে প্রথম পর্বের শেষ প্রশ্নে  আমি বলেছিলাম, ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দেয়ার পর আরও নিশ্চিত হওয়ার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং কোথায় নিয়ে যেতে হবে রোগীকে? আমরা এ বিষয়ক উত্তরে খুব একটা এগোতে পারিনি। তো আজ যদি আপনি প্রথমে এ বিষয়টি আলোচনা করেন?

ডেঙ্গু পরীক্ষা

ডা.খসরুজ্জামান রনি: ধন্যবাদ আপনাকে। ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অথবা কারও যদি উচ্চ মাত্রার জ্বর হয় এবং তিনি যদি ডেঙ্গুপ্রবণ অঞ্চলে ভ্রমণ করে থাকেন তাহলে সেইসব রোগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেয়া প্রয়োজন।

কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি। এতে দেখা হয় রোগীর শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে কি না?

অনুচক্রিকা কমে যাচ্ছে কি না?

হেমাটোকিট বেড়ে যাচ্ছে কি না?

অথবা ইএসআর বাড়ছে কি না?

এরপাশাপাশি ডেঙ্গু নিশ্চিত হওয়ার জন্য-এনএসওয়ান এন্টিজেন পরীক্ষা করতে হয় এটি ডেঙ্গু হওয়ার প্রথম ৫ দিনের মধ্যে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে এটি পরীক্ষা করাতে হয়। আর এটি যদি পজিটিভ আসে তাহলে আমরা চিকিৎসকরা মোটামুটিভাবে নিশ্চত হয়ে যাই যে এটি ডেঙ্গু এবং সেইভাবে চিকিৎসা শুরু করি।

রেডিও তেহরান: ডেঙ্গু জ্বর নিশ্চিত হওয়ার জন্য আপনি যা যা বললেন এর বাইরে আর কিছু বলবেন?

ডা.খসরুজ্জামান রনি: ডেঙ্গু জ্বরের স্থায়িত্ব যদি পাঁচ দিনের বেশি হয় সেক্ষেত্রে ডেঙ্গু এন্টিবডি টেস্ট করা হয়। এর আবার দুটি প্রকার আছে।

আইজিজি  এবং

আইজিএম

সাধারণত আইজিএমটাই আমরা দেখে থাকি। ডেঙ্গুর ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে এটি তাৎক্ষণিক পজিটিভ হয়ে থাকে।

অন্যদিকে আইজিজিটা হচ্ছে যাদের আগে ডেঙ্গু হয়েছিল কিন্তু এই মুহূর্তে সুস্থ তাদের ক্ষেত্রে পজিটিভ আসে।

এন্টিবড়ি ছাড়াও রোগীর লিভার এনজাইম যথা এএলটি , এএসটিও পরীক্ষা করে থাকি। আবার যদি ডেঙ্গু তীব্র আকার ধারণ করে অর্থাৎ ডেঙ্গু হেমোরেজিক ফিভার যদি হয়ে যায় সেক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু অর্গান এর পরীক্ষা নিরীক্ষা করা হয়।

সিবিসি পরীক্ষা

পাশাপাশি রুটিন ব্লাডের যে অন্যান্য পরীক্ষা আছে সেগুলোও করানো হয়। যেমন বুকের এক্সরে, ক্রিয়েটিনিন পরীক্ষা , যদি ডায়াবেটিস হওয়ার সম্ভবান কিংবা ইতিহাস থাকে তাহলে ডায়াবেটিসের পরীক্ষাও করানো হয়।  প্রস্রাবের পরীক্ষাও দিয়ে থাকি।

শ্রোতাবন্ধুরা! আপনারা স্বাস্থ্যকথার আসরে ভয়াবহ ডেঙ্গুজ্বর নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুনছেন। আর আলোচনা করছেন- মেডিসিন বিশেষজ্ঞ ডা. খসরুজ্জামান রনি। ফিরছি শিগগিরি আমাদের সাথেই থাকুন।

রেডিও তেহরান: মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। ডা. খসরুজ্জামান রনি, আমি আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম-পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীকে কোথায় নিয়ে যেতে হবে?

ডা.খসরুজ্জামান রনি: এই পরীক্ষাগুলো সাধারণত আমাদের পার্শ্ববর্তী যেকোনো সরকারি হাসপাতালেই করা যাবে খুবই স্বল্পমূল্যে। অর্থাৎ মাত্র ৫০ টাকা মূল্যে করা হচ্ছে। এছাড়া মোটামুটি কম মূল্যে প্রাইভেট হাসপাতালগুলোতেও ডেঙ্গু টেস্ট করা যায়।

রেডিও তেহরান: জ্বি ডা. রনি দ্বিতীয় পর্বের শেষ প্রশ্নে  একটি বিষয় একটি স্পষ্ট হয়ে নিতে চাই। সেটি হচ্ছে-আপনি এর আগে ডেঙ্গু জ্বরের লক্ষণের কথা বলেছেন। কিন্তু লক্ষণবিহীন কি ডেঙ্গু জ্বর হতে পারে? অর্থাৎ ডেঙ্গু জ্বরের কোনো লক্ষণ নেই অথচ তার ডেঙ্গুর জ্বর এমনটি হতে পারে কি না?

এন্টিবডি পরীক্ষা

ডা.খসরুজ্জামান রনি: জ্বি ডেঙ্গু লক্ষণবিহীনও হতে পারে। মেডিকেলের ভাষায় আমরা একে এসিমটোমেটিক বলে থাকি। এক্ষেত্রে ডেঙ্গু জ্বর হিসেবে লক্ষণগুলো দেখা যাবে না। যদি এন্টিবোডি টেস্ট করা হয় তখনই মাত্র ডেঙ্গুটা ধরা পড়বে। এতে অবশ্য ভয়ের কিছু নেই এ ধরনের লক্ষণবিহীন ডেঙ্গু সাধারণত তীব্র ডেঙ্গুতে টার্ন নেয় না এবং হওয়ার সম্ভাবনা নাই বললেও চলে।

রেডিও তেহরান: ডা. খসরুজ্জামান রনি-  উদ্বেগ সৃষ্টিকারী ডেঙ্গু জ্বর' নিয়ে রেডিও তেহরানের স্বাস্থ্যকথার আসরকে সময় দেয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

ডা. খসরুজ্জামান রনি: আপনাকেও ধন্যবাদ।

আর শ্রোতাবন্ধুরা! ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত ভাইরাস জনিত জ্বর। তো এই এডিস মশা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।  জ্বর হলে অবহেলা করা যাবে না। দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাই ভালো ও সুস্থ্ থাকুন।

অনুষ্ঠানটি প্রযোজনা ও উপস্থাপনা করেছেন গাজী আবদুর রশীদ। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ