জানুয়ারি ০৬, ২০২০ ১৮:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা কমাতে বিল আসছে মার্কিন কংগ্রেসে-দৈনিক মানবজমিন
  • ইরাক থেকে মার্কিন সৈন্য বহিষ্কার ইরানের জন্য বড় বিজয়: মার্কিন আন্ডার সেক্রেটারি-বাংলাদেশ প্রতিদিন
  • ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ধর্ষক একজনই, পুলিশকে ওই ছাত্রী-দৈনিক সমকাল
  • মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন চায় না সরকার: কাদের ‘-দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:

  • আগামী মাসেই নির্বাচন রাজধানীতে, দিনক্ষণ ঘোষণা করল কমিশন -দৈনিক সংবাদ প্রতিদিন    
  • জেএনইউ: দেশ জুড়ে প্রতিবাদ মিছিল, এবিভিপি-র বিরুদ্ধে স্লোগান, দোষীদের কড়া শাস্তির দাবি-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ফ্যাসিস্ট সার্জিক্যাল স্ট্রাইক: মমতা, হিসেব বরাবর হচ্ছে: দিলীপ -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

আজকের বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে

শহীদ সোলাইমানির জানাযায় লাখো-কোটি মানুষের ঢল

ইরানের আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির জানাজার খবরটি। মার্কিন সন্ত্রাসী হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানিসহ সব শহীদের নামাজে জানাযা ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। জেনারেল সোলাইমানিকে চিরবিদায় জানাতে তেহরানে লক্ষকোটি জনতার ঢল নামে।

সোলাইমানির মেয়ে জেইনাব বললেন,বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য অন্ধকার দিন আসছে

আর বাবার জানাযা নামাজে মেয়ে জেইনাব বলেছেন- ট্রাম্প, তুমি ভেবো না আমার বাবার শাহাদাতেই সব শেষ হয়ে গেছে। আমার বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে। দৈনিক মানবজমিন শহীদ জেনারেল সোলাইমানি সম্পর্কিত খবরের শিরোনাম করেছে এরকম যে, জানাজায় কাঁদলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। 

জানাজায় কাঁদলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ‘কমান্ডার অব হার্টস’-এর জানাজায় কাঁদলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনিই আজ ইউনিভার্সিটি অব তেহরানে কুদস ফোর্সের নিহত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও তার সঙ্গে নিহত অন্যদের জানাজা পড়ান। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে কাঁদতে দেখা যায়।

লাখো কোটি মানুষের শোকার্ত প্রতিবাদ

এ সময় হাউমাউ করে কাঁদেন উপস্থিত জনতা। জানাজা শেষে তার প্রতি শেষ প্রদ্ধা জানান তিনি। আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর কয়েক ঘন্টা আগে থেকেই তেহরানের রাস্তায় নামে শোকার্ত জনতার ঢল। তিল ধারণের জায়গা ছিল না কোথাও । সেখানে জনতা তাকে একজন জাতীয় বীরের মর্যাদা দিয়েছে। শোকাহত জনতার হাতে ছিল প্রয়াত নেতার পোট্রেট ছবি। সেই ছবি হাতে নিয়ে তারা ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দিতে থাকেন। 

ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা কমাতে বিল আসছে মার্কিন কংগ্রেসে-দৈনিক মানবজমিন

Image Caption

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি কমিয়ে দিতে চায় মার্কিন কংগ্রেস। এ বিষয়ে একটি প্রস্তাব ভোটে দেয়ার কথা বলেছেন কংগ্রেসের নিম্নকক্ষ, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেছেন, এ সপ্তাহেই যুদ্ধের ক্ষমতা সম্পর্কিত একটি বিল প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হবে এবং তা ভোটে দেয়া হবে। এই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা সীমিত করার কথা বলা হয়েছে।

মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওদিকে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের এবং বিদেশী সেনাদের প্রত্যাহার চেয়ে ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সেনাদের প্রত্যাহার করা হলে ইরাকের বিরুদ্ধে ইরানের চেয়েও কড়া অবরোধ দেয়া হবে। কিন্তু তার এমন হুমকি সহায়ক নয় বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। 

ইরাক থেকে মার্কিন সৈন্য বহিষ্কার ইরানের জন্য বড় বিজয়: মার্কিন আন্ডার সেক্রেটারি-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরমান

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য বহিষ্কার ইরানের জন্য বড় বিজয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরমান।

তিনি বলেন, ইরাকি পার্লামেন্টে মার্কিন সৈন্য বহিষ্কার করতে ভোট হতে যাচ্ছে। এটা ইরানের জন্য একটি বড় বিজয়। ট্রাম্পের সিদ্ধান্তের কারণে এটা আমাদের স্বার্থের একটি বির্যয়। জেনারেল সোলাইমানিকে হত্যার পর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এক টুইটবার্তায় তিনি এ মন্তব্য করেন। সূত্র: ইরান নিউজ ডেইলি

ইরান কেন সামরিকভাবে বিপজ্জনক- এ শিরোনামে গবেষক আলতাফ পারভেজের বক্তব্য তুলে ধরেছে দৈনিক প্রথম আলো। বিশ্লেষণটি এরকম যে, ইরানের কাছে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষের চেয়েও বেশি কিছু। কিন্তু ইরানিরা জানে প্রথাগত যুদ্ধে এই শত্রুকে হারাতে পারবে না তারা। অস্ত্রশস্ত্রে তারা যুক্তরাষ্ট্রের কাছে নগণ্যই বলতে হবে। ইরানের লক্ষ্য তাই শত্রুর সর্বোচ্চ ক্ষতি করা, জেতা নয়।

সরাসরি যুদ্ধে জিততে চাওয়া প্রতিপক্ষের চেয়ে গেরিলা ধাঁচের লড়াইয়ে কেবল শহীদ হতে চাওয়া শত্রু বেশি হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্রের কাছে ইরান সে রকম। 

ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়-দৈনিক প্রথম আলো

ঢাবি ছাত্রীর ধর্ষণের ঘটনায় র‍্যাব ও ডিবি আলামত সংগ্রহে মাঠে নেমেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস এলাকা। পুরো ক্যাম্পাস জুড়েই শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতিবাদে যোগ্ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শাহবাগে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। এই ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।

Image Caption

আজ ধর্ষণের শিকার ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, ন্যায়বিচারের জন্য কর্তৃপক্ষ যা প্রয়োজন তাই করবে। দৈনিক মানবজমিন লিখেছে, রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহে মাঠে নেমেছে র‌্যাব ও ডিবি। আজ কুর্মিটোলা গলফ ক্লাবের বাইরের দিকে একটি ঝোপের মধ্যে কিছু আলামত পান তারা। আর দৈনিক যুগান্তর লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন চায় না সরকার: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার নিজেদের পকেটের উন্নয়ন চায় না। সরকার মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। আজ সাভারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সন্ধ্যায় বলেছেন, ইভিএম নিঃশব্দে ভোট ডাকাতির যন্ত্র । 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

জেএনইউ: দেশ জুড়ে প্রতিবাদ মিছিল, এবিভিপি-র বিরুদ্ধে স্লোগান, দোষীদের কড়া শাস্তির দাবি-দৈনিক আনন্দবাজার পত্রিকা

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বা (জেএনইউ) এ মুখোশধারীদের তাণ্ডবের প্রতিবাদে এবার পথে নামলেন দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা। আজ সকালে গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে মুম্বইয়ের বিভিন্ন কলেজের পড়ুয়ারা জমায়েত হন তারা এবিভিপির বিরুদ্ধে স্লোগান দেয়।

জেএনইউএসইউ–র সভানেত্রী ঐশী ঘোষ

জেএনইউএসইউ–র সভানেত্রী ঐশী ঘোষ বলেছেন, পুলিসকে বলেছিলাম বহিরাগতরা ক্যাম্পাসে জমা হচ্ছে’ কিন্তু পুলিস কোনও পদক্ষেপ করেনি। আর দৈনিক আজকালের খবর এরকম যে, মমতা বললেন -এটা ফ্যাসিবাদী সার্জিকাল স্ট্রাইক’। এটা গণতন্ত্রের উপর বিপজ্জনকভাবে ‌পরিকল্পিত আঘাত। এরকম অবস্থা দেশে আগে কখনও দেখিনি।’ অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ পাল্টা বলেছেন, হিসেব বরাবর হচ্ছে।

আগামী মাসেই নির্বাচন রাজধানীতে, দিনক্ষণ ঘোষণা করল কমিশন-দৈনিক আজকাল

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর নির্বাচন। সোমবার সাংবাদিক সম্মেলনে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। দিল্লির ৭০ আসনে ভোটগ্রহণ হবে এক দফাতেই। ৮ ফেব্রুয়ারি শনিবার হবে ভোটগ্রহণ। ভোটগণনা ১১ ফেব্রুয়ারি। পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ হবে ১২ ফেব্রুয়ারির মধ্যে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

ট্যাগ