নভেম্বর ০৯, ২০২৩ ১১:৫৩ Asia/Dhaka

রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ নভেম্বর বৃহস্পতিবার কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • গাজীপুরে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি-প্রথম আলো
  • সংকট থেকে আরো সংকটে অর্থনীতি-দৈনিক কালেকণ্ঠ
  • বাংলাদেশের মানবাধিকার রেকর্ড যাচাই করবে জাতিসংঘ-ইত্তেফাক
  • বিএনপির অবরোধে সমর্থন জানিয়েছে সর্বস্তরের জনগণ: রিজভী-যুগান্তর
  • ইসরাইলকে হারাতে আঘাত করে সরে যাওয়ার কৌশল হামাসের -দৈনিক নয়াদিগন্ত
  • রাষ্ট্রদূতদের সীমা লঙ্ঘন না করার আহ্বান–মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • মন্ত্রীপদে রইলেন বালুই, পাশে দাঁড়িয়ে মমতা বললেন, ‘ফাঁসানো হয়েছে’-সংবাদ প্রতিদিন
  • ইডির তলবে ৬০০০ পাতার নথি জমা দিলেন অভিষেক, ঘণ্টাখানেকেই ‘জেরা’ শেষ, ডাকলে আবার যাবেন!-আনন্দবাজার পত্রিকা
  • গণহত্যাকে সমর্থন যুক্তরাষ্ট্রের, হোয়াইট হাউসের আমন্ত্রণ প্রত্যাখান শিখ কবি রুপির-দৈনিক পুবের কলম

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১ যেকোনো মূল্যে নির্বাচন করতে হবে, দ্রুত তফসিল ঘোষণা: সিইসি। এটা দৈনিক প্রথম আলোর শিরোনাম। কী বলবেন আপনি?
২. নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান দক্ষিণ আফ্রিকার। প্রশ্ন হচ্ছে- নেতানিয়াহুর বিচার করা সম্ভব কিনা?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

গাজীপুরে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি-প্রথম আলো

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে আজ বৃহস্পতিবার সকালে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কোনাবাড়ী, জরুন, চান্দনা ও ভোগরা এলাকায় ৫০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় আজ সকাল ৯টার দিকে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প ও থানা-পুলিশ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর কিছু সময় পর নাওজোড় এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় শ্রমিকেরা মহাসড়কে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেন। শ্রমিক ও পুলিশের মধ্যে তখন পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বলছে, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এরই ধারাবাহিকতায় আজ সকালে গাজীপুরের চান্দনা ও নাওজোড় এলাকায় সড়ক অবরোধ ও ভাঙচুর করেন শ্রমিকেরা।

সংকট থেকে আরো সংকটে অর্থনীতি-দৈনিক কালেকণ্ঠ

দেশে চলমান অবরোধ-হরতালকে কেন্দ্র করে সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। নষ্ট হচ্ছে দেশের সম্পদ। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি-রপ্তানি। সরবরাহ বিঘ্নিত হওয়ায় আরো বাড়ছে জিনিসপত্রের দাম।

এমন পরিস্থিতিতে আগে থেকেই সংকটে থাকা অর্থনীতি আরো সংকটে পড়ছে। ব্যবসা-বাণিজ্যসহ আর্থিক খাতগুলো ছাড়িয়ে শিক্ষাসহ সাধারণ মানুষের জীবনযাত্রা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সংকট থেকে আরো সংকটে অর্থনীতিঅর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, ২০২০ সালে শুরু হওয়া করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এতে গোটা বিশ্বের অর্থনীতি সংকটের মুখে পড়ে। বৈশ্বিক ওই সংকটে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা থমকে যায়। ডলার সংকটে স্থবির হয়ে পড়ে শিল্পের কাঁচামাল, জ্বালানি আমদানিসহ বৈদেশিক লেনদেন। এলএনজি ও গ্যাসের সংকটে অভ্যন্তরীণ শিল্প উৎপাদন কমতে থাকে। খাদ্য মূল্যস্ফীতি এক যুগের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বাংলাদেশের মানবাধিকার রেকর্ড যাচাই করবে জাতিসংঘ-ইত্তেফাক

জেনেভায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের মানবাধিকার সংশ্লিষ্ট রেকর্ডগুলো যাচাই করা হবে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ এই যাচাই কাজটি করবে।

স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) জাতিসংঘের ওয়েবসাইটে প্রতিবেদন আকারে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই অধিবেশনে যে ১০টি দেশের বিষয়ে পর্যালোচনা করা হবে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

বাংলাদেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিভিউ সম্পন্ন হয় যথাক্রমে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, ২০১৩ সালের এপ্রিলে এবং ২০১৮ সালের মে মাসে। ইউপিআর ওয়ার্কিং গ্রুপ মানবাধিকার কাউন্সিলের ৪৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তবে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেক দেশ পর্যালোচনায় অংশ নিতে পারে।

পর্যালোচনাগুলো যে নথিগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেগুলো হলো- ১. জাতীয় প্রতিবেদন- পর্যালোচনাধীন রাষ্ট্রের দেওয়া তথ্য। ২. নিরপেক্ষ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ও গ্রুপ- যা স্পেশাল প্রসিডিউর নামে পরিচিত, মানবাধিকার চুক্তি বিষয়ক সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর দেয়া রিপোর্টের তথ্য। ৩. জাতীয় মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংগঠন ও নাগরিক সমাজের গ্রুপগুলোসহ অন্য অংশীদারদের দেওয়া তথ্য।

ইসরাইলকে হারাতে আঘাত করে সরে যাওয়ার কৌশল হামাসের -দৈনিক নয়াদিগন্ত

উত্তর গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান অ্যাটাক’ পরিচালনা করছে হামাস যোদ্ধারা। তারা ইসরাইলি বাহিনীর ওপর আঘাত করে সরে যাওয়ার কৌশলে যুদ্ধ করে যাচ্ছে।

হামাস গাজা শহরের কেন্দ্রে তার প্রধান প্রতিরক্ষামূলক প্রচেষ্টায় ফোকাস করতে চায় বলেই এমন করছে বলে ধারণা ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্সটিটিউশন ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ)।

আইএসডব্লিউ বলেছে, গাজা শহরের উত্তরে ট্যাঙ্ক-বিরোধী রকেট এবং মর্টার দিয়ে ইসরাইলি বাহিনীকে আক্রমণ করছে হামাস। তারা তাদের আরো উন্নত অস্ত্র ও কৌশল সংরক্ষণ করছে, যা হামাসের দীর্ঘ যুদ্ধ এবং ইসরাইলকে যুদ্ধবিরতিতে বাধ্য করার উদ্দেশে সাথে সামঞ্জস্যপূর্ণ।

থিঙ্ক ট্যাঙ্ক বলেছে, হামাস আরো জটিল বা উন্নত সিস্টেম এবং কৌশল ব্যবহার করেনি। হাউজ-বর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এক্সপ্লোসিভলি-ফর্মড পেনিট্রেটর, অ্যাডভান্সড অ্যান্টি-ট্যাঙ্ক মিলাইস অথবা বড় এবং জটিল ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের ব্যবহার এখনো শুরু করেনি তারা।

রাষ্ট্রদূতদের সীমা লঙ্ঘন না করার আহ্বান–মানবজমিন

অতীতে যে বা যারা যা-ই করেছেন, তফসিল ঘোষণার চূড়ান্ত মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কোনো মন্তব্য না করতে অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে রাষ্ট্রদূতদের ধৈর্যধারণ এবং সীমালঙ্ঘন না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তফসিল যেকোনো সময় ঘোষণা হবে, আমি আশা করবো  রাষ্ট্রদূতরা এই সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না। 

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য সরকার পছন্দ করছে না জানিয়ে তিনি বলেন, অনেক দিন ধরেই এ চর্চা চালু আছে বলেই অনেকে সুযোগটা নিচ্ছেন। সরকার চায় ‘এই কালচার’ বন্ধ করতে। আশা করি তা বন্ধ হবে। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সৌদি আরব থেকে বুধবারই দেশে ফেরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।   বিকালে মন্ত্রণালয়ে প্রবেশের মুহূর্তে উপস্থিত গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রতিনিয়ত মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। সরকার অনেকবার ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূতদের তাদের সীমার মধ্যে দায়িত্ব পালন করার কথা মনে করিয়ে দিয়েছেন।

বিএনপির অবরোধে সমর্থন জানিয়েছে সর্বস্তরের জনগণ: রিজভী-যুগান্তর

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ এক দফা দাবি আদায়ে লক্ষ্যে তৃতীয় দফায় সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন আজ সকালে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনগুলো।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। কৃষক, শ্রমিক পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ জনগণসহ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে।

কোলকাতার বাংলা পত্রিকার কিছু খবর:

ইডির তলবে ৬০০০ পাতার নথি জমা দিলেন অভিষেক, ঘণ্টাখানেকেই ‘জেরা’ শেষ, ডাকলে আবার যাবেন!-আনন্দবাজার পত্রিকা

ইডি দফতরে প্রবেশের এক ঘণ্টার মধ্যেই বাইরে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে সিজিওতে ঢুকেছিলেন তিনি। বেরিয়ে আসেন ঠিক দুপুর ১২টা ৬ মিনিটে। বেরিয়ে অভিষেক বলেন, ‘‘৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব।’’ এর পরেই অভিষেকের সংযোজন, ‘‘আমি চাইলে আদালতের নির্দেশ মোতাবেক নথি পাঠিয়ে দিয়ে দায় সারতে পারতাম। কিন্তু আমার লুকনোর কিছু নেই। যত বার ডাকবে তত বার আসব।’’বৃহস্পতিবার বেলা ১১টার সময় অভিষেককে আসতে বলা হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। যদিও বৃহস্পতিবার সকালে তার অনেক আগেই সিজিও চত্বরকে মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার চাদরে। ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বার হন অভিষেক। ঠিক ১১টা বেজে ৫ মিনিটে পৌঁছে যান ইডি দফতরে। আর বেরিয়ে আসেন দুপুর ১২টা বেজে ৬ মিনিটে।

মন্ত্রীপদে রইলেন বালুই, পাশে দাঁড়িয়ে মমতা বললেন, ‘ফাঁসানো হয়েছে’-সংবাদ প্রতিদিন

আপাতত রাজ্যের বনমন্ত্রী পদে থাকছেন রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই। বুধবার মন্ত্রিসভার বৈঠকে বালুর দপ্তর বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হওয়ার পর থেকেই বনমন্ত্রকের দায়িত্ব ওই দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা সামলাচ্ছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে বালুর মন্ত্রক বণ্টন নিয়ে কোনওরকম আলোচনা না হওয়ায়, ধরে নেওয়া হচ্ছে আপাতত বীরবাহাই ওই দায়িত্ব সামলাবেন। তবে মন্ত্রী পদে জ্যোতিপ্রিয়ই থাকবেন।

এর আগে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেপ্তার হওয়ার পর তাঁকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তাঁর দপ্তর ভাগ করে দেওয়া হয়। বালুর ক্ষেত্রে ঠিক তাঁর উলটোটাই হল। মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রিসভার বৈঠকেই বনমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, “বালুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।” ইডি-সিবিআইয়ের বাড়াবাড়ি নিয়ে এদিনও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা এদিন আরও একবার যেভাবে জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছে বলে সুর চড়ালেন, তাতেই স্পষ্ট দল পুরোপুরিই বালুর পাশে থাকছে।

গণহত্যাকে সমর্থন যুক্তরাষ্ট্রের, হোয়াইট হাউসের আমন্ত্রণ প্রত্যাখান শিখ কবি রুপির-দৈনিক পুবের কলম

গাজা যুদ্ধে ইসরাইলকে সমর্থন করার প্রতিবাদ হিসাবে হোয়াইট হাউসে দীপাবলি উদ্যাপনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কানাডিয়ান শিখ কবি রুপি কৌর। সোশ্যাল পোস্টে তিনি জানান, অসামরিক ব্যক্তিদের ‘সম্মিলিত শাস্তিকে সমর্থন করে এমন একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে না বলেছেন’ তিনি। মার্কিন সরকারকে জবাবদিহির আওতায় আনার আহ´ান জানিয়েছেন রুপি। বুধবারের এ অনুষ্ঠানের আয়োজন করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাতেই আমন্ত্রিত হয়েছিলেন কবি রুপি কৌর।

উল্লেখ্য, রুপি কৌরের জন্ম ভারতে। ‘মিল্ক অ্যান্ড হানি’ সংকলনের জন্য প্রশংসিত এ কবি বলেন, মার্কিন সরকার ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা’কে ন্যায্যতা দিয়েছে। যুদ্ধবিরতির বিরোধিতার জন্য মার্কিন প্রেসিডেন্টেরও সমালোচনা করেন রুপি কৌর।

এ ইস্যুতে তিনি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান। রুপি বলেছেন, অসামরিক মানুষের ওপর ‘নির্বিচার শাস্তি’কে সমর্থন করে যাচ্ছে, এমন প্রতিষ্ঠানের কোনও আমন্ত্রণ গ্রহণ করব না।#

পার্সটুডে/বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ