জুন ২৫, ২০১৬ ১৭:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২৫ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

দিয়াবাড়ি খাল থেকে বিপুল পরিমাণ ওয়ারলেস সেট-যন্ত্রপাতি উদ্ধার–ইত্তেফাক

বিএনপিকে জঙ্গি সংগঠন বানানোর ষড়যন্ত্র করছে সরকার: রিজভী-প্রথম আলো

পদ্মাসেতু প্রধানমন্ত্রীর নামে করার প্রস্তাব জাপার-কালের কন্ঠ

টুঙ্গিতে ছিনতাইকারীর কবলে দুই ভিক্ষুক, একজন নিহত- মানবজমিন

কারাগারগুলোতে রেড অ্যালার্ট জারি-নয়া দিগন্ত

পরকীয়ার জের-স্ত্রী হত্যার ছক নিজেই কেটেছিলেন এসপি বাবুল আক্তার!-বাংলাদেশ প্রতিদিন

গুপ্ত হত্যাকারীদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে : ডিআইজি-মানবকন্ঠ

ভাই হত্যার মিথ্যা স্বীকারোক্তি আদায়ে ব্যবসায়ীকে নির্যাতন-যায় যায় দিন

সোনার দাম ভরিতে ফের বাড়ল ১২২৪ টাকা- যুগান্তর

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

এনএসজি-র ব্যর্থতায় দেশীয় প্রযুক্তিতেই গুরুত্ব ভারতের-সংবাদ প্রতিদিন

অপহরণ রুখতে ধস্তাধস্তি, ম্যাটাডরে পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণীর-বর্তমান

পুলিসের চাকরির পরীক্ষা দিতে গিয়ে হরিয়ানার কুরুক্ষেত্রে মৃত ২-আজকাল

শিক্ষিকাকে ২ ঘন্টা আটকে রেখে ৫ বার ধর্ষণ-এইসময়

দেনা শোধ করতে ফের দেনাই ভরসা-আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

মাহমুদা আক্তার মিতু হত্যার পর সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। এরপরই পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়। মিতুর স্বামী বাবুল আক্তার ক্ষোভে দুঃখে ভেঙে পড়ে এবং নানা প্রতিক্রিয়া জানায়।

পুলিশ সুপার সেই বাবুল আক্তারকে পুলিশ নিয়ে গেছে এ সম্পর্কিত খবর আজকের প্রায় সব দৈনিকের প্রধান খবর হিসেবে ছাপা হয়েছে।

গভীর রাতে বাবুল আক্তারকে নিয়ে গেছে পুলিশ-মানবজমিন/প্রথম আলো/ইত্তেফাক

চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যাকান্ডের ঘটনায় তার স্বামী এসপি বাবুল আক্তারকে শুক্রবার গভীর রাতে ঢাকায় তার শ্বশুরবাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শনিবার সকালে সংবাদমাধ্যমকে বলেন, কয়েকজন আসামির সামনে মুখোমুখি করে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার স্বজনদের মধ্যে তৈরি হয়েছে সন্দেহ আর উদ্বেগ। তার বাবা ও শ্বশুর বলছেন, বাবুলের স্ত্রী খুন হওয়ার পর থেকে পুলিশ নিরাপত্তা দিয়ে এসেছে; কিন্তু এখন তারাও সহযোগিতা করছে না।

তবে এ সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম:

পরকীয়ার জের-স্ত্রী হত্যার ছক নিজেই কেটেছিলেন এসপি বাবুল আক্তার!

স্ত্রী মিতু হত্যা পরিকল্পনার ছক নিজেই কেটেছিলেন এসপি বাবুল আক্তার। পুলিশের হাতে আটকের পর জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করে নিয়েছেন তিনি। গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার হত্যা মামলার তদন্ত নতুন চাঞ্চল্যকর মোড় নিলো। খবরে আরো বলা হয়েছে, পারিবারিক কলহের জের ধরে নিজে পরিকল্পনা করে স্ত্রীকে হত্যা করিয়েছেন বাবুল আক্তার। চট্টগ্রামের দামপাড়ার এক ব্যবসায়ীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিলো, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জিজ্ঞাসাবাদে বাবুল জানিয়েছেন বলেও নিশ্চিত করে সূত্র।

মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। পরে শুরু হয় ব্যাপক তদন্ত। তারই ধারাবাহিকতায় বের হয়ে আসে ঘটনার পেছনের ঘটনা। চট্টগ্রাম নগর পুলিশের দুজন শীর্ষ কর্মকর্তা এবং তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত এক সপ্তাহে মিতু হত্যাকাণ্ডে অংশ নেয়া চারজনের প্রত্যেককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক চারজনের মধ্যে দুজনই বাবুল আক্তারের সোর্স। সূত্র জানায়, আটকের পর চারজনের আলাদা আলাদা করে জবানবন্দিও নেয়া হয়। ওই জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করেন। তখনই তারা খুনের নির্দেশদাতা হিসেবে বাবুল আক্তারের কথা সুনির্দিষ্ট করে জানান।

উন্নয়নমূলক খবরে যুগান্তর লিখেছে,

বাংলাদেশেও পাতাল রেল ও বুলেট রেল চালু হবে-প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন বিরতিহীন ট্রেন সার্ভিস ‘সোনার বাংলা এক্সপ্রেস’, খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপ ও হাতিরঝিল ইউলুপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশের মতো বাংলাদেশেও পাতাল রেল ও বুলেট রেল চালু হবে।

আর জনকণ্ঠ লিখেছে, মেট্রোরেল (এমআরটি লাইন-৬) ও বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামীকাল রবিবার। ঢাকা মহানগরীর যানজট নিরসনে মেট্রোরেলের রুট হবে উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। অপরদিকে গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত হবে বিআরটির রুট।

এবার রাজনীতির খবর-

গণতন্ত্রকে গণতান্ত্রিক পন্থায় চলতে দিন: ফখরুল-কালের কণ্ঠ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সরকার জঙ্গি দমনের নামে ভয়ংকর পথ বেঁছে নিয়েছে। বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির আদর্শ দমন করতে পারেনি সরকার। বিএনপিকে দমণ করা যাবে না। তাই বলবো আগুন নিয়ে খেলবেন না। গণতন্ত্রকে গণতান্ত্রিক পন্থায় চলতে দিন। তাহলে জঙ্গি এমনিতেই দমন হবে।

আর রিজভী বলেছেন,জঙ্গি দমনে ব্যর্থ হয়ে সরকার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বিএনপিকে জঙ্গি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

পদ্মা সেতু প্রধানমন্ত্রীর নামে করার প্রস্তাব জাপার-কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতু নামকরণে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে প্রস্তাব করেছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যাশা অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের কাজ চলছে। এবারের প্রস্তাবিত বাজেটে পদ্মা সেতু নির্মাণের জন্য ৬ হাজার ৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই। এই সেতু প্রধানমন্ত্রীর নামে নামকরণ করা হলে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা সমর্থন ও স্বাগত জানাবো।

অর্থনীতিতে দুর্নীতির বিষয়ে যুগান্তরের একটি খবরের শিরোনাম

সুশাসনের অভাবে অর্থপাচার : আকবর আলী খান

সুশাসনের অভাবেই অর্থপাচার বাড়ছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। তিনি বলেছেন, মূলত বাংলাদেশে লোকজন টাকা রাখতে ভয় পায়, করের হার আরও কমানো হলেও পাচার বন্ধ হবে না। দেশ থেকে অনেক মানুষ চলে যেতে চায়।

সিপিডির এ ডায়ালগ অনুষ্ঠানে আকবর আলী খান বলেন, অর্থপাচার নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু কোনো কাজে আসছে না। ফি বছর পাচারের অর্থের অংক বাড়ছে।

তিনি বলেন, অর্থপাচারের দুইটি কারণ থাকতে পারে। একটি হলো উন্নত দেশের দৃষ্টিভঙ্গি আর অন্যটি হলো আইনের শাসনের অভাব। আমার মনে হয় কর ফাঁকি দিতে এই টাকা পাচার হচ্ছে না। মূলত বাংলাদেশে লোকজন টাকা রাখতে ভয় পায়, করের হার আরও কমানো হলেও পাচার বন্ধ হবে না। দেশ থেকে অনেক মানুষ চলে যেতে চায়।

কারাগারগুলোতে রেড অ্যালার্ট জারি-নয়া দিগন্ত

সারা দেশের কারাগারগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাত থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ দিকে দায়িত্বশীল একটি সূত্র জানায়, কারাগারে আত্মঘাতী হামলা হতে পারে গোয়েন্দাদের এমন সতর্কবাণীর পর কারা কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করেছে।

ভাই হত্যার মিথ্যা স্বীকারোক্তি আদায়ে ব্যবসায়ীকে নির্যাতন-যায যায় দিন

প্রায় দুই বছর আগে রাজধানীর বাসাবো এলাকার ব্যবসায়ী আবুল বাশার বাচ্চুকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় সবুজবাগ থানায় মামলায় নিহতের ভাই শহিদুল ইসলাম শহিদকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যায় জড়িত থাকার কোনো তথ্য-প্রমাণ না মিললেও মিথ্যা স্বীকারোক্তি আদায়ের উদ্দেশে তাকে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। এতে অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসা দেয়া হয় রাজারবাগ পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। অভিযোগ রয়েছে নির্যাতন না করার আশ্বাস দিয়ে তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকাও নিয়েছিল পুলিশ।

পাঠক! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পিজি, এনআরএস সহ ৪ মেডিকেলের সুপার বদলি-বর্তমান

একদিকে শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ, অন্যদিকে জুনিয়র ডাক্তার নিগ্রহ—দুই ঘটনার অভিঘাতে শুক্রবার রাজ্য সরকার বদলি করে দিল পিজি’র সুপারকেই। একইসঙ্গে আরও তিনটি মেডিকেল কলেজের সুপারও রদবদল হল রাজ্যে। এগুলি হল, কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল ও মেদিনীপুর মেডিকেল কলেজ।

চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ছুড়ে ফেলল টিটি!-সংবাদ প্রতিদিন

চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে এক কিশোরকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ট্রেন টিকিট পরীক্ষকদের বিরুদ্ধে৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে করমণ্ডল এক্সপ্রেসে ভুবনেশ্বরের কাছাকাছি মঞ্চেশ্বর স্টেশনের কাছে৷ যদিও টিকিট পরীক্ষকদের দাবি, টিকিট না থাকায় আতঙ্কে অসংরক্ষিত কামরা থেকে ঝাঁপ মেরেছে ওই কিশোর৷ যাত্রীদের অবশ্য পাল্টা দাবি, টিকিট পরীক্ষকদের দৌরাত্ম্যের জেরেই এই ঘটনা ঘটেছে৷

এনএসজি-র ব্যর্থতায় দেশীয় প্রযুক্তিতেই গুরুত্ব ভারতের-সংবাদ প্রতিদিন

ব্যর্থ হল ভারতীয় কূটনীতির জোড়া ফলা৷ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) প্রবেশাধিকার চেয়ে একইসঙ্গে তাসখন্দ ও সিওলে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছিলেন ভারতীয় রাজনীতিক ও কূটনীতিকরা৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল৷ কাঙ্খিত জয় পেল না ভারত।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫