ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১৫:৩২ Asia/Dhaka
  • একনজরে ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৩ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম: 

  • ইউরোপ জানত যে ইলেকশনে আমিই জিতে আসব: শেখ হাসিনা-প্রথম আলো
  • রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : সালমান এফ রহমান-দৈনিক কালের কণ্ঠ

  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুলির শব্দ নেই, মাঠে ফিরেছেন কৃষকরা -ইত্তেফাক
  • ওয়েবিনারে অধ্যাপক আলী রীয়াজ-তিন কারণে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ভারত-মানবজমিন

  • বিচারকদের ক্ষমতার অপব্যবহার রোধকল্পে খেয়াল রাখার আহ্বান রাষ্ট্রপতির-দৈনিক নয়াদিগন্ত
  • মার্চে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক ‘চক্রান্ত’, যা বললেন প্রধানমন্ত্রী-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • ভারতীয় যুবকদের রুশ ভাড়াটে বাহিনীতে জোর করে ঢুকিয়ে পাঠানো হচ্ছে ইউক্রেনে! কী বলল কেন্দ্র?-আনন্দবাজার পত্রিকা
  • বাংলায় ‘বিষ’ ছড়িয়েছে বিজেপি! শুভেন্দুর ‘কুকথা’র ভিডিও শেয়ার করে তোপ অভিষেকের-সংবাদ প্রতিদিন
  • মহারাষ্ট্রে ৩৯ টি আসনে জোট কংগ্রেসের-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

ইউরোপ জানত যে ইলেকশনে আমিই জিতে আসব: শেখ হাসিনা-প্রথম আলো

ইউরোপের দেশগুলোর সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইউরোপসহ প্রতিটি দেশের সঙ্গে আমাদের যেমন রাষ্ট্রীয় একটা সম্পর্ক আছে, সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে সুবিধা হয়েছে। যে কারণে ইলেকশন নিয়ে আমাদের কেউ কোনো কথা বলেনি। তারা নিজেরাই জানত যে ইলেকশনে আমিই জিতে আসব। যারা আমাকে চায়নি, তাদের মাধ্যমেই কথা ওঠে, প্রশ্ন ওঠে।’

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গণভবনে ডাকা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব কথা বলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জার্মানির মিউনিখের এই নিরাপত্তা সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হয়। সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, সে-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। সব আলোচনাই দ্বিপক্ষীয় হয়েছে।’

রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : সালমান এফ রহমান-দৈনিক কালের কণ্ঠ

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, দেশে এখন ডলারের কোনো সংকট নেই। আসছে রমজানে কোন অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই। কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোন সংকট নেই।

রেটটা বেশি আছে, সেটাও নিয়ে আমার ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।’

আসন্ন রমজানে অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুলির শব্দ নেই, মাঠে ফিরেছেন কৃষকরা -ইত্তেফাক

মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান লড়াইয়ের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলির শব্দ আপাতত থেমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে আজ শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি বা ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।

তুমব্রু এলাকার কৃষক আবদুল জব্বার জানিয়েছেন, তার দশখানিতে ধান ক্ষেত রয়েছে। দুই সপ্তাহ আগেও গোলাগুলি ও মর্টার শেলের শব্দে ভয়ে কাজ না করে বাড়ি ফিরতে হতো। তবে কয়েকদিন ধরে গোলাগুলি না থাকায় ক্ষেতে কাজ করতে পারছেন।

ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি বন্ধ থাকায় এখানকার মানুষ স্বস্তিতে রয়েছেন। তুমব্রু নদীর ধারে শীতকালীন সবজি ক্ষেত রয়েছে। রাখাইনে অস্থিরতার সময় যে চাষিরা ব্যাপক ক্ষতির মুখে ছিলেন, তারা এখন ক্ষতি পুষিয়ে নিতে দিন-রাত মাঠে কাজ করছেন।

বাইশফাড়ি সীমান্তের বাসিন্দা মো. এরশাদ বলেন, দুই-তিনদিন ধরে ব্যাপক গোলাগুলির শব্দে আতঙ্কে ছিলাম। শুক্রবার ভোর থেকে কোনো গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

বিচারকদের ক্ষমতার অপব্যবহার রোধকল্পে খেয়াল রাখার আহ্বান রাষ্ট্রপতির-দৈনিক নয়াদিগন্ত

বিচারকদের যেন ক্ষমতার অপব্যবহার না হয় সেদিক কঠোরভাবে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেছেন, ‘ক্ষমতার সাথে দায়িত্ব ওৎপ্রোতভাবে জড়িত। দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রয়োগ করতে হবে। আবার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেদিকে কঠোরভাবে খেয়াল রাখতে হবে।’

শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে দু’দিনব্যাপী ‘একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত: বাংলাদেশ ও ভারত থেকে শিক্ষা’ শীর্ষক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিচারকদের উদ্দেশে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি আশা করেন, ‘বিচার প্রার্থীরা অত্যন্ত কম খরচে স্বল্পতম সময়ের মধ্যে ন্যায় বিচার পাবে এবং বিচারকগণ তাদের মেধা ও মননশীলতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবেন।’

মার্চে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক ‘চক্রান্ত’, যা বললেন প্রধানমন্ত্রী-যুগান্তর

দেশে মার্চ মাসে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে এমনটি জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আশঙ্কা এখনও আছে কিনা-এমন প্রশ্নে শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র তো ছিল, ষড়যন্ত্র তো আছে। আপনারা জানেন, আমি আসার পর থেকে বার বার আমাকে বাধা দেওয়া, ক্ষমতায় যেন না যেতে পারি। ৭৫ সালে জাতির পিতাকে হত্যার ঘটনাই ধরেন না কেন, রাসেলকেও তো ছাড়েনি, কেন, যেন ওই রক্তের কেউ বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে।

তিনি বলেন, নির্বাচনটা যাতে না হয়, তার জন্য একাটা বিরাট চক্রান্ত ছিল, আপানার জানেন। আপনারা ২৮ অক্টোবরের ঘটনাটা একবার চিন্তা করেন। ২০১৩ সালের যে অগ্নিসন্ত্রাস, ২০১৩, ১৪, ১৫, এরপর আবার গতবছর ২৮ অক্টোবর।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতি জার্মানি সফর নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

 

ওয়েবিনারে অধ্যাপক আলী রীয়াজ-তিন কারণে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় ভারত-মানবজমিন

বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ, অর্থনৈতিক স্বার্থ ও বাংলাদেশসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সীমিত রাখতে ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ। শুক্রবার বেলা ১১টায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ‘বাংলাদেশ ও তার প্রতিবেশী: বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব’ শীর্ষক এক ওয়েবিনারে  মূল বক্তব্যে  তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা আছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে সেই ভূমিকা কাজ করে। ২০১৩ সাল থেকে এটা স্পষ্ট। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে এতটাই উৎসাহী যে, এই লক্ষ্যে ক্রমাগতভাবে যে কোনো ধরনের রাখ-ঢাক ছাড়াই কথাবার্তা বলা হচ্ছে। 

তিনি বলেন, ভারত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায় কেনো? আমি মনে করি এর কারণ তিনটা। প্রথমত, বৈশ্বিক শক্তি হওয়ার রাজনৈতিক অভিলাষ এবং ভূ-কৌশলগত নিরাপত্তা। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্বার্থ। তৃতীয়ত, বাংলাদেশসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবকে সীমিত রাখা। এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ভারত গোটা দক্ষিণ এশিয়াকে তার উঠান বলে বিবেচনা করে। স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সময় থেকে লক্ষ্য করলে দেখা যাবে যে, ভারত ভৌগোলিকভাবে তার সীমানা বৃদ্ধি করতে চেয়েছে। তাদের নীতি নির্ধারকদের বিবেচনায় ভারত এমন একটা এলাকায় আছে যেখানে তার চারপাশের দেশগুলো তার প্রতি শত্রু ভাবাপন্ন।

ভারতীয় যুবকদের রুশ ভাড়াটে বাহিনীতে জোর করে ঢুকিয়ে পাঠানো হচ্ছে ইউক্রেনে! কী বলল কেন্দ্র?-আনন্দবাজার পত্রিকা

ইচ্ছার বিরুদ্ধে কয়েক জন ভারতীয়কে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকার জানাল, এই বিষয়ে তারা অবহিত। ওই ভারতীয়দের মুক্তির জন্য রাশিয়ার সঙ্গে কথা বলা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার বেশ কিছু রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে অভিযোগ করা হয়, বেশ কয়েক জন ভারতীয়কে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীতে নিযুক্ত করা হয়েছে। তাঁদের এখন ইউক্রেনে পাঠানো হয়েছে। চাকরি দেওয়ার নাম করে ‘প্রতারণা’ করা হয়েছে। এই নিয়ে শুক্রবার একটি বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা অবহিত রয়েছি যে, রুশ বাহিনীকে সহায়তা করার জন্য নিয়োগপত্রে সই করেছেন কয়েক জন ভারতীয়। ওই ব্যক্তিদের ছাড়ানোর জন্য ভারতীয় দূতাবাস নিয়মিত রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা সকল ভারতীয়কে সতর্ক এবং এই সংঘাত থেকে দূরে থাকতে অনুরোধ করছি।’’

বাংলায় ‘বিষ’ ছড়িয়েছে বিজেপি! শুভেন্দুর ‘কুকথা’র ভিডিও শেয়ার করে তোপ অভিষেকের-সংবাদ প্রতিদিন

বিজেপি বাংলায় ‘বিষ’ প্রয়োগ করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর একটি ভিডিও শেয়ার করে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মিনিটের ভিডিওটি শেয়ার করে ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্ন, কী করে এই মানুষটি এখনও হাই কোর্টের সুরক্ষা পেতে পারে। শুক্রবার ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, ‘২ মিনিটের এই ভিডিওটি সাক্ষ্য দিচ্ছে বিজেপি (BJP) বাংলায় কোন বিষ প্রয়োগ করেছে। অসংখ্য আবেদন সত্ত্বেও এই ব্যক্তি হাই কোর্টের সুরক্ষার অধীনে রয়ে গিয়েছেন। এই ধরনের বিদ্বেষ ও ধর্মান্ধতা ছড়ানোর জন্য কে দায়ী এবং কী কারণে কলকাতা হাইকোর্ট তাঁকে আড়াল করছে?’ ভিডিওয় শুভেন্দুর মুখে বিভিন্ন সময়ে যে ‘কুকথা’ শোনা গিয়েছে সেটাই তুলে ধরা হয়েছে কোলাজ হিসেবে। প্রসঙ্গত, এর আগেও শুভেন্দুর গ্রেপ্তারির দাবি তুলেছেন অভিষেক। গত সেপ্টেম্বরে তিনি দাবি করেছিলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। আর সরকার বদলালেই গ্রেপ্তার হবেন শুভেন্দু। তিনি বলেন, “নারদা কাণ্ডে যাদের টাকা নিতে দেখা গিয়েছে সবাইকে গ্রেপ্তার করা হোক। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে।” এবার শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে ভিডিও শেয়ার করলেন তৃণমূল নেতা।

মহারাষ্ট্রে ৩৯ টি আসনে জোট কংগ্রেসের-আজকাল

লোকসভা নির্বাচনের আগে আসন রফা নিয়ে আরও একধাপ এগিয়ে গেল ইন্ডিয়া। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি-র সঙ্গে ৩৯ টি আসনে জোট করেই লড়বে কংগ্রেস। মহারাষ্ট্রে মোট আসনের সংখ্যা ৪৮। কংগ্রেস ইতিমধ্যেই উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে ১৭ টি আসনে কংগ্রেস লড়বে বলেই জানা গিয়েছে। অখিলেশ যাদবের সঙ্গে এই আসন রফার পরই অন্য রাজ্যে আসন রফা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কংগ্রেস শিবির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও ফের একবার বৈঠকে বসতে পারে কংগ্রেস শিবির। ৪২ টি আসনের মধ্যে কংগ্রেসকে কটি আসন ছাড়া হবে তা নিয়ে ইতিমধ্যেই দূরত্ব বেড়েছে তৃণমূলের সঙ্গে কংগ্রেস শিবিরের। তবে মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের সঙ্গে এই আসন রফা জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটকে অনেকটাই এগিয়ে দিল বলেই মনে করছেন রাজনীতিবিদরা।# 

ট্যাগ