মার্চ ০১, ২০২৪ ১৭:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম: 

  • বেইলি রোডের ভবনটিতে রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না: রাজউক-প্রথম আলো
  • ভবনটিতে অগ্নি নির্গমন পথ না থাকায় ক্ষোভ প্রধানমন্ত্রীর-প্রথম আলো
  • আন্তর্জাতিক গণমাধ্যমে বেইলি রোডের অগ্নিকাণ্ড- দৈনিক কালেরকণ্ঠ

  • দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ঘটতেই থাকে: বিএনপি-যুগান্তর
  • বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য ভারত সরকারই দায়ী: কর্নেল অলি-মানবজমিন
  • গ্রেফতার ছাড়া মালয়েশিয়া থেকে অনিয়মিত প্রবাসীদের দেশে ফেরার সুযোগ-দৈনিক নয়া দিগন্ত

কোলকাতার শিরোনাম:

  • মোদী-মমতা বৈঠক শুরু রাজভবনে, ‘প্রোটোকল মেনে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী-আনন্দবাজার পত্রিকা
  • ভোট সন্দেশখালির মহিলাদের থেকেও গুরুত্বপূর্ণ! প্রশ্ন তুললেন মোদি- আজকাল
  • লুটের টাকা ফেরাতে হবে, মোদি ছাড়বে না,’ নিয়োগ থেকে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রীর- দৈনিক সংবাদ প্রতিদিন

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।

বেইলি রোডের ভবনটিতে রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না: রাজউক-প্রথম আলো

রাজধানীর বেইলি রোডে যে ভবনে আগুন লেগে ৪৫ জনের মৃত্যু হয়েছে, সেটিতে রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

ভবনটিতে আটটি রেস্তোরাঁ, একটি জুস বার (ফলের রস বিক্রির দোকান) ও একটি চা-কফি বিক্রির দোকান ছিল। ছিল মুঠোফোন ও ইলেকট্রনিকস সরঞ্জাম এবং পোশাক বিক্রির দোকানও।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বরাত দিয়ে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, ভবনে অনেকগুলো গ্যাস সিলিন্ডার থাকায় সেগুলো বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে যায়।

বেইলি রোডের ওই ভবনে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় আগুন লাগে। এতে ৪৫ জন নিহত হন। ১২ জন হাসপাতালে ভর্তি আছেন, যাঁরা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ভবন থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।রাজউক জানিয়েছে, ভবনটির অনুমোদন আটতলার। শুধু আটতলায় আবাসিক স্থাপনার অনুমোদন আছে।

ভবনটিতে অগ্নি নির্গমন পথ না থাকায় ক্ষোভ প্রধানমন্ত্রীর-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বেইলি রোডের ভবনে অগ্নি নির্গমন পথ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করেছি, তবুও মানুষ এতটা সচেতন নয়। আপনি একটি বহুতল ভবনে আগুন দেখেছেন, যার কোনো অগ্নি নির্গমন পথ ব্যবস্থা নেই।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিমা দিবস-২০২৪’ উদ্‌যাপন উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।বেইলি রোডের ওই ভবনে গতকাল বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী ওই অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বহুতল ভবন হলেও সেখানে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভবন বা স্থাপনা তৈরির সময় তিনি সব সময় স্থাপত্যবিদদের অনুরোধ করেন যেন খোলা বারান্দা বা ভেন্টিলেশন এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখা হয়।

সরকারপ্রধান বলেন, ‘কিন্তু স্থাপত্যবিদেরা সেভাবে নকশা করেন না, আবার মালিকেরা এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। ৪৬ জন মানুষ মারা গেছে। এর চেয়ে দুঃখ ও কষ্টের আর কী হতে পারে! অথচ আমরা ফায়ার এক্সটিংগুইসার লাগানোসহ অগ্নিনির্বাপণ পথের ব্যবস্থা রাখার নির্দেশ বারবার দিচ্ছি। সেটা কিন্তু তারা মানে না।’

আন্তর্জাতিক গণমাধ্যমে বেইলি রোডের অগ্নিকাণ্ড- দৈনিক কালেরকণ্ঠ

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিকেলে দুইজন ভর্তি রয়েছে। তাদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ভয়াবহ এ আগুনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রধান প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বার্তাসংস্থা রয়টার্স, এএফপি, এপি, এএনআই, সংবাদমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিপেন্ডেন্টসহ প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমেই এই খবর উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ৬ তলা ভবনের আগুনে অন্তত ৪৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছে। একটি জনপ্রিয় বিরিয়ানির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ভবনের অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুনের এ খবর দিয়ে ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, গত কয়েক বছরে বাংলাদেশে বহু নতুন ভবন গড়ে উঠেছে। এগুলোর অধিকাংশেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেই। ত্রুটিযুক্ত গ্যাসের লাইন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং নিম্নমানের বৈদ্যুতিক সংযোগ থেকে ঘটছে এসব অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা।

গ্রেফতার ছাড়া মালয়েশিয়া থেকে অনিয়মিত প্রবাসীদের দেশে ফেরার সুযোগ-দৈনিক নয়া দিগন্ত

মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম)।

এ কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার আহ্বান জানিয়েছে সে দেশের সরকার। প্রত্যাবাসন কর্মসূচি হলো, ১ মার্চ থেকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে হবে। এসময় কাউকে গ্রেফতার বা জেলে পাঠানো হবে না।

বৃহস্পতিবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক, দাতুক রুসলিন জুসোহ বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে নথিপত্রবিহীন বিদেশী, যারা আত্মসমর্পণ করবে তাদের বিরুদ্ধে কোনো বিচার ছাড়াই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ঘটতেই থাকে: বিএনপি-যুগান্তর

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৪৫ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে।

শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনো হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকারকে তো জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে, নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।

বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। 

বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য ভারত সরকারই দায়ী: কর্নেল অলি-মানবজমিন

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ (বীরবিক্রম) বলেছেন, এদেশের জনগণ মনে করে বাংলাদেশের গণতন্ত্র হত্যা ও একদলীয় শাসন কায়েমের জন্য ভারত সরকারই দায়ী, ভারতের জনগণ নয়। ভারতের ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণে আজ প্রত্যেকটি প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কেন এমন হল, একবার ভেবে দেখুন। শুক্রবার বিকালে মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, ভোট চুরির জন্য বা দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে কারা সাহায্য করেছে, তা আজ কারো অজানা নাই। আপনাদের নিশ্চয় স্মরণ আছে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মিসেস সুজাতা সিং ঢাকায় কি বলেছিলেন? তিনি ভারত সরকারের একজন দায়িত্ববান কর্মকর্তাও ছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচনে কেউ অংশগ্রহণ করুক বা না করুক নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি কিভাবে এ ধরণের বক্তব্য দিলেন? কে বা তাকে এই ক্ষমতা দিয়েছিল। আমাদের স্বাধীন দেশের রাজনীতিতে ভারত সরকারের নগ্ন হস্তক্ষেপ। 

মোদী-মমতা বৈঠক শুরু রাজভবনে, ‘প্রোটোকল মেনে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী-আনন্দবাজার পত্রিকা

রাজভবনে শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। আরামবাগের সভা সেরে রাজভবনে গিয়েছেন মোদী। সেখানে পৌঁছেছেন মমতাও। নবান্ন সূত্রে ওই বৈঠককে প্রোটোকল রক্ষা বলেই ব্যাখ্যা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রেও একই কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বাংলা নিয়ে প্রধানমন্ত্রী আরামবাগে যে ‘অসত্য’ বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা তা সহ্য করবেন না। বিকেল সাড়ে ৫টা নাগাদ একটি ফাইল হাতে মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেখা যায়।

মোদীর সঙ্গে মমতার ওই বৈঠক নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরামবাগেই তিনি বলেন, ‘‘রাজভবনে প্রধানমন্ত্রীর পা ধরতে যাচ্ছেন! কিন্তু এ সব করে কোনও লাভ হবে না।’’ ঘটনাচক্রে, বিজেপির কোনও রাজ্য নেতার সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর শুক্রবার বৈঠক করার কথা নেই। তাঁদের সঙ্গে আবার মোদীর দেখা হবে শনিবার কৃষ্ণনগরের সভায়। সেই সভা সেরে তিনি রাজ্য ছাড়বেন।

ভোট সন্দেশখালির মহিলাদের থেকেও গুরুত্বপূর্ণ! প্রশ্ন তুললেন মোদি-সংবাদ প্রতিদিন

প্রত্যাশামতোই উঠে এল সন্দেশখালির প্রসঙ্গ। সেখানকার রাস্তায় লাগাতার মহিলাদের প্রতিবাদ কর্মসূচি ও ঘটনাপ্রবাহ নিয়ে শুক্রবার আরামবাগের মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে অভিযোগ করলেন দেশে বিজেপি বিরোধী আইএনডিআইএ বা "ইন্ডিয়া" জোটের নেতারা সন্দেশখালি নিয়ে গান্ধীজির বলা বাঁদরের মতো কান,চোখ ,মুখ বন্ধ রেখেছেন। তাঁর অভিযোগ, দুর্নীতি ও তোষণকে প্রশ্রয় দেওয়াই ইন্ডিয়া জোটের লক্ষ্য।  লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরের প্রথমদিন আরামবাগের মঞ্চ থেকে রাজ্যে কেন্দ্রের তরফে নেওয়া ৭ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার পর চলে যান রাজনৈতিক সভামঞ্চে। সেখান থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে জোরালো আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, তৃণমূল মুখেই শুধু মা-মাটি-মানুষের কথা বলে। অভিযোগ করে তিনি বলেন, "তৃণমূল সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যেটা করেছে তা দেখে গোটা দেশ দুঃখিত।" এবিষয়ে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "রাজা রামমোহন রায়ের আত্মা আজ দু:খে কাঁদছে।" নরেন্দ্র মোদির অভিযোগ, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে তৃণমূল‌।

লুটের টাকা ফেরাতে হবে, মোদি ছাড়বে না,’ নিয়োগ থেকে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রীর- দৈনিক সংবাদ প্রতিদিন

এবার বাংলার বুকে দাঁড়িয়েই শাসকদলের বিরুদ্ধে ওঠা দু্র্নীতি নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করিয়ে দিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার কথা। হুঙ্কার ছেড়ে বললেন, “লুটের টাকা ফেরাতে হবে, মোদি কাউকে ছাড়বে না। তৃণমূলকে লুটতে দেবে না।”

নিয়োগ থেকে রেশন, একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল তৃণমূল। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কার্যত টাকার পাহাড় দেখা গিয়েছিল। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়তে হয়েছিল শাসকদলকে। পরবর্তীতে রেশন দুর্নীতি মামলায়ও বেকায়দা পরিস্থিতিতে পড়তে হয় তৃণমূলকে। ওই মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার আরামবাগের জনসভা থেকে শাসকদলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী।#

ট্যাগ