এপ্রিল ২২, ২০২০ ১৯:১৮ Asia/Dhaka

ক. বন্ধুরা,আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন।

প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম মোহাম্মাদ বাকের (আ.) বলেছেন,ঐ ব্যক্তির ব্যাপারে বিস্মিত হই যে রোগাক্রান্ত ও অসুস্থ হওয়ার ভয়ে খাদ্য গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করে অথচ পরকালে দোজখের আগুনের ভয়ে পাপ থেকে নিজেকে রক্ষা করবে না।

খ. দেখুন যে অর্থ খরচ করা যাবে না তা যেমন কখনও কাজে আসবে না একইভাবে চিরকালীন বাণী শুনলাম কিন্তু মানলাম না বা মানার চেষ্টা করলাম না তাতেও জীবন অর্থবহ হবে না। আসুন আমরা সবাই জীবনকে অর্থবহ করার চেষ্টা করি।

ক. বন্ধুরা আজকের আসরের প্রথমেই হাতে তুলে নিয়েছি একটি মেইল মানে ডাকযোগে আসা চিঠি। আর এটি এসেছে বাংলাদেশের বগুড়া জেলা থেকে। তাজুর পাড়া বড় বাড়ি থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতাভাই মিয়া মোঃ শমশের নুর খোকন।

খ. এ চিঠি ডাকে দেয়া হয়েছে  আগস্ট মাসের ৪ তারিখে। আর এটি আমাদের হাতে এসে পৌঁছেছে দিন কয়েক আগে।  চিঠির শুরুতেই তিনি লিখেছেন,মুসলিম জাহানের বন্ধু ইরান। তারপর তিনি রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল ভাই বোন বন্ধুকে পবিত্র ঈদুল আযহার অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন। 

বহলুল: দেরিতে হলেও এ শুভেচ্ছায় আমাদের আনন্দ হচ্ছে। আর  স্বাগতম হে চিঠি। কারণ কষ্ট করে এখনও বন্ধুরা চিঠি লিখছেন! আর এটা ভাবলেই আনন্দ হয়।

ক. তার একটি কথার সূত্র ধরে বলছি যে বর্তমানে রেডিও তেহরানের বাংলা বিভাগের পরিচালকের নাম মুজতবা ইব্রাহিমি। তিনি একজন ইরানি। এর আগেও তিনি একই বিভাগে প্রযোজক হিসেবে কাজ করেছেন। ধন্যবাদ ভাই মিয়া মোঃ শমশের নুর ভবিষ্যতে আরও চিঠি দেবেন আশা করছি।

বহলুল: এবারে ইরানের খ্যাতনামা জেনারেল কাসেম সোলাইমানির শাহাদতের বিষয়ে প্রতিক্রিয়া শুনবো। আর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশের খুলনা জেলার বোন শারমিন রিমা। তিনি বলেন

কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানি

খ. জ্বি বোন শারমিন রিমা ইরান সঠিক পথেই হেঁটেছে,হাঁটছে এবং হাঁটবে। ইরান নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাবেই। এতোক্ষণ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত প্রসঙ্গে  বাংলাদেশের বোন শারমিন রিমার প্রতিক্রিয়া শুনছিলেন। ধন্যবাদ বোন রিমা।

বহলুল: কথায় বলে,ধরো তক্তা মারো পেরেক! মানে দেরি করার উপায় নেই।

ক. আমি একেবারে প্রস্তুত আর দেরি নয়। হ্যাঁ  হিব্রু ভাষায় কুরআনের ভুল অনুবাদ ছেপেছে সৌদি আরব খবরটি প্রকাশিত হয়েছে ২৯ জানুয়ারি। এ খবরে বলা হয়েছে, সৌদি আরবের একটি প্রকাশনা সংস্থা যারা প্রধানত পবিত্র কুরআন শরীফের অনুবাদ প্রকাশ করে থাকে তারা হিব্রু ভাষায় একটি কুরআন শরীফ প্রকাশ করেছে যাতে প্রচুর পরিমাণে ভুল রয়েছে। পবিত্র মদিনা শহরে অবস্থিত কিং ফাহাদ কমপ্লেক্স পবিত্র কুরআনের এ অনুবাদ প্রকাশ করেছে।

বহলুল: পবিত্র কোরআন শরিফকে কলঙ্কিত করতে ওদের দ্বিধা হলো না।

খ. জ্বি বহলুল ভাই। এদিকে রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে যে সব মন্তব্য হয়েছে তার দু'টো এখানে তুলে ধরছি। ভাই আবু হেনা শেখ লিখেছেন, এমবিএস মানে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুর্দাবাদ। অন্যদিকে ভাই আজু লিখেছেন,শয়তানের বড় ভাই সৌদি আরব।  এরাই ইসলামকে ধ্বংস করে দিচ্ছে।

ক. এদিকে গজনিতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর তালেবান-মার্কিন আলোচনা স্থগিত- শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২৮ জানুয়ারি। এ খবরে বলা হয়েছে,কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও তালেবানের মধ্যে যে আলোচনা চলছিল তা স্থগিত হয়ে গেছে বলে আফগান সূত্রগুলো জানিয়েছে। সাবেক তালেবান নেতা ও আফগানিস্তানের সর্বোচ্চ শান্তি পরিষদের সভাপতি সাইয়্যেদ আকবার আগা বলেছেন,দোহায় তালেবান প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধির চলমান বৈঠক স্থগিত হয়ে গেছে।

খ. রেডিও তেহরানের ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে  অন্যতম মন্তব্য হলো, মাইরের উপর কোন ওষুধ নাই জনাব,মাইরের উপর কোন ওষুধ নাই! এর আগেও তারা শান্তি আলোচনা বর্জন করেছিলো কিন্তু মাইর খাওয়ার পর আবার তালেবানদের হাতে পায়ে ধরে আলোচনার টেবিলে আনে। এখন আবার ত্যাগ করেছে।  দেখবেন আবার হাতে পায়ে ধরা শুরু করল বলে। আর এ মন্তব্যকারী ডোনাল্ড ট্রাম্প ছদ্মনাম গ্রহণ করেছেন!

 বহলুল: ভালোই নাম পছন্দ করেছেন ভাই! ভাবতেই হাসি পাচ্ছে।

ক. এদিকে ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি':ভারতের সমর্থন এবং নেতানিয়াহু-মোদির টুইট বিনিময় শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১ ফেব্রুয়ারি।  রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ খবরে অনেক মন্তব্য হয়েছে। ভাই মোঃ আজহার লিখেছেন,পশুতে পশুতে একত্বতা..

বহলুল: মন্তব্য কঠিন তবে এ ছাড়া আর কিইবা বলার আছে। তা যাকগে এবার বিদায় নিতে হবে।

খ. তাহলে এবারে শ্রোতা বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি বহলুল ভাই।  সবাই ভালো ও সুস্থ থাকুন।

ক. আপনারা চিঠি দেবেন,ইমেইল পাঠাবেন,খবরে মন্তব্য করবেন এবং রেডিও শোনার পাশাপাশি অনুষ্ঠান নিয়েও মন্তব্য করবেন- এ কামনা করছি।  আবার কথা হবে আগামী আসরে।#

ট্যাগ