লোকসভা থেকে ১৪১ সাংসদ সাসপেন্ড! ‘পুলিশ রাষ্ট্রের পথে’, তোপ বিরোধীদের
সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ২৩,০০০ টাকা মজুরির দাবি না মানা লজ্জাজনক: ৮ মার্কিন কংগ্রেস সদস্য -প্রথম আলো
- রাজ্জাকের বক্তব্যে সরকারে অস্থিরতা, নানামুখী সমালোচনা -মানবজমিন
- প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন: সিইসি -ইত্তেফাক
- কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের বক্তব্যে তোলপাড়-যুগান্তর
- সাগর-রুনি হত্যা মামলা: ১০৬ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ -ডেইলি স্টার বাংলা
কোলকাতার শিরোনাম:
- বেনজির! লোকসভা থেকে মোট সাসপেন্ড হলেন ১৪১ সাংসদ -সংবাদ প্রতিদিন
- আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া–গণশক্তি
- মোদীর গীতাপাঠের দিনেই হবে টেট, দিলীপ ঘোষের তারিখ বদলের আর্জি মানল না কলকাতা হাই কোর্ট -আনন্দবাজার পত্রিকা
- অগ্নিকাণ্ডে এবং দাম কমে কৃষকের মাথায় হাত-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কীভাবে দেখছেন তার এ বক্তব্যকে?
২. আমেরিকা ও কয়েকটি দেশ লোহিত সাগরে টার্স্ক ফোর্স গঠনের উদ্যোগ নেয়ার পর ইয়েমেন বলেছে, লোহিত সাগর হবে শত্রুদের কবরস্থান। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে বলে মনে হয়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

২৩,০০০ টাকা মজুরির দাবি না মানা লজ্জাজনক: ৮ মার্কিন কংগ্রেস সদস্য-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা, তা যথেষ্ট নয় বলে মনে করেন মার্কিন কংগ্রেসের আট সদস্য। শ্রমিকেরা যে মাসিক ২৩ হাজার টাকা মজুরি দাবি করেছিলেন, তা না মানা শুধু দুঃখজনক নয়, লজ্জাজনক বলেও মনে করেন তাঁরা।
এ পরিস্থিতিতে ২৩ হাজার টাকা বা ২০৮ ডলারের ন্যূনতম মজুরির দাবি মেনে নিতে সরকার ও তৈরি পোশাক খাতের উৎপাদকদের চাপ দিতে আমেরিকান অ্যাপারেলস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে (এএএফএ) চিঠি দিয়েছে মার্কিন কংগ্রেসের এই সদস্যরা।
১৫ ডিসেম্বর মার্কিন কংগ্রেসের এই আট সদস্য এএএফএর সভাপতি ও প্রধান নির্বাহী স্টিভেন ল্যামারের কাছে এই চিঠি দিয়েছেন।
প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন: সিইসি-ইত্তেফাক
বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা পারস্পারিক আস্থা সংরক্ষণ করে আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে জেলার ছয় সংসদীয় আসনের প্রাথীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, প্রার্থীদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আস্বস্থ করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিয়েছেন, তারা অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।
রাজ্জাকের বক্তব্যে সরকারে অস্থিরতা, নানামুখী সমালোচনা-মানবজমিন
বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার ও মুক্তির বিষয়ে দেয়া কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রোববার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে ড. রাজ্জাক বলেছিলেন, ‘এক রাতে সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি। দলটির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার ছাড়া গত্যন্তর ছিল না। যেটা করেছি আমরা চিন্তাভাবনা করেই করেছি।’

তার এই বক্তব্য প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া আসে। বিরোধী রাজনৈতিক দলের তরফেও নানা প্রতিক্রিয়া এসেছে। কৃষিমন্ত্রীর এই বক্তব্যে দল এবং সরকারেও অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলগুলোর ওপর ধরপাকড়, গ্রেপ্তার, মামলা ও সাজা দেয়ার বিষয়ে দেশ- বিদেশে সমালোচনা হচ্ছিল। কিন্তু সরকার এসবকে শুধুই আইনের বিষয় বলে এড়িয়ে আসছিল। কিন্তু ড. রাজ্জাকের এই বক্তব্যে বিরোধীদের দাবিকেই প্রতিষ্ঠিত করেছে বলে মনে করা হচ্ছে। এতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরকারি মহলেও অস্থিরতা দেখা দিয়েছে।
ড. রাজ্জাকের এই বক্তব্যকে তার ব্যক্তিগত মত উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া দল নয়। বিএনপি’র দাবির সুরেই ড. আব্দুর রাজ্জাক ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের যে তথ্য দিয়েছেন সে বিষয়ে অবশ্য ভিন্নমত প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা আমরা স্বীকার করি না।
আগের দিন দেয়া বক্তব্যে সামান্যতম ভুলও বলেননি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সরকারের গোমর ফাঁস হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আ স ম আব্দুর রাজ্জাক বলেছেন, বিচার বিভাগের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে কৃষিমন্ত্রীর বক্তব্য।
সাগর-রুনি হত্যা মামলা: ১০৬ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ-ডেইলি স্টার বাংলা
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়িয়েছেন আদালত। এ নিয়ে ১০৬ বারের মতো সময়সীমা বাড়ানো হলো। আদালত আজ মঙ্গলবার আগামী ২৩ জানুয়ারির মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন। চলতি বছরের ১৬ নভেম্বর একই আদালত র্যাবকে আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছিল।
এর আগে, দুটি পৃথক আদালত তদন্ত ও হত্যার পেছনের উদ্দেশ্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে তদন্তকারীদের ব্যর্থতার জন্য অসন্তোষ প্রকাশ জানায়।
এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১০৪ বার তারিখ নিয়েও ব্যর্থ হয় র্যাব। র্যাবের আগে গোয়েন্দা শাখা আরও দুই বার এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। সেটিসহ এই মামলার প্রতিবেদন জমার সময় মোট ১০৬ বার পেছাল।
বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া করা ফ্ল্যাটে হত্যা করা হয়। পরদিন রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলা করেন।
চলতি বছর বাংলাদেশের রেমিট্যান্স ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে: বিশ্বব্যাংক-ডেইলি স্টার বাংলা

চলতি বছর বাংলাদেশের রেমিট্যান্স আয় ২৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওয়াশিংটনভিত্তিক এই সংস্থাটির গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের(কেএনওএমএডি) মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে রেমিট্যান্স সাত শতাংশ হারে বাড়ছে। এতে আরও বলা হয়, ২০২৪ সালেও এই আয় ২৩ বিলিয়ন ডলারে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আমদানি বিল পরিশোধে ডলার সংকটের পাশাপাশি রেমিট্যান্স প্রবৃদ্ধি স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। ডলার সংকটের কারণে টাকার বিনিময় হার বেড়ে যাচ্ছে।
টাকার অবমূল্যায়ন ও সরকারের মুদ্রা বিনিময় হার নীতির কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অভিবাসীরা হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বাধ্য হচ্ছেন।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
বেনজির! এবার লোকসভা থেকে সাসপেন্ড ৫০ সাংসদ, ‘পুলিশ রাষ্ট্রের পথে’, তোপ বিরোধীদের-সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, সোমবারের পর মঙ্গলবারও জারি গণ সাসপেনশনের ধারা। এদিন লোকসভা (Loksabha) থেকে সাসপেন্ড হলেন ৫০ জন সাংসদ।সবমিলিয়ে চলতি অধিবেশনে সাসপেন্ড হলেন ১৪১ জন সাংসদ। ভারতের ইতিহাসে এমন নজির নেই। কংগ্রেস নেতা তথা সাংসদ মণীশ তিওয়ারির কথায়, ‘পুলিশ রাষ্ট্রের পথে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে।’ সাংসদদের সাসপেন্ড করার পরেই মুলতুবি হয়ে যায় লোকসভা অধিবেশন।

সংসদের মধ্যে স্মোক বম্ব নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছেন তাঁরা। এই ঘটনায় সোমবার সংসদের দুই কক্ষ মিলিয়ে সাসপেন্ড হন ৭৮ জন সাংসদ। পরের দিনও সংসদে বজায় থাকল একই ধারা। একসঙ্গে বহিষ্কৃত হলেন ৫০ জন বিরোধী সাংসদ। গোটা অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয়েছে তাঁদের।

ইন্ডিয়া বৈঠকের আগেই আসন রফা নিয়ে কংগ্রেসকে বার্তা ‘উদার’ মমতার-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনার রাস্তা খুলে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ঘোষণা করলেন তীব্র জেহাদ। ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তাঁর দরজা খোলা। তিনি আলোচনার জন্য তৈরি। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গে তিনি বলেছেন, “আমার কোনও সমস্যা নেই। কিন্তু তাদেরও যুক্তিসঙ্গতভাবে আসতে হবে। বাংলায় তারা মাত্র দুটো আসন জিতেছিল। আমি আলোচনার জন্য রাজি। আমি অন্য কোনও রাজনৈতিক দল সম্পর্কে বলতে পারি না।” কংগ্রেস নিয়ে নেতিবাচক কোনও প্রশ্নেই এদিন জবাব দিতে রাজি হননি মমতা। আবার সংসদে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) সাংসদদের সাসপেন্ড হওয়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক।
দৈনিক গণশক্তি পত্রিকা লিখেছে, আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলির যৌথ মঞ্চ ইন্ডিয়া। রাজধানীর অশোকা হোটেলে এই বৈঠকে আসন ভাগাভাগি, যৌথ প্রচার এবং বিজেপি-কে ভোটে পরাস্ত করার রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হবে বলে বিরোধী দলগুলির সূত্রে জানা গিয়েছে। ইন্ডিয়া মঞ্চের অন্তর্ভুক্ত সব দলের নেতৃবৃন্দই বৈঠকে উপস্থিত থাকবেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৯