ডিসেম্বর ১৫, ২০২৩ ১৫:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৫ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • টাকার সংকটে পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের লেনদেন সেবা বন্ধের উপক্রম -প্রথম আলো
  • ৯ মাসে রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন ৬,৪০১ জন-দৈনিক কালেরকণ্ঠ
  • বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিতে জোসেপ বোরেলকে আহ্বান -ইত্তেফাক
  • পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউছিরা! -দৈনিক নয়া দিগন্ত
  • টিআইবি বিএনপির শাখা হয়ে গেছে: ওবায়দুল কাদের  -যুগান্তর 
  • ইকোনমিস্টের নিবন্ধ: শেখ হাসিনার দল জানুয়ারিতে পুনরায় নির্বাচিত হওয়ার পথে- দৈনিক মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • সাবধান! জনপ্রিয় একটি স্মার্টফোন নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার -আনন্দবাজার পত্রিকা
  • PoK হামারা হ্যায়’, শাহী গর্জনে কাঁপছে ইসলামাবাদ! মুজফফরাবাদ ছুটলেন পাক প্রধানমন্ত্রী -সংবাদ প্রতিদিন
  • সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া-মামলার শুনানি-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

টাকার সংকটে পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের লেনদেন সেবা বন্ধের উপক্রম -প্রথম আলো

টাকার ঘাটতির কারণে দেশের শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম হয়েছে। এসব ব্যাংককে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর সঙ্গে থাকা বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক। বিষয়টি বারবার অবহিত করার পরও ব্যাংকগুলো উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাংলাদেশ ব্যাংক চলতি হিসাবের ঋণাত্মক স্থিতি সমন্বয়ের জন্য ২০ দিনের সময় বেঁধে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ২০ দিনের মধ্যে চলতি হিসাবের ঋণাত্মক স্থিতি সমন্বয় না করা হলে ক্লিয়ারিং বা নিষ্পত্তি ব্যবস্থা থেকে ব্যাংকগুলোকে বিরত রাখা হবে। যেসব ব্যাংককে এ নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। গত ২৮ নভেম্বর ব্যাংক পাঁচটির ব্যবস্থাপনা পরিচালকদের এ চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক থাকলেও এসব ব্যাংককে এখন নিয়মিত টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা দেওয়া হচ্ছে, যাতে কোনো গ্রাহক তাঁদের জমানো টাকা তুলতে ব্যর্থ না হন।

৯ মাসে রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন ৬,৪০১ জন-দৈনিক কালেরকণ্ঠ

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন ছয় হাজার ৪০১ জন। তাদের মধ্যে নিহত ৭০ ও আহত হয়েছেন ৬ হাজার ৩৩১ জন। আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক নিহত হয়েছেন সাতজন। বাকি ৬৩ জন ক্ষমতাসীন দলের অন্তঃকোন্দল ও বিরোধী দলের মধ্যে সংঘটিত সংঘর্ষে নিহত হয়েছেন।

এ ছাড়া চলতি বছর ১১ মাসে পুলিশি হেফাজতে ৯৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার মাস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল রিসার্চ আয়োজিত মানবাধিকারের ধারণা ও বাস্তবতা : বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে এ জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপের এ ফল প্রকাশ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা।  এ সময় এ কে এম বদরুদ্দোজা বলেন, ২০২২ সালে রাজনৈতিক সহিংসতার শিকার হন ৭ হাজার ৫৮৮ জন।

তাদের মধ্যে নিহত ১২১ ও আহত হন ৭ হাজার ৪৬৭ জন। এ ছাড়া, গত বছর ধর্ষণ, যৌন নির্যাতন, এসিড নিক্ষেপ ও পারিবারিক শত্রুতার জেরে নির্যাতনের শিকার হন প্রায় দুই হাজার ৩৫৬ জন নারী। পাশাপাশি গত বছর এক হাজার ৪১৫ জন শিশু নির্যাতনের শিকার হয় বদরুদ্দোজা আরো বলেন, গত বছর বিভিন্নভাবে নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন ২৫৩ জন সাংবাদিক।

বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিতে জোসেপ বোরেলকে আহ্বান -ইত্তেফাক

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সদস্য (এমইপি)। কার্সটেন লুক ও ইলান ডি ব্যাসো সই করা চিঠিতে বাংলাদেশে সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান ফিরিয়ে আনতে ইইউকে সম্ভাব্য সকল পদক্ষেপ নিতে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ইইউকে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।

টিআইবি বিএনপির শাখা হয়ে গেছে: ওবায়দুল কাদের  -যুগান্তর 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি বিএনপির শাখা হয়ে গেছে।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একদিকে সন্ত্রাস সহিংসতা হচ্ছে, অন্যদিকে ভয়ঙ্কর গুজবের ডালপালা বিস্তার করা হচ্ছে। মানবাধিকারের প্রবক্তা টিআইবি বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করছে না উল্লেখ করে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনকে অংশগ্রহণমূলক করার ব্যবস্থা আওয়ামী লীগ সমর্থন করেছে। নির্বাচন কমিশনকে কোনোভাবে প্রভাবিত করছে না আওয়ামী লীগ। 

পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউছিরা! -দৈনিক নয়া দিগন্ত

শুনতে কটু শোনালেও বিদ্যমান সার্বিক পরিস্থিতির আলোকে বলা যায়, গাজার ভয়াবহ যুদ্ধ বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় কোনো হুমকি নয়। গাজার বাইরের লোকজন এই যুদ্ধের কারণে তাদের স্বাভাবিক জীবনে খুব একটা সমস্যায় পড়বে না।

আবার গাজার আশপাশের দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, জর্ডান ও মিসর ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি প্রকাশ করলেও এই সঙ্ঘাত থেকে নিজেদের দূরেই রেখেছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ প্রায়ই ইসরাইলের ওপর হামলা চালাচ্ছে। সিরিয়াও একই কাজ করছে। তবে তা সীমিত পরিসরে। যুদ্ধে বড় ধরনের বিস্তৃতিতে তারা আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। কিছুটা দূরে থাকা সৌদি আরব, তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই অঞ্চলের ব্যাপারে আগ্রহী হলেও তারাও সতর্ক অবস্থানে রয়েছে। 

কিন্তু ছোট্ট এবং দৃঢ়প্রতিজ্ঞ একটি গ্রুপের কার্যক্রম বড় বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। তারা হলো ইয়েমেনে হাউছিরা। লোহিত সাগর এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী বাব আল-মানদেবের ওপর রয়েছে তাদের নিয়ন্ত্রণ। এই সংকীর্ণ পথটি দিয়ে বিশ্বের এক তৃতীয়াংশ তেল পরিবহ করা হয়। দিনে ৬০ লাখ ব্যারেল তেল এখান দিয়ে যায়। বেশির ভাগ তেলের গন্তব্য ইউরোপ।

গড়ে ১৬ নট (৩০ কিলোমিটার/ঘণ্টায়) বেগে চললে বাব আল-মানদেব ও সুয়েজ খাল অতিক্রম করতে লাগে ৯ দিনের কম। অন্য যেকোনো রুটের চেয়ে এই পথ ব্যবহার করা হলে পরিবহন খরচ বাঁচে অন্তত ১৫ ভাগ।

অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে তেলের দাম এই খাতেই বাড়তে পারে ১৫ ভাগ। এর সাথে আছে হামলার আশঙ্কায় বীমা খরচ বৃদ্ধি, বিপদে থাকা ক্রুদের বেতনভাতা বাড়ানো। এছাড়া আরো অনেক খরচ আছে।

ইকোনমিস্টের নিবন্ধ: শেখ হাসিনার দল জানুয়ারিতে পুনরায় নির্বাচিত হওয়ার পথে- দৈনিক মানবজমিন

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে  চার মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে  ২০০৯ সাল থেকে টানা তিনবার তিনি নির্বাচিত হয়েছেন । কোনো সন্দেহ নেই যে, ৭ই জানুয়ারির  নির্বাচনের পর ফের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর অফিসে বসবেন শেখ হাসিনা। সরকার দাবি করছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯টি দল। তবুও সবচেয়ে বড় বিরোধী দল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম একমাত্র  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),  ভোট বর্জন করছে।  তারা ভোটে  অংশগ্রহণ করতে চাইলেও তাদের দলের খুব কম লোকই সেটা করতে পারতেন। কারণ গত ছয় সপ্তাহে বিএনপির  হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। নভেম্বরের শেষ থেকে নিরাপত্তা হেফাজতে থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে। যারা এ পর্যন্ত গ্রেফতার এড়িয়ে গেছেন তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন।

সাবধান! জনপ্রিয় একটি স্মার্টফোন নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার -আনন্দবাজার পত্রিকা

বিন্দুমাত্র অসাবধান হলেই তথ্য চুরি করতে পারেন হ্যাকারেরা। তাই স্যামসাং-এর গ্যালাক্সি মডেলের ফোন নিয়ে ব্যবহারকারীদের সাবধান করল কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা ‘ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ বা সিইআরটি-ইন ওই মডেলের ফোনগুলি পরীক্ষা করে জানায় যে, সেগুলিতে একাধিক প্রযুক্তিগত ‘দুর্বলতা’ রয়েছে। ওই সংস্থার তরফে এ-ও বলা হয় যে, এই সমস্যা রয়েছে পুরনো, এমনকি নতুন মডেলগুলিতেও। তারপরই কেন্দ্রীয় সংস্থাটি একটি নির্দেশিকা প্রকাশ করে জানায়, স্যামসাং সংস্থার ফোনে একাধিক প্রযুক্তিগত দুর্বলতা থাকায় সেগুলি সাইবার হামলার মুখে পড়তে পারে। ফোন থেকে চুরি হতে পারে সংবেদনশীল তথ্য।

গ্যালাক্সি মডেলের যে সমস্ত ফোনে অ্যান্ড্রয়ডের ১১, ১২, ১৩ এবং ১৪ সংস্করণ রয়েছে, সেগুলিতে ঝুঁকির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানা গিয়েছে। কী কী ঝুঁকি রয়েছে, তা-ও জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। যেমন ফোনের গোপন কোড নম্বর সাইবার হানাদারেরা চুরি করতে পারে। ‘কাঠের পুতুলের মতো’ ফোনকে দূরে থেকেও নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি গোটা ফোনের নিয়ন্ত্রণও চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া-মামলার শুনানি-আজকাল

বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ১৫ পাতার রিপোর্ট জমা দিয়েছিলেন মহুয়া।  এই মামলার দ্রুত শুনানির সম্ভাবনা থাকলেও শুক্রবার এই মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে মামলার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে ৩ জানুয়ারি। গত কয়েকদিন ধরেই সংসদ এবং দেশের রাজনীতি উত্তাল মহুয়া মৈত্রের ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে। এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে ভোটাভুটিতে তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার। সংসদ থেকে বহিষ্কারের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তিনি। লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আইনজীবী ও মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অন্তত দেহাদ্রাই একই অভিযোগ তুলেছিলেন। এরপরই লোকসভার এথিক্স কমিটি তদন্ত শুরু করে। তখনই সংসদ থেকে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করে এথিক্স কমিটি। 

PoK হামারা হ্যায়’, শাহী গর্জনে কাঁপছে ইসলামাবাদ! মুজফফরাবাদ ছুটলেন পাক প্রধানমন্ত্রী -সংবাদ প্রতিদিন

পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই অংশ। শাহী ভাষায়, ‘PoK হামারা হ্যায়।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এমনই হুঙ্কার দিতে দেখা গিয়েছিল। আর সেই হুঙ্কারে ভীত পাকিস্তান! তড়িঘড়ি পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী গেলেন মুজফফরাবাদ। মনে করা হচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরে নিজেদের আধিপত্য বোঝাতেই এই কাজ করলেন আনওয়ার-উল-হক কাকর। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, এতে বরং পাকিস্তানের আতঙ্কই পরিষ্কার ভাবে ফুটে উঠল।

ঠিক কী বলেছিলেন অমিত শাহ (Amit Shah)? সংসদের চলতি অধিবেশনে কাশ্মীর সংক্রান্ত দুটি বিল পেশ করেন তিনি। একটি জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল এবং আরেকটি Jammu and Kashmir Reorganisation (Amendment) Bill বা জম্মু কাশ্মীর বিধানসভা আসন পুনর্বিন্যাস বিল। ওই বিল নিয়ে আলোচনার সময়ই অমিত শাহ বলে দেন, ”বিধানসভায় জম্মুর আসনসংখ্যা ৩৭ থেকে বেড়ে ৪৩ হচ্ছে। কাশ্মীরের আসন সংখ্যা ৪৬ থেকে হচ্ছে ৪৭। আর পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন থাকছে। কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই অংশ।”

এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই কাঁপন ধরেছে পাকিস্তানের বুকে। মুজফফরাবাদে ছুটেছেন সেদেশের কেয়ারটেকার প্রধানমন্ত্রী। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের মানুষের সঙ্গে নিজের একাত্মতা প্রকাশ করতেই তাঁর এই সফর। কিন্তু আদপে বোঝা যাচ্ছে, শাহর মন্তব্যে ইসলামাবাদ ভয় পেয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ