মার্চ ১০, ২০২০ ২২:২৭ Asia/Dhaka

পাঠক! আজকের আসরে আমরা ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কে আলোচনা করবো । আফগানিস্তান ইরানের পূর্ব দিকে অবস্থিত এবং এর রাজধানীর নাম কাবুল।

আফগানিস্তানের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে মাজার শরীফ, জালালাবাদ ও কান্দাহারের নাম উল্লেখযোগ্য । বছরের পর বছর ধরে যুদ্ধ-বিগ্রহের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে আফগানিস্তানের তেমন উন্নতি হয়নি । কিন্তু দেশটির জনগণ অনেক পরিশ্রমী । এখানকার অধিবাসীরা ফার্সী,পাশতু ও উজবেকসহ আরো কয়েকটি ভাষায় কথা বলে থাকে। এই মুসলিম দেশে ১৩টি বিশ্ববিদ্যালয় ও ৬টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে । অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ইরানের সাথে আফগানিস্তানের সুসম্পর্ক বিরাজ করছে । পাকিস্তান আফগানিস্তানের দক্ষিণে এবং ইরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত । এ দেশটির রাজধানী ইসলামাবাদ হলেও করাচী পাকিস্তানের বৃহত্তম শহর । এদেশের রাষ্ট্র ভাষা উর্দু , কিন্তু সরকারী অফিস আদালতে ইংরেজী ব্যবহৃত হয়। মুসলিম অধ্যুষিত পাকিস্তান জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ । উপমহাদেশের মহান কবি ইকবাল ফার্সী ভাষায় অনেক কবিতা লিখেছেন । তিনি ইরান ও পাকিস্তানের জনগণের কাছে পরম শ্রদ্ধার পাত্র । মহাকবি ইকবাল ফার্সী ভাষায় ৭ হাজারেরও বেশী পংক্তি রচনা করেছেন । এ সম্পর্কে আলোচনা শুরুর আগে চলুন আজকের ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।

فهمیدن - شعر - اقبال لاهوری - زبان - اهل - دانشگاه تهران - رشته - پزشکی - دوست -170 میلیون نفر - جمعیت - بیشتر مردم - اخیر - جنگ - اشغال - چقدر - آمار - سازمان ملل - سال 2006 - دیگر - زبان رسمی - فارسی دری - فرهنگی - پیشینه - مشترک - البته - روابط - اقتصادی - سیاسی - سه - خوب - رو به رشد - همین طور - مثلا ً - صادرات - زیاد - محصولات - غذایی - کالاهای صنعتی    

বোঝা বা উপলব্ধি করা / কবিতা / পাকিস্তানের বিখ্যাত দার্শনিক ও কবি / ভাষা / অধিবাসী / তেহরান বিশ্ববিদ্যালয় / বিষয় / চিকিৎসাবিদ্যা / বন্ধু / ১৭০ মিলিয়ন বা ১৭ কোটি লোক / জনসংখ্যা / অধিকাংশ জনগণ / বিগত বা সর্বশেষ / যুদ্ধ / দখলদরিত্ব / কত / পরিসংখ্যান / জাতিসংঘ / ২০০৬ সাল / অন্য বা আরো / রাষ্ট্র ভাষা / ফার্সী ভাষার প্রাচীন রূপ / সাংস্কৃতিক / পূর্বের দৃষ্টান্ত বা অতীত ইতিহাস / যৌথ বা অভিন্ন / অবশ্য / সম্পর্ক / অর্থনৈতিক / রাজনৈতিক / তিন / ভাল / ক্রমবর্ধমান বা উন্নতির দিকে / ঠিক এমনটি / যেমন / রপ্তানি / অনেক / পণ্য / খাদ্যদ্রব্য / শিল্পজাত পণ্য /পাঠক! তেহরান বিশ্ববিদ্যালয়ের ফার্সী অনুষদে মোহাম্মদ দু'জন বিদেশী ছাত্রের সাথে কথা বলছে । এদের এজন হচ্ছে পাকিস্তান থেকে আগত তাহের আলী। সে ইকবালের কবিতার উপর ডক্টরেটের গবেষণা পত্র লিখছে। অপরজন আফগানিস্তান থেকে আগত ইউসুফ। সে তেহরান বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে পড়ছে । আসুন তাদের কথপোকথন শোনা যাক ।

محمد - شما برای چه كاري به ايران آمده اید ؟طاهر علی - من برای فهمیدن شعر اقبال لاهوری ، مي خواهم زبان فارسی یاد بگیرم .یوسف - من اهل افغانستان هستم . در دانشگاه تهران در رشته پزشکی تحصیل می کنم و دوست طاهر علي هستم .طاهر علی - حتما ً شما پاکستان را می شناسید ! کشور من بیش از 170 میلیون نفر جمعیت دارد و بیشتر مردم آن مسلمان هستند .یوسف - اما افغانستان در سالهای اخیر ، درگیر جنگ و اشغال بوده است .محمد - کشور افغانستان چقدر جمعیت دارد ؟یوسف - براساس آمار سازمان ملل در سال 2006 ، جمعیت این کشور حدود 29 میلیون نفر است . مردم افغانستان مسلمانند و به زبانهای فارسی و پشتو و چند زبان دیگر صحبت می کنند .محمد - آيا زبان رسمی کشور شما فارسی است ؟یوسف : بله . فارسي دری و پشتو ، زبان های رسمی افغانستان است .محمد - حتما ً کشورهای پاکستان و افغانستان ، پیشینه فرهنگی مشترکی با ایران دارند .طاهر علی - البته . روابط اقتصادی و سیاسی این سه کشور با هم بسیار خوب و رو به رشد است .یوسف - همین طور است . مثلا ً ایران صادرات زيادي به افغانستان دارد و بسیاری از محصولات غذايي و كالاهاي صنعتی ایراني را می توان در افغانستان یافت .

মোহাম্মাদ - আপনারা কেন ইরানে এসেছেন ?তাহের আলী - আমি ইকবাল লাহোরির কবিতা বোঝার জন্য ফার্সী শিখতে চাই।ইউসুফ -আমি আফগানিস্তানের অধিবাসী এবং তাহের আলীর বন্ধু । আমি তেহরান বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যা অধ্যয়ণ করছি ।তাহের আলী - আপনি নিশ্চয়ই পাকিস্তান সম্পর্কে জানেন। আমার দেশের জনসংখ্যা ১৭ কোটিরও বেশী এবং তাদের বেশীরভাগই মুসলমান ।ইউসুফ - কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে যুদ্ধ ও দখলদারিত্ব চলছে।মোহাম্মাদ - আফগানিস্তানের জনসংখ্যা কত?ইউসোফ -২০০৬ সালের জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এদেশের জনসংখ্যা ২ কোটি ৯০ লাখ। আফগানিস্তানের জনগণ মুসলমান এবং তারা ফার্সী ও পশতু সহ আরো কয়েকটি ভাষায় কথা বলে ।মোহাম্মদ - আপনাদের দেশের রাষ্ট্রভাষা কি ফার্সী ?ইউসোফ -জ্বী । ফার্সী দারী ও পশতু আফগানিস্তানের রাষ্ট্রভাষা ।মোহাম্মদ- পাকিস্তান ও আফগানিস্তানের সাথে ইরানের নিশ্চয়ই অনেক সাংস্কতিক অভিন্ন বিষয় রয়েছে।তাহের আলী -অবশ্যই। এই তিনদেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে এবং তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।ইউসুফ-ঠিক তাই । উদাহরণস্বরূপ বলা যায়, ইরান আফগানিস্তানে অনেক কিছু রপ্তানী করে থাকে । প্রচুর ইরানি খাদ্য সামগ্রী ও শিল্পজাত পণ্য আফগানিস্তানে পাওয়া যায় ।

পাঠক! ইউসুফের বর্ণনা থেকে যেমনটি বুঝতে পেরেছেন, ইরান আফগানিস্তানে শিল্পজাত অনেক পণ্য রপ্তানী করে থাকে । এছাড়া ইরান আফগানিস্তানে সড়ক ও সুরঙ্গপথ নির্মাণে অবদান রাখছে । গত তিন দশকে আফগানিস্তানে যুদ্ধের কারণে সৃষ্ট বিরূপ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া জন্য আফগান জনগণ বিভিন্ন প্রতিবেশী দেশে বিশেষ করে ইরানে আশ্রয় নিয়েছিল । তবে বর্তমানে এই শরনার্থীদের অনেকেই নিজ দেশে ফিরে যাচ্ছে ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১০

ট্যাগ