মার্চ ১৫, ২০২০ ১৯:২১ Asia/Dhaka

পাঠক, আজকের আসরে আমরা ফার্সি শেখার পাশাপাশি ইরানের গোলেস্তান প্রদেশের ন্যাশনাল পার্কের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনাদের মনে থাকার কথা, গত সপ্তাহে আমরা বলেছিলাম, ইরানের অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ ও তার ইরানি বন্ধু রমিন ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশ সফরে গেছে।

সেখানে তারা তাদের স্থানীয় বন্ধু সাদেকের সাথে গোলেস্তান ন্যাশনাল পার্ক দেখবে আজ। গোলেস্তান ন্যাশনাল পার্ককে গোলেস্তান জঙ্গলও বলা হয়। এটি একটি সংরক্ষিত এলাকা। গোলেস্তান প্রদেশের পূর্ব প্রান্তে এবং উত্তর খোরাসান প্রদেশের পশ্চিমে এর অবস্থান। এটি ইরানের সবচেয়ে পুরনো ন্যাশনাল পার্ক এবং একই সাথে এদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক পার্কও বটে। পশুপাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এ পার্কে ১৩৫০ ধরনের উদ্ভিদ এবং ৩০২ ধরনের জীবজন্তু রয়েছে। ৯০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ পার্কে রয়েছে অসংখ্য খাল, নদী ও ঝর্ণা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ইরানের মোট উদ্ভিদের আট ভাগের এক ভাগ, মোট পাখির এক তৃতীয়াংশ এবং স্তন্যপায়ী প্রাণীর প্রায় অর্ধেকের বাস এই জঙ্গলে। চিতাবাঘ ও ভল্লুকের মতো হিংস্র জন্তু রয়েছে এই পার্কে। বিশালকায় আয়তন, ভৌগোলিক অবস্থান এবং বড় শহরগুলো থেকে দূরে হওয়ার কারণে এই পার্কের বেশীরভাগ এলাকা অক্ষত রয়ে গেছে। বিশাল এ জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে একটি মহাসড়ক চলে গেছে। মহাসড়কটি খোরাসানে রাজাভি প্রদেশের কেন্দ্রীয় শহর মাশহাদকে গোলেস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর গোরগানের সাথে যুক্ত করেছে। যাই হোক, মোহাম্মাদ, রমিন ও সাদেক এখন এই পার্কটি ঘুরে দেখছে। তাদের মধ্যে কী কথা হচ্ছে তা শোনার আগে চলুন যথারীতি কিছু ফার্সি শব্দের সাথে পরিচিত হই।

جاده - زیبا - جنگل - سرسبز - انبوه - تقریبا ً - روستا - قدیمی ترین - پارک ملی - طبیعی - حتماً - حیوان - مختلف - انواع - گیاه - مساحت - دیدنی - وسط - محیط زیست - تاثیر - منفی - رودخانه - آبشار - ارتفاع - معروف - امشب - خطر - وحشی - محل - چراغ - گلابی جنگلی -

মহাসড়ক - সুন্দর - জঙ্গল - সবুজ শ্যামল - বিপুল সংখ্যক - প্রায় - গ্রাম - সবচেয়ে পুরনো - ন্যাশনাল পার্ক - প্রাকৃতিক - অবশ্যই - জন্তু বা পশু - বিভিন্ন - বিভিন্ন প্রকার - লতাগুল্ম - আয়তন - দর্শনীয় - মাঝখান বা মধ্যে - পরিবেশ - প্রভাব - নেতিবাচক - নদী - ঝর্ণা - উচ্চতা - বিখ্যাত - আজ রাত - বিপদ - বন্য - জায়গা বা জনপদ - লাইট - বন্য নাশপাতি

ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া গেলো। এবার চলুন দেখা যাক, মোহাম্মাদ ও সাদেক কী আলাপ করছে-

محمد - چه جاده زیبایی ! چه جنگل سرسبز و انبوهی !صادق - پارک تقریباً پس از روستای تنگراه ، آغاز می شود . اینجا قدیمی ترین پارک ملی ایران است .محمد - به نظر می رسد اینجا یک جنگل طبیعی و قدیمی است . پس حتماً حیوانات مختلفی در آن زندگی می کنند .صادق - بله . در این پارک انواع حیوانات و گونه های گیاهی وجود دارد .محمد - پس باید این پارک خیلی بزرگ باشد .صادق - بله . همین طور است . این پارک 900 کیلومتر مترمربع مساحت دارد .محمد - حتما ً این جنگل بزرگ ، بسیار زیبا و دیدنی است .صادق - اما جاده ای که از وسط جنگل می گذرد ، بر محیط زیست منطقه تاثیر منفی می گذارد .محمد - درست است . آیا رودخانه و آبشار هم در این پارک وجود دارد ؟صادق - بله . آبشار آق سو و آبشار جنگل گلستان با ارتفاع 70 متر ، از آبشارهای معروف این پارک هستند . رودخانه هایی نیز در این پارک جاری است .محمد - اگر امشب در پارک بمانیم ، خطر حیوانات وحشی ما را تهدید نمی کند ؟صادق - نه . می توانیم در آن محلی که چراغ ها روشن است ، استراحت کنیم .محمد - خوب است . من دوست دارم از آن گلابی های جنگلی بچینم .

মোহাম্মাদ : কি সুন্দর মহাসড়ক! আর এ জঙ্গলও কি বিশাল ও সবুজশ্যামল!সাদেক : তাংরহ গ্রামের পরে থেকেই বলা যায়, পার্ক শুরু হয়েছে। এটি ইরানের সবচেয়ে প্রাচীন ন্যাশনাল পার্ক।মোহাম্মাদ : মনে হচ্ছে এটি একটি প্রাকৃতিক ও পুরনো জঙ্গল। তার মানে এর মধ্যে বিভিন্ন ধরনের পশু বাস করে।সাদেক : হ্যাঁ। এ পার্কে বিভিন্ন শ্রেণীর পশু এবং উদ্ভিদ ও গুল্মলতা রয়েছে।মোহাম্মাদ : তাহলেতো এই পার্কটি অনেক বড় হওয়ার কথা।সাদেক : হ্যাঁ ঠিক বলেছ। এই পার্কের আয়তন ৯০০ বর্গ কিলোমিটার।মোহাম্মাদ : নিশ্চয়ই এই জঙ্গল বড়, অত্যন্ত সুন্দর ও দর্শনীয়।সাদেক : কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে যদি মহাসড়ক চলে যায়, তবে তা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।মোহাম্মাদ : তা ঠিক। এই পার্কে কি নদী এবং ঝর্ণাও আছে?সাদেক : হ্যাঁ। ৭০ মিটার উচ্চতাবিশিষ্ট অক সু ও গোলেস্তান ঝর্ণা এই পার্কের দু'টি বিখ্যাত ঝর্ণাধারা। এ পার্কের ভেতর দিয়ে কয়েকটি নদীও বয়ে গেছে।মোহাম্মাদ : আমরা যদি আজ রাতে পার্কে থেকে যাই, তবে বন্য জন্তু হামলা করবে না তো?সাদেক : না, যে সব অংশে লাইট জ্বালানো আছে, আমরা তার কোন একটি জায়গায় বিশ্রাম নেবো।মোহাম্মাদ : তাহলে ঠিক আছে। আমি ওই বন্য নাশপাতিগুলো গাছ থেকে ছিড়তে চাই।   এরপর মোহাম্মাদ একটি নাশপাতি গাছের কাছে যায় এবং কয়েকটি নাশপাতি পাড়ে। নাশপাতিগুলো একেবারে পেকে গেছে এবং খুব মিষ্টি। মোহাম্মাদ ও সাদেক জঙ্গলের ভেতরের দিকে যায়। সেদিকটায় বিশালকায় অসংখ্য গাছ রয়েছে এবং এগুলো পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত। গাছের ডালপালা এমনভাবে বিস্তৃত যে, সুর্য্যের আলো মাটিতে পৌঁছুতে পারে না। তারা কিছুদূর এগিয়ে যাওয়ার পর নদীর ধারে এক ব্যক্তিকে একমনে মাছ ধরতে দেখে। নদীর পানির ছলছল শব্দ ও পাখির কলকাকলি জঙ্গলের পরিবেশকে মনোমুগ্ধকর করে তুলেছে। মোহাম্মাদ ও তার বন্ধুরা জঙ্গলে হাটতে থাকে। কিন্তু প্রচুর লতাপাতা ও গাছের কারণে তাদের হাটতে বেশ কষ্ট হয়। এ কারণে তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয়। মহাসড়কের পাশে একটি লাইটপোস্টের নীচে তারা তাবু গাড়ে এবং সেখানে রাতের খাবার ও চা খায়। রাত যতই বাড়তে থাকে আবহাওয়া তত শীতল ও পরিবেশ তত নিঝুম হতে থাকে। এমন পরিবেশে কম্বল গায়ে জড়িয়ে ঘুমানোর মজাই আলাদা। #

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১৫

ট্যাগ