সেপ্টেম্বর ২২, ২০২৩ ১৫:৫১ Asia/Dhaka
  • 'বাংলাদেশে সংখ্যালঘুদের ভোট কি ফিক্সড ডিপোজিট'

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২২ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়াকে আবারও নেওয়া হলো সিসিইউতে-প্রথম আলো
  • সবজির বাজারে আগুন, বাড়তি ফার্মের মুরগির দামও-ইত্তেফাক
  • নির্বাচন পর্যবেক্ষণ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিলেন উজরা জেয়া-মানবজমিন
  • সুদসহ জলবায়ু তহবিলের ৮২৭ কোটি টাকা আটকে আছে ফারমার্স ব্যাংকে-ডেইলি স্টার বাংলা
  • রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বাংলাদেশের অগ্রাধিকার : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, হাই কোর্টের রক্ষাকবচ, তবে খারিজ করা হল না ইডির ‘এফআইআর’-আনন্দবাজার পত্রিকা
  • দূতাবাসের সুরক্ষা বিঘ্নিত, কানাডার ভিসা স্থগিতে বলল ভারত-গণশক্তি
  • বিদেশি পড়ুয়াকে অপহরণ, বিশ্বভারতীতে চাঞ্চল্য-আজকাল
  • সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে সব সম্ভব’, মোদির প্রচারে হাতিয়ার মহিলা সংরক্ষণ বিল-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

খালেদা জিয়াকে আবারও নেওয়া হলো সিসিইউতে-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের পরামর্শে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দলের চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। এতে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্য দলের পক্ষ থেকে আজ বাদ জুমা সারা দেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত রোববার রাতে তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। পরে আবার তাঁকে কেবিনে দেওয়া হয়।

প্রথম আলোর মতামত কলামের শিরোনাম-এরকম, সংখ্যালঘুদের ভোট কি ফিক্সড ডিপোজিট। এ মতামত কলামে লেখা হয়েছে, এ দেশের সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায় সচরাচর আওয়ামী লীগকে ভোট দেয়। কিছু ব্যতিক্রম হয়তো আছে। কিন্তু ব্যতিক্রম তো নিয়ম নয়, তাই হিন্দুদের আওয়ামী লীগ সমর্থন নিয়ে দ্বিমতের অবকাশ নেই। আওয়ামী লীগকে ভোট দেয় বটে, কিন্তু এই দল তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ দূরে থাক, নিরাপত্তাটুকুও নিশ্চিত করতে পারেনি। তবু কেন আওয়ামী লীগের প্রতি এই অন্ধ আনুগত্য? সে কথায় পরে আসছি। 

সম্প্রতি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদ্‌যাপন পরিষদের এক কর্মশালায় হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রশ্ন করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল সরকারে থাকার পরও দেশ কেন এত সাম্প্রদায়িক হলো? পাশাপাশি নেতারা ‘রাজনীতির দাবা খেলার ঘুঁটি’ হিসেবে ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার না করারও আহ্বান জানিয়েছেন। হিন্দু নেতাদের বক্তব্য থেকে অনুধাবন করা যায়, তাঁরা একসময় বিশ্বাস করেছেন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িকতার বিকাশ ঘটবে না। বলা বাহুল, তাঁদের সে বিশ্বাসে চিড় ধরেছে। তাঁরা এখন আর ‘রাজনীতি-খেলা’র অংশ হতে চান না। তাহলে তাঁদের সামনে বিকল্প কী?

যাঁরা বলেন এ দেশের হিন্দু সম্প্রদায় চিরকালই আওয়ামী লীগের ‘ফিক্সড ডিপোজিট’, তাঁদের বক্তব্য অর্ধসত্য। কারণ, স্বাধীনতা–পূর্বকালে এ দেশের হিন্দু-সম্প্রদায়ের রাজনীতিসচেতন বড় একটি অংশ ন্যাপ-কমিউনিস্ট পার্টির রাজনীতিতে যোগ দিয়েছে শুধু নয়, অনেকে পার্টির জন্য পৈতৃক সহায়-সম্পত্তি পর্যন্ত দান করে গেছে। কিন্তু যেকোনো কারণেই হোক মূলধারার রাজনীতিতে এ দুটি দলের ভূমিকা ক্রমে সংকুচিত হয়েছে। স্বাধীনতা–উত্তরকালে জাসদের রাজনীতিতেও দলে দলে যোগ দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের তরুণেরা। কিন্তু জাসদের উত্থান-পতনের সঙ্গে তাঁদেরও স্বপ্নভঙ্গ হয়েছে। 

নির্বাচন পর্যবেক্ষণ সংস্কৃতি বন্ধ হওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী-যুগান্তর

বাংলাদেশের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ নির্বাচনের গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে অন্যান্য রাজনৈতিক দলের সাহায্য লাগবে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল না পাঠানো প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অধিকাংশ দেশে কোনো ইলেকশন অবজারভার যায় না। আমেরিকায় বিদেশ থেকে কোনো ইলেকশন অবজারভার আসে না। ইংল্যান্ডে— এমনকি প্রতিবেশী দেশ ভারতেও যায় না। 

পররাষ্ট্রমন্ত্রী বললেন, তাদের দেশেও পর্যবেক্ষক অনুমোদন দেওয়া হয় না। তা হলে আমার দেশে নির্বাচন হবে, অন্যরা এসে কি ওকালতি করবে?

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিলেন উজরা জেয়া-এ শিরোনামটি করা হয়েছে মানবজমিনে।

সবজির বাজারে আগুন, বাড়তি ফার্মের মুরগির দামও-ইত্তেফাক

বিস্তারিত খবরে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরেই স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। মাছ-মাংস, কাঁচাবাজার, এমনকি মসলাজাত পণ্যে বাজারেও বেড়েছে অস্বস্তি। বিভিন্ন সময় নানা পণ্যের দাম কিছুটা ওঠানামা করলেও বাজার ছুটছে ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে নতুন করে সবজির বাজার চড়া। বৃষ্টির কারণে হঠাৎ করেই রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে নানা সবজির কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ন্যূনতম ৬০ টাকার কমে তেমন কোনো সবজি মিলছে না।অপরদিকে সম্প্রতি ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায়। ডজনে দাম হয়ে গিয়েছিল ১৮৫ টাকা।এদিকে মাংসের বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বাংলাদেশের অগ্রাধিকার : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী-নয়া দিগন্তের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত পাঠানোকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন করা।’ বৈঠকে উজরা জেয়া প্রধানমন্ত্রীকে জানান, তারা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের জন্য ১১৬ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:

সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে সব সম্ভব’, মোদির প্রচারে হাতিয়ার মহিলা সংরক্ষণ বিল-সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, মহিলা সুরক্ষা বিলকে যে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি বড় হাতিয়ার করতে চলছে, সেটা সংসদে বিল পেশ হওয়ার দিনই বোঝা গিয়েছিল। সংসদের দুই কক্ষে বিল পাশ হওয়ার পরদিনই সেই প্রচারের কাজে নেমে পড়ল গেরুয়া শিবির। বলা ভাল, নেমে পড়লেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মোদির দাবি, মহিলা সুরক্ষা বিল বুঝিয়ে দিল সদিচ্ছা এবং সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে সব সম্ভব।

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সদিচ্ছা নেই, মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে চায় না মোদি সরকার, তোপ রাহুলের।বিস্তারিত খবরে লেখা হয়েছে, মহিলা সংরক্ষণ বিল পাশ হলেও তা কার্যকর করতে চায় না কেন্দ্র সরকার। কিন্তু এই বিল ব্যবহার করে অন্য সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশ হওয়ার পরেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর মুখে উঠে এল ওবিসি প্রসঙ্গও। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill)।

দূতাবাসের সুরক্ষা বিঘ্নিত, কানাডার ভিসা স্থগিতে বলল ভারত-গণশক্তি পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কানাডার নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত সরকারি স্তর থেকে ঘোষণা করল ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘‘কানাডায় ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাসের সুরক্ষা বিপদের মুখে রয়েছে। সেই কারণে সাময়িক ভাবে ভিসার আবেদন মঞ্জুর করছে না ভারত।’’

এ সম্পর্কে মিডিয়ার অন্য খবরে লেখা হয়েছে, যত দিন যাচ্ছে, ততই ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ হচ্ছে। ভারত জানিয়েছে, কানাডাকে তাদের দূতাবাস থেকে কর্মী কমাতে হবে। কারণ, কানাডায় ভারতের দূতাবাসে যত কর্মী আছে, তার থেকে অনেক বেশি কর্মী দিল্লিতে কানাডার দূতাবাসে আছে।শুধু তাই নয় ভারত স্পষ্টভাবে জানিয়েছে, কানাডা এখনো পর্যন্ত খালিস্তানপন্থি শিখ নেতা নিজ্জারের হত্যা নিয়ে কোনো তথ্যপ্রমাণ দেয়নি।শুধুমাত্র অভিযোগ করেছে। তারা নির্দিষ্ট তথ্য চায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।