ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৮:১৩ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি গাজী আবদুর রশীদ এবং আমি আকতার জাহান।

আকতার জাহান: আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন: কারো সম্পদের প্রবাহ বন্ধ হওয়ার কারণ হলো দরিদ্র প্রার্থনাকারীদের কর্ণপাতহীনভাবে ত্যাগ করা।"

গাজী আবদুর রশীদ: আমরা সবাই দরিদ্র সাহায্যপ্রার্থীর প্রতি সদয় হব- এ আহ্বান রেখে নজর দিচ্ছি ইমেইল ও ডাকযোগে আসা চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে। আর পাঠিয়েছেন মহ. হাফিজুর রহমান।

ইরানের সর্বস্তরের জনগণের প্রতি ৪৫তম বিজয় বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনী (রহ.)র নেতৃত্বে মার্কিন তাবেদার স্বৈরশাসক রেজা শাহ পাহলাভি সরকারের পতন ঘটিয়ে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হয়েছিল। মার্কিন মদদপুষ্ট স্বৈরতান্ত্রিক শাহ সরকারের চূড়ান্ত পতনের মধ্য দিয়ে ইরানে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং ইসলাম ধর্মভিত্তিক জনগণের শাসনব্যবস্থা চালু হয়। সেই থেকে প্রতি বছরই 'ইয়ামুল্লাহ' বা 'আল্লাহর দিবস' হিসেবে ঘোষিত এই দিবস পালন করে আসছে ইরানি জাতি। মহান বিপ্লবের প্রতি ইরানিদের সমর্থন এবং অবিচল আনুগত্য ও অঙ্গীকারবদ্ধতা আমাদের মনকে উৎফুল্ল করে। তাই ইসলামী বিপ্লবের ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে ইরানের মানুষের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাই।"   

আকতার জাহান: ইরানের ইসলামি বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে মতামত জানিয়ে ইমেইল পাঠানোয় ভাই হাফিজুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থেকে। আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।

তিনি লিখেছেন, “ইসলামী বিপ্লবের মহানায়ক ইমাম আয়াতুল্লাহ খোমেনীর ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গ্রন্থিত গত ১ ফেব্রুয়ারির রংধনু আসরটি শুনলাম। রংধনু'র বিশেষ এ পর্বে ইরানে ইসলামী বিপ্লবের প্রেক্ষাপট, ইমাম খোমেনীর ব্যক্তিত্ব, শাসক রেজা শাহ্ পাহলভীর দুঃশাসন, তার অন্যায় কর্মকাণ্ড, জনগণের উপর জুলুম, অত্যাচারের কাহিনী অবগত হলাম। আর ভালো লাগলো ইমামের শিশুপ্রীতি এবং তাঁর প্রতি শিশু-কিশোরদের ভালোবাসার কথা জেনে। ইমামের স্বদেশে আগমনের পর দেশের পরিবর্তিত অবস্থা নিয়ে শিশু শিল্পীর কণ্ঠে ফার্সি গানটি ছিল চমৎকার। এত চমৎকার, শিক্ষণীয় ও অনুসরণীয় রংধনু পর্বটি উপহার দেয়ার জন্য অসংখ্য আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা।”

গাজী আবদুর রশীদ: ভাই আব্দুল কুদ্দুস, ইমাম খোমেনী (রহ.)-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গ্রন্থিত বিশেষ রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। তো সুন্দরভাবে মতামত জানিয়ে চিঠি লিখায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ইরানের ৪৫তম ইসলামি বিপ্লববার্ষিকী উপলক্ষে একটি শুভেচ্ছাবার্তা শুনব। এটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়া থেকে নিজামুদ্দিন শেখ। 

আকতার জাহান: ইরানের ইসলামি বিপ্লবের সাফল্য নিয়ে তথ্যবহুল বার্তাটি পাঠানোর জন্য নিজামুদ্দিন ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জের জলিরপাড় থেকে আর পাঠিয়েছেন গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব-এর সভাপতি বিধান চন্দ্র টিকাদার। 

তিনি লিখেছেন, "আমি ও আমাদের ক্লাবের সকল সদস্যগণ নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকি। বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও সাপ্তাহিক সকল পর্ব আমরা শুনি। চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠান আমাদের অনেক প্রিয়। এই অনুষ্ঠানে আমাদের মেইল পড়া হলে অনেক ভালো লাগে। ২৯ জানুয়ারির প্রিয়জন অনুষ্ঠান শুনে অনেক আনন্দ পেলাম। কুষ্টিয়ার মোখলেছুর রহমানের অডিও বার্তা শুনলাম খুবই ভালো লেগেছে। প্রিয়জন শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা 'কান্ডারী হুশিয়ার' অনেক ভালো লেগেছে।"

গাজী আবদুর রশীদ: চিঠির শেষাংশে বিধানদা একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন। লিখেছেন, "আমি নিয়মিত ভারতে যাই এবং সেখানকার শ্রোতাদের রেডিও তেহরান বাংলা বিভাগের ওয়েবসাইট পার্সটুডের সাথে সংযোগ করিয়ে দেই। এছাড়া, আমি বাংলাদেশ ও ভারতের শ্রোতাদেরকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে বলি।"

আকতার জাহান: ভাই বিধান চন্দ্র টিকাদার, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির পাশাপাশি পার্সটুডে ওয়েবসাইটের সঙ্গে নতুন পাঠকদের সংযোগ করিয়ে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, "রেডিও তেহরান বাংলা আমার জীবনে প্রাণ ভোমরা। তার অসাধারণত্ব আমাকে মুগ্ধ করে। তার জ্ঞানের মৌলিক গুণাবলী অতি সহজেই হৃদয়ে স্থাপন করে এক অনাবিল আনন্দ এনে দেয়। সেইসাথে আধ্যাত্মিকতার উন্নতি ঘটিয়ে জীবনকে প্রাণবন্ত করে তোলে।"

এরপর এ শ্রোতাবন্ধু জানিয়েছেন, গত ৩ ফেব্রুয়ারি রেডিও তেহরান প্রচারিত 'ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা' শীর্ষক আলোচনাটি তার খুব সুন্দর লেগেছে।  

গাজী আবদুর রশীদ: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য ভাই দেবাশীষ গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রেতা। মূলত বিশ্বের খবরাখবর জানা ছাড়াও ইরান সম্পর্কে জানার জন্যই আমি রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকি। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ ও শক্তিশালী মুসলিম দেশ। এর বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি ও উন্নত সংস্কৃতি আমাদের আকৃষ্ট করে। আজকের অনুষ্ঠানে আমি ইরানের বিখ্যাত ‘কীশ দ্বীপ’-এর সংক্ষিপ্ত পরিচিতি জানতে চাই।"

আকতার জাহান: ভাই শাহাদত হোসেন, আপনার প্রশ্নের উত্তরে বলছি- বিশ্বে যতোগুলো সুন্দর প্রবালদ্বীপ আছে, সেগুলোর মাঝে কীশ সুন্দরতম প্রবাল দ্বীপ হিসেবে পৃথিবীব্যাপী সমাদৃত। ৯০ বর্গকিলোমিটারের চেয়ে বেশি আয়তন বিশিষ্ট কীশ দ্বীপটি ইরানের দক্ষিণাঞ্চলে প্রায় ১৮ কিলোমিটার উপকূল জুড়ে বিস্তৃত।

কীশ দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনন্য সাধারণ। প্রশান্ত উপকূলে বালির চরাচর। বিশাল সমুদ্রের নীল বুকে পানির অবিরাম দোলা আর  ফেনায়িত তরঙ্গের তীরে এসে মিশে যাওয়া-সব মিলিয়ে অসাধারণ এক পরিবেশ। এতো স্বচ্ছ এখানকার পানি যে পানির নীচের রেণুগুলো পর্যন্ত কাঁচের টুকরার মতো ঝলসে ওঠে। এর বাইরে প্রাকৃতিক সবুজ পরিবেশ তো রয়েছেই। বছরের প্রায় সাত মাস সবুজ শ্যামল এই নয়নাভিরাম প্রকৃতির সৌন্দর্য বিরাজ করে এখানে।

গাজী আবদুর রশীদ: কীশ দ্বীপ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে পার্সটুডের ওয়েবসাইটে। আগ্রহীরা পড়ে নিতে পারেন।
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, "গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রেডিও তেহরান বাংলা থেকে প্রচারিত সকল অনুষ্ঠান শুনলাম। তার মধ্যে 'মহানবীর (সা.) রিসালাতের আনুষ্ঠানিক মিশন শুরুর বার্ষিকী' উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ রেডিও তেহরান বাংলা বিভাগকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।"

আকতার জাহান: 'মহানবীর রিসালাতের আনুষ্ঠানিক মিশন শুরুর বার্ষিকী' উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আশা করি নিয়মিত আপনার লেখা পাব।

গাজী আবদুর রশীদ: বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ী থেকে মোঃ আতাউর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "ইরান ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। কারণ বর্তমান সময় ভাই-ভাইয়ে মিলে-মিশে থাকার। রেডিও তেহরানের খবরে উভয় দেশের মধ্যে শান্তি বিনিময়ের কথা শুনে ভালো বোধ করছি। আমি চাই বিশ্ব মুসলিম উম্মাহ একটি পরিবারে রুপ নিক। কারণ, মুসলিম বিদ্বেষীদের জব্দ করার জন্য আমাদের শিঘ্রই সঙ্ঘবদ্ধ হতে হবে।"

আকতার জাহান: ভাই মোঃ আতাউর রহমান, সমসাময়িক বিষয়ে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

বাংলাদেশের রংপুর শহরের পূর্ব গোয়ালু থেকে ডক্টর মো: মোস্তাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি  আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগ-এর সভাপতি।

তিনি লিখেছেন, "অকুতোভয় রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো শ্রোতাদের যেমন আত্মিক শক্তি বাড়ায় তেমনি  বাড়ায় দেহ ও মনের বল। সেই সাথে সমৃদ্ধ করে জ্ঞানের ভান্ডার। শ্রোতাদের মনের যত চাওয়া পাওয়া, আশা-আকাঙ্ক্ষা সব পূ্র্ণ করে রেডিও তেহরান। কুরআন তেলাওয়াত,  ধর্মীয় অনুষ্ঠান,  রাজনীতি,  সমাজনীতি,  অর্থনীতি, সংবাদপত্রের পর্যালোচনা, গুণীজনের জীবনী, বিনোদনসহ বিচিত্র অনুষ্ঠানের সমারোহের নাম রেডিও তেহরান। আর তাইতো রেডিও তেহরানের অনুষ্ঠানের অবস্থান এখন জনপ্রিয়তার শীর্ষে।" 

চিঠির শেষাংশে এই শ্রোতাবন্ধু একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, আমাদের দেশের মতো ইরানে কি লাউ পাওয়া যায় সেগুলোর আকার আকৃতি এবং দাম কী রকম?

গাজী আবদুর রশীদ:  না ভাই, ইরানে বাংলাদেশি লাউ পাওয়া যায় না। তবে মিষ্টি কুমড়া পাওয়া যায়। ইরানে আমরা লাউ হিসেবে ছোট আকারের দেখতে অনেকটা শশার মতো- সবজি ব্যবহার করি যা 'কাদু সাবজ' নামে পরিচিত। এগুলো প্রতি কেজির দাম ৩০ থেকে ৪০ টাকা।

আকতার জাহান: মোস্তাফিজুর রহমান ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়া হলো। আশা করি তার কৌতুহল মিটেছে।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, "গত ২৮ জানুয়ারি  পার্সটুডে-এর ওয়েব সাইট ও রেডিও তেহরানের খবরে জানতে পারলাম যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান সফলতার সাথে আরো তিনটি নতুন স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। এসব স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ৪৫০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১১০০ কিলোমিটার উপরে অবস্থান করবে। মহাকাশ গবেষণায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই অগ্রগতি আমাদের মুগ্ধ করেছে। আমেরিকা ও পাশ্চাত্যের শত শত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বিজ্ঞানের ক্ষেত্রে এমন অগ্রগতি সত্যিই বিস্ময়কর!"

গাজী আবদুর রশীদ: ভাই নাজিম উদ্দিন, মহাকাশ গবেষণায় ইরানের সাফল্যের খবরটি আপনাদেরকে মুগ্ধ করেছে জেনে ভালো লাগল। আশা করি পরবর্তী চিঠিতে অন্য কোনো বিষয়ে লিখবেন।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার ঝাকুনীপাড়া থেকে। আর পাঠিয়েছেন মাহফুজুর রহমান।

তিনি লিখেছেন, "অতীতে মায়ানমারের আরাকান রাজ্যের আদ্যপান্ত নিয়ে 'রক্তাক্ত আরাকান' নামে রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনের আদ্যপান্ত নিয়ে 'রক্তাক্ত ফিলিস্তিন'শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি।"

আকতার জাহান: মাহফুজ ভাই অত্যন্ত সময়োপযোগী একটি প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তো প্রস্তাবটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গাজী আবদুর রশীদ: শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে এলো। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। 'দূর্গম গিরি কান্তার মরু' শিরোনামে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানটি গেয়েছেন দিদারুল ইকবাল, এবিএম নোমান, আবদুল্লাহ বিন ফয়েজ ও ইমাদুল ইসলাম। 

আকতার জাহান: শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

  

 

ট্যাগ