ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১৭:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম: 

  • টাকা ছাপিয়ে সরকারকে দেওয়া নিয়ে বিতর্ক-প্রথম আলো
  • আধিপত্যের লড়াইয়ে ছাত্রলীগ -ইত্তেফাক
  • পাকিস্তানে শেষ হয়েও হলো না শেষ-মানবজমিন
  • টেকনাফ সীমান্তের ওপার থেকে আজও বিস্ফোরণের শব্দ-ডেইলি স্টার বাংলা
  • প্রধানমন্ত্রীর মতো দুঃসাহস ইউরোপের কোনো নেতাও দেখাতে পারেনি: কাদের-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • ‘মোদী-শাহের সঙ্গে গোপন বৈঠক ফারুক এবং ওমর আবদুল্লার’, দাবি, প্রাক্তন কংগ্রেস নেতা আজাদের-আনন্দবাজার পত্রিকা
  • নাম কাটা গিয়েছে মতুয়াদের, বাংলাতেও ডিটেনশন ক্যাম্প? আধার বিতর্কে কেন্দ্রকে তুলোধোনা মমতার-সংবাদ প্রতিদিন
  • জিরা এড়ালেন কেজরিওয়াল, অপেক্ষা আদালতের রায়ের জন্য-গণশক্তি
  • 'মুখ্যমন্ত্রী একবার আসুন', বলছেন সন্দেশখালির মহিলারা-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকের শিরোনাম- প্রধানমন্ত্রীর মতো দুঃসাহস ইউরোপের কোনো নেতাও দেখাতে পারেনি- বলেছেন কাদের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জার্মানিতে সদ্য শেষ হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে সম্পর্কে এ বৈঠকের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সমালোচনা থাকলেও নিরাপত্তা সম্মেলনের মতো অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ এবং বক্তব্য দেওয়ায় বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বোঝা যায়। গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সুস্পষ্ট অবস্থান, যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরাল বক্তব্য- স্টপ জেনোসাইড, ইউরোপের কোনো নেতাও এমন সাহস দেখাতে পারেনি।রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি দাবি করে তিনি বলেন, এটাই শেখ হাসিনার সাহসী কূটনীতির বহিঃপ্রকাশ।

প্রাক্–বাজেট আলোচনা-৮৭% ধনী ও উচ্চমধ্যবিত্ত কর দেন না-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশে ধনী ও উচ্চমধ্যবিত্ত মানুষদের ৮৭ শতাংশ কোনো ধরনের আয়কর দেন না, যা খুবই অগ্রহণযোগ্য। এই অবস্থার নিরসন করতে হবে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় বাংলাদেশ অর্থনীতি সমিতি এসব কথা বলেছে। অর্থনীতি সমিতি আরও বলেছে, ‘এ দেশে ১৮ লাখ মানুষ কর দেন। তাঁদের মধ্যে ১০ লাখ সরকারি চাকরিজীবী এবং অন্যান্য চাকরিতে নিয়োজিত আছেন। আমাদের হিসাবে, দেশে ধনী ও উচ্চমধ্যবিত্তদের মধ্যে আয়কর প্রদানকারীর সংখ্যা ৯-১০ লাখ হবে। এই সংখ্যা হওয়ার কথা ৭৮ লাখ ৩২ হাজার। এর মানে, ধনী ও উচ্চমধ্যবিত্তদের ৮৭ শতাংশ কোনো ধরনের আয়কর দেন না।’

দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে অন্যদিকে সরকারের প্রয়োজন মেটাতে টাকা ছাপাচ্ছে। তাঁরা একে বর্ণনা করেছেন ‘বিপরীতমুখী’ পদক্ষেপ হিসেবে। তবে তাঁদের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান বলেছেন, টাকা ছাপানোর যে কথা বলা হচ্ছে, তা সঠিক নয়।

আধিপত্যের লড়াইয়ে ছাত্রলীগ-ইত্তেফাক

এই সময়ে বাংলাদেশের অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী ছাত্র সংগঠনগুলোর তেমন সক্রিয় হওয়ার সুযোগ নেই। ফলে ছাত্রলীগই সবখানে দাপিয়ে বেড়াচ্ছে। নিজেদের মধ্যে সংঘাতে জড়াচ্ছে।বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ছাত্রলীগ এখন যৌন হয়রানিসহ চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে ক্যাম্পাসে। আর বিরোধী ছাত্র সংগঠন না থাকায় ছাত্রলীগ নানা গ্রুপ, উপ-গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এর নেপথ্যেও আধিপত্য, চাঁদাবাজি, হলের সিট ভাড়া, ভর্তি বাণিজ্য ও টেন্ডারবাজি বলে অভিযোগ।

পাকিস্তানে শেষ হয়েও হলো না শেষ-মানবজমিন

পাকিস্তানে শেষ হয়েও হলো না শেষ। ৮ই ফেব্রুয়ারি সেখানে একযোগে জাতীয় ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছে। তারপর কেটে গেছে ১১ দিন। কিন্তু এখনও কেউ সরকার গঠন করতে সক্ষম হয়নি। একবার শোনা গেল নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এবং আসিফ আলি জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মিলে জোট সরকার গঠন করছে। পদ-পদবী নিয়েও ভাগাভাগি হয়ে গেছে তাদের মধ্যে। বলা হয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী পিএমএলএনের প্রেসিডেন্ট শেহবাজ শরীফ হবেন প্রধানমন্ত্রী। পিপিপির সহসভাপতি আসিফ আলি জারদারি হবেন প্রেসিডেন্ট। কিন্তু তার পর সময় কেটে গেছে তিন দিনের মতো। কিন্তু সরকার গঠিত হয়নি।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

নাম কাটা গিয়েছে মতুয়াদের, বাংলাতেও ডিটেনশন ক্যাম্প? আধার বিতর্কে কেন্দ্রকে তুলোধোনা মমতার-সংবাদ প্রতিদিন

লোকসভা নির্বাচনের মুখে বার বার CAA লাগু নিয়ে জোর সওয়াল করছেন বিজেপি নেতৃত্ব। তারই মাঝে রাজ্যের একাধিক জেলায় আধার বিভ্রাট। রাতারাতি বাতিল বহু মানুষের আধার। মমতার দাবি, বেছে বেছে সবচেয়ে বেশি মতুয়া, তফসিলি এবং সংখ্যালঘুদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবে বাংলাতেও অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরির চক্রান্ত করা হচ্ছে, কেন্দ্রকে তুলোধোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক মেয়ে নেয়নি বাবা-মা। প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় তরুণী। এ ঘটনার পরই অভিমানে আত্মহত্যা করেছেন ওই তরুণীর বাবা-মা। ভারতের দক্ষিণ কেরালার কোল্লাম জেলার পাভুম্বা গ্রামে ঘটেছে এমন ঘটনা । ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটা বলা হয়েছে। 

উন্নিকৃষ্ণ এবং তার স্ত্রী বিন্দু তাদের একমাত্র মেয়েকে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন। কিন্তু তরুণী বাবা-মায়ের কথা গ্রাহ্য না করে সেই সম্পর্ক চালিয়ে যান। তরুণীর বাবা-মা তাদের মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় চিন্তা করতেন। অভিযোগ রয়েছে মেয়ের কারণেই ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা। বাবা-মায়ের কথা না শুনে প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যান তরুণী। জানতে পেরে আত্মহত্যা করেন ওই দম্পতি।

অখিলেশের ‘শর্ত’ কংগ্রেসকে-এ শিরোনামে সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) মাত্র ১৫টি আসন ছাড়া হবে কংগ্রেসের জন্য। আসন্ন লোকসভা নির্বাচনে এমনটাই শোনা যাচ্ছে সমাজবাদী পার্টির অন্দরে। উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার মধ্যেই আসনরফা নিয়ে হাত শিবিরকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল। আর সেই আসনরফার গেরোয় উত্তরপ্রদেশে অথৈ জলে পড়েছে ইন্ডিয়া জোট।্

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১৯

ট্যাগ