চিঠিপত্রের আসর প্রিয়জন
'রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান মনোগ্রাহী ও রুচিসম্মত'
শ্রোতাবন্ধুরা,আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “আপনারা শিশুদেরকে ভালোবাসুন, ক্ষমা করুন এবং তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।"
নাসির মাহমুদ: শিশুদের প্রতি স্নেহ ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে চমৎকার একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।
আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়ান নাগেরপাড়া থেকে আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা অজয় কুমার সরকার।
তিনি লিখেছেন, “রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনি। তার প্রমাণ ফেসবুক কমেন্টস। অনুষ্ঠান ভালো লাগলে, অনুষ্ঠানের মধ্যে আকর্ষণীয় কিছু থাকলে অনুষ্ঠান শোনার জন্য কাউকে বলার প্রয়োজন নেই। যেমন: আমি।”
আশরাফুর রহমান: ভাই অজয় কুমার সরকার, আমরাও লক্ষ্য করেছি যে, ফেসবুক লাইভে অনুষ্ঠান সম্প্রচারের সময় আপনি মাঝেমধ্যে মন্তব্য করে থাকেন। এটা আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
নাসির মাহমুদ: এই শ্রোতাবন্ধু তার চিঠিতে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। লিখেছেন, “ইরানের বর্তমান প্রজন্মের সাহিত্যকর্ম বিশেষ করে গল্প, কবিতা ও উপন্যাস সম্পর্কে জানার ইচ্ছা রয়েছে। সেইসাথে আপনারা বিভিন্ন শ্রোতার অনুরোধে আরবি, ফার্সি গান শোনান,আমাদের তা ভালোও লাগে। তবে আরো ভালো লাগতো যদি গানটির সারমর্ম বাংলায় তর্জমা করে শোনাতেন।”
আশরাফুর রহমান: ইরানের বর্তমান প্রজন্মের সাহিত্যকর্ম সম্পর্কে অনুষ্ঠান প্রচারের যে প্রস্তাব আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকল। আর বিদেশি ভাষায় প্রচারিত গানগুলোর বাংলা তর্জমার ইচ্ছা আমাদেরও সবসময় থাকে। তবে সময়ের স্বল্পতার কারণে তা হয়ে ওঠে না। তো অনুষ্ঠান সম্পর্কে মতামত ও প্রস্তাবের জন্য ভাই অজয় কুমার সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নাসির মাহমুদ: বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। এতে তিনি লিখেছেন, ২১ সেপ্টেম্বর রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমাদেরকে মুগ্ধ করেছে, আনন্দ দিয়েছে, শিক্ষা দিয়েছে। তবে সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির বক্তব্য নিয়ে প্রচারিত প্রতিবেদনটি আমাদেরকে বেশি তাড়িত করেছে। প্রতিবেদনটি থেকে জানতে পারি যে, ইরানের প্রেসিডেন্ট ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে পবিত্র কুরআন অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর ও যুক্তিনির্ভর বক্তব্য রাখেন। তাঁর সে বক্তব্য ইসলামি বিশ্বসহ সকল শান্তিকামী মানুষের প্রশংসা কুড়িয়েছে। এটি সত্যিই ইসলাম ও ইরানের বিজয়।”
আশরাফুর রহমান: সমসাময়িক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত মতামত জানানোর জন্য শাহাদত হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসরের পরের মেইলটি এসেছে কাতারের রাজধানী দোহা থেকে। আর পাঠিয়েছেন এইচ এম কাউসার। এ শ্রোতাবন্ধুর দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বগাবাড়ি পূর্বপাড়া গ্রামে।
তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। তবে চিঠি লিখা হয়নি নিয়মিত। কারণ আমি কর্মরত আছি প্রবাসে,সময়ের কিছু স্বল্পতা আছে। ভালো লাগে আপনাদের সবগুলো পরিবেশনা।”
নাসির মাহমুদ: ভাই এইচ এম কাউসার, প্রবাসে কর্মব্যস্ত থাকা সত্ত্বেও আপনি ইমেইল করেছেন- এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি ইচ্ছে করলে আমাদের কাছে অনুষ্ঠান সম্পর্কে ভয়েজ বার্তা পাঠাতে পারেন। এতে আপনার সময়ও বাঁচল আবার শ্রোতারা আপনার মতামতও জানতে পারল। আশা করি ভেবে দেখবেন বিষয়টা।
আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে ইন্টারন্যশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন ৪টি মেইল। একটিতে তিনি লিখেছেন, “রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ওয়েবসাইট থেকে একটি খবর পড়ে বেশ ভালো লাগল। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। এটা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করি। মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে বৈরী সম্পর্ক এ অঞ্চলের শান্তি আর নিরাপত্তার জন্যে হুমকি বলে মনে করি। সেখানে এ ধরনের মৈত্রী সম্পর্ক নিঃসন্দেহে গুরুত্ব বহন করবে! ‘ইরান-সৌদি সম্পর্ক দীর্ঘ ও চিরস্থায়ী হোক; দীর্ঘদিনের বৈরিতার অবসান হোক‘- এ কামনা করে চিঠিটি শেষ করেছেন এই শ্রোতাবন্ধু।
নাসির মাহমুদ: নাজিম উদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মতামত জানানোর জন্য।
রংপুরের পূর্ব শালবন থেকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগের সদস্য শায়লা ফারজানা ১৯ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে পাঠিয়েছেন সাতটি মেইলটি। আমরা তিনটি চিঠি একত্র করে পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, “আমি রেডিও তেহরান-এর একজন নিয়মিত শ্রোতা। এ বেতারের সবগুলো অনুষ্ঠান শুনি, আমার ভালো লাগে। তবে, পবিত্র কুরআন থেকে তেলায়াত ও তরজমা আমার বেশি ভালো লাগে।”
আশরাফুর রহমান: সাপ্তাহিক অনুষ্ঠানগুলোর মধ্যে রংধনু আসর ও স্বাস্থ্যকথা সম্পর্কে তিনি লিখেছেন, “২১ সেপ্টেম্বর তারিখে স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ সম্পর্কে ডাক্তার আবু কামরান রাহুলের পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি মনোযোগ দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে। আর ২২ সেপ্টেম্বর তারিখে প্রচারিত রংধনু আসরের একাংশে ছিল কয়েকটি কৌতুক। কৌতুকগুলো আমার অনেক ভালো লেগেছে। এ ধরনের আরো মজার মজার কৌতুক পরিবেশন করার জন্য অনুরোধ করছি।”
নাসির মাহমুদ: রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি রংধনু আসর ও স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করে নিয়মিত ইমেইল করায় বোন শায়লা ফারজানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।
আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে। আর পাঠিয়েছেন দেবাশীষ গোপ।
তিনি লিখেছেন, “আমি আপনাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক। আপনাদের প্রতিটা অনুষ্ঠান মনোগ্রাহী ও রুচিসম্মত। অনুষ্ঠানের বৈচিত্র্যতা ও নতুনত্ব আমাকে অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তোলে। দিন দিন রেডিও তেহরান বাংলার জনপ্রিয়তা বাড়ছে। এটা খুবই সুখের কথা।”
আশরাফুর রহমান: এরপর আমাদের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, “আপনাদের প্রচারিত বিশ্বসংবাদ,দৃষ্টিপাত, কথাবার্তা খুবই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ। এসব শুনে গোটা বিশ্বের বিভিন্ন খবরের হালহকিকত জানতে পেরে ভালো লাগে। তবে মাঝেমধ্যে খেলার খবর পেলে আরও ভালো লাগত।”
নাসির মাহমুদ: ভাই দেবাশীষ গোপ, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, খেলার খবর প্রচারের বিষয়টি নিয়ে আমরা সংবাদ বিভাগের সঙ্গে কথা বলব। নিয়মিত চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশরাফুর রহমান: তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা বাংলাদেশের দিনাজপুরের এক শ্রোতার একটি অডিও বার্তা শুনব।
নাসির মাহমুদ: ছোট্ট এই অডিও বার্তায় অনেককিছুই বলেছেন মেহেদী হাসান ভাই। তো প্রিয়জনের আজকের আসরে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি।
রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে তিনি লিখেছেন, “আমাদের অজ্ঞতা দূর করে রেডিও তেহরান হয়ে উঠেছে পরম বন্ধু। জগতের কত অচেনা অজানা ঘটনা, অত বিচিত্র কীর্তি কাহিনী আমাদের অগোচরে থেকে যায়। সেই অজ্ঞাত বিষয়কে আমাদের চোখের সামনে মেলে ধরে রেডিও তেহরান।”
বিধান দা আরও লিখেছেন, “শ্রোতাদের মনে বিপ্লব ঘটিয়ে চলেছে রেডিও তেহরান। যেকোনো মাধ্যমের মতো রেডিও তেহরানও গণচেতনা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। মানুষের জানার আগ্রহ ও জ্ঞানের ক্ষুধাকে পরিপূর্ণতা এনে দিচ্ছে রেডিও তেহরান। সামাজিক বোধ সৃষ্টি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রকাশ, সুকুমার বৃত্তির জাগরণ, সুস্থ সংস্কৃতি বোধের উন্মেষ এবং ধর্মীয় ভাবাবেগের উন্মেষ ঘটাতে পারলেই আসবে গণচেতনা। গণচেতনা সৃষ্টিতে রেডিও তেহরানের ভূমিকা অনন্য।”
আশরাফুর রহমান: রেডিও তেহরান সম্পর্কে বিধান দাদার কথাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আশা করি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কেও মতামত দেবেন। সুন্দর করে চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আসরের পরে মেইলটি এসেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা।
তিনি লিখেছেন, “আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ফেসবুক লাইভে শুনে থাকি। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সংবাদদাতার পাঠানো সংবাদ শুনে সাম্প্রতিক ঘটনার তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারি। ২২ সেপ্টেম্বর সান্ধ্য অধিবেশনে "জলমগ্ন ঢাকা, অপরিকল্পিত ড্রেনেজ বাড়াচ্ছে নাগরিক ভোগান্তি" শীর্ষক প্রতিবেদনটি শুনলাম এবং ওয়েবসাইটে পড়লাম। দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু অপরিকল্পিত উন্নয়নের ফলে সামান্য বৃষ্টিতেই হঠাৎ বন্যায় নীচু জায়গা ও রাস্তা ডুবে মানুষের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। ঢাকাসহ সারা দেশের দিকে দৃষ্টিপাত করলেই একই চিত্র নজরে পড়ে। জনদূর্ভোগ এড়াতে কর্তৃপক্ষকে আরও গভীর চিন্তাভাবনা ও গবেষণা করে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।”
নাসির মাহমুদ: ভাই আব্দুল হাকিম মিঞা, আপনার মতামতটি তুলে ধরা হলো। আশাকরি জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবেন। তো, মতামত জানিয়ে ইমেইল পাঠানোয় আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন নিজামুদ্দিন শেখ।
শুরুতেই শিউলি ঝরা শিশির সিক্ত শরত প্রাতের একরাশ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপর লিখেছেন, “২১ সেপ্টেম্বরের অনুষ্ঠান শুনলাম।সবচেয়ে ভালো লেগেছে রংধনু আসরে প্রচারিত ধার্মিক স্বর্ণব্যবসায়ী ও এক রাজার গল্পটি। অনুষ্ঠানে প্রচারিত কৌতুকগুলো ছিল খুব মজার। মনের বেশ খোরাক জুগিয়েছে অনুষ্ঠানটি। এদিন ‘হে আমার রব,প্রশংসা তোমার সব’ শিরোনামের হামদটি ছিল বেশ হৃদয়স্পর্শী।”
আশরাফুর রহমান: ভাই নিজামুদ্দিন শেখ, রংধনু আসর আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাংলাদেশ থেকে আসা কয়েকটি ইমেইলের প্রাপ্তিস্বীকার করব।
- কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেসুর রহমান
- পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার হাজরাডাঙ্গা থেকে শ্রী দিপক চক্রবর্তী
- ঝিনাইদহের মহেশপুর থেকে নজরুল ইসলাম
- টাঙ্গাইলের ঘাটাইল থানার আকন্দের বাইদ থেকে মোবারক হোসেন ফনি
- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পারগয়ড়া থেকে মো. রুবেল ইসলাম হৃদয়
- গোপালগঞ্জের জলিরপাড় থেকে বিধান চন্দ্র টিকাদার
- কিশোরগঞ্জের কটিয়াদী থানার চরঝাকালিয়া থেকৈ মিয়া মোহাম্মদ ছিদ্দিক
- এবং চট্টগ্রাম থেকে জাকারিয়া চৌধুরী যুবরাজ
নাসির মাহমুদ: ইমেইলে অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং শ্রবণমান রিপোর্ট পাঠানোয় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নাতে রাসূল (সা.)। বিশ্বনবীর আগমনকে কেন্দ্র করে গানটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আর গেয়েছেন শিল্পী খালিদ হোসেন।
আশরাফুর রহমান: শ্রোতাবন্ধুরা, আপনার গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩