এপ্রিল ০১, ২০২০ ২০:৩৭ Asia/Dhaka

পাঠক, ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা আপনাদেরকে ইরানের রাজধানী তেহরানের দু'টি বৃহৎ ভূগর্ভস্থ টানেল সম্পর্কে বলবো। এসব টানেল বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরানের জন্য বিশাল সাফল্য বয়ে এনেছে।

তেহরানের একটি মহাসড়কে অবস্থিত রেসালাত টানেল ২০০৬ সালে উদ্বোধন করা হয়। এছাড়া তেহরানের আরেকটি গুরুত্বপূর্ণ টানেলের নাম তওহীদ টানেল। এটি ২০০৯ সালে উদ্বোধন করা হয়। এই টানেল তেহরানের চামরান ফ্রিওয়ে'কে নবাব সাফাভি ফ্রিওয়ে'রে সাথে সংযুক্ত করেছে। প্রকৌশলবিদ্যার দিক দিয়ে এই দু'টি টানেল অত্যাধুনিক এবং ইরানী প্রকৌশলিরা তেহরানের গুরুত্বপূর্ণ দুটি স্থানে সাফল্যের সাথে এগুলো নির্মাণ করেছেন।এ দু'টি টানেল তেহরানের ট্রাফিক জ্যাম কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এগুলো নির্মাণের ক্ষেত্রে ইরানি স্থাপত্যশৈলির ছাপ পড়েছে। প্রতিটি টানেলের ভেতরের অপূর্ব লাইটিং রাতের বেলা এগুলোর প্রবেশমুখকে অপূর্ব সৌন্দর্যমণ্ডিত করে তোলে। এককথায় তেহরান শহরের সৌন্দর্য বৃদ্ধিতে রেসালাত ও তওহীদ টানেল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ তার ইরানি বন্ধু রমিনের সাথে এখন তওহীদ টানেলের ভেতর দিয়ে যাচ্ছে। এ সময় তারা এ টানেল সম্পর্কে কথা বলে। আমরা তাদের কথা শুনবো। তবে তার আগে ফার্সি শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।

چه قدر - تونل - طولانی - من فکر می کنم - بزرگتر - طول - جدید - زیبا - سال - آن به بهره برداری رسید - حتما ً - ترافیک - اطراف - کاسته است - همین طور است - قبلاً - محل - سنگین - ساخت - کار - آسان - نبوده است - به تنهایی - آنها ساخته اند - شرکت مهندسی - کمک - شهرداری - بزرگ - لابد - اجرا - طرح - آنها همکاری کرده اند - نفر - عمرانی - من مشاهده کرده ام - بزرگراه - ساخته شده است- خط - خطوط - مترو - جالب است - زیبا سازی - توجه شده است .

কতখানি। টানেল। লম্বা বা দীর্ঘ। আমার মনে হয়। আরো বড়। দৈর্ঘ্য। নতুন। সুন্দর। সাল বা বছর। ওটি উদ্বোধন করা হয়েছে। অবশ্যই। ট্রাফিক (জ্যাম)। আশপাশে। কমিয়েছে। ঠিক বলেছো। আগে বা অতীতে। জায়গা। ভারী। তৈরি। কাজ। সহজ। ছিল না। একাকী। তারা তৈরি করেছেন। প্রকৌশলী কোম্পানি। সাহায্য। সিটি কর্পোরেশন। বড়। কমপক্ষে বা অন্তত। বাস্তবায়ন। পরিকল্পনা। তারা সহযোগিতা করেছেন। ব্যক্তি বা জন। উন্নয়নমূলক। আমি দেখেছি। ফ্রিওয়ে। তৈরি হয়েছে। লাইন। লাইনগুলো। মেট্রো বা পাতালরেল। মজার ব্যাপার। সৌন্দর্য বৃদ্ধি। গুরুত্ব দেয়া হয়েছে।

আজকের আসরে ব্যবহৃত কিছু ফার্সি শব্দের অর্থ শুনলেন। এবারে চলুন মোহাম্মাদ ও রমিনের কথোপকথন শোনা যাক।

محمد - چه قدر تونل توحید طولانی است . فکر می کنم از تونل رسالت بزرگتر است .رامین - بله . طول تونل رسالت، 950 متر است ، اما طول این تونل، 2136 متر است .محمد - این تونل جدید و زیباست .رامین - بله . این تونل در سال 2009 به بهره برداری رسید .محمد - پس حتماً تونل توحید از ترافیک نواحی اطراف کاسته است .رامین - همین طور است . قبلا ً در این محل ترافیک سنگین بود .محمد - ساخت این تونل ، کار آسانی نبوده است . آیا این تونل را ایرانی ها به تنهایی ساخته اند ؟رامین - بله . یک شرکت مهندسی ایرانی با کمک شهرداری تهران این کار بزرگ را انجام داده است .محمد - پس لابد افراد زیادی در اجرای این طرح همکاری کرده اند .رامین - بله . در ساخت تونل توحید، 3400 نفر همکاری داشته اند .محمد - من کارهای عمرانی زیادی را در تهران مشاهده کرده ام .رامین - در این سالها ، بزرگراههای زیادی ساخته شده است و خطوط مترو گسترش یافته است .محمد-جالب است که به زیبا سازی مترو و بزرگراهها،نیز توجه شده است .

মোহাম্মাদ : তওহীদ টানেল কত্ত বড় লম্বা। আমার (তো) মনে হয়, (এটি) রেসালাত টানেলের চেয়েও বড়।রমিন : হ্যাঁ। রেসালাত টানেল ৯৫০ মিটার (দীর্ঘ), কিন্তু এই টানেলের দৈর্ঘ্য ২১৩৬ মিটার।মোহাম্মাদ : এ টানেলটি নতুন এবং সুন্দর।রমিন : হ্যাঁ। ২০০৯ সালে এ টানেল উদ্বোধন করা হয়।মোহাম্মাদ : তাহলে নিশ্চয়ই তৌহিদ টানেল এর পাশ্ববর্তী এলাকাগুলোর ট্রাফিক (জ্যাম) হ্রাস করেছে।রমিন : ঠিক তাই। আগে এখানে ভীষণ জ্যাম পড়তো।মোহাম্মাদ : এ টানেল নির্মাণ সহজ ছিল না। টানেলটি কি ইরানিরা একাকী নির্মাণ করেছে?রমিন : হ্যাঁ। ইরানের একটি প্রকৌশলি কোম্পানি তেহরান সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ টানেল নির্মাণ করেছে।মোহাম্মাদ : তার মানে এই প্রকল্প বাস্তবায়নে নিশ্চয়ই অনেক মানুষ কাজ করেছে।রমিন : হ্যাঁ। তৌহিদ টানেল নির্মাণে ৩৪০০ লোক কাজ করেছে।মোহাম্মাদ : আমি তেহরানে অনেক উন্নয়নমূলক কাজ দেখেছি।রমিন : গত কয়েক বছরে (তেহরানে) অনেকগুলো ফ্রিওয়ে তৈরি হয়েছে এবং মেট্রোরেলের লাইনও বিস্তৃত হয়েছে অনেক।মোহাম্মাদ : মজার ব্যাপার হচ্ছে, (এসব নির্মাণের ক্ষেত্রে) ফ্রিওয়ে ও মেট্রোরেলের সৌন্দর্যবৃদ্ধির দিকেও দৃষ্টি দেয়া হয়েছে।

মোহাম্মাদ ও রমিনের কথোপকথন শুনলেন। তৌহিদ ও রেসালাত টানেল তেহরানের তুলনামূলক পুরনো এলাকায় অবস্থিত বলে এগুলো নির্মাণ করতে গিয়ে ইরানি প্রকৌশলিদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। টানেল খনন করতে গিয়ে অসংখ্য কূপ, পানি ও পয়োঃনিষ্কাসন পাইপ সামনে পড়েছে এবং সেগুলোর জন্য বিকল্প ব্যবস্থা করে তবেই সামনে এগুতে হয়েছে। এছাড়া এক এক জায়গার মাটির গঠনও ছিল এক এক ধরনের। এত সব অসুবিধা মোকাবিলা করে শেষ পর্যন্ত টানেল দু'টির নির্মাণ কাজ শেষ হওয়ার ফলে এসব প্রকল্পে জড়িত ইরানি প্রকৌশলি ও নির্মাণ শ্রমিকদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। তারা এখন এর চেয়েও বড় প্রকল্পে হাত দেয়ার সাহস পাচ্ছেন। বর্তমানে বিশ্বের অনেক দেশে ইরানি প্রকৌশলি ও নির্মাণ কোম্পানিগুলো সাফল্যের সাথে সড়ক ও মহাসড়ক নির্মাণের কাজ করে যাচ্ছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/০১

ট্যাগ