মার্চ ৩১, ২০২০ ১৭:৩৩ Asia/Dhaka
  • কথাবার্তা: করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৫৪০ এবং স্পেনে ৯১৩ জনের মৃত্যু

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:                              

  • ছুটি সীমিত আকারে বাড়বে, নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী -দৈনিক প্রথম আলো
  • দ্রুত পদক্ষেপ না নিলে আর্থিক ধাক্কা খাবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো-বিশ্ব ব্যাংক
  • করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ৫৪০ এবং স্পেনে ৯১৩ জনের মৃত্যু-দৈনিক কালেরকণ্ঠ
  • করোনা পরিস্থিতি এখন বেশি ভয়ঙ্কর : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

ভারতের খবর:

  • দিল্লির নিজামউদ্দিনের জমায়েতে যোগ দেওয়া অন্তত সাত জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • কেউ যেন অভুক্ত না থাকে:‌ মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
  • করোনার জেরে মন্দার মুখে বিশ্ব, প্রভাব পড়বে না ভারতে’, আশা রাষ্ট্রসংঘের-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা এবার বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনা নেয়া যাক। প্রতিদিনের মতো আজকেও বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রান্ত খবরগুলোই দেশি ও বিদেশী সংবাদ মাধ্যমগুলোতে প্রধান প্রধান শিরোনাম হিসেবে স্থান করে নিয়েছে। দৈনিক প্রথম আলোর শিরোনাম- ছুটি সীমিত আকারে বাড়বে, নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ: প্রধানমন্ত্রী 

বিস্তারিত খবরে লেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে সরকারের ঘোষণা করা ছুটির মেয়াদ সীমিত আকারে বাড়বে। দেশের ৬৪টি জেলার জেলা প্রশাসকদের সঙ্গে আজ মঙ্গলবার সকালে আয়োজিত ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ বছরের নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে। আজ সকাল ১০টায় এ ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে কনফারেন্সে যোগ দিয়েছেন। এদিকে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে জানান যে করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে

দ্রুত পদক্ষেপ না নিলে আর্থিক ধাক্কা খাবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো-বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংক বলেছে, দ্রুত পদক্ষেপ না নিলে কভিড-১৯ করোনাভাইরাসের আগ্রাসী প্রভাবে তীব্র আর্থিক ধাক্কা খাবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। বিশ্ব ব্যাংক তাদের নতুন প্রতিবেদনে বিশেষ করে পূর্ব এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। সংস্থাটির মতে, দ্রুত পদক্ষেপ না নিলে এসব দেশে আর্থিক মন্দা নেমে আসবে। করোনার কারণে লাখ লাখ মানুষে দরিদ্র হবে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাংক। দৈনিকটির আরেকটি খবরে লেখা হয়েছে-লেবুতেই ধ্বংস হবে করোনাভাইরাস! চীনের বেইজিং মিলিটারি হাসপাতালের সিইও প্রফেসর চেন হরেনের মতে, করোনা থেকে বাঁচাতে পারে এক টুকরা লেবু আর এক কাপ গরম পানি। এক্ষেত্রে একটি লেবু টুকরা করে কেটে এক কাপ গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। লেবুর এই পানীয়টি শরীরে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকায়। এ পানীয় ঠিক ওষুধের মতো কাজ করে। 

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ৫৪০ এবং স্পেনে ৯১৩ জনের মৃত্যু-দৈনিক কালেরকণ্ঠ 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন পাঁচশ ৪০ জন। দেশটিতে করোনা রোগী শনাক্তের পর গতকালই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেল। এতে করে করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার একশ ৬৬ জনে। সে দেশে এখন পর্যন্ত এক লাখ ৬৪ হাজার দু'শ ৫৩ জন আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।  করোনাভাইরাসে সবচেয়ে বাজে অবস্থা এখন ইউরোপের। আরও নির্দিষ্ট করে বললে বলা যায়, ইতালি আর স্পেনের নাম। স্পেনে গত ২৪ ঘণ্টায় ৯১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭১৬ জনসে। খবর বিবিসি ও রয়টার্সের।এই ভাইরাসে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা পরিস্থিতি এখন বেশি ভয়ঙ্কর : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

করোনাভাইরাস বর্তমানে আরো ভয়ঙ্কর মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় জাতীয় কমিটি গঠন করা উচিত। মঙ্গলবার দুপুরে উত্তরার বাসায় কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা এই কথাটা বারবার বলেছি যে, আমরা কখনোই সমালোচনার জন্য সমালোচনা করছি না, আমরা সরকারকে সাহায্য করতে চেয়েছি। আমরা বলেছি যে, ত্রুটি নয়, এটাকে (ত্রুটি) দেখিয়ে দিয়ে আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি, ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানিয়েছি। এখন পর্যন্ত একটা জাতীয় কমিটি তৈরি হয় নাই। যেটা করা উচিত ছিলো বলে আমি মনে করি।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

দিল্লির নিজামউদ্দিনের জমায়েতে যোগ দেওয়া অন্তত সাত জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ-দৈনিক আনন্দবাজার পত্রিকা

গত ২২ মার্চ রবিবার দেশ জুড়ে ‘জনতা কার্ফু’ পালন হয়েছে। ২৪ তারিখ দেশ জুড়ে ঘোষণা হয়েছে লকডাউন। কিন্তু তার পরেও দিল্লির মারকাজ নিজামউদ্দিন মসজিদে ছিলেন শয়ে শয়ে দেশ-বিদেশি মানুষ। একটি ধর্মীয় জমায়েত উপলক্ষে জড়ো হওয়া মানুষজনের মধ্যে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত ছিলেন অন্তত ২০০ জন।  মঙ্গলবার দিল্লি ও অন্ধ্রপ্রদেশ থেকে আরও ৩৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এই সম্মেলনের জেরেই দেশে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর মধ্যেই সোমবার দিল্লির লোকনায়ক হাসপাতালে ভর্তি ১০২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার তাঁদের মধ্যে ২৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নিজামউদ্দিন মসজিদ থেকে এনে রাজধানীর অন্যান্য হাসপাতালেও অনেককে ভর্তি করা হয়েছিল। তাঁদের রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্ট এলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারেই মনে করছে রাজ্য প্রশাসন। অন্য দিকে অন্ধ্রপ্রদেশ থেকেও ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর মিলেছে।

কেউ যেন অভুক্ত না থাকে:‌ মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল

রাজ্যের কেউ যেন না খেয়ে মারা না যান। কেউ যেন অভুক্ত না থাকেন। জেলাশাসক, পুলিশ সুপারদের এর দায়িত্ব নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, সব জেলার সিএমওএইচ–দের সঙ্গে বৈঠক করেন। ছিলেন সব দপ্তরের সচিব এবং চিকিৎসকদের গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা।

সেখানে মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত গরিব মানুষদের জন্য ৫ কেজি করে চাল দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য সরকার। প্রায় ১৬ লক্ষ হতদরিদ্র মানুষকে চিহ্নিত করা হয়েছে। ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের ধরলে তা ২০ লক্ষ ছাড়াবে। তিনি বলেন, ‘‌অনেকের হয়তো রেশন কার্ড নেই। আবার ঘরেও চাল, গম নেই। তাঁদের অস্থায়ী রেশন কার্ড দিতে খাদ্য সচিব মনোজ আগরওয়ালকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‌দ্রুত এবং সহজে এই কার্ড পৌঁছে দিতে হবে। থানার আইসিও দিতে পারেন। যেটা সুবিধা হবে সেটাই যেন করা হয়।’‌

করোনার জেরে মন্দার মুখে বিশ্ব, প্রভাব পড়বে না ভারতে, আশা রাষ্ট্রসংঘের-দৈনিক সংবাদ প্রতিদিন

করোনা আতঙ্কের মধ্যেই ভারতের অর্থনীতি নিয়ে সুখবর শোনাল রাষ্ট্রসংঘ। করোনার মারে বিশ্ব অর্থনীতি কাহিল হয়ে গেলেও ভারতের উপর এর কোনও প্রভাব পড়বে না। এমনটাই বলা হচ্ছে রাষ্ট্রসংঘের বাণিজ্যিক রিপোর্টে। ভারতের পাশাপাশি করোনার আঁতুড়ঘর চিনও অর্থনীতির মার থেকে রক্ষা পেয়ে যাবে বলে মনে করছে রাষ্ট্রসংঘ (United Nations)।

রাষ্ট্রসংঘের বাণিজ্যিক রিপোর্টে বলা হয়েছে, করোনার জেরে সার্বিকভাবে হাজার হাজার কোটির লোকসানের মুখ দেখতে হবে বিশ্ব অর্থনীতিকে। সবচেয়ে বেশি প্রভাবিত হবে উন্নয়নশীল দেশগুলি। যেগুলিতে কিনা বিশ্বের তিন ভাগের দুই ভাগ মানুষ বাস করেন। রাষ্ট্রসংঘের মতে, এই সংকট কাটিয়ে উঠতে প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন। উন্নত দেশগুলি এবং ভারত মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫ হাজার কোটি ডলার ত্রাণ ঘোষণা করেছে। যা এই পরিস্থিতিতে চমকপ্রদ বলে মনে করছে ইউনাইটেড নেশনস। এরপরই তাঁরা বলছে, বিশ্বব্যাপী এই মন্দার মার থেকে রক্ষা পেয়ে যেতে পারে ভারত ও চিন। যদিও কীসের ভিত্তিতে একথা বলা হচ্ছে তা স্পষ্ট করা হয়নি রিপোর্টে।

পার্সটুডে/এমবিএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

 

 

 

 

ট্যাগ