এপ্রিল ২৩, ২০১৯ ১৮:৫২ Asia/Dhaka

ইমাম রেজা (আ.) বলেছেন, আল্লাহ তায়ালার প্রতি আশাবাদী থাকবে; কারণ, যে ব্যক্তি আল্লাহর প্রতি আশাবাদী থাকে আল্লাহ তায়ালা তাকে হতাশ করেন না। যে ব্যক্তি অল্প ‘হালাল’ রুজিতে সন্তুষ্ট আল্লাহ তায়ালা তার অল্প পরিমাণ সৎকর্মে সন্তুষ্ট হবেন এবং তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবেন।

আজকের আসরের প্রথম ইমেইলটি এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভাগোলপুর থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মোঃ তরিকুল ইসলামতিনি লিখেছেন, আমি প্রায় ১২ বছর ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছিরেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানমালা আমার এবং আমার পরিবারের খুব ভালো লাগেবিশেষ করে, বিশ্ব সংবাদ,কোরানের আলো ও প্রিয়জন আমাদের প্রিয় অনুষ্ঠান। এরপর এ শ্রোতা ভাই নিয়মিত খেলার সংবাদ দেয়ার অনুরোধ করে আরো জানিয়েছেন, খেলার খবর প্রচার করলে রেডিও তেহরানের অনুষ্ঠান আমাদের আরো ভালো লাগবে। এ ছাড়া, ইসলামি গান শোনানোরও অনুরোধ করেছেন তিনি।

খেলার খবর মানে গুরুত্বপূর্ণ খেলার খবর সাধারণভাবে রেডি তেহরান দিয়ে থাকে।  বাংলাদেশ ও ভারতের জনগণের দু’টি জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেটের গুরুত্বপূর্ণ খবর আমরা আমাদের ওয়েবসাইটি দিয়ে থাকি। তবে সময়ের অভাবে রেডিওতে নিয়মিত খেলার খবর প্রচার করা সম্ভব হয় না।

বহলুল: অন্যদিকে ইসলামি গান প্রিয়জনের প্রতি আসরের শেষে প্রচারিত হয়। আর এ গান শুনতে আমার সত্যিই ভালোই লাগে। হ্যাঁ চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভবিষ্যতে আরো চিঠি দেবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামতও জানাবেন বলে আশা রাখছি। এদিকে...

বহলুল: না। না। কোনোও এদিকে নয়। বরং আজ না একজন শিক্ষকের কথা শুনবো। তার এক ছাত্রকে কেন আজও ভুলতে পারছেন না সে কথাই শুনবো।

তা শিক্ষকের নাম পরিচয় না বললে কি চলে?

আমি বলছি...

বহলুল: না না। তা বলতে হবে না। শিক্ষক তার নিজেই পরিচয় দিয়েছেন সুন্দরভাবে।  তাহলে শুনুন....

ছাত্রের কৃতিত্বের পেছনে শিক্ষকের অবদান কে অস্বীকার করতে পারে বলুন!এক কথায় দারুণ! হ্যা গল্পটি আমাদেরও মনে থাকবে।  এতোক্ষণ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুরের শিক্ষক রতন কুমার পালের গল্প শুনছিলেন। হ্যা ভাই রতন কুমার পাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।  

বহলুল: হ্যাঁ আজ কি আরেকটা গল্প শুনবো?

বহলুল ভাই, শ্রোতাদের কথা শুনতে সবারই ইচ্ছা হয়। কিন্তু আমাদের খবরে পাঠক বন্ধুরা যেসব মন্তব্য করেছেন তাও তো দেখে নেয়া দরকার। তাই আর দেরি করা যাচ্ছে না।

হ্যা তাহলে আমিই শুরু করছি। মহাকাশে ইরানের উপগ্রহ প্রেরণ জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৩ জানুয়ারিএ খবরে বলা হয়েছে, মহাকাশে ইরানের কৃত্রিম উপগ্রহ প্রেরণ জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের শামিল বলে আবারো বাগাড়ম্বর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এক বক্তব্যে এই অভিযোগ করেন।

ফেসবুক গ্রুপে এবং রেডিও তেহরানের ওয়েব পেইজে প্রকাশিত এ খবরে বেশ চমকপ্রদ প্রতিক্রিয়া হয়েছে মহাকাশ কি আপনার বাবার, পম্পেও?- ওয়েবসাইটেরে খবরে এমন কড়া মন্তব্য করেছেন ভাই এস এম ফয়সালএদিকে ফেসবুক গ্রুপে এ খবরে ভাই খোরশেদ আলম লিখেছেন, কেউ কেউ ঘেউ ঘেউ করবেই এটা মানুষের জানা থাকা দরকার।

বহলুল: একেবারে হক কথা।  এ নিয়ে কেউ দ্বিমত করবেন না।  

ইসরাইলি ক্রীড়াবিদদের ভিসা দেয়া হবে না: মাহাথির মোহাম্মাদ শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১১ জানুয়ারি। এ খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন,আগামী গ্রীষ্মে তার দেশে অনুষ্ঠেয় বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ খেলতে ইসরাইলি ক্রীড়াবিদদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না। তিনি কুয়ালালামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।

ফেসবুক গ্রুপে এ খবরে তপন খান লিখেছেন, ফিলিস্তিনে মুসলিমদের প্রতিনিয়ত হত্যাকারী বীভৎস ভিলেন হায়েনা ইহুদীবাদীদের প্রতি এটা দুর্দান্ত চপেটাঘাত!!! খুশি হলাম!!! অন্যদিকে এম ডি লিটন লিখেছেন,সঠিক সিদ্ধান্ত শুভকামনা রইল মাহাথির

বহলুল: এ সব কথার পর আর আমার বলার কিছুই রইল না। আমি কেবল মন পেতে শুনলাম।

কান পেতে শুনলাম জানতাম। এই প্রথম মন পেতে শুনলাম! যা বললেন বহুলুল ভাই!  তা যাক, এদিকে কাতিফে সৌদি বাহিনীর প্রাণঘাতী অভিযান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৮ জানুয়ারি। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের শিয়া মুসলিম অধ্যুষিত কাতিফ এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী আবারো প্রাণঘাতী অভিযান চালিয়েছে। কাতিফের ছোট একটি গ্রামে হামলা চালিয়ে সৌদি বাহিনী অন্তত পাঁচজনকে হত্যা করেছে। অভিযানে আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক মানুষ।

ফেসবুক গ্রুপে এ খবরে  ভাই শামসুল আরেফিন যে মন্তব্য করেছেন এখানে তা তুলে ধরছি। তিনি লিখেছেন, কোথায় জাতিসংঘ,কোথায় ওআইসি,সবাই কি অন্ধ, কিছুই দেখছে না???

বহলুল: কিংবা হয়ত দেখতেই চাইছে না। না সময় নেই আজ আর কথা বাড়ানো না।#

ট্যাগ