অক্টোবর ১৭, ২০২৩ ১৯:৪৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) তাঁর বড় সন্তান ইমাম হাসানকে বলেছেন,শিশুর মন হচ্ছে খালি বা পড়ে থাকা জমির মত। এখানে যে বীজই বোনা হবে তা-ই বেড়ে উঠবে ও ফলবান হবে। তাই তোমার মনের জমিনে বন্ধু ও পারিপার্শ্বিক পরিবেশের মত অন্যকিছুর শক্ত ভিত্তি গড়ে ওঠার আগেই তোমায় সুশিক্ষায় শিক্ষিত করার পদক্ষেপ নিতে চাই।

আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম আমরা। এই বাণীর  আলোকে বলতে পারি যে, কেউ যদি সন্তানদের ধার্মিক ও সৎ বানাতে চায় তাহলে ছোটবেলা থেকেই তাদেরকে নানা ধর্মীয় শিক্ষা ও অভ্যাসে অভ্যস্ত করা উচিত।

গাজী আব্দুর রশীদ:  আমরা সবাই মূল্যবান এই বাণীটি মেনে চলার চেষ্টা করব- এই আহ্বান জানিয়ে নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে। আজকের আসরে বেশকিছু মেইল এসেছে ইহুদিবাদী ইসরাইলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বীরোচিত অভিযান এবং গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক হামলা সম্পর্কে। প্রথম মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে মহ. হাফিজুর রহমান। তিনি লিখেছেন,

আশরাফুর রহমান: ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী সেনাদের দীর্ঘদিনের আগ্রাসনের জবাবে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে ইসরাইলকে হতোদ্যম করে দিয়েছে। আমি মনে করি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সমর্থন ও সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, দখলদার ইসরাইলে ফিলিস্তিনি সংগ্রামীদের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইরান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক সরাসরি যোগাযোগ বজায় রেখে চলেছে। ফিলিস্তিনিদেরকে বীরোচিত অভিযানের জন্য গোটা ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানাই। দখলদার বাহিনীর আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে এই অভিযান ছিল দাঁতভাঙা জবাব।

আকতার জাহান: একই বিষয়ে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদত হোসেন লিখেছেন, ইহুদিবাদি ইসরাইল শুধু মুসলমানদের ভূখণ্ড দখল করেনি,দীর্ঘদিন ধরে তারা মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। তারা গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে রাখছে, বিনা কারণে ও বিনা বিচারে আটক রাখছে, সম্পত্তি কেড়ে নিচ্ছে এমনকি নানা অজুহাতে ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করছে। এসব অপকর্মের প্রতিবাদ হিসেবে শনিবার ভোর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলের উপর অতর্কিত আক্রমণ চালায়। ফিলিস্তিনিদের বীরত্বপূর্ণ অভিযানের জন্য তাদের অভিনন্দন জানাই। একইসাথে ইরানসহ যেসব দেশ ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তদের ধন্যবাদ জানাই এবং অপরাপর মুসলিম দেশগুলোকেও ইরানের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জানাই।

গাজী আব্দুর রশীদ: অপারেশন আল-কুদস তুফান-এর প্রশংসা করে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে দেবাশীষ গোপ লিখেছেন, এটা ভাবতে ভালো লাগছে যে, ইজরায়েল আর সহজে দাম্ভিকতা ও আগ্রাসী মনোভাব দেখানোর হিম্মত করবে না। এভাবেই ফিলিস্তিনিরা তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে। অদূর ভবিষ্যতে তা গোটা বিশ্ব দেখবে।

আশরাফুর রহমান: ফরিদপুর থেকে সাইফুল খান লিখেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরান আবারও প্রমাণ করল যে, মুসলমানদের সত্যিকারের অভিভাবক তারা। ইরানের পাশে আছে বাংলাদেশের জনগণ। মুক্ত ফিলিস্তিনের যে স্বপ্ন নিয়ে আমরা বাঁচি সেই আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহ। হামাস জিন্দাবাদ, ইসলামী প্রজাতন্ত্র ইরান জিন্দাবাদ।

আকতার জাহান: ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে নিন্দা জানিয়ে আরো অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রিয়জনের আগামী আসরে আমরা তাদের মতামত তুলে ধরার চেষ্টা করব। আজ কয়েকজনের লেখার প্রাপ্তিস্বীকার করছি:

  • রংপুরের পীরগাছা থেকে এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু  
  • এ এস মাহমুদ শুকুর, ময়মনসিংহ থেকে
  • এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে মো. মান্নান আলী

গাজী আব্দুর রশীদ: ইহুদিবাদীদের ৭৫ বছরের অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বীরোচিত অভিযান এবং গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক হামলা সম্পর্কে তাৎক্ষণিক মতামত জানানোয় আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে সিনিয়র শ্রোতা মোখলেছুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি অবশ্য 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত পত্রলেখা প্রতিযোগিতার অংশ হিসেবে কয়েকটি চিঠি পাঠিয়েছেন। 

আশরাফুর রহমান: মোখলেছ ভাই কিন্তু সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ পত্রলেখক হিসেবে বিজয়ীও হয়েছেন।

আকতার জাহান: হ্যাঁ, বাংলাদেশ থেকে মোখলেছ ভাই আর ভারত থেকে নিজামুদ্দিন সেখ ভাই শ্রেষ্ঠ পত্রলেখকের শিরোপা জিতেছেন। তাদের দুজনকেই অভিনন্দন। সেইসাথে যারা এই প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছেন তাদেরকে জানাই ধন্যবাদ।

গাজী আব্দুর রশীদ:  যে চিঠির কারণে মোখলেছুর রহমান শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হয়েছেন তার কিছু অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, পেটের ক্ষুধা মিঠায় খাদ্যসামগ্রী, গায়ের শোভা বর্ধন করে পোষাক-পরিচ্ছদ আর মনের খোরাক মেঠায় রেডিও তেহরানের মনোগ্রাহী বাংলা অনুষ্ঠান! রেডিও তেহরান আমাদের কাছে জ্ঞানের কারখানা! এই জ্ঞানের কারখানা থেকে আমরা প্রতিদিন অনেক কিছু শিখছি, জানতে পারছি এবং সুঅভ্যাস গড়ে তুলছি। জীবন চলার পথে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার অভিজ্ঞতা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে। যা আমাদের কাছে এক পরম পাওনা। সত্যি কথা বলতে কী, আমরা শ্রোতারা রেডিও তেহরানকে আল্লাহর এক অশেষ রহমত রূপে পেয়েছি। আর সেই জন্যই তো রেডিও তেহরানের সম্প্রচারিত অনুষ্ঠানমালা আমরা না শুনে থাকতে পারি না।”

আশরাফুর রহমান: রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য মোখলেছুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, “ফিলিস্তিনের প্রতি ভারতের সমর্থন ভারতের বিদেশ নীতির একটি অবিচ্ছেদ্য অংশ। ১৯৮৮ সালের ১৮ নভেম্বর ভারত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। কিন্তু ভারতের চিরাচরিত অবস্থানকে পাল্টে দিয়ে আমেরিকার অঙ্গুলি হেলনেই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইহুদিবাদী ইসরাইলের পাশে দাঁড়িয়েছেন। ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অভিযানকে তিনি 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, মোদী একমাত্র এবং প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরাইল সফর করেছেন। তবে সে যাই হোক, ফিলিস্তিনিদের প্রতি ভারতের সাধারণ জনগণের সমর্থন আজও অটুট।”

আকতার জাহান: ফিলিস্তিনের প্রতি ভারতের সাধারণ জনগণের সমর্থন অব্যাহত থাকুক- এ প্রত্যাশা করে নজর দিচ্ছে পরের চিঠিটির দিকে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে এটি পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগীয় শাখার  সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (মাস্টার)।

তিনি লিখেছেন, “রেডিও তেহরানের চিঠিপত্রের আসর প্রিয়জন আমাদের অত্যন্ত প্রিয় এবং সপ্তাহের সেরা ও কাঙ্ক্ষিত একটি অনুষ্ঠান। গত ২ অক্টোবরের প্রিয়জনের শুনলাম। এ সপ্তাহের প্রিয়জনে সবার লেখাই ভালো লেগেছে। তবে এ পর্বে আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখার সহ-সভাপতি দিনাজপুরের মেহেদী হাসানের অডিও বার্তা, শায়লা ফারজানা'র ইমেইলের জবাব এবং সহঃ সাধারণ সম্পাদক পঞ্চগড়ের দীপক চক্রবর্তী দীপক ও গাইবান্ধার রুবেল ইসলাম হৃদয়ের মেইলের প্রাপ্তি স্বীকার আমাকে আনন্দিত করেছে।”

চিঠির শেষাংশে আবদুল কুদ্দস ভাই মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীমের 'মদীনারই গুল বাগিচায় ফুইটাছে এক ফুল'শিরোনামের গানটি শুনতে চেয়েছেন।

গাজী আব্দুর রশীদ:  চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আবদুল কুদ্দুস ভাই। গানটি বাজিয়ে শোনানো হবে আজকের আসরের শেষের দিকে। তো প্রিয়জন সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল করায় আবদুল কুদ্দস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, সেপ্টেম্বর মাসে রেডিও তেহরান আয়োজিত মাসিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার জিতেছেন ভারতের মুর্শিদাবাদের সিনিয়র শ্রোতা এস এম নাজিমউদ্দিন। এই পুরস্কার জেতার বিষয়ে তার অনভূতি জানতে চাইলে তিনি বললেন:  

আশরাফুর রহমান: সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ শ্রোতা হওয়ার বিষয়ে নাজিমউদ্দিন ভাইয়ের চমৎকার অনুভূতি জানলাম। সেইসাথে জানতাম, শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার রহস্যও। আশা করি আমাদের অন্য শ্রোতাবন্ধুরা, নাজিম ভাইয়ের পদ্ধতি অনুসরণ করে শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা ছিনিয়ে নেবেন।

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা ছোট জামবাড়িয়া থেকে মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা পাঠিয়েছেন ৫টি মেইল।

৩০ সেপ্টেম্বর তারিখে পাঠানো মেইলে তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের মধ্যে 'প্রিয়জন' অনুষ্ঠানটি পত্রলেখক শ্রোতাদের নিকট খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। শ্রোতাদের আপন করে নেওয়ার একটি অনুষ্ঠান এটি। এই অনুষ্ঠানটি শ্রোতাদের মনের মাঝে উঁকি-ঝুকি দেওয়া কথাগুলোর সঠিক উত্তর প্রদানে মাধ্যমে প্রতিটি শ্রোতাকে বিনি সুতোয় বেঁধে রাখার মতো অনুষ্ঠান। প্রতি সোমবার হলেই অধীর আগ্রহ নিয়ে অগণিত শ্রোতা মেইল-এর উত্তর পাবার আশায় প্রহর গুণতে থাকে।"

এরপর তিনি সংবাদপত্রের পর্যালোচনামূলক অনুষ্ঠান কথা-বার্তা, সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত এবং শিশু-কিশোরদের জন্য প্রচারিত অনুষ্ঠান 'রংধনু' আসরের প্রশংসা করেছেন।

আকতার জাহান: ভাই মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে নিয়মিত চিঠি লিখায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।

রংপুরের পূর্ব শালবন থেকে শায়লা ফারজানা লিখেছেন আসরের পরের মেইলটি।

তিনি লিখেছেন, "৪ অক্টোবর স্বাস্থ্যকথা অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ডাক্তার শাহনাজ কাজীর গুরুত্বপূর্ণ আলোচনার দ্বিতীয় পর্ব শুনেছি। ব্রেস্ট ক্যান্সার হলে কিভাবে নিজে নিজে বুঝতে পারা যাবে- সে বিষয়ে চমৎকার আলোচনা করেছেন তিনি। গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অনুষ্ঠান পরিবেশন করার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।"

গাজী আব্দুর রশীদ:  স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানানোয় বোন শায়লা ফারজানা, আপনাকেও ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটিও একজন শ্রোতা বোনের। কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এটি।

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ৮ অক্টোবর প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে নারী মানব ফুল আমার খুব ভালো লেগেছে। এই পর্বে নারীদের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ করে ইসলাম যে নারীকে অসামান্য সম্মান দিয়েছে, সে বিষয়টি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে তুলা ধরা হয়। ফলে যেসব নারী নিজেদেরকে আধুনিক মনে করে পাশ্চাত্য সংস্কৃতি ও ভাবধারা লালন করেন, তাদের ভুল ভাঙবে বলেই আমরা মনে করি।"

আশরাফুর রহমান: 'নারী: মানব ফুল' অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

তো শ্রোতাবন্ধুরা, আজকের আসর শেষ করব শ্রোতাবন্ধু আব্দুল কুদ্দুস মাস্টারের অনুরোধে শিল্পী আবদুল আলীমের গানটি শুনিয়ে।

আকতার জাহান: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

ট্যাগ