নভেম্বর ২৮, ২০২৩ ১৭:০৮ Asia/Dhaka

বাংলাদেশের নির্বাচনের আবহ চলছে। সরকারিদলসহ কিছু দলের মনোনয়ন পত্র গ্রহণ ও মনোনয়ন ঘোষণা হয়ে গেছে এরইমধ্যে। আর বিরোধীদল বিএনপিসহ বেশ কিছু দলের তফশিল প্রত্যাখ্যান, হরতাল, অবরোধ কর্মসূচি চলছে। এসব বিষয়ে রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক ভাষ্যকার অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, বাংলাদেশের আসন্ন ৭ জানুয়ারি নির্বাচনের পুরো বিষয়টি অস্বচ্ছ! বর্তমান পরিস্থিতি বলছে, দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাও প্রতিষ্ঠিত হতে পারে না।

বিশিষ্ট এই রাজনৈতিক ভাষ্যকার বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার পর সরকারি দলের আনন্দ মিছিল করাটা চরম ব্যত্ক্রিমী ঘটনা। ভাবখানা এমন যে তফশিল হওয়া মানে আমরা জিতে গেছি। এই ধরণের মনোভব যদি থাকে তাহলে এইদেশে জনগণের হাতে ক্ষমতা ফিরে আসবে, গণতন্ত্র আসবে এব্যাপারে আমরা আশাবাদী হতে পারি না।

পুরো সাক্ষাৎকারটি তুলে ধরা হলো। এটি উপস্থাপনা ও তৈরি করেছেন গাজী আবদুর রশীদ।

রেডিও তেহরান: অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বাংলাদেশের  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৭ই জানুয়ারি রোববার ভোট গ্রহণ করা হবে। তবে বিরোধীদলগুলো এর বিরোধিতা করছে। জনমনে প্রশ্ন- কী হতে যাচ্ছে? আপনার কী মনে হয়?

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ: দেখুন, পুরো ব্যাপারটাই অস্বচ্ছ। একসময় নির্বাচন কমিশন বলেছিল নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই পরে তারা সই অব্স্থান পরিবর্তন করে এখন বলছে পরিবেশ ঠিকই আছে! অথচ বিরোধী দলগুলোর সংখ্যা এবং সমর্থন কম নয়; তারা কিন্তু নির্বাচন কমিশনের এই ধরনের স্বেচ্ছাচারীভাবে তফশিল ঘোষণা নিন্দা ও সমালোচনা করছে। এই ধরণের মন মানসিকতা নিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থাও প্রতিষ্ঠিত হতে পারে না।

রেডিও তেহরান: সরকার ও নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হবে- আপনার কী মনে হয় সেটা সম্ভব হবে?

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ: দেখুন, আমি দেশের এক নাগরিক এবং নাগরিক হিসেবে আমি যা লিখছি এবং জানি, পত্রপত্রিকায় যেসব খবর বের হয় তাতে বাংলাদেশের নির্বাচন নিয়ে অধিকাংশ মানুষের একটা নেতিবাচক মনোভাব রয়েছে। ২০১৪ ও ২০২১৮ সালের জাতীয় নির্বাচনে বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেনি। এই যখন পরিস্থিতি তখন একটা ভালো নির্বাচন হবে সেটা আশা করাটা আমার মনে হয় গুড়ে বালি। এই পরিস্থিতিতে ভালো কিছু আশা করতে পারিনা।

রেডিও তেহরান: বেশিরভাগ বিরোধীদলের মতামত পাশ কাটিয়ে নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করল। নির্বাচন কমিশনের এই ভূমিকাকে আপনি কীভাবে দেখেন?

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ: দেখুন, আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা হিজ মাস্টার্স ভয়েসের ভূমিকা পালন করছে।  আর এই ধরনের ভূমিকা নিয়ে একটা নির্বাচন কমিশন কিছুতেই একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে না।

শ্রোতাবন্ধুরা! আপনারা আলাপন অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহবুব উল্লাহর  সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শিগগিরি। আমাদের সাথেই থাকুন।

রেডিও তেহরান: আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক মাহুবুব উল্লাহ, নির্বাচনী তফশিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন ও সরকারের অবস্থান এক। একথা অনেকেই বলছে। অর্থাৎ নির্বাচন কমিশন যা চাইছে সরকার তাই চাইছে। অথব উল্টো করে বললে, সরকার যা চাইছে নির্বাচন কমিশন তাই করছে। আপনার মূল্যায়ন কি?

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ: এখানে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে সেটার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। আর বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন যে সুষ্ঠু হবে না সে ব্যাপারে দ্বিমত পোষণ করার সুযোগ নেই।

আর সরকার ও নির্বাচন কমিশনের যে কথাটি বললেন, হ্যাঁ সরকার যেভাবে তাদের নিদের্শনা দেন সেভাবে নির্বাচন কমিশন তাদের কাজকর্ম করেন। এখানে বৃহ্ত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্খার কোনো প্রতিফলন ঘটবে বলে আমার মনে হয় না। এ অবস্থা চলতে থাকলে আরেকটি প্রশ্নবোধক নির্বাচনের জন্ম দেবে।

রেডিও তেহরান: অধ্যাপক ড. মাহবুবল উল্লাহ, সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে,  তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়েছিল-আপনার দৃষ্টিতেও নিশ্চয়ই বিষয়টি এসেছে। অনেকে বিষয়টিকে বাকা চোখে দেখছেন। তারা বলছেন- আরেকটি বিজয় নিশ্চিত হওয়ার পর এই আনন্দ মিছিল।  এ বিষযে আপনার মন্তব্য শুনতে চাই।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহ: দেখুন, নির্বাচনের তফশিল ঘোষণার পর আনন্দ মিছিলের মতো কোনো ঘটনা আমাদের দেশে কখনও হয়েছিল এটি আমি ঠিক মনে করতে পারছিনে। নির্বাচনের তফশিল ঘোষণার আনন্দ মিছিলের বিষয়টি একটা চরম ব্যত্ক্রিমী ঘটনা। ভাবখানা এমন যে তফশিল হওয়া মানে আমরা জিতে গেছি।  এই ধরণের মনোভব যদি থাকে তাহলে এইদেশে জনগণের হাতে ক্ষমতা ফিরে আসবে, গণতন্ত্র আসবে এব্যাপারে আমরা আশাবাদী হতে পারি না। আর এটি হবে বলে আমার মনেও হয় না।

তো জনাব অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বাংলাদেশে তফসিল ঘোষণা, সরকারি দলসহ কয়েকটি দল কিংবা জোটের মনোনয়ন বিক্র, বিরোধীদের তফসিল প্রত্যাখান ও আন্দোলন-এসব বিষয়ে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আমাদেরকে সময় দেয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

ট্যাগ