মার্চ ১৮, ২০২০ ২১:০৮ Asia/Dhaka

পাঠক, আপনাদের হয়তো মনে আছে, ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ তার বন্ধু রমিন সাদেকের আমন্ত্রণে ইরানের উত্তরাঞ্চলীয় গুলিস্তান প্রদেশ সফরে গেছে।

কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত ইরানের তিনটি প্রদেশের অন্যতম হচ্ছে গুলিস্তান। সবুজ শ্যামল এই প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে- ঘন জঙ্গল, অসংখ্য পুকুর ও ডোবা, অপূর্ব সুন্দর গ্রাম এবং বিস্তীর্ণ সমূদ্র সৈকত। গুলিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর গোরগানের নিকটবর্তী জিয়ারাত গ্রামে সাদেকের দাদার বাড়ি অবস্থিত। গুলিস্তান প্রদেশের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত ইকোটুরিস্ট আকর্ষণ হচ্ছে এই জিয়ারাত গ্রাম। প্রাচীন এই গ্রামে রয়েছে এমন কিছু প্রাকৃতিক ঝর্ণা, যার পানি প্রায় ৫০০ মিটার উঁচু থেকে সোজা নীচে নেমে এসেছে। এত উঁচু থেকে পানি নীচে পড়ার কারণে এই ঝর্ণাগুলো থেকে পানির সূক্ষ্ম কণা জিয়ারাত গ্রামের বাতাসে ভেসে বেড়ায়। ফুল ও শৈবালের ঘ্রান এবং ঘন ঘন গাছের সারি এই এলাকার বাতাস ও প্রকৃতিকে অপূর্ব শোভামণ্ডিত করেছে। এছাড়া এই গ্রামে রয়েছে ইমামজাদাহ আব্দুল্লাহ'র মাজার এবং একটি পুরনো মসজিদ। গুলিস্তান প্রদেশের একমাত্র গরম পানির উৎসটিও জিয়ারাত গ্রামে অবস্থিত। এসব দেখার জন্য ইরানের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ এ গ্রাম সফরে আসে। মোহাম্মাদ, রমিন ও সাদেক এখন জিয়ারত গ্রামের সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণার পাশে বসে আলাপ করছে। তাদের মধ্যে কী কথা হয় তা শোনার আগে চলুন আজকের আসরে ব্যবহৃত কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেয়া যাক।

آبشار - خیلی - زیبا - لباس - مرطوب - آب - هوا - جا - خوب - سبز - بو - گل - اینجا - همیشه - این قدر - خلوت - تعطيل - خانواده - گردش - روستا - مکان - تاريخي - ديدني - حتماً - آنجا - عجيب - حياط - خانه - بدون - ديوار - رسم - رایج - منزل - کوچه - مرز - مشخص - انگار - حوض - شیر آب - آبگرم - عجله کنيد - کم کم - تاریک - چند - مناظر - زیبا - البته - فردا - فرصت - امروز - همین -

পাহাড়ি ঝর্ণা - অনেক - সুন্দর - পোশাক - আর্দ্র বা ভেজা - পানি - বাতাস বা আবহাওয়া - জায়গা - ভালো - সবুজ - ঘ্রাণ - ফুল - এখানে - সবসময় - এতখানি - নিরিবিলি বা নির্জন - ছুটি - পরিবার - ঘুরে বেড়ানো বা বেড়াতে যাওয়া - গ্রাম - জায়গা - ঐতিহাসিক - দর্শনীয় - অবশ্যই - ওখানে - আশ্চর্যজনক - আঙ্গিনা বা বহিরাঙ্গন - ঘর - (কোন কিছু) ছাড়া - দেয়াল - রসম বা রীতি -প্রচলিত - বাড়ি - গলিপথ - সীমান্ত - স্পষ্ট বা পরিস্কার - মনে হয় - চৌবাচ্চা বা জলাধার - পানির কল বা ট্যাপ - গরম পানি - জলদি করো - অল্প অল্প - অন্ধকার - কয়েকটি - প্রাকৃতিক দৃশ্যাবলি - সুন্দর - অবশ্য - আগামীকাল - সুযোগ - আজ - এটাই

ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন। এবার চলুন দেখা যাক মোহাম্মাদ ও সাদেক জিয়ারত গ্রামের ঝর্ণার পাশে বসে কী কথা বলছে -

( صداي آبشار و پرندگان )محمد - اين آبشار خيلي زيباست . لباسم مرطوب شده است .صادق - می بینی ذرات آب آبشار ، چه طور در هوا پراکنده می شوند !محمد - چه جای خوبی است ! همه جا سبز است و بوي گل همه جا را پر کرده است . اينجا هميشه اين قدر خلوت است ؟صادق - نه . در روزهاي تعطيل ، خانواده هاي زيادي براي زيارت و گردش به اينجا مي آيند .محمد - حرم امامزاده هم در همين روستا است ؟صادق - بله . حرم يک مکان تاريخي و ديدني است .محمد - پس حتماً بايد به آنجا برويم . عجيب است ، حياط خانه های این روستا بدون ديوار است .صادق - اين از رسوم رایج در اين روستاست . حياط منازل و کوچه ها ، مرز مشخصی ندارد .محمد - بله . انگار حوض و شیر آب در کوچه قرار دارد .صادق - خوب . اگر دوست داريد به آبگرم زيارت هم برويم ، بهتر است عجله کنيد . هوا کم کم تاريک مي شود .محمد - من چند عکس ديگر مي گيرم . نمي خواهم مناظر زيباي اينجا را از دست بدهم .صادق - البته فردا هم مي توانيم به آبگرم برويم .محمد - نه . فرصت کم است . بهتر است همین امروز برویم .

মোহাম্মাদ : এই ঝর্ণাটি অত্যন্ত সুন্দর। আমার কাপড় ভিজে গেছে।সাদেক : দেখেছো, ঝর্ণার পানির বিন্দুগুলি কীভাবে বাতাসে ছড়িয়ে পড়েছে!মোহাম্মাদ : কী সুন্দর জায়গা এটি! সর্বত্র সবুজ এবং ফুলের গন্ধ সকল জায়গাকে আচ্ছন্ন করে ফেলেছে। এ জায়গাটি কি সব সময়ই এমন নিরিবিলি থাকে?সাদেক : না। ছুটির দিনগুলোতে জিয়ারত করতে বা বেড়াতে অনেক পরিবার এখানে আসে।মোহাম্মাদ : ইমামযাদাহর মাজার কি এই গ্রামেই অবস্থিত?সাদেক : হ্যাঁ, মাজারটি একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান।মোহাম্মাদ : তাহলেতো অবশ্যই সেখানে যেতে হয়। বিস্ময়ের ব্যাপার হচ্ছে- এই গ্রামের বাড়িগুলোর উঠানের চারপাশে দেয়াল নেই।সাদেক : এটি এই গ্রামের প্রচলিত রীতি। বাড়ির আঙ্গিনা এবং রাস্তাঘাটের কোন নির্দিষ্ট সীমানা নেই।মোহাম্মাদ : হ্যাঁ, মনে হচ্ছে জলাধার ও পানির কলগুলো রাস্তায় অবস্থিত।সাদেক : আচ্ছা, যদি জিয়ারত (গ্রামের) গরম পানির ওখানেও যেতে চাও, তবে তাড়াতাড়ি করতে হবে। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে।মোহাম্মাদ : আমি আরো কয়েকটি ছবি তুলে নিচ্ছি। এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি না তুলে উঠতে ইচ্ছে করছে না।সাদেক : অবশ্য আমরা কালও গরম পানির ওখানে যেতে পারবো।মোহাম্মাদ : না, সময় কম। আজই গেলে ভালো হবে।  

এরপর রমিন, মোহাম্মাদ ও সাদেক ঝর্ণার পাশ দিয়ে হাটতে হাটতে জিয়ারত গ্রামের গরম পানির উৎসের দিকে যায়। গরম পানির এ উৎস থেকে চারটি ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। এই গরমপানি পাহাড়ের ঢালে জমা হয়ে বড় পুকুরের আকার ধারণ করেছে এবং এই পুকুরে সাঁতার কাটার মজাই আলাদা। মোহাম্মাদ, সাদেক ও রমিন সেখানে সাঁতার কাটার লোভ সামলাতে পারে না। কিছুক্ষণ পানির মধ্যে মজা করার পর তারা সাদেকের দাদার বাড়িতে ফিরে আসে। জিয়ারাত গ্রামে মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। মোহাম্মাদ গ্রামের মানুষের সাথে এখানকার রসম রেওয়াজ ও প্রচলিত রীতি সম্পর্কে আলাপ করে। তারা মোহাম্মাদকে জানায়, এই গ্রামের সুন্দর আবহাওয়া ও ভেজালমুক্ত খাবারের কারণে এখানকার মানুষ দীর্ঘজীবী হয়। ইমামজাদাহ আব্দুল্লাহর মাজার এবং মাজার সংলগ্ন পুরনো মসজিদ গ্রামটির অন্যতম দর্শনীয় স্থান। মোহাম্মাদ ও রমিন দুই দিন গ্রামটিতে থাকার পর তেহরানে ফিরে আসে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১৮

ট্যাগ